নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

অশ্রু শ্রুতি/

০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:০৬

ফিরে ফিরে দেখি যে আমি আঁধারের বুক চিরে,

নিয়তি হাসে আমাকে দেখে গর্বিত উঁচু শীরে।

নিন্দুক হাসে, হাসে শয়তান নদীর ঠিক ওই পাড়ে,

লুকিয়ে থাকি অন্ধাকারে শ্যাওলা পরা নীড়ে।



ভুল হয়ে যায় কি জানি---

ভালবাসারা কোথায়? কখন ? কেমন?

আমার কাছে যে ঘৃণাই ভাল অথবা কোন দহন।

ফুলের চেয়ে প্রিয় হল বুঝি কাঁটার অবগাহন,

নিজের বসতে হয়েছি যেন নিজেরই কোন স্বজন।



শুনতে কি পাও আড়ালে যে মন কাঁদে?

অভিমানে ঘিরে রয় হারানো বিষাদে...।

অশ্রুধারা অঝরে ঝরেছে দুঃখিনীর সে প্রাসাদে,

বয়ে চলে তবু ব্যস্ত সময় অশরীরীয় সে বিবাদে।

দেখোনা কভূ দু’চোখের জল ,মুছোনাকো এর ধারা,

ভয়াল এ ধারায় মন পুরে যায়, হয়ে যেন আজি সারা।

অভিশাপ নাম শুনেছো তবুও দেখোনি তো আজও যারা,

দেখো বৃষ্টি শেষে দূরে চলে যায় আকাশের ঐ আরা ।



অশ্রু ডাকে ফোঁটা ফোঁটা চোখের জল...

জল দিয়ে গড়ে মহাসাগর এক ধীরে।

মহাসাগরের অতলে হারিয়ে

কেন জলসীমানায় আসি ফিরে..।



ব্যর্থতা ডেকনা গো কেউ আমারই মতন আর,

নিকশ আঁধারে অশ্রু শ্র্রুতি সঙ্গী হবে তোমার ।

ঠিকানা যদি না খুঁজে পাও ফেরাই হবে ভার,

নিমজ্জিত অথৈ সাগরে ঘিরবে সকল আঁধার।



তানিয়া হাসান খান

সময়:১:৩৮মি. (দুপুর)

তারিখ: ৩/৪/১৩ ইং



উৎসর্গ : কবিতা টি আমার কবিতার একজন নিয়মিত পাঠক এবং অনেক প্রিয় ভাই

@Salim Foysal কে উৎসর্গ করছি।



মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৩০

টুম্পা মনি বলেছেন: খুব ভালো লাগল।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৩৩

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ :) টুম্পা মনি

২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগল

৩| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

অভিশাপ নাম শুনেছো তবুও দেখোনি তো আজও যারা,
দেখো বৃষ্টি শেষে দূরে চলে যায় আকাশের ঐ আরা ।

চমৎকার +++

৪| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++

৫| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আরজু পনি বলেছেন:

কবিতায় ভালো লাগা রইল তানিয়া :D

৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা +++

৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।

৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

অলওয়েজ ড্রিম বলেছেন: Bujhci conder class amake nitei hobe. Duyekdiner vitorei condo bishoyk 1ta post dichci. Shikhte chyle pore neben.

৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

রাইসুল নয়ন বলেছেন:





দেখো বৃষ্টি শেষে দূরে চলে যায় আকাশের ঐ আরা

নিজের বসতে হয়েছি যেন নিজেরই কোন স্বজন


ভালো লাগলো, কবি!

শুভকামনা রইলো।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৩

অনির্বাণ প্রহর বলেছেন: ভুল হয়ে যায় কি জানি---
ভালবাসারা কোথায়? কখন ? কেমন?
আমার কাছে যে ঘৃণাই ভাল অথবা কোন দহন।
ফুলের চেয়ে প্রিয় হল বুঝি কাঁটার অবগাহন,
নিজের বসতে হয়েছি যেন নিজেরই কোন স্বজন।


কেন এত দ্বিধা কবি? কেন এত দূর থেকে বাঁশের চোংগে চোখ লাগিয়ে দেখে চলা জীবন, ঘাসফড়িং আর মুহুর্তের পলায়ন!
কেন কবি?
কেন লেগে থাকে স্বত্তা গুলোর মাঝে সাত স্তবকের রেশমী পর্দা!

কবিতায় ভাললাগা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.