নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

কষ্ট আড়াল/

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫





জানো নাকি দরজার আড়ালে কষ্ট থাকে?



দরজার ওপাশে দেখ কষ্টের আড়ালে কষ্ট আছে

সদ্য প্রসূত শিশুটি ছেলে না মেয়ে তাই প্রশ্ন যাচে।

“হিরার আংটি বাঁকা ভাল” ছেলের বেলায় কানাকানি,

মেয়ে সোতা পণের বিয়ে, কত শত মানের হানি। আমরা জানি।

ভ্রুন থেকে যদি নাও মরে মরবে কভু আমরা জানি,

বাবা-মায়ের হাসির আড়ে দুঃখ ধ্বণি আমরা মানি।



ছেলের জন্য রাখা হলো সহজতর জীবন আঁকি,

বেশি খাবার, বেশি টাকা, বেশি সময়-সুযোগ রাখি।

শেষ বয়সে ধরবে যে হাল সংসারেরই লাগাম টানি,

পর হলো যে মেয়ে মোদের কষ্ট পেল-কাঁদল দুচোখ ঢাকি।

কি এসে যায় কষ্ট পেলে কষ্ট যাদের স্তব্ধ বানী,

কেঁদে কেঁদেই শশুড়বাড়ি যাবে মোদের অভিমানী। আমরা জানি।



না জানিয়ে বিয়ে হলো তমার বরের শুনছো নাকি...

রোজ আকাশের বুকে তমা দেখে শূন্যতা কি।

স্বামীর পাশে অন্য নারী তমার চোখে নেইতো পানি,

বেঁচে আছে এই তো বেশি হত যদি সবই ফাঁকি!!

পাষান সমাজ পাষান নারী খিলখিলিয়ে হাসছে শুনি,

মৌনতা যে সঙ্গী হলো স্মৃতির পাতায় কানাকানি। আমরা জানি।



দরজার ওপাশে দেখ কষ্টের আড়ালে কষ্ট আছে

মা হারা মন্তানেরা সৎ মা পেয়ে কাঁদছে মিছে।

বাবার আদর পড়ে মনে মা ছিল যার যখন ঘরের মনি,

দিন চলে যায় মায়ের ছবি স্মৃতির পটে আনি। আমরা জানি।

ধীরে ধীরে পর হয়ে যায় চেনা বাড়ি ও বিশ্বভূমি...

শুকনো চোখে কান্না শুকায় পরে থাকে তার ছায়াখানি।



তানিয়া হাসান খান

সময়: ১:৫৫ মি. (সন্ধ্যা)

তারিখ:১৪/০৯/২০১৩ইং

৩০ই ভাদ্র’১৪২০বাং



বি.দ্র : এই কবিতাটি আমাদের শ্রদ্ধেয় Shamim Parvez কে উৎসর্গ করা হলো। দোআ করবেন যেন আমৃত্যু লিখতে পারি। কখনও কোন অবস্থাতেই থেমে না যাই। আল্লাহ যেন সহায় থাকেন। আমীন।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সুম্মা আমীন​।
সুন্দর হৈসেন্টি ॥

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক বড় আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। :) :)

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
তবে লাইন গুলা এত ব​ড় না হ​য়ে দু ভাগ হলে মে বি আরেকটু সুন্দর রিদমে পড়া যেত ॥

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

তানিয়া হাসান খান বলেছেন: হুম. ভাল পরামর্শ :)

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


দরজার ওপাশে দেখ কষ্টের আড়ালে কষ্ট আছে

সত্যি তাই।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক বড় আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। :) :)

৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাল লাগল +++

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক বড় আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। :) :)

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

একজন আরমান বলেছেন:
কষ্টময় আর ছন্দময় কাব্যে ভালো লাগা আপু।

অনেক অনেক শুভকামনা। :)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক বড় আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। :) :)

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

তানিয়া হাসান খান বলেছেন: নিজের কোন সৃষ্টিকে সামুর নির্বাচিত পাতায় দেখলে কি যে ভাল লাগে সেটা আসলে চট করে বোঝা বা বোঝানোটা আমার মত ইমোশনাল মানুষের জন্য কঠিন। অনেক ধন্যবাদ প্রিয় সামহয়্যার ইন এর মাডারেশন প্যানেলকে। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪

যুবায়ের বলেছেন: চমৎকার লিখেছেন....
পোষ্টে ভালোলাগা....

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক বড় আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। :) :)

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

এহসান সাবির বলেছেন: ভালো লাগল।

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক বড় আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। :) :)

৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: জানো নাকি দরজার আড়ালে কষ্ট থাকে?

জানি। সেখানে সুখেরা ভর করুক এই কামনা থাকলো কবি। :)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক বড় আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। :) :)

১০| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক অনেক বড় আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। :) :)

১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো :)

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১১

তানিয়া হাসান খান বলেছেন: : অনেক অনেক বড় আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম। :) :)

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: কবিতা পড়ে একদম চুপ হয়ে গেলাম তানু !!! ওনেক গুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে ,

শুকনো চোখের কান্না যে ভেজা চোখের চাইতেও অনেক বেশী তীব্র কস্টের হয়! !! এই পৃথিবীর হাস্যপ্রোজ্জ্বল ভাগ্যবান / দুর্ভাগা মানুষগুলো কি তা কখনও বুঝতে পারে !!????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.