নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

সব সম্ভবের দেশ বলে বাংলাদেশ।

২৪ শে জুন, ২০১৫ রাত ৩:৩৪

দাদা এবার তবে পথে এসো। সরকারের সঙ্গে সমঝোতা চায় বিএনপি। গণতন্ত্রের স্বার্থে একটি টেকসই নির্বাচনী প্রক্রিয়া দেখতে চান তারা। ভলো কথা। তবে দেশ ও জাতির সার্থে শুধু নির্বাচন নয়,মিমাংশিত সমস্ত রাজনৈতাক ইস্যুভিত্তিক একটি সর্বদলিও সিদ্ধান্ত দরকার। যার ভিত্তিতেই রাষ্ট্রপরিচালনার একটি টেকসই অবকাঠামো দাড় করিয়ে রাজনীতিবিদরা দেশ পরিচালিত করবেন। এই সর্বদলিও অবকাঠামোর বাইরে কেউ কখনো যাবে না এই মর্মে স্ব স্ব দলের পক্ষে মুচলেকা দিয়ে একটি চুক্তি সম্পাদিত করতে হবে ও সংবিধানে সযোজন করে দিতে হবে। যাতে কেউ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে অহেতুক জাতীকে আর বিভক্ত করতে না পারে। শহিদ জিয়া স্বাধীনতার ৯ম ঘোষক এটা যেমন সত্য ঠিক তেমনি বঙ্গবন্ধুর নামেই যে মুক্তিযুদ্ধটি সংগঠিত হয়েছিল তার স্বীকৃতিও থাকতে হবে। তারপর জাতীয় র্নিবাচন তার আগে নয়। তা না হলে কবে আবার বেয়াদব তারেকের ছেলে দাবী করে বসবে তার দাদি বেগম জিয়াই বাংলাদেশের জাতীর মাতা ছিলেন।এই দেশে কোন কিছুই অসম্ভব নয়, তাইতো সব সম্ভবের দেশ বলে বাংলাদেশকে বিদ্রুপ করা হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৪:৩৭

শাহেদ সাইদ বলেছেন: আপনাদের মত সোনার ছেলে থাকতে জাতির মাতা পিতার দরকার আছে কী। নিজেদের মত করে লিখে যান কেউ না কেউ খাবে

২| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:

খালেদার পর, বিএনপি পরিস্কার হোক আগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.