নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্তি/

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০



গভীর আঁধারে ঘিরেছিল সে রাতে...আকাশে কোন চাঁদ ছিল না,

বাতাসে কোন প্রাণের আহ্বানও ছিলনা...আমার মনে শুধু অনুক্ত ব্যাথা ছিল।

একা ছিলেম আমার পৃথিবীর পরে.. দূর থেকে দূরে ভেসে ছিল চিল..

মৃত মানুষের খোঁজ মিলেছিল কিনা জানিনা শকুনেরা আবাসন গড়েছিল।



সাগর আমাকে বরাবরে মত ডেকেছিল..আমিও তার আহ্বানে ছুটেলিাম,

তোমাকে ডেকেছিলেম আমি গাংচিলেদের স্বরে স্বর মিলিয়েছিলাম।

দেখনি ফিরে আমাকে আঁধারের বুকে নিজেরই রক্তাক্ত স্রোতে ভেসেছিলাম,

রুহ ছেড়ে যেতে চেয়েছিল এই বিবর্ণ শরীর আমি কত্ত কেঁদেছিলাম।



তোমার অপেক্ষায়, দরজার ওপাশে এক যুবককে তুমি ভেবে ভুল করেছিলাম,

সে আমার ডাক শুনে বলেছিল, কে তুমি ?, আমি আমার ভুল ভেঙ্গেছিলাম।

তুমি কেন ছিলেনা কোথাও, আমার বিদায় বেলায় কেন তুমি থাকনা কোথাও ?

যদি আত্মা ছেড়ে যেত আমার শরীর, কখনও দেখা হবেনা আমি জেনেছিলাম।



শরতের আকাশে উরে জোড়া পাখি দেখে আমি হেসেছিলাম..

হাসির বদলে দুচোখে বেদনার কাজলও কখনও পরেছিলাম.।

পৃথিবীর সব মানুষই বেলা শেষে একা হয় তাও অকপটে জেনেছিলাম..

মায়বিনী পৃথিবী আমাকে বড় মায়া করে সেকথাও যেন মেনেছিলাম।



সেদিন কোথাও বৃষ্টি হয়নি বলে চারিদিকে শুকনই ছিল পথ, ঘাট ও মাটি,

সূর্যটা ঠিকঠাকই উঠেছিল বলে আমিও ছিলাম চঞ্চলা ও পরিপাটি।

রোদেলা ছায়ায় কারো উপস্থিতির অপেক্ষার প্রহর গুনেছিল যেন আঁখি,

প্রয়োজনে যাকে পেলাম না ,অপ্রয়োজনে কেন তারে মনে রাখি!



তানিয়া হাসান খান

সময়:১০:৪৯ মি.(রাত্রি)

তারিখ: ২৭/০৯/২০১৩ইং

১২ই আশ্বিন,১৪২০ বাং

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

খেয়া ঘাট বলেছেন: শেষের চার লাইন- খুবই সুন্দর হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর!

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

দুর্দান্ত +++++

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লাগল!

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩

আমিনুর রহমান বলেছেন:



বেশ লাগলো পড়তে :)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:




সেদিন কোথাও বৃষ্টি হয়নি বলে চারিদিকে শুকনই ছিল পথ, ঘাট ও মাটি,
সূর্যটা ঠিকঠাকই উঠেছিল বলে আমিও ছিলাম চঞ্চলা ও পরিপাটি।
রোদেলা ছায়ায় কারো উপস্থিতির অপেক্ষার প্রহর গুনেছিল যেন আঁখি,
প্রয়োজনে যাকে পেলাম না ,অপ্রয়োজনে কেন তারে মনে রাখি!


সুন্দর!

ভাললাগা রইলো।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
এর আগে কোন ১টা কবিতায় জানি বলিলাম ওটা অন্যগুলাকে ছাড়ায়ে গেসে।এটা ওটার লেভেলের হৈসে ||

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬

ইমরাজ কবির বলেছেন:
আরে আপনি কৈ ?
ধূরান্টি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.