নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

আমার ভালবাসার বিজয়/

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

আহত সময়ের কতশত বাঁধা নিয়ে
তুমি কাছে আসো আমার বিজয়
আগ্রাসী দাঁতের দংশনে বিষাক্ত যখন দেশ
ফুলে ফেপে ওঠে সর্পের বিষে।
আমার সোনার দেশে ভরেছে
ভিনদেশী প্রতারণার ধ্বংসে
নেশায় উন্মত্ত আমাদের যুবকেরা
মায়ের প্রাণসঞ্চারী ঔষধের পয়সার বিনিময়ে।
শিশুর ভয়ার্ত চিৎকার চাপা পরে
মাতাল ও নর্তকির নগ্নোৎসবে
নারীর নির্লজ্জতাকে রূপ দেয়া হয় শিল্পে
ভোগের পণ্য নারী সুইসাইড করে গভীর আঁধারে।
এমন বেদনার ক্ষণে তুমি আমার বিজয়
মুখ ভার করে থাকো কথা বলবেনা বলে
এখনও ক’টা টাকার বিনিময়ে গুম খুন হয় এ দেশে
রাজসাক্ষীও জবানবন্দী তৈরিতে ব্যস্ত রাতের শেষ প্রহরে।
মিথ্যা প্রপোগন্ডার চর্চা দখল করেছে বিদ্যা চর্চাকে
মেধা যাচাই করা হয় টাকার মূল্যমানে
সৎ, জ্ঞানী, বুদ্ধিমান বুদ্ধিজীবি আজও অসহায়
আঁধারে আটকে আছে হিরামন পাখি খাঁচাতে।
তুমি আমার শানিত কলম থেকে দূরে দাঁড়িয়ে
আমার বিজয় তুমি আমাকে ক্ষমা করো
সূর্য সন্তানেরা যে তোমাকে দিয়ে গেল মায়ের কোলে
রক্ষার জন্য শুধু প্রাণপণ চেষ্টায় মগ্ন আমি।
ভালবাসার বিজয় থাকো আমার ধ্যাণে
তোমায় আরো চৌকস আর বুদ্ধিদীপ্ত রূপে
স্বার্থপরের ষড়যন্ত্র থেকে দূরে রেখে
আলোকিত অস্তিত্বে বাঁচিয়ে রাখব তুমি দেখ।

তানিয়া
১৬/১২/২০১৫ইং

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
কবিতাটা সুন্দর হৈসে!
বিজয়ের শুভেচ্ছান্টি || :)

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

তানিয়া হাসান খান বলেছেন: তোমাকেও শুভেচ্ছা ভাতিজা.।
খুব ভালো থেকো। :)

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


এমন বেদনার ক্ষণে তুমি আমার বিজয়
মুখ ভার করে থাকো কথা বলবেনা বলে
এখনও ক’টা টাকার বিনিময়ে গুম খুন হয় এ দেশে
রাজসাক্ষীও জবানবন্দী তৈরিতে ব্যস্ত রাতের শেষ প্রহরে।

চমৎকার কবিতা +++

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া ..।
খুব ভালো থাকবেন। :)

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২০

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে...

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া ..।
খুব ভালো থাকবেন। :)

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

তানিয়া হাসান খান বলেছেন: এই কবিতার পোষ্টকে নির্বাচিত করার জন্য প্রিয় সামহয়্যার ইন ব্লগের সকল মডারেটরদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আমি সম্মানিত বোধ করছি। সবাইকে শুভকামনা আর কৃতজ্ঞতা। :) বিজয় দিবসের শুভেচ্ছা :)

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপু তোমার কবিতাটা ফেসবুক থেকে দেখে আসলাম। নির্বাচিত হবার জন্য অনেক অভিনন্দন।বিজয়ের শুভেচ্ছাও।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
হাসানান্টি প্রতিরোধ পর্ব-২ কৈ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.