নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

চরিত্র।।

০৭ ই মে, ২০১৫ রাত ২:৩৫

বাংলা অভিধানে চরিত্র শব্দের অর্থ স্বভাব, প্রকৃতি, আচরন, রীতিনীতি, সদাচার ও কৃর্তাথ এই শব্দসমষ্টি দিয়ে চরিত্রের এইরকম একটি ব্যাখ্যা দ্বার করানো আছে। এখানে কোথাও লৈঙ্গিক সর্ম্পকের ব্যাপার সেপার গুলির আদৌ কোন অস্তিত্বই নেই। খারাপ ব্যাবহার, অসদআচরন, নীতিহীন মানুষকে আমরা চরিত্রহীন বলতে পারি। আর লৈঙ্গিক অর্থে পৃথিবীর কোন সুস্থ্য সবল মানুষই চরিত্রবান নয়। হন তিনি নারী কিংবা পুরুষ। ঐ মেয়েটা চরিত্রহীন বা ঐ ছেলেটার কোন চরিত্রই নেই এই গুলি শুধু বলার জন্য বলা বা নিজেকে অন্যের চাইতে উন্নত প্রজাতির মানুষ হিসাবে পরিচয় করিয়ে দেয়ার নামান্তর। যে মানুষের যৌনাকাঙ্খা নেই। সে মানুষ হতেই পারে না। হয়তো সে পাগল নয়তো সে শিশু। নিজের ক্ষেত্রে বিচার বিবেচনা করে দেখেছি মা ও মেয়েকে ছাড়া যে কোন নারীর প্রতি আমি সহসাই র্দুবল হয়ে পড়ি। শুধুমাত্র সামাজীক বাধার কারনে নিজেকে নীচে নামিয়ে আনতে পারি না। তাই বলে আমি চরিত্রবান একথা আমি কখনো বলবো না। যদি লোকলজ্জার অন্তরালে কোন নারী আমাকে আহবান করে আমি তার ডাকে সাড়া দেবই। সে যেই হোক। আমার হার্ডডিক্সে প্রতিনিয়ত চলতে থাকে নিত্য নতুন কৌশল আবিস্কারের খেলা। কিভাবে নারী নামক গন্ধম ফলটি সবার অজান্তে উপভোগ করা যায়। রাতের কৌশলগুলি দিনের আলো ফুটতে সা ফুটতেই ইরেজ হয়ে যায় দৈনন্দিনের নানাবিধ কাজের চাপে। সেক্স ও খুদা দুইটি আলাদা সত্বা হলেও এই দুইটি সত্বাকে চরির্তাথ করতে দুটি অর্গান ভগবানই আমাদের আলাদা অলাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব যৌনতায় কোন পাপ থাকতে পারে না। পাপ তখনি হয় য়খন কারো ইচ্ছা বা রুচির বিরুদ্ধে তাকে ব্যাবহার করা হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৫ সকাল ৭:৫৯

অগ্নিবীণা! বলেছেন: I'm same your!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.