নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

পশুবধের উৎসব ঈদ উল আযহা।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৮

গরু ছাগল বা উট অর্থাৎ পশু বদের মহাউৎসব আজ। সর্বস্তরের মুসলমান আজ এই উৎসবে যোগ দিয়ে দেশটাকে ডাষ্টবিন বানিয়ে ছাড়বে। গরুর সাইজ দেখে বোঝা যাবে কে কত টাকা গাব করেছে। নিজ নিজ কর্মস্খল থেকে কিংবা লোক ঠকিয়ে। অবলা পশুগুলি সাড়া রাত যাবর কাটবে নতুন আবাসে। ওদের জীবনবোধ কেমন হয় সেটা আমি জানি না, প্রকৃতি বলতে পারে। আর জোকার নায়েক জানে। ওরা জানেও না আজ কশাই মানুষ গুলি ওদের জীবন কেরে নিয়েই শান্ত হবে না ওদের মাংশ ফ্রীজ বন্দি করে জমিয়ে খাবে মহারম পর্যন্ত। এটাই নিয়ম। ধর্মিও নিয়ম এটা অগ্রায্য করার সাহস কারো নেই। অসহায় মানুষগুলির অসহায়ত্ব জানে না কেন তারা পৃখিবীতে এসেছে আর কেন বা আবার তাদের চলে যেতে হবে। বলি দেবার প্রথাটা প্রাগঐতিহাসিক কাল থেকে চলে আসছে। নামাজের পর মোল্লা সম্প্রদায় চাপতি, চাকু নিয়ে ঝাপিয়ে পড়বে পশুবধের উৎসবে। সেই মাংশের মচ্ছবে মেতে উঠবে নশ্ট মানুষের দল। মৃত্যুর পর কি, তার ফুলপ্রুফ সমাধানই বা কি মানুষ আজও তার হদিস করতে পারেনি বলেই মানুষের এই ধর্মের প্রতি নি:সর্ত আত্মসর্মপন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৮

চাঁদগাজী বলেছেন:

গরুর সাইজ দেখে বুঝা যায়, সমাজে কারা ডাকাত।

ডাকাতীর টাকায় আল্লাহকে

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আপনি কি নিরামিশাষী!! নামেতো তা বলছে না,তাহলে ??
সবাই কিন্তু গাবের টাকায় কোরবানী দেয় না, এটা বোঝার বয়স অন্ততঃ আপনার হয়েছে বলে আশা করতে পারি।।
মাছ-মুরগীর বেলায়ও কি আপনি এই মনোভাব প্রকাশ করেন?? ধন্যবাদ আপনাকে।। আর ঈদ শুভেচ্ছা।।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৭

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ ভাই মনে হয় ভেজিটেরিয়ান।মনে হয় কখনও মাংস খান না। আপনার জন্য কিছু ভিডিও শেয়ার করলাম।একটু দেখে এই ব্যাপারে আপনার মতামত জানায়েন।

Animal Sacrifice at Gadhimai Festival
Animal sacrifice in nepal
HINDU Animal Cruelty Indian Animal Slaughter
mass killing of animals in india

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৭

সাঈফ শেরিফ বলেছেন: @ মাহমুদুর রহমান, থ্যাক্স গিভিং এ কতগুলো টার্কি বধ হয় সেই পরিসংখ্যান দিলেন না?

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০২

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: @সাঈফ শেরিফ, আমি শুধু আমার প্রতিবেশী দেশগুলোর ঘটনা দিছি।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

এম এ কাশেম বলেছেন: মাছ মাংস কোর্মা পোলও তে আপত্তি নাই
কিন্তু ধর্মের নামে জবাই হলে তখন কিছু লোকের এলার্জি শুরু হয়,

বুকে হাত দিয়ে বলেন তো আপনি মাছ মাংস খান না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.