নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

তানিয়া হাসান খানের কয়েকটি টুকরো কাব্য

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯



প্রিয়তম!তোমার বুক পকেটে হাত দিয়ে

দু’টো খামে দুটো চিঠি পাবে তুমি।

লাল খামে আমি তোমার জন্য রেখেছি

দুনিয়ার সমস্ত প্রেম, ভালবাসা আর আনন্দ ভরা চিঠি।

যার উপস্থিতি তুমি সাথে সাথেই

অনুভব করবে তোমার সমস্ত ইন্দ্রিয় জুড়ে।

আর নীল খামে দিয়েছি প্রত্যয়,

সংগ্রাম আর বিশ্বাসে এর আহ্বান।

যা দিয়ে তুমি একজন সত্য পথের

সাহসী যোদ্ধা হবে।

এর ফলাফল খুব ধীরে আসবে।

অথবা শাহাদাতের অমীয় সুধা পান করে

জান্নাত পাবে। ভেবে দেখ কাপুরুষের জীবন চাও?

নাকি বীরের মত জীবনের সাধ কর তুমি ?





সময়ঃ রাত্রি :03:06মি.

তারিখ: 22/10/2013ইং

৭ই কার্তিক,১৪২০ইং





হিমালয় হতে নেমে আসা বরফের ঝড় আজ মানুষের প্রতিটি হৃদস্পন্দনে,

শ্বাস রুদ্ধ বাতাস ঘিরেছে পৃথিবীকে সুনামি আসছে ধেয়ে ভূকম্পনে।

এসো দল বেঁধে মানুষেরা মৃত্যু তোমাকে হাতছানি দেয় সম্মুখপানে,

ভয় করোনা মৃত্যুকে আজ স্বপন ও ভাঙ্গণের সন্ধিক্ষণে।



তরতাজা খুনে পথ রেঙ্গেছে আমার দেশের পথ ঘাট মাটি,

রক্ত সাগরের পচন্ড স্রোতে আমরা সাঁতরে হয়েছি যে খাঁটি।

কিসের ভয় দেখাও তোমরা ভয়হীন মোরা অনাদিকাল ধরে,

বার বার মরে বার বার জাগি হাজারো মুখে হাজারো ঘরে।



লোহার কপাট লোহার শেকল লোহার বাসর ভাঙ্গি দু’হাতে,

কন্টকময় পথ হেটে চলি উদম পায়ে ভয়াল রাতে।

লবন পানি চোখে গড়ালে মুছে ফেলি মোরা উল্টো হাতে,

সংগ্রামী চোখে পথ খুঁজে ফিরে দুর্গম সব পথ ও ঘাটে।





সময়ঃ রাত্রি :১১:১২মি.

তারিখ: ২১/১০/২০১৩ইং

৬ই কার্তিক,১৪২০ইং



আজকে আমার আকাশের কাছে ছিলনা যে কোন মানা,

কত কারুকাজ আকাশ জুড়ে করেছিল আনাগোনা।

মন বাড়িয়ে ছুঁয়েছি যে তাকে হাত বাড়িয়ে নয়,

শিল্পীর আঁকা শিল্প আমাকে করেছে যে প্রেমময়।



চারুশিল্পের জন্য যে আকাশ যথেষ্ট বিশালতায়,

শিল্পী করেছেন রঙের সাথে রঙেদের পরিচয়।

মুগ্ধ আমি রঙের কারুতে বেলা যে চলেছে ধায়,

যিনি গড়েছেন চিত্রিত আকাশ আমি ভালবাসি বড় তায়।



আকাশের বুকে ছোট ছোট কত ঘরের মতন ছবি,

অপলক চোখ দেখেছিল যবে বেলা অবেলার কবি।

সূর্য ডোবার ক্ষণে যে থাকে কত্ত বেশি বিশ্ময়,

রঙ ছড়িয়ে আকাশের পরে বিভা মুখরিত হয়ে রয়।





সময়ঃ রাত্রি :১২:১১মি.

তারিখ: ২৪/১০/২০১২ইং

৯ই কার্তিক,১৪২০ইং

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল

++++

ব্লগে ইদানিং অনিয়মিত আপনি?

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ নিবেন ভাইয়া :)

হ্যা.. অনেক ব্যস্ততা আমাকে ঘিরে ফেলেছে। ভাই তাই একটু ফ্রি হলে আসতে পারি। নইলে না। :(

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

ইখতামিন বলেছেন:
সুন্দর কবিতা

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ নিও ভাইয়া :)

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস হাসানান্টি, ২ বেস্ট ॥

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ নিও ভাতিজা :)

৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

বটবৃক্ষ~ বলেছেন: চমৎকার লাগলো আপি!! :) :)
১ম ২টা বেশি ভালোলেগেছে!

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ নিও ভাইয়া :)

৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার কবিতাগুলোতে ভালোলাগা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

গোর্কি বলেছেন:
কবিতাগুচ্ছ পাঠে ভাললাগা জানাই।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে, বিশেষ করে মাঝখানেরটি।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ নিও ভাইয়া :)

৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


লোহার কপাট লোহার শেকল লোহার বাসর ভাঙ্গি দু’হাতে,
কন্টকময় পথ হেটে চলি উদম পায়ে ভয়াল রাতে।
লবন পানি চোখে গড়ালে মুছে ফেলি মোরা উল্টো হাতে,
সংগ্রামী চোখে পথ খুঁজে ফিরে দুর্গম সব পথ ও ঘাটে।



দারুণ

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ নিও ভাইয়া :)

৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার হয়েছে কবিতাগুলো।


+++++++

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ নিও ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.