নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

একটি কাল্পনিক অনুভুতি- ( মাইক্রো গল্প)

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

অনেক বছর আগে যখন দেশের গরিব মানুষ গুলোর অভাব দেখে, তাদের ওপর পুঁজিবাদীদের অবিচার দেখে কষ্ট পেয়েছিলাম, তখন তাদের কষ্ট টা কে আপন করে নিয়েছি। নিজের কষ্ট কে আপন করে নেয়ার চেয়ে লাখ মানুষের কষ্ট আপন করে নেয়া অনেক বেশি সহজ- এ সত্য টা কোন এক স্রস্থার ইশারায় যেন বুঝতে পেরেছিলাম। কেও যেন কানে কানে বলে গিয়েছিল, " তোর নিজের কষ্ট এর দাম দেয়ার মত চোখের পানি থাকলে ও লাখ মানুষের কষ্ট এর দাম দেয়ার সাগর তো তোর নেই। " নতুন করে আপন করে নেয়া কষ্ট গুলোর পরিবর্তে তাই হাসি তুলে দিতে চেয়েছিলাম লাখো মানুষের মুখে । কষ্টের চেয়ে হাসির দাম যে অনেক বেশি। এ দাম দেয়ার মত চোখের পানি তো আমার ছিল না। তাই দাম দিতে চেষ্টা করেছি নিজের সময়, পরিশ্রম ও মনোবল দিয়ে। এত কষ্টের দাম পরিশোধের মত মূল্য আমার ছিল না, তবু ও অনেকে আমার সাথে কাতার মিলিয়ে সেই দাম পরিশোধ এ পাশে দাঁড়িয়েছেন। আজ সবার নাম মনে নেই।

এত বছর পর সেই মানুষ গুলো যারা নিজেদের কষ্ট গুলো বেচতে চেয়ে ও পারছিল না, যাদের কষ্ট গুলো আমি কিনতে চেয়েছিলাম- তারা আজ লাখে লাখে কাতারে কাতারে হাসি মুখে এসেছে। তাদের সহযোগিতা ছিল আর দূর আকাশের এক অজানা শক্তি- আমার বেবসা সফল করেছে। আমি পেরেছি- এ যে আমার অহঙ্কার নয়, গর্ব। কিন্তু শুরুতে অত কষ্টের দাম দেয়ার যেমন সামর্থ্য ছিল না, আজ এত মুনাফা নেয়ার সামর্থ্য জীবিত আমি এর নেই। হয়ত মৃত্যুই আমার মুনাফা। কে বলে মৃত্যু ভয়ঙ্কর? এই মৃত্যুই যে আমি চাই। আজ আমার ৯৫ তম জন্মদিন। আমি আর সহ্য করতে পারছি না। অপেক্ষা করছি মুনাফার শেষ বিন্দু টা লাভের জন্য।



অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫ তম জন্মদিনে তাকে শ্রদ্ধা সহ অনেক অনেক অভিনন্দন।



অপেক্ষায় আছি,



হয়ত আমাদের দেশে আবার এমন নেতা জন্মাবে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৬

আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো

১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

খাটাস বলেছেন: সেই অনুভুতির খোঁজে...। মন্তব্বের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

খাটাস বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে। ভাল থাকবেন।

৩| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর। জন্মদিনে শ্রদ্ধেয় ম্যান্ডেলাকে শুভেচ্ছা।
অপেক্ষায় আছি,

হয়ত আমাদের দেশে আবার এমন নেতা জন্মাবে।

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

খাটাস বলেছেন: হয়ত আমাদের দেশে আবার এমন নেতা জন্মাব। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

বোকামন বলেছেন:
হ্যাঁ ! অপেক্ষায় আছি আমিও ....।
সুন্দর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ :-)
[২+]

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪

খাটাস বলেছেন: আপনাকে ও সুন্দর মন্তব্বের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.