নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

চিঠি-৭

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

০৯/০২/২০১৪ইং



প্রিয় বন্ধু,

চিঠির শুরুতে আমার সালাম নিস। এতদিন পরে আমাকে মনে পড়ল বুঝি? তুই কেমন আছিস তা তোর পত্র পাঠে খুঁজে পেলামনা। আমার দো’য়া যখন তোর সাথে আছে তুই নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালই আছিস।



বন্ধু! তুই লিখেছিস লাইক কমেন্ট না দিলেও তুই আমার সব লেখাই পড়িস। আমি তো তা জানিনা রে, আমি ভেবেছিলাম তুই তোর বর, কন্যা, সংসার নিয়ে এত ব্যস্ত যে, ছেলেবেলার এই সইকে তুই দিব্যি ভুলে গিয়েছিস। আর আমি ভুলে যাওয়ার মতই এক নারী। যার পুরো জীবনটাই ভুলে ভুলে ভরা। এত সময় এই বাস্তবিক জগতে আর কোথায় এই ভুল মানুষকে মনে করার?



তুই যখন পরদেশে চলে যাওয়ার আগে বিদায় নিতে এসেছিলি, আমার মনে হচ্ছিল আমার কোন এক ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসছে। নিঃসঙ্গতাকে আর বুঝি লুকিয়ে রাখা গেলনা নিজের কাছে। তুই আমার সঙ্গী ছিলি। তুই ছিলি তাই আমার মন খারাপ হতো না। আমার কষ্টকে কেউ বুঝতে পারতনা। তুই তো জানিস কষ্ট প্রকাশিত হয়ে গেলে অনেক সময় একে দূর্বলতা মনে করা হয়। আর দূর্বলতার মত গ্লানি এ সমাজে আর কিছু হতে পারেনা। কেন তোকে আমি চোখের কাজল করে রাখতে পারলামনা? প্রতিদিন যত্ন করে পরতাম চোখে। হ্যা, তুই আমার চোখের কাজল হলে ঠিক উজ্জ্বল হয়ে যেত দু’চোখের চারপাশ।



আমার জীবনটাকে যদি তুই সমুদ্র ভাবিস, তবে তুই চলে যাওয়ার পরে আমার এ সমুদ্রে উত্তাল ঝড় উঠেছিল। সে ঝড়ে আমার সব তোলপাড় হয়ে গেছে। সমুদ্রের তীরে বালির ঢিবিতে জীবন্ত কবর রচিত হলেও, সবাই আমাকে মৃত ভেবে ধীরে ধীরে ভুলে যাওয়ার প্রতিযোগিতায় মেতে উঠল জানিস?। মহান রব আমাকে বড় ভালবাসেন বলে তিনি আমাকে আবারও জীবন দান করেছেন। আজ আমি আমার সব শক্তি কে কাজে লাগিয়ে বালির সে কবর থেকে উঠে দাড়িয়েছি। আমাকে যখন সমুদ্রের সব ঢেউ স্বাগত জানালো, আমি সাহস পেলাম আত্ম পরিচয়ে নিজেকে প্রকাশ করতে।



আজকে আমি হাতে কলম তুলে নিয়েছি। কলমের কালিতে লেখা বর্ণমালা এত দামী হয়? জানা ছিলনা। আমি সারা জীবন যে অস্পর্শ আর নিষ্পাপ ভালবাসাকে আকাঙ্খা করতাম তা এই বর্ণ মালা আমাকে এনে দিল। আজকে আমাকে সবাই কত্ত ভালবাসে, মনে রাখে। তোর চিঠি পেয়ে আমার তো মনে হচ্ছে আমি তোকেও ফিরে পেয়েছি। তুইতোর জন্য বই পাঠাতে বলেছিস। হ্যা, একজন ব্লগার আপু তোর দেশ থেকে এসেছে বই মেলাতে, তার কাছে পাঠিয়ে দেব ইনশা্ল্লাহ আমার ক্ষুদ্র এ প্রয়াস অথবা আমার বহু কান্নায় নির্মিত এ বর্ণ মালাগুলোর মেল বন্ধনকে।



আমার হৃদয়ের চিলেকোঠায় থাকা বন্ধু!

তুই না বললেও আমার মন ঠিকই জানে তুই থাকিস আমারই আসে পাশে। আমি রোজ একবার আমার লেখায় তোর উপস্থিতির গন্ধ পাই। আমি যখন ফেবু থেকে চলে যাই, আর ঘুমিয়ে পড়ি। তখন তোর আসার সময় হয়। তোর আর আমার দেশের সময়ের নিঠুর এক ব্যবধান। তবুও তো আছিস পাশে, এও কম কি! খুব ভাল থাকিস বন্ধু। আমার সব দো’য়া তোর সাথে রইল।



ইতি-

তোর সই

এক টুকরো মানবী

তানিয়া হাসান খান

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
সায়েদান্টি ! :D

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

তানিয়া হাসান খান বলেছেন: হা হা..এটা অন্য বান্ধবী...জাফরীন.।
কানাডায় থাকে,..। :)
হয় নাই ভাতিজা... কি মজা...পার নাই :)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আজকে আমি হাতে কলম তুলে নিয়েছি। কলমের কালিতে লেখা বর্ণমালা এত দামী হয়? জানা ছিলনা। আমি সারা জীবন যে অস্পর্শ আর নিষ্পাপ ভালবাসাকে আকাঙ্খা করতাম তা এই বর্নমালা আমাকে এনে দিল। আজকে আমাকে সবাই কত্ত ভালবাসে, মনে রাখে।

মুগ্ধপাঠ

খুব কাছের বন্ধুরা দূরে গেলেও মনে রাখে

খুব ভালো লাগলো

তবে হাল্কা মন খারাপ করার মত

+++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ক্লান্ত তীর্থ বলেছেন: বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া :)

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি নাম জানি একজনেরই, কেমনে পারবো ! এখানে মজার কিস্যু নাই || :-P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

তানিয়া হাসান খান বলেছেন: ভাতিজা .বই মেলায় আসবা না ? ১৪ তারিখে ইনশাল্লাহ আছি আমি। তুমি আসো. প্লিজ। আমার বইটা তুমি এখনও পড়নি। :(

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সম্ভব হলে তো নিজেই চলে যেতাম, আপনার বলা লাগতো না।
আপনি অটোগ্রাফ্ড কপি না পাঠালে আমি কেমনে পড়বো ? :|

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

তানিয়া হাসান খান বলেছেন: তুমি কি ঠিকানা দিস ?? ইনবক্সে ঠিকানা দাও। পরশু বই আসবে ঢাকা থেকে। আসলেই পাঠিয়ে দেব :)

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মৌ রি ল তা বলেছেন: কলমের কালিতে লেখা বর্ণমালা এত দামী হয়?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

তানিয়া হাসান খান বলেছেন: হ্যা.।
খুব হয়

আপনাকে অনেক ধন্যবাদ :)

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
দিয়েছিনু ! B-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

তানিয়া হাসান খান বলেছেন: পেয়েছিনু !:#P

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

মামুন রশিদ বলেছেন: আহা চিঠি! :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আজকে আমি হাতে কলম তুলে নিয়েছি। কলমের কালিতে লেখা বর্ণমালা এত দামী হয়? জানা ছিলনা। আমি সারা জীবন যে অস্পর্শ আর নিষ্পাপ ভালবাসাকে আকাঙ্খা করতাম তা এই বর্নমালা আমাকে এনে দিল। আজকে আমাকে সবাই কত্ত ভালবাসে, মনে রাখে।

মুগ্ধপাঠ

খুব কাছের বন্ধুরা দূরে গেলেও মনে রাখে

খুব ভালো লাগলো

তবে হাল্কা মন খারাপ করার মত

+++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

তানিয়া হাসান খান বলেছেন: লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া :)

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার চিঠি সিরিজ পড়লে আমার এ গানটার কথা মনে পড়ে -

আমি লিখলাম তরে প্রেমের চিঠি
ও সখী কবে তুই উত্তর দিবি ??

:D

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

তানিয়া হাসান খান বলেছেন: হা হা হা .।
তোমার তো খালি দুষ্টামী মনে আসে। দুষ্টু ভাতিজা!

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আর দূর্বলতার মত গ্লানি এ সমাজে আর কিছু হতে পারেনা।

আপনার পুরো চিঠির মধ্যে এই লাইনটি সব চেয়ে ভালো লেগেছে.।

ভালো থাকুন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

মুনেম আহমেদ বলেছেন: কলমের কালিতে লেখা বর্ণমালা এত দামী হয়?
হয় যদি তাতে মিশে থাকে হৃদয়ের আবেগ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: শুধুমাত্র চিঠি বদলে দিতে পারে জীবণ !
চিঠি পোষ্ট দেখেই ছুটে আসলাম , শুভেচ্ছা তানিয়া আপু !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

তানিয়া হাসান খান বলেছেন: হ্যা,,, বদলে দিতে পারে :)
ছুটে আসার জন্য তোমাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া :)

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার চিঠি !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৮

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা আপুনি :)

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
বয়স তো সবে ২১, এখন দুষ্টামী না করলে কখন ? ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

তানিয়া হাসান খান বলেছেন: ২১ বছরে তো ছেলেরা বুড়া হয়,,, ওমা ! তুমি জানোনা বুঝি ভাতিজা ??

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
২১ না থুক্কু ১১ হবে তো, টাইপিং মিশটেইক !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

তানিয়া হাসান খান বলেছেন: ইস! রে.।
আমারে বোকা বানাচ্ছো ??? আমি তো টাইপিং মিসটেক আর বুঝিনা.। তাইনা ??


হাহহাহহাহাহাহাহাহা
=p~ =p~ =p~ =p~ :P

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু পাশে থাকুক এই কামনা থাকলো ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

পেন্সিল চোর বলেছেন: আমিও জানতাম না লিখা যে এতো দামি হয় সত্যি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

তানিয়া হাসান খান বলেছেন: তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া :) আরে কেমন আছো তুমি ?

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

পেন্সিল চোর বলেছেন: আপু আমি ভালো নেই, তবুও ভালো থাকার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

তানিয়া হাসান খান বলেছেন: তুমি কেন ভাল নেই ভাই ?? অবশ্যই দোআ করছি তোমার জন্য। আল্লাহ তোমাকে যেকোন সমস্যা থেকে মুক্তি দিন। ভাল রাখুন। আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.