নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন তারাবতীর পৃথিবী

তানিয়া হাসান খান

আমি কোথাও নেই

তানিয়া হাসান খান › বিস্তারিত পোস্টঃ

একটা গান লিখছি নাম রাখছি “নারী”

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

তোমার কথাই ভাবছি নারী!
বউ হলে যে ছোট্টবেলায়
মা হয়েছো তারই পরই
হওনি বড় কয় কিন্নরী।
ঘোমটা পরা বউ বাহারী
নদীর ঘাটে শোভা নাকি
কতশত নিয়ম মেনে
শিশুমনে আহাজারী।
দুরন্ত এক দেহঘড়ি
তোমার মাঝে বসত করে
না চেইলে যে যায় না দেখা
সদা সত্য সর্বপরি।
ডুব সাঁতারে নদী পাড়ি
দলছুটেদের ভীড়ে মিলায়
কুয়াশা সকাল, বর্ষা দুপুর
সারাদিনের অনাহারী।
কোথায় পাবে সেদিন নারী
কোলের শিশু লালন এখন
গভীর মমতারই বাঁধন
তোমায় করে আশাবরী।

তানিয়া
১৮/১২/২০১৫ইং
সময়: সন্ধ্যা ৬:১৬মি.

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টাটকা কবিতা , ভাল লাগলো ।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ। :)
কিন্তু এটাকে আমি কবিতা না গান হিসেবে লিখেছি। কবিতার মতো লাগছে ?

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

রুদ্র জাহেদ বলেছেন: কোথায় পাবে সেদিন নারী
কোলের শিশু লালন এখন
গভীর মমতারই বাঁধন
তোমায় করে আশাবরী।

লিরিকস সুন্দর হয়েছে।কয়েকটি শব্দে একটুখানি এডিট করলে আরো দারুণ হবে হয়ত।কিছু মনে করবেন না আপুনি, জাস্ট ইচ্ছে হলো বললাম :)

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

তানিয়া হাসান খান বলেছেন: গঠন মূলক মন্তব্যকে আমি শ্রদ্ধার সাথে গ্রহন করি, ভাইয়া।
অনেক ধন্যবাদ আপনাকে :)
এডিট করব ইনশাল্লাহ। গাইতে হবেনা?

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
গান হিসেবে প্রোপার হচ্ছেনান্টি।
কিছু জায়গায় রিদম ছুঁটে যাচ্ছে ||

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

তানিয়া হাসান খান বলেছেন: কোথায় ছুটে যাচ্ছে নোট কর ভাতিজা.।
গান টা যে প্রোপার হইছে তুমি বলছো. আমি তাই তো খুশি :)
ধন্যবাদ মুন :)

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

মেহেদী হাসান শীষ বলেছেন: অসাধারন লিখেছেন ভাই, আপনারাইতো দেশের প্রতিভা...

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে :)
দোয়া করবেন আমাদের জন্য.।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে :)

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতায় ভাল লাগা রইলো। +++

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

তানিয়া হাসান খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া :)
এটা সূর দিলে গান হবে .। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.