নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

আমি কি হনুরে।।

২৩ শে মে, ২০১৫ দুপুর ২:০২

মা ছেলের ভালবাসা চিরন্তন। এটা অস্বীকার করবার উপায় নেই। তাই বলে জাফর ইকবাল স্যারের উপর যা যা হয়ে গেল তা কি সত্যি সত্যিই ভাল হলো। জাতি হিসাবে আমরা কতটা নোংরা জাতি তা হয়তো আমরাও জানি না। জাফর ইকবাল স্যার শিক্ষিত একটি মানুষের যা করা বা বলা উচিত ছিল শিক্ষক হিসাবে তিনি শুধু সেইটুকুই ব্যাক্ত করেছিলেন মাত্র, তার বেশী কিছুই তিনি করেননি বা বলেননি। গুনি মানুষদের যদি এভাবে অপমান অপদস্ত করে কেউ যদি মনে প্রশান্তি অনুভব করে। তাহলে বলবো আপনি দেশের প্রধানমন্দ্রী হওয়ার উপযুক্তই না। এবং আরো বলবো আপনি গনতস্ত্রের অর্থেই বোঝেন না। রকমারী মতের মেলবন্ধনরে নাম গনতন্ত্র। এই বিষয়টি নিয়ে এত পানি ঘোলা হলো কেন? হা প্রশ্নটা আপনাকেই করছি। ডিজিটালের যুগে আপনার একটি টেলিফোন বার্তাই কি এর জন্য যথেষ্ট ছিল না। জয় জয়ের অভিমত ব্যাক্ত করেছে সেটা তার নাগরিক অধিকার তা যদি আমাকে পিড়া দেয় সেটার প্রতিবাদ করার অধিকারও আমি সংরক্ষন করি দেশের নাগরিক হওয়ার সুবাদে। এই সামান্য একটা বিষয়ে আপনার চামচ গুলি যেভাবে প্রতিক্রিয়া ব্যাক্ত করলো সেটা শুধু অশোভনই নয় নিন্দনিয়ও বটে। আমরা ভেবেছিলাম জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ গুনি মানুষের পাশে সব সময় আছেন ও থাকবেন। না তা কিন্তু হল না। তিনি যেন এই বিষয়টি আমলেই আনলেন না। তিনি যেন দেখতে চাইলেন কোন চামচের কিবং প্রকার আওয়াজ করে। তা বসে বসে দেখাটাই যেন আপনার কাছে ছিল মুখ্য। আর আত্মপ্রশোস্তি লাভ করছেন মন মনে। আমি কি হনুরে।

যে দিন বঙ্গবন্ধু রাজাকার র্নিবিশেষে সবাইকে সাধারন ক্ষমা করে দিয়েছিলেন তারপর থেকে কাউকে আইনত রাজাকার বলাটাও অপরাধ। প্রতিপক্ষকে ঘায়েল করতে যারা বারবার রাজাকার বলে গালাগাল দেয় তারা যে কতটা অযোগ্য তাকি তারা কখনো ভেবে দেখে। বাংলাদেশকে কেউ যদি আবার পাকিস্তাান বানাতে চায় তারা তা বানাক না। জনগন যদি পাকিস্তান চায় হোক না বাংলা পাকিস্তান। আমার বা আপনার অযোগ্যতা ও অক্ষমতাই এর জন্য দায়ী আর এই দায়টার শিংহ ভাগ দায় আপনার আর এটাও সম্ভব হয়েছিল আপনার ভুল কৌশলের কারনে। আপনি ধর্মরাষ্ট্র চাইবেন ধর্মরাজনীিতি চাইবেন কিন্তু জঙ্গি চাইবেন না তা তো হবে না মাহাদ্বন। সংবিধানে ও গুলোর অস্তিত্ব থাকলে জঙ্গি উৎপাদিত হবেই। হাজারটা আইন করেও তা আটকানো যাব না। পুত্রপ্রেম ভাল তব অন্ধত্ব ভাল নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.