নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আ.লীগের সাত দিনব্যাপী কর্মসূচী।

১২ ই মে, ২০১৫ দুপুর ১২:২৯

এমনিতেই বিএনপির অবস্থা অনেকটা বেগুন পোড়ার মতো। ৫ জানুয়ারির সাধারন র্নিবাচন থেকে সিটি করপোরেশনের র্নিবাচন পর্যন্তা শেখ হাসিনার রাজনৈতিক ছ্যাকার শিকার জামাতবিএনপি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আ.লীগের সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষনা করেছে। যা না করলেও চলত। শেখ হাসিনার বিজয়ের লিষ্টিটা এতোই বিশাল আকার ধরন করেছে যে, সেখানে বেগম খালেদা জিয়াকে চকির তলায়ও স্থান দিতে লজ্জা বোধ হয়। তিনি কি করবেন এই সাতদিন। কিম্বদস্তি শেখ হাসিনার কর্মময় জীবনের চর্বিত র্চচন শুনবেন না গলায় দিড়ি দিয়ে জীবনাবসান ঘটাবেন। কি দরকার ছিল এইসব কর্মসূচীর। অযথাই কিছু ধিঙ্গি বুন্নি নারী পুরুষকে কষ্টের মধ্যে ফেলে নাকানি চোবানি খা্ওয়ানো। এসব ভেবে আমি মনে মনে বেশ কষ্ট পাচ্ছি। বার্মার সাথে স্থল সিমান্ত চুক্তিটা হয়ে গিয়েছিল ১৯৯৬ এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুটনৈতিক প্রজ্ঞার করনে। পাহারী বাঙ্গালীর মধ্যে শান্তিচুতি তথনই সম্পন্ন হয়। বাংলাদেশ সরকার বেচে যায় যুদ্ধের একটি বড় ব্যায়ভার থেকে। সমুদ্রসীমা তাও রীতিমত আইনি যুদ্ধ করে তিনি বাংলাদেশকে তার ন্যায্য অধিকার আদায় করে দিয়েছেন। স্বাস্থ্যসেবায় ঘটিয়ে ফেলেছেন বিপ্লব। হার্ট বাইপাশ এখন দেশেই হচ্ছে তাও অনেক কম খরচে ইদানিং যুক্ত হয়েছে বোন মেরু ট্রান্সপ্লান্টের মতো আধুনিক ক্যানসার চিতিৎসা। যা নাকি এখন বাংলদেশের সিএমএইচেই হবে। তিস্তা নদীর পানির ন্যায়্য হিস্যা ও ছিটমহল বিনিময় প্রায় শেষ পর্য়ায়। রাস্তা ঘাট মেনো রেল আরও কত কি পরিকল্পনা। হাইওয়ের আধারে প্রায় ঢাকা পড়ে যাচ্ছে ঢাকার রাস্তা ঘাট গুলো। তার উৎসাহে উৎহিত হয়ে বাংলাদেশ ক্রিকেট দল এবার বিশ্ব কাপও খেললো। শেখ হাসিনাকে যেন বঙ্গবন্ধুই পেছন থেকে প্রেরনা যুগিয়ে যাচ্ছেন। নযনাভিরাম হাতীর ঝিল সমস্ত দুষ্টলোকের মুখে চুনকালি লেপে দিয়ে বহাল তবিয়তে দাড়িয়ে আছে সুস্থ্য কাজের নমুনা হয়ে। পদ্মাসেতুর কাজও শুরু হয়েছে নিজস্ব অর্থায়নে। এটাতেও তিনি যে জিতবেন তাতে কোন সন্দেহ নেই। তবে নবেল বিজয়ী ইউনুসের সাথে তিনি কেন সুবিচার করতে পারলেন না তাই ভেবে পাচ্ছি না। কুকুরে পায়ে কামড় না দিলেও তিনি পারতেন। ইউনুসের র্দুনীতি বিদেশীদের জানিয়ে দেবার র্নিদেশটা আমার কাছে ভালো লাগেনি। ইউনুস সাহেব যাই করুক তা তিনি করেছেন তার নীচ মনোবৃত্তি চরির্তাথ করতে। তাই বলে প্রধানমন্ত্রী আপনিও একজন বাঙ্গালী হয়ে রাঙ্গালীর চুরির কেচ্ছা কাহিনী বিদেশিদের বলে দেবেন। এটা আমরা আপনার কাছ থেকে আশা করিনি। ছি জি ইউনুস সাহেব আপনিও চোর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.