নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

বাংলা আমার ভাষা/

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

আমার ভাষা আমাকে ফিরিয়ে দাও

যে ভাষায় প্রেম চেয়ে ক্লান্ত আমি, তুমি দাওনি।

আমার ভাষা আমারই থাক

আমার অতোটা প্রেম প্রয়োজন নেই, আর চাইনি।



আমার ভাষা নিয়ে করেছো প্রহসন যখন তখন

কালো কাপরেতে চোখ বেঁধে আমাকে দেখতে দাওনি।

আমার ভাষা অপবিত্র করেছো অকারন

পবিত্রতার ভাষা আমি খুঁজে পাইনি।



আমার ভাষা! বাংলা ভাষা! চিৎকারে মুখরিত রাজপথ

কালো কাপরে বাঁধা চোখেও আমি দেখেছি, তুমি চাওনি।

কত শহীদের রক্তের বিনিময় আমার বাংলা্ ভাষা

পেয়েছি মনের গহীনে তুামি তার কিছু টের পাওনি।



আজও তুমি বলো আধো বাংলা, আধো ইংরেজি, হিন্দি

আমি চেয়েছি আমরই বাংলা তুমি যা কোনদিন শিখোনি।

প্রয়োজনে বলো মানা নেই কোন ভিনদেশী ঐ ভাষাতে

নিজস্বতাহীনতায় কোন লাভ নেই তুমি যা বোঝনি বোঝনি।



আমার ভাষা! মায়ের ভাষা! রহতম এক রহিমের

তুমি তো আছো মরিচিকার পিছে অধর্ম কি তা বোঝনি।

আমার ভাষা আমার গর্ব আমার প্রেমের কবিতা

প্রহসন রেখে সমুখে আসো আমায় যে তুমি দেখোনি।



আমারই মাঝে আমার ভাষা করছে বিচরণ প্রতিদিন

বলো বাংলা আমার, এ ভাষা আমার, না তুমি কিছু বলোনি।

এসো সখা সখি ভাষার পরবে বাংলা ধ্বণিত যেখানে

দেশের মানুষ যারা আজো এখনো এখানে আসোনি।



নিজের ভাষায় কথা্বলি, নিজের প্রাণে এসো হাসি

করবনা ধার ভিন্ন ভাষা আমার ভাষাই সর্বাশী।

নিজ দেশ ফুল পাখির গানে ভাসে বাংলা ভাষার ধ্বণি

বাংলা আমার ভালোবাসা, জীবন-মরন ও প্রার্থণার বানী।



তানিয়া খান

সময়: রাত ৮:২৫মি.

তারিখ:

২০ ফেব্রুয়ারি ২০১৫ইং

৮ ফাল্গুণ, ১৪২১বাং







মোদের গরব মোদের আশা

আমরি বাংলা ভাষা....।

সকল শহীদের জন্য.... শ্রদ্ধাঞ্জলী ও অফুরন্ত দো’য়া।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

রুপম হাছান বলেছেন: ভাষা ১৯৫২ সালেই আপনাকে আর আমাকে রক্তের দামে দিয়ে গেছে- সালাম, বরকত, রফিক, জব্বার ভাইয়েরা। অথচো দেখেন না আজকে আমরা সেই রক্তের দামে কেনা ভাষা বিদেশী ভাষার সাথে মিশিয়ে যেনো এক করে ফেলেছি।

পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির আছে কিনা আমার জানা নাই, যে ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে কোনো জাতির। সেই বীরত্বের বাংলা ভাষা, আমাদের প্রাণের ভাষা। গর্ব হয় ভাষার জন্য। জাতিসংঘের ব্যবহৃত ভাষার মধ্যে একটি ভাষা বাংলা। এই বাংলা ভাষাকে কেন্দ্র করে জাতিসংঘ পালন করে তথা পুরো পৃথিবী পালন করে “বিশ্ব মাতৃভাষা দিবস”। এটা আমাদের জাতির জন্য কি কম পাওয়া।

এই ভাষা আমরা পেয়েছে হয়তো উত্তোরাধীকার সূত্রে কিন্তু ধরে রাখার দায়িত্ব যে উত্তোসরী সকলের। এই ভাষার অপব্যবহার নিয়ে যদিও আমিও একটা ছোট লেখা লিখেছিলাম। সেখানে ও বিপত্তি দেখেছি দু’এক জনের মন্তব্যে। বুঝে হোক কিংবা না বুঝে হোক তারা বলেছেন। এমন বুঝলে হয়তো এই ভাষাও একদিন হারিয়ে যাবে।

ধন্যবাদ। আপনার লেখাটি খুব ভালো লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকেও এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১২

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকেও সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ :)

কেমন আছেন ভাইয়া ?

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আপনি কেমন আছেন ? এবারের মেলায় কি নতুন কোন বই বের করেছেন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০

তানিয়া হাসান খান বলেছেন: জ্বী আলহামদুলিল্লাহ আছি ভাল। তবে কাজের অনেক ঝামেলায় আছি। অনেক ব্যস্ত। আর তাই ইচ্ছে হলেও এবারের মেলায় বই বের করা হলোনা। :( ইনশাল্লাহ আগামী বছর এ আসবে :)

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতার কথা সুন্দর , সকল ভাষা শহীদদের জানাই শুদ্ধা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকেও সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ :) সকল ভাষা শহীদদের জানাই শুদ্ধা ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সুন্দর কবিতা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকেও সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২২

সুফিয়া বলেছেন: কবিতা ভালো লাগল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকেও সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন কবিতায় ভালোলাগা। শুভেচ্ছা রইলো আপুনি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

তানিয়া হাসান খান বলেছেন: েতামাকেও সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

সুমন কর বলেছেন: সুন্দর।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকেও সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

তানিয়া হাসান খান বলেছেন: সামহয়্যারইন ব্লগের সম্মানিত মোডারেটর প্যানেলকে কবিতাকে নির্বাচিত করে সম্মান জানানোর জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। :)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
অনেকদিন পর হাসানান্টির পোস্ট ||

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৮

তানিয়া হাসান খান বলেছেন: জ্বী হ্যা... ভাতিজা..অনেকদিন পরে... একটা পোস্ট করলাম... তোমার দিনকাল কেমন চলে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.