নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

ওখোন লও ঠ্যলা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

বিএনপি বিশাল ফাপরে পরেছে। ওখোন ম্যাডাম কি করবেন আল্লাই মাল্লুম। উজবুক ব্যারিষ্টার গুলির উজবুকি তিনি আর কত সহ্য করবেন। দেশে মামলা ছাড়া আর কেউ তার আপনার নাই । নিজের বড়পোলা তারিক্কা চোরটাও প্রবাসে। সম্ভবত আম্বারা থাকতে তার আর দেশে ফেরা সম্ভব হবে না। কোকোটা বেচেছে পরপারে গিয়ে। দল পুর্নগঠন প্রক্রিয়া খুব ধীর গতিতে চলছে কি চলছে না সেটাও পরিস্কার নয়। শয়তানের শিরোমনি মওদুদের শয়তানিটা বুঝতে পারেনি বলেই আজ বিএনপির এই দশা। নিজের ইচ্ছামত আইনের পরীক্ষা করতে গিয়ে জাতীকে উপহার দিয়েছিল "দ্রুত বিচার আইন"। ইচ্ছামত তুলে নেয়া ও প্রয়োগ করেছিল বিএনপি ক্ষমতাশীন থাকাকালীন অবস্থায়। সেই আইনেই আম্বারা আজ বিএনপিকে বাড়ীছাড়া করে ছাড়লো। দ্রুত বিচার আইনের হুলিয়ার ভয়ে সব গাট্টা গাট্টা কর্মিগুলান আধা মরা হয়ে আছে।এলিট ফোর্স র‍্যাবও বিএনপির নিজ হাতে তৈরী করেছিল প্রতিপক্ষকে দ্রুত চোদ্দশিকের পেছনে পাঠিয়ে দেবার জন্য ও নিজেদের ভুলে র্নিমিত কিছু ফ্রাকেনষ্টইনকে এনকাউন্টারে হত্যার উদ্দ্যেশে। কুত্তা মনির মুড়গি খোনন ও ডেভিড হাড়িয়েছিল পৈত্রিক প্রানটা। শেখ হাসিনা তখন বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে র‍্যাবকে আরো উন্নত করে গড়ে তুলবেন। আওয়ামী লীগ তার কথা রেখেছে র‍্যাব আজ ছ্যাপ ছাড়াই বিএনপির কাম তামাম করছে। আওয়ামী লীগ কিন্ত নতুন কিছুই সৃষ্টি করেনি বিএনপিকে তাবে রাখতে। চুয়াত্তুরের বিশেষ ক্ষমতা আইনের সুবিথা ভোগ করেছিল সবাই শুধু আওয়ামী লীগের ভাগ্যেই সেই আইনের সুফল জোটেনি। কিন্তু বিএনপি দ্রুত বিচার আইন ও র‍্যাব এর সুফল ভোগ করে আওয়ামী লীগের জন্য উচ্ছষ্ট হিসাবে রেখে এসেছিল। ওখোন লও ঠ্যলা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯

আমি মিন্টু বলেছেন: সময় আসলে সব ঠিক হয়ে যাবে । ভাই কিছু মনে করবেন না মানুষের মাথার খুপলির নিচে কিন্তু একটা বিশাল বড়
অদৃশ্য হার্ড ড্রাইভ আছে সেখানে সব জমা হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.