নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় স্বাধীনতা/

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১১

স্বাধীনতা! তুমি আমার
মায়ের মুখের হাসি,
তোমায় আমি তাই দেখনা
কত্ত ভালবাসি।
স্বাধীনতা! তুমি আমার
নীল সাগরের ঢেউ,
আমার তুমি কত আপন
জানলো না তো কেউ।


স্বাধীনতা! তুমি আমার
মনের যত কথা,
দুঃখীর সেবায় আছো তুমি
হারিয়ে সব ব্যাথা।
স্বাধীনতা! তুমি আমার
বর্ণমালার খেলা,
আমার তুমি জীবন জুড়ে
জ্ঞান আলোকের মেলা।

স্বাধীনতা! তুমি আছো
সব পাখিদের গানে,
তোমায় আমি খুঁজে ফিরি
আমার আপন প্রাণে।
স্বাধীনতা! তুমি রবে
দেশের আকাশ জুঁড়ে,
সব মানুষের হৃদয় মাঝে
ঘুরবে উড়ে উড়ে।

তানিয়া খান
১৫/০৩/২০১৫ইং

সেদিন অফিসে আমার এক প্রিয় দিদি... কলিগ .. কানাইপুর থেকে ,অনেক কাজের পাশাপাশি আমার কাছে আসছেন একটা ছড়ার জন্য। তার মেয়ে বায়না করেছে , স্বাধীনতা দিবসে তার ছড়া চাই, কিন্তু ওর মা ছড়া লিখতে জানেননা। অগত্যা তিনি আমার কাছে এসেছেন। বললেন বাচ্চাদের উপযোগী করে একটি ছড়া লিখতে, লিখেদিলাম। মেয়েটির নাম অদিতি সাহা। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে। দিদি কত যে খুশি আর বিমুগ্ধ হলেন, ধন্যবাদ জানালেন, আমার ভারী ভাল লাগল। আমি হাজার কাজের মাঝে ১০ মিনিটে এই ছড়াটি লিখেছিলাম, আজকে আমার বাংলাদেশের সব শিশুদেরকে উপহার দিলাম। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
:)

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

বাহ সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.