নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

কেস স্টাডি-৫

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩০



৭ম শ্রেণীর ছাত্রী নাসরীন । লেখাপড়া শেষ করে ঘুমাতে গেল বিছানায়। ছোট ভাই আর তার বিছানা পাশাপাশি। ভাইটি ঘুমিয়ে গেছে। তার গা কেন জানি ছমছম ..করছে। এটা তাদের নতুন বাড়ি। তার বাবা কিছুদিন হলো তাদেরকে নিয়ে এই ভাড়া বাড়িতে উঠেছে। শুরু থেকেই এই বাড়ি ওর নানা কারনে পছন্দ হয়নি। এসব ভাবতে ভাবতে চোখ লেগে গেল ঘুমে। নাসরীনের ঘুম খুব গভীর। ছেলেবেলা থেকেই সে বিছানায় গেলেই গভীর ঘুমে হারিয়ে যায়। কিন্তু আজকে মাঝরাতে তার ঘুম ভেঙ্গে গেছে। তার বুকের উপর কি জেন উঠে বসছে। সে চিৎকার করছে কেউ শুনছেনা। তার ইন্দ্রিয় শক্তি কাজ করছে। সে বুঝতে পারছে কেউ একজন তার বুকে চেপে ধরেছে। কে হতে পারে? ছোট ভাই / না অন্য কেউ???হঠাৎ দৃষ্টি পরতেই সে দেখল একটি কালো রঙ্গের পশু বড় বড় দাত বের করা একটা চিৎকার করে সে জ্ঞান হারালো।

******************************

দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। ৭ম শ্রেণীর ছাত্রী নাসরীন এখন অনেক বড় হয়েছে। তার এখন সংসার জীবন হয়েছে, বাচ্চা হয়েছে তিনটা। সেই ছোট বেলার দুঃসহ স্মৃতি সে ভুলে গেছে প্রায়। সেই ঘটনার সাথে সাথে তার বাবা তাকে মসজিদের ঈমাম সাহেবকে দিয়ে দোআ পড়ে এবং তাবিজ দিয়েছিল। এরপর আর কোন দুঃস্বপ্ন সে দেখেনি ।

কিছু দিন হলো সে খুব দুর্বল অনুভব করছে। আর সংসার জীবনে খুব চিন্তিত সময় কাটছে। প্রতিদিনই আগে আগে ঘুমাতে যায় সে। ওর বর মাহফুজ সাহেব অনেক রাত অবধি বই পড়েন। আজও বরকে রেখে সে তাড়াতাড়ি ঘুমাতে গেল।

রাত প্রায় ৩:৩০মি.। নাসরীনের হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। সে হাত পা শরীর কোনটাই নাড়াতে পারছেনা। কথা বলতে পারছেনা। কিন্তু সে দেখতে পারছে এবং সব কিছু বুঝতে পারছে। এমন কি মনে মনে দোআও পড়তে পারছে। সে বুঝতে পারছে তাকে অন্য কোন কিছু নিয়ন্ত্রণ করছে। ছাদের দিকে তাকিয়ে সে অনেক বড় একটা দানব দেখতে পেল। তার দিকে তাকিয়ে আছে। নাসরীন কালেমা পড়তে পড়তে এক সময় আর পড়তে পারছেনা। দানবটি তাকে পড়তে দিচ্ছেনা। তাকে বলছে আজকে নাসিরীনকে সে নিয়ে যেতে এসেছে। নাসরীন বুঝতে পারছে মৃত্যু তাকে ডাকছে।

নাসরীনের বর হঠাৎ লক্ষ করল- নাসরীন গোঙাচ্ছে। আর চোথ বর বর করে কিছু বলার চেষ্টা করছে। মাহফুজ সাহেব তাকে ডাকছে-নাসরীন !! নাসরীন!! কথা বলতে পারছো না ? কেন ? কি হয়েছে?। নাসরীনকে সে স্বাভাবিক করতেই পারছেনা। বাড়ির সব মুরুব্বিদেরকে সে ডাকছে। সবাইকে নাসরীন কি যেন বলতে চাইছে। ছাদের দিকে তাকিয়ে নাসরীন বির বির করে সবাইকে দোআ পড়তে বলছে। অস্পষ্ট...খুবই অস্পষ্ট সে ভাষা। কিছুক্ষণ পরে সে জ্ঞান হারিয়ে ফেলল।



ভোর ৫ টা। হাসপাতালের এম্বুলেন্স আসছে। অচেতন নাসরীনকে এম্বুলেন্স তোলা হলো। ওর বাচ্চারা ঘুম ভেঙ্গে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহফুজ সাহেব ওদেরকে শাশুরীর কাছে রেখে হাসপাতালের পথে রওয়ানা হলেন। হাসপাতালে নাসরীনকে স্যালাইন দেওয়া হলো। কর্তব্যরত ইমার্জেন্সি ডা. এসে তাকে চেক-আপ করলেন।তিনি কোন অস্বাভাবিক কিছু দেখতে পান নি। সে বলল অনেক দুর্বলতা আর দুঃশ্চিন্তার কারনে সে এমন নিস্তেজ হয়ে গেছে। স্যালাইন চলবে। নিয়মিত পুষ্টিকর খাবার খাবে এবং দুশ্চিন্তা মুক্ত থাকবে। সকাল হতেই নাসরীন একটু একটু কথা বলতে শক্তি পাচ্ছে। সে প্রথমে মাহফুজ সাহেবকে অভিযোগের সূরে বলল, গত রাতে বিশাল যে সাদা দানবটা আমাকে নিতে আসছিল। মৃত্যুর জন্য ডাকছিল। আমি কালেমা পড়তে গেলাম আমাকে মারতে এলো। আমি কতবার তোমাকে সেকথা বললাম!! তুমি না শুনে আর সবার সাথে কথা বলছিলে কেন? আমার কষ্ট হচ্ছিল। আমি বললাম যে তোমরা সবাই দোআ কর। আমাকে দানবটা দোআ পড়তে দিচ্ছেনা। শুনলেনা। আমি কত কাঁদলাম।

মাহফুজ সাহেব হতভম্ব চোখে স্ত্রীকে দেখছে। কি বলছে নাসরীণ!!!



(সত্য ঘটনা অবলম্বনে)



তানিয়া হাসান খান

সময়:১:০৭ মি (দিবা)

তারিখ:৩০/৮/২০১৩ইং

মন্তব্য ৬০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আস সালাম ও শুভসন্ধ্যা হাসানান্টি।
ব্লগে পোস্ট করবেন তা আগে বলতেন, তাহলে ফেসবুকে আর পড়তাম না।ধুশশশ !!

:||

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

তানিয়া হাসান খান বলেছেন: লেখক বলেছেন: ওয়ালাইকুমুস্সালাম.। শুভসন্ধ্যা.। ভাতিজা..

ভাতিজা !! কেন বার বার পড়লে কি হয় ?

বুশশশ!!!! :)

২| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
কোন জিনিষ বারবার পড়তে ইন্টারেস্ট পাইনা।

২টা ব্রাউজার দিয়ে চেষ্টা করসি, কোনটাতেই ভাল লাগা বাটন কাজ করতেসেনা- আমার দোষ নাই কিন্তু হুম ||

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

তানিয়া হাসান খান বলেছেন: না করলে তুমি কি করবা. মনে হয় লেখাটা ইন্টারেস্টিং হয় নাই ভাতিজা.। :(

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
উহু, লিখা-প্রেজেন্টেশন ২টাই ইন্টারেস্টিং হৈসে।সিলেক্টেডে যাওয়ার সমূহ সম্ভাবনা ||

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

তানিয়া হাসান খান বলেছেন: হা হা হা .। ওরে.। কি বল!!!!

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

খাটাস বলেছেন: হুম পড়লাম। সত্য ঘটনা পুরাটা নাকি সামান্য অবলম্বনে? এর এটা কিসের কেস স্টাডি। একটু বিস্তারিত জানালে বুঝতে সুবিধা হত। গুছিয়ে লিখেছেন বেশ। ভাল থাকবেন।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭

তানিয়া হাসান খান বলেছেন: পড়ার জন্য বিশেষ ধন্যবাদ। হ্যা ঘটনা সত্য.।আমার এবং আমার এবং আমার আত্মীয়ার সাথে এমনটা ঘটেছিল । তবে ঘটনা বিশ্লেষনের সত্যতা রহস্যময় ।
আমি আমার এবং আমার চারিপাশের মানুষগুলির জীবনে ঘটে যাওয়া বিশেষ কোন ঘটনাকে নিয়ে কেস স্ট্যাডি লিখে রাখি।
একদিন হয়তো এই কেস গুলি থেকেই জীবনের কোন প্রশ্নের উত্তর খুঁজে পাব। :)
আবারও ধন্যবাদ

৫| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: আপনার ব্লগের লেখা আজই দেখলাম। লেখাটা একটু আগেই ফেসবুকে পরেছি। আমাকে চিনতে পেরেছেন তো আপু??

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৭

তানিয়া হাসান খান বলেছেন: কেন চিনব না ? তোমাকে কি আমি আজকে থেকে চিনি ?? সেই ৫৩ সাল থেকে চিনি। কেমন আছো গো ভাই ????
তুমি ব্লগে লিখছো দেখে খুব ভাল লাগল । কি মজা.। ব্লগার পায়েল :) কি সুন্দর লাগল পড়ে। :)

৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

মোমেরমানুষ৭১ বলেছেন: আপু ভয় পাইতেছি

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৫

তানিয়া হাসান খান বলেছেন: না দোআ পরে আল্লাহর নামে ঘুমিয়ে পর। আল্লাহ ভরসা :)
এত ভীতু হলে চলবে !!!

৭| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২২

আমি ব্লগার হইছি! বলেছেন: আজকে আর ঘুমাতে পারবোনা ভয়ে।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৪

তানিয়া হাসান খান বলেছেন: না ভাই দোআ পরে আল্লাহর নামে ঘুমিয়ে পরেন। আল্লাহ ভরসা :)

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বলসিলাম না ??
:)

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

তানিয়া হাসান খান বলেছেন: ভাতিজা তুমি আগে ভাগেই সব বলে দাও কেমন করে ? তোমার কোন অবদান আছে নাকি. !!!
মডু না তো তুমি ? না ?

আমি সত্যিই সারপ্রাইজড :)

৯| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২২

তানিয়া হাসান খান বলেছেন: আমার প্রিয় ব্লগে আমার লেখাটি নির্বাচিত হওয়ায় আমি অনেক সম্মানিত এবং আনন্দিত... সত্যি... ♥ ♥ ♥ ... শুভরাত্রি ও সালাম সবাইকে :)
মডদেরকে অনেক ধন্যবাদ :)

১০| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭

টুম্পা মনি বলেছেন: পড়লাম। কিন্তু স্ট্যাডি রিপোর্ট কি? আমার ধারণা এই মহিলা মানসিক ব্যাধিগ্রস্থ। আর এ জন্যই এমন হচ্ছে। একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখালে হয়ত সুস্থ হয়ে উঠবেন। অজস্র শুভকামনা।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

তানিয়া হাসান খান বলেছেন: হা হা হা .। :)
পড়ার জন্য বিশেষ ধন্যবাদ। ঘটনা সত্য.। তবে ঘটনা বিশ্লেষনের সত্যতা রহস্যময় ।
আমি আমার এবং আমার চারিপাশের মানুষগুলির জীবনে ঘটে যাওয়া বিশেষ কোন ঘটনাকে নিয়ে কেস স্ট্যাডি রিপোর্ট লিখে রাখি। এটা একান্তই আমার নিজের এবং পাঠকের জন্য :)
একদিন হয়তো এই কেস গুলি থেকেই জীবনের কোন প্রশ্নের উত্তর খুঁজে পাব। :)
আবারও ধন্যবাদ

বিস্তারিত জানতে .আমার ফেসবুক পেজ এ আপমন্ত্রণ রইল। :)

১১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫১

না পারভীন বলেছেন: ভয় পেয়েছি মেলা । দোয়া পড়লেও দানব যায়না পড়ে মনে হল । ঘুমাতে যাওয়ার আগে ব্যাপক ভয় পাচ্ছি । :(

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

তানিয়া হাসান খান বলেছেন: না ভয় পাওয়ার কিছু নেই। এত ঘুম আসেছ। যে ঠিত মত আপনার উত্তরটা হয়ত দিতে সময় হবেনা। ঘুমিয়ে যাব। তবে এ বিষয়ে ভাল করে জানতে। আমার ফেস বুক পেজ ভিজিটের আমন্ত্রন রইল। :) :)

https://www.facebook.com/tarabotitara

১২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৪

মাহমুদ০০৭ বলেছেন: বির বির করে , আর চোথ বর বর করে , শাশুরীর , তারপর শেষ লাইনে নাসরীন বানান একটু ঠিক করে নিবেন আপু ।
কেস স্টাডি ভাল লাগল ।

এর আগে যা লিখেছিলেন তা পড়ার আগ্রহ রইল ।
ভাল থাকবেন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ :)

আপনিও ভাল থাকবেন ।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমিও ভয় পাইছি............



ঘুমামু না আজকে আর.......

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

তানিয়া হাসান খান বলেছেন: এত্ত ভীত!!!!!

হলে চলবেনা তো .। থেমে থাকবে সব---

ঘুম নিয়ে কোন আপোষ নাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আমিও ভয় পেলাম ৪র্থ +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

আসলেই কি ভয় পেয়েছেন.। ভাইয়া!!

১৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫

শান্তির দেবদূত বলেছেন: ভয়ংকর লেখা! এটা কি আসলেই সত্যি কাহিনী?
আমার মনে হয় মহিলা শারীরিক দূর্বলতার কারনে কোন হেলুসিনেশনে ভুগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

তানিয়া হাসান খান বলেছেন: হ্যা, এটা সত্যি কাহিনী।
হুম.হতে পারে। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৬| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪

ইখতামিন বলেছেন: +

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৭| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

কয়েস সামী বলেছেন: পড়া শুরু করে ভাবলাম আপনি নিশ্চয়ই একজন সাইকিয়াট্রিষ্ট। পড়া শেষে তাই সমাদান না পেয়ে হতাশ!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

তানিয়া হাসান খান বলেছেন: না ভাইয়া আমি কোন সাইকিয়াট্রিষ্ট নই। জীবনকে বোঝার চেষ্টা করি। সবভাবে।
সমাধান দেওয়া হবে নিশ্চয়ই। :)

১৮| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
সামী যা বলসে আমিও তাই ভাবি।
ব্যাপারটা যেহেতু কেস স্টাডি, এক্ষেত্রে সাথে সল্যুশন থাকাটাও দরকার।কারণ ব্যাপার ২টা রিলেটেড।আপনি যেহেতু শুধু ঘটনা ডেসক্রাইব করতেসেন, এর সাথে কেস স্টাডি নামটা যায়না-অন্য আরেকটা শিরোনাম দরকার বলে আমি মনে করি ||

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

তানিয়া হাসান খান বলেছেন: ভাতিজা। বুঝলাম। তবুও এটা কেস স্ট্যাডি. তাই সমাধানও থাকবে। একটা পরামর্শ দাও। যে আমি এর সমাধান কোথায় দিব। আলাদা পোষ্টে ???

১৯| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩

মাক্স বলেছেন: ভয়ংকর!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

তানিয়া হাসান খান বলেছেন: এত ভয় পেলে চলবে ??

২০| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

না পারভীন বলেছেন: আপু , আপনার ফেইসবুক পেইজে যেতেও ভুই লাগছে এই দিনের বেলাতেও :P এত ভয়ংকর কেম্নে লেখন ?

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

তানিয়া হাসান খান বলেছেন: এত ভয় পেলে চলবে ??

২১| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভয়ানক অবস্থা !!! B:-) B:-)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

তানিয়া হাসান খান বলেছেন: এত ভয় পেলে চলবে ?
অনেক অনেক ধন্যবাদ :)

২২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

পেন্সিল স্কেচ বলেছেন: ইন্টারেস্টিং !!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

২৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

সায়েম মুন বলেছেন: প্রথম কেস পড়ে যা মনে হইলো কেসটা বোবায় ধরা। দ্বিতীয় কেসের ক্ষেত্রেও একই অবস্থা। কিন্তু বোবায় ধরলে তো আক্রান্ত ব্যক্তির গাঁয়ে হাত দিলেই ঠিক হয়ে যায়! এরকম কিছু পোস্টে পেলাম না। ব্যাপারটা শারিরীক দুর্বলতায় হ্যালুসিনেশনও হতে পারে। এরপর আবারও এরকম কোন ঘটনা ঘটেছে কিনা জানা গেল না।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

তানিয়া হাসান খান বলেছেন: ওকে অপেক্ষায় থাকো। :)
অনেক অনেক ধন্যবাদ :)

২৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৭

হারানো মন বলেছেন: আপু, এরপরে কি হয়েছে? আমার খুব জানতে ইচ্ছা করছে

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

তানিয়া হাসান খান বলেছেন: আমারও জানাতে হবে মনে হচ্ছে। ওকে অপেক্ষায় থাকো। :)

২৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


:-& :-& :-&

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

তানিয়া হাসান খান বলেছেন: এত ভয় পেলে চলবে ?
অনেক অনেক ধন্যবাদ :)

২৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩

সাউন্ডবক্স বলেছেন: কোসকিরে মোমিন

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

তানিয়া হাসান খান বলেছেন: এত ভয় পেলে চলবে ?
অনেক অনেক ধন্যবাদ :)

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

প্রীতম ব্লগ বলেছেন: ঘটনা বাস্তব।আমার নিজের জীবনেও এরকম কয়েকবার হয়েছে। পরে বিশেষ কায়দায় মুক্তি পেয়েছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

২৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
এই পোস্টের রিপ্লাই কৈ হাসনাচাচী ? /:)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

তানিয়া হাসান খান বলেছেন: ওপস.!! এখুনি দিচ্ছি রিপ্লাই। ভাতিজা 8-|

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
না, এক পোস্টেই।
আগে কেস: টা দিবেন, এরপর স্টাডি: করে যেটা পাইসেন তা ||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.