নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার শৈর শাসন দেখতে চাই।।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩৯

সংবিধান সংশোধনের কথাটা আবার জোরে সোরে উঠেছে। এটাই স্বাভাবিক। সংবিধান সংশোধন অতিব জরুরী। বাঙ্গালী জাতি স্বত্বাকে টিকিয়ে রাখতে হলে সংবিধান সংস্কার ছাড়া আর সম্ভব নয়। জামাত ও বিএনপর ভীরে যতগুলি মৌলবাদী সংগঠন কাজ করছে তাদের নিস্কৃয় করতে না পারলে দেশে একটি গৃহযুদ্ধ অসন্ন। পেছন থেকে চাপাতি দিয়ে এক কোপে ধর আলাদা করার স্বাদ যারা একটি বার পেয়েছে তারা অযথাই কেন বিস্তর নেকির লোভে আরো ধর আলাদা করবে না। কামাল আতার্তুকের ফিরে আসা আর সম্ভব নয়। তাই শেখ হাসিনাকেই এই কাজটি করতে হবে। রাষ্ট্রপতি বা প্রধান মন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বজায়া রাখা কতটা জরুরী সেটা এই মুর্হুতে ভাববার বিষয় নয়। ধর্ম রক্ষার নামে যারা অস্থিরতা কায়েম করছে তাদের আটকাতে হবে। এর জন্য চাই শৈরাচারী শেখ হাসিনার শৈরাচারী শাসন ব্যাবস্থার। শুধুমাত্র তিনিই পাড়েন ১৯৭২এর সংবিধানে ফেরত গিয়ে রাষ্ট্র থেকে ধর্মটার এবোরশান করতে। গনতস্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর বাঙ্গালী জাতীয়তাবাদের পুর্নপ্রতিষ্ঠা করা। ক্ষমতার ভারসাম্য কথাটা শুনতে মাইরি বেশ লাগে কিন্তু বাস্তবে কি আদৌও তাই সম্ভব। না সম্ভব নয। নেতাকে গুরুত্ব দিতে গেলে অংক কষে এর হিসাব করা যায় না। বর্তমানে একজন শৈরাচার শেখ হাসিনার বড়ই প্রয়োজন। বিএনপি ধরতে গেলে মাজা ভাঙ্গা তারিক জিয়ার অবস্থানে এসে দাড়িয়েছে। আর ঘুরে দাড়াতে পারবে কিনা সন্দেহ। ইসলামী চিন্তাবিদরা সব ইউটিউবকেই কর্মকষেত্র বানিয়ে নিয়েছে। এই সময়টাকে কাজে লাগানো গেলে। মাদ্রাসার দালালগুলিকে উপরে ফেলা এখন সময়ের ব্যাপার মাত্র। সরকারী অন্যে তাদের পেট এতোটাই ভারী হয়ে উঠেছে যে তারা আর আড়মোরটি ভাঙ্গতেও রাজী হবেন না। যে কোন ধর্মিও উচ্চবাচ্যের জন্য ২০০ মৃত্যুদন্ড নিশ্চিত করুন দেশ তরতর করে উন্নতির উছ্চশিখরে গিয়ে চরে বসবে। জসনেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ মৃত্যুর আগে অন্তত একটি ভালো কাজ করে যান। বাকিটা আপনার অভিরুচি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.