নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

আমি তারাবতী, একজন নারী বলছি-

০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫২



নিজেকে সব সময়ই নারী ভাবতে ভাল লাগে। কেন পুরুষ হলাম না , এমন কোন হায়-আফেসোস কখনও আসেনা মনে। পুরুষ হয়ে রাস্তার মোড়ে দাড়িয়ে চায়ের দোকানে দাড়িয়ে কেন রাজনীতির বিতর্ক জুড়লাম না, সিগারেট একটা টান দিতে পারলাম না, মেয়েদের দেখে কোন মন্তব্য ছুড়তে পারলাম না। না এমন কোন ইচ্ছে তো হয় নাই কখনও। তবে পরিবার, সমাজ পুরুষকে অগ্রাধিকার দিয়ে ক্রমে স্বার্থ পর করে তোলে। এতে আমার বরাবরই আপত্তি। আমি আমার জগতে স্বাধীন মানুষ। তবে আমাকে এ স্বাধীনতা অনেক মূল্য দিয়ে কিনতে হয়েছে। তারপরও শাহবাগের মোড়ে দাড়িয়ে ছেলে সাদৃশ মেয়েটির মত বিড়ি টানতে থাকার মত স্বাধীন আমি হতে চাইনি কোন দিনই। আমি নারী,আমি সুন্দর এর প্রতীকি মান রাখব। আমার পোষাক বলবে আমি একজন সুন্দর মনের নারী, আমার ভাষা বলবে আমি নারী, যাকে ঘিরে প্রতি যুগে কবি আর সাহিত্যিক ছন্দ আর আবৃতিতে মূর্ছিত হয়। পুরুষের বেশ ধরে গলাবাজি আমাকে নিষ্প্রাণ আর রুক্ষ করে তুলবে এটা স্বাভাবিক। আমার মুখের ভাষা ও হাসি আমার পরিবারের ক্লান্তি আর কষ্টকে দূরীভুত করবে তবে আমি নারী। আমি অসুন্দরকে জয় করব আমার মনের এবং আচার আচরণের সৌন্দর্য দিয়ে। মনকে আরো বেশি সুন্দর করতে আমাকে পুরুষের পরিপূরক অবস্থান চিন্তা করতে হবে শত্রুতা নয়। তবে যখন কোন নারীর ধর্ষিত হওয়ার খবর চোখে পরে বা কানে আসে। চোখ ফেটে জল পরে। রাগে শরীর কেঁপে ওঠে। পুরুষ নামক জানোয়ারের প্রতিবিম্ব ভাসে চোখে। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে কোন এক অচেনা ধর্ষিতা বোনের কষ্ট অনুভব করে। ঘৃণা হয় মনে। তবে আমরা যত অযুহাতই ধরি না কেন ওরা এমনি এমনি তো আর পশু হতে পারেনা, একটা মানুষ তার কতটা মনুষ্যত্ব বিসর্জন না দিলে নারীকে ধর্ষন করে মেরে ফেলে। পাশাপাশি তুলনা মূলক কম হলেও কিছু নারীও তার মানষীর রুপ ছেড়ে ভয়ঙ্কর হয়ে ওঠে পুরুষের জন্য বুঝে অথবা না বুঝে। ধর্ষন হলো সামাজিক ঘৃন্য অপরাধ। এর সাথে নারী বা পুরুষ অধিকারের কোন সংঘাত নেই বলে আমি মনে করি। কোন ভাবেই এই সামাজিক অপরাধ ক্ষমার যোগ্য নয়। সমাজের কথা ছাড়ি পশুর লোলুপ দৃষ্টির তোপের মুখে কয়জন নারী তার পরিবারে নিরাপদ? পশুর লোলুপ দৃষ্টি একটি সুন্দর মনের নারীর মানসিক ও ব্যাক্তিত্ব গঠনে কতটা বাধা সৃষ্টি করে জানা কি আছে? একজন নারী অনলাইনে আছে! যাবেন কোথায় সেখানেও নানান আপত্তিকর ম্যাসেজ আসতে থাকে। যার অধিকাংশই ইভটিজিং পর্যায়ের বা তার থেকেও ভয়াবহ অপরাধ বলে আমি মনে করি।



নারী দিবসের আজকে সবাই নারীকে সম্মান জানায়, একটি নারীর শৈশব ও কৈশর থেকে বৃদ্ধকাল অবধি তাকে নিরাপদ রাখা হোক তার আপন পৃথিবীতে। তবে নারী সম্মান পাবে। এটা হোক নারী দিবসের মূল প্রতিপাদ্য। সকল নারীকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।



আজকে আমার ইনবক্সে অনেক ভাই, বোন বন্ধুরা নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ইনবক্স খুলেই তারাবতীর সারা মুখে হাসি প্রসারিত হয়েছে। নিজেকে তারাবতী আজ পৃথিবীর সব থেকে নিরাপদ নারী মনে করে যার সমম্ত কৃতজ্ঞতা শুধু মহান আল্লাহর দরবারে।



তানিয়া হাসান খান

৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস, ২০১৪ইং

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪

দালাল০০৭০০৭ বলেছেন: :) :)

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৮

তানিয়া হাসান খান বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম :)

২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫

রাসেলহাসান বলেছেন: সকল নারীকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।
সুন্দর লিখেছেন! শুভ কামনা।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও ভাইয়া :)

৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: নারীদের অবদান পুরুষদের থেকে কোন অংশেই কম নয়। নারী দিবসের উপলক্ষে প্রতিটি নারীর প্রতি রইলো আমার শ্রদ্ধা ও সন্মান।

আপনাদের জন্য আজ এ সুন্দর পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। ভালো থাকুন আপু।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১০

তানিয়া হাসান খান বলেছেন: আপনিও খুবই ভাল থাকুন ভাইয়া :)
অনেক ধন্যবাদ রইল :)

৪| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর লিখা হাসানান্টি ||

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে প্রিয় ভাতিজা !:#P :)

৫| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনাকে ধন্যবাদ আশাজাগানিয়া অার আপনার দিপ্ত বাসনার জন্য। ভাল থাকবেন সদায়।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৫

তানিয়া হাসান খান বলেছেন: আপনিও খুবই ভাল থাকুন ভাইয়া :)
অনেক ধন্যবাদ রইল !:#P

৬| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৭

এম এ কাশেম বলেছেন: ভাল থাকুন তারাবতী.................

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

তানিয়া হাসান খান বলেছেন: আপনিও খুবই ভাল থাকুন ভাইয়া :) ধন্যবাদ !:#P

৭| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬

সুমন কর বলেছেন: আমি নারী,আমি সুন্দর এর প্রতীকি মান রাখব। আমার পোষাক বলবে আমি একজন সুন্দর মনের নারী, আমার ভাষা বলবে আমি নারী, যাকে ঘিরে প্রতি যুগে কবি আর সাহিত্যিক ছন্দ আর আবৃতিতে মূর্ছিত হয়............

ভালো বলেছেন।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫০

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ রইল !:#P

৮| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১

তানিয়া হাসান খান বলেছেন: আন্তর্জাতিক নারী দিবস এ তারাবতী তার পোস্টটি নির্বাচিত পোস্টের পাতায় পেয়ে খুবই সম্মানিত বোধ করছে। প্রিয় সামহয়্যার ইন এর সকল মডারেটর প্যানেলকে অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ !:#P !:#P !:#P !:#P !:#P

৯| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৪

উজবুক ইশতি বলেছেন: নারী দিবসের আজকে সবাই নারীকে সম্মান জানায়, একটি নারীর শৈশব ও কৈশর থেকে বৃদ্ধকাল অবধি তাকে নিরাপদ রাখা হোক তার আপন পৃথিবীতে। তবে নারী সম্মান পাবে। এটা হোক নারী দিবসের মূল প্রতিপাদ্য। সকল নারীকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।


অনেক সুন্দর লিখেছেন
সকল নারী উদ্ভাসিত হোক তাঁর আপন মহিমায়

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ রইল আপনার জন্য :) !:#P

১০| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আপু !

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে প্রিয় অভি !:#P :)

১১| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভেচ্ছা রইল।

০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ রইল আপনার জন্য :) !:#P

১২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৯

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: নারী সম্মানিত হোক প্রতিটি দিবসের প্রতিটি ক্ষণে।

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৪

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ রইল আপনার জন্য :) !:#P

১৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৩:২৫

সেতু আশরাফুল হক বলেছেন: আমি চাই আমার স্ত্রী আমার বন্ধু হোক, অধস্তন নয়। এবং আমি নিজেই এটা ভাবলে হবে না. আমার স্ত্রীকেও সমমনা হতে হবে। সে যদি গতানুগতিক নারী হিসেবে নিজেকে পুরুষের অধস্তন মনে করে তবে সেটা আমাকে পীড়া দেবে। আমি চাই সে আমার সাথে পাশাপাশি হাটুক, সিদ্ধান্ত নিক এমন কি আমাকে ভালবাসার জন্য আমার মতোই নির্লজ্জ হোক।

প্রত্যেক মানুষের নিজ নিজ পছন্দ থাকতে পারে। তাকে আমি সম্মান জানাই।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২১

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ রইল আপনার জন্য :) !:#P

১৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৯

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লেগেছে লেখা , আমিও মনে করিনা নারীত্বের কোন প্রকাশ দুর্বলতা , বরং আমি আমি গর্বিত যে আমি একজন মেয়ে ।হয়ত এই জন্য আমাকে অনেক সমস্যা ফেস করতে হয় , কিন্তু সেটা সমাজের মানুষের দৃষ্টি ভঙ্গীর সমস্যা , আমার না ।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৫

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা নিও আপুনি :) !:#P

১৫| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৫:২০

এ কে এম রেজাউল করিম বলেছেন: দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন:
নারীদের অবদান পুরুষদের থেকে কোন অংশেই কম নয়। নারী দিবসের উপলক্ষে প্রতিটি নারীর প্রতি রইলো আমার শ্রদ্ধা ও সন্মান।

আপনাদের জন্য আজ এ সুন্দর পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। ভালো থাকুন আপু।
সমত।

পোষ্ট সুপার লাইক।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২২

তানিয়া হাসান খান বলেছেন: অনেক ধন্যবাদ রইল আপনার জন্য :) !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.