নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

মুহিত সাহেব পচা সামুকেও পা কাটতে পারে।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

অর্থমন্ত্রীর শিশুসুলভ আচরন জাতিকে বিস্মিত করেছে। ভ্যাট বির্তক নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকেই শেষ কথা হিসাবে মেনে নিলে দলের জন্য ভাল হত। কিন্তু অর্থমন্ত্রী একটু সামনে বেড়ে খেলতে গিয়েই সব লন্ডভন্ড করে দিলেন। চাত্ররাজনীতির ফসল বাংলাদেশ। এই দেশে ছাত্র/ছাত্রীর লেখাপড়ার উপর ভ্যাট বা কর বসানো কোন ভাবেই সর্মথন যোগ্য নয়। স্বাধীন দেশে ছাত্রদের উপর এই কর আরোপ সরকারের জন্য দুস্কর হয়ে দেখা দিতে পারে। মুহিত বাবুর সততায় আমাদের কোন সন্দেহ নেই। তবে জিদ্দি শিশুর মতো কর্কশ আচরন জাতিকে ব্যাথিত করেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের কর দিয়ে পড়ার সক্ষমতা যে আছে সেটা সবাই জানে। তারপরও আওয়ামী লীগ সরকারের উপর ছাত্রকরের যে কলঙ্ক লেপন হলো তা কি দলটির জন্য ভাল হলো। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর দিলেও তা প্রকান্তরে ছাত্র/ছাত্রীদেরকেই বহন করতে হবে। কর কে দিল সেটা না দেখে কর পেলেই তো হল। এই সহজ সত্যটা কেন তিনি বুঝতে পারছেন না। তাই অবিলম্বে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দারী মেনে নিন। অহেতুক আওয়ামী লীগকে আর কোন বির্তকে না জরানোই ভাল। পচা সামুকে পা কাটা গেলে পরে দ্:খের শেষ থাকবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


সার্টিফিকেট ক্রয় বিক্রয় হলে ট্যাক্স নেয়াও সঠিক।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সার্টিফিকেট ক্রয় বিক্রয় হলে ট্যাক্স নেয়াও সঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.