নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

বদলে যাচ্ছে বিএনপি, বাদ পড়ছেন খালেদা-তারেক।।-Zoombangla

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

শহীদ জিয়ার নষ্ট পচা ইমেজকে নিয়ে যারা স্বুস্থ্যধারার রাজনীতির পত্তন ঘটানোর ব্যার্থ চেষ্টা করতে চাইছেন তাদের অবগতির জন্য বলছি। বেগম জিয়া ও তারেক জিয়া শত ভুল করলেও তারাই নষ্ট জিয়ার বৈধ উত্তরাথীকার। বিএনপি তাদের ছিল এবং তাদেরই থাকবে। ড.কামাল হোসেন বা কাদের সিদ্দিকীর অবস্থা মেনে নিয়েই তাদেরও দল ছাড়তে হবে। তাতে বিএনপির তেমন কোন ক্ষতি হবে না। সমযই বলে দেবে বিএনপি কার। বাংলাদেশের মুসলমানদের বিশ্বাসের স্থল বিএনপি। এখানে বিকল্পের কোন স্কোপ নেই বললেই চলে। শহিদ জিয়ার নষ্ট রক্তবীজের পৌরহিত্য ছাড়া বিএনপি একদিনও টিকবে না। শহিদ জিয়ার আর্দশের সৈনিকদের বলছি শহিদ জিয়ার কোন আদর্শই ছিল না তার ছিল একটাই চিন্তা আর সেটা হলো মুক্তিযুদ্ধকে বির্তকিত করে আওয়ামী লীগকে ক্ষমতার চৌহুদ্দিতে প্রবেশ করতে না দেয়া। এতিমের টাকা আত্মসাতের দায়ে বেগম জিয়া জেলে গেলেও জোবায়দাকে নিয়েই গড়ে উঠবে নতুন বিএনপি তাকে ঘিরেই সর্মথকদের লুকোচুরি খেলা চলতে থাকবে। এই দীর্ঘ প্রবাস জীবনে যদি তারেক জিয়া বাংলার মানুষের বাঙ্গালীয়ানা বুঝতে না পারেন তো সেই দায় তারই। আওয়ামী লীগকে সামাল দিতে পারে একমাত্র বিএনপি অন্য কেউ নয়। লেখাপড়ায় ভালো হলেই ভালো শিক্ষক হওয়া যায় না। বাঙ্গালী ও আবাহমান বাংলার চেতনার সাথে বিএনপিকেও মিশে যেতে হবে। এতে দলের পরিসরে একটু টান পড়লেও আওয়ামী লীগের প্রতপক্ষের দায় বিএনপির। বিএনপিকে আমুল বদলে যেতে হবে। বিএনপির জন্মদিনটা থেকেই বিএনপির ইতিহাস লেখা শুরু করতে হবে। এর আগে বা পিছিয়ে যাবার কোন বিকল্প বিএনপির হাতে নেই। নষ্ট জিযার নষ্ট আর্দশ নিয়ে দল চালাতে গেলেই বিপদ বিএনপির পিছু ছাড়বে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.