নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

মিথ্যাবাদীর মাতা বেগম খালেদা জিয়া।।

১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

একটি মিথ্যা মিথ্যাকথার জনক হয়ে জন্ম দেয় রাশি রাশি মিথ্যাকথার। বেগম জিয়া ঠিক এমন নজিরই সৃষ্টি করতে করতে আজও সমানে মিথ্যা বলে যাচ্ছেন। এতদিন পর তিনি ভারতীয় মিডিয়াকে জানালেন ভারতের রাষ্ট্রপতি সাথে দেখা করতে গেলে তার প্রাননাশের হুমকি ছিল বিধায় তিনি প্রনব মুর্খাজির সাথে দেখা করতে যাননি। তিনি মিথ্যা বলায় একজন চৌকশ শিল্পী। তার প্রকুত বাবার পরিচয় আজোও সবার অজানা। তিনি মুক্তিযুদ্ধের নয়মাস সেনানিবাস থেকে সেনানিবাসে যেভাবে চোষে বেরিয়েছিলেন। তা কম বেশী সবাই জানে। বাংলাদেশের সমস্ত মানুষ যখন জীবন নিয়ে সংকটে তখন তিনি মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়িয়েছিলেন। পাকিস্তানি জে, বেগ চিঠি দিয়ে তার সমস্ত খবরাখবরই মেজর জিয়াকে অবহিত করতেন। শহিদ জিয়া ও বেগম জিয়া কখনো বাংলাদেশ চাননি আজো চান না। সোয়াদুই বারের প্রধানমন্ত্রীর পাঁচ পাঁচটা জন্মদিন। বঙ্গবন্ধুর মৃত্যুদিবসেও বেশ ঘটা করে তিনি জন্মদিন পালন করেন। এতকিছুর পর আশা করা হয়েছিল তিনি হয়তো এবার বদলাবেন কিন্তু না তিনি আবার আরো একটি মিথ্যা বলে নিজেকে চিরদিনের জন্য মিথ্যাবাদী বানিয়ে ফেললেন। যদি সরকারী গোয়েন্দা দফতর এতদিন পর কেন তিনি এমন কথা বললেন, কেন রাষ্ট্রকে বিষয়টি জানালেন না, এমন প্রশ্ন তাকে করে বসে। তার তিনি কি উত্তর দেবেন। উনি যদি ভেবে থাকেন এটা দুদিন পরই মানুষ ভুলে যাবে তহলে বলবো তিনি ভুল ভাবছেন। সরকার এটা নিয়ে পানি ঘোলা করার কোন সুযোগই হাত ছাড়া করবেন না। তার ক্ষমতায় যাওয়া বুঝি এ জনমে আর সম্ভব হবে না। তারেক জিযার দেশে ফেরাটাও অন্শিশ্চিত। ওদিকে জামাত ছাড় নয়তো দল ছাড়ুন এর মতো কথাবার্তা গুলি বাতাসে ভেসে বেড়াচ্ছে। বদ আর অলি উঠেপরে লেগেছেন বিএনপির ষ্ট্রেয়ারিং হুইল সামলানোর আশায়। কম করে না হলেও দেশের চার কোটি বেকুব এখনো বেগম জিয়াকেই বিএনপির দন্ডমুন্ডের কর্তা ভাবেন বা নেত্রী জ্ঞান করে। বদ আর ওলির থাবায় বিএনপির একটি ছোট অংশ বেড়িয়ে গেলেও বিএনপি বেগম জিয়া আর তারেকেরই থাকবে।
অতএব এখনো সময় আছে মিথ্যা ছেড়ে সত্যকে আকরে ধরুন। এতে ফল ভালই হবে খারাপ হবে না।

http://www.latestbdnews.com/threats-to-kill-were-not-able-to-meet-with-pranab-mukherjee/

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


বিশ্বাস করার মতো লোক পেয়েছেন উনি ৭/৮ কোটী; বেকুবদের দেশে সবই সম্ভব; ৩৩ বছর চালালেন ডাকাতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.