নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

ঈদ আসলে কি? হ্যাঁটস অফ.।। ( ছবি ব্লগ)

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:০৪

কিছু অসীম হৃদয়ের মানুষের নিঃস্বার্থ কিছু ছোট ছোট উদ্যোগ কত বেশি আনন্দের তা চোখে না দেখলে বোঝা যায় না। অনুমতি না নিয়ে শেয়ার করলাম, দায় সম্পূর্ণ আমার। যে কোন শাস্তি পেতে রাজি। এরাই মানুষ, তোমরা আমার গর্ব, বাঙালির গর্ব।







এর চেয়ে আনন্দের মুহূর্ত আর হতে পারে না। আমিনুর ভাই এর পোষ্টের সুত্র ধরে ছবি গুলো বিনা অনুমতিতে সংগ্রহ করে শেয়ার করলাম। যদি ও কাওকেই বেক্তিগত ভাবে চিনি না।

যারা এই আনন্দের একটু শরীক হতে চান, তারা সম্মানিত ব্লগার আমিনুর রহামান ভাই এর পোস্ট টিতে সকল তথ্য পাবেন।

এবারের ঈদ যেন হয়ে উঠে সকলের জন্য আনন্দের... আমিনুর রহমান



মাননীয় বিজ্ঞ মডারেশন প্যানেলের প্রতি আকুল আবেদন আমিনুর ভাইএর পোস্ট টি স্তিকি করা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করতে।

সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

টানিম বলেছেন: হ্যাটস অফ , পোস্টে + । ধন্যবাদ

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

খাটাস বলেছেন: আপনাকে ও ধন্যবাদ স্যার। সবার একটু চেষ্টা অনেক বড় আনন্দ নিয়ে আসতে পারে ওই পথ শিশু গুলোর মুখে। ভাল থাকবেন।

২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৭

বোকামন বলেছেন:





অসীম হৃদয়ের মানুষদের দাড়িয়ে স্যালুট জানালাম।
হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভকামনা ও দোয়া করি- আল্লাহ উত্তম প্রতিদানে তাদের ধন্য করুন।

খুশী/আনন্দ ভাগ করে নেওয়ার মাঝেই বৃদ্ধি পায়। এ ধরনের অভিজ্ঞতা লিখতে পারছি না কোন ভাষায়, কারণ এ সুখ ভাষায় প্রকাশ করার নয়। উপলব্ধি করার। ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ- যথার্থ একটি কথা।

পোস্টদাতাকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।।
“+”

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

খাটাস বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন বোকামন। ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ- যথার্থ একটি কথা। মন্তব্বে প্লাস। আপনাকে ধন্যবাদ।
ভাল থাকবেন।

৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: পোস্টদাতাকে ধন্যবাদ। ওই পোস্টে যাচ্ছি এখনি।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

খাটাস বলেছেন: আপনাকে ও ধন্যবাদ প্রোফেসর শঙ্কু। ভাল থাকবেন।


ফাউ টপিক ঃ আপনার আইডি প্রোফেসর শঙ্কু কেন? জানতে মন চায়। :#>

৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:১৯

দি সুফি বলেছেন: +++++

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২

খাটাস বলেছেন: সবার একটু চেষ্টা অনেক বড় আনন্দ নিয়ে আসতে পারে ওই পথ শিশু গুলোর মুখে। ভাল থাকবেন সুফি।

৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: +++++

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

খাটাস বলেছেন: সবার একটু চেষ্টা অনেক বড় আনন্দ নিয়ে আসতে পারে ওই পথ শিশু গুলোর মুখে। ভাল থাকবেন।


আপনার এক কমেন্ট দুই বার এসেছে, দ্বিতীয় টা ডিলিট করে দিলাম। :#>

৬| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: খুশি আর আনন্দ। পোস্টে +++৫

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫

খাটাস বলেছেন: সবার ছোট ছোট ত্যাগ অনেক বড় আনন্দের কারন হতে পারে।
অনেক ধন্যবাদ সেলিম ভাই। আপনাকে দেখে ভাল লাগছে।
ভাল থাকবেন।

৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫

সফদার ডাকটার বলেছেন: পোস্টে প্লাস +++


বন্ধু, ব্লগে আমন্ত্রণ ।

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

খাটাস বলেছেন: ধন্যবাদ বন্ধু। আপনাকে ব্লগে পেয়ে খুব ভাল লাগছে। ভাল থাকবেন।

৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবার ছোট ছোট ত্যাগ অনেক বড় আনন্দের কারন হতে পারে।

যে শীক্ষা রমজান আমাদের বুঝতে বলে, মানত বলে, করতে শেখায়!

কিন্তু আমরা এর আচার সর্বস্বতায় আক্রান্ত!!!

ফলে উপবাসে হয় সবচে বেশী ভোজ আর ভোগ!!!!!

তাদের বিশাল উদ্যোগে সালাম।

আর আমার এট্টু ছোট্ট খবর জানানোর লোভ সামলাতে পরাছিনে-
এ বছর থেকে শুরু করেছি। রমজানে যেহেতু এক বেলা খাবার কম হয়- সেই হিসাবে মাত্র ৫০ টাকা করে প্রতিদিন একটা বক্সে/ব্যাংকে রাখছি।
ঈদের আগে আগে কোন একটা ফ্যামিলি বা কয়েকজনকে ঈদ বাজার করে দেবার পরিকল্পনায়।

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

খাটাস বলেছেন: আপনাকে হাজার সালাম বিদ্রোহী ভাই। আপনাদের মত কিছু মানুষেরা আছে বলেই এখন ও স্বপ্ন দেখি। আমি নিজে ও পারি নি , আপনার মত হতে। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য ভাই। অগ্রিম ঈদ মোবারক। পরিবার ও আশেপাশের মানুষ নিয়ে আনন্দে ঈদ পালন করুন- এই শুভ কামনা।
ভাল থাকবেন।

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


হ্যাটস অফ

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১

খাটাস বলেছেন: তাদের মত মানুষের কারনে আমাদের মত সাধারণ মানুষ রা এখন ও স্বপ্ন দেখি। সত্যি ই কোন প্ররচনায় নয়, একদম অন্তর থেকে শ্রদ্ধা চলে আসে।
ভাল থাকবেন কাণ্ডারি ভাই।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩

আমিনুর রহমান বলেছেন:


হ্যাটস অফ! পোষ্টে +++

তুমি বাড়ী যাবা কবে

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

খাটাস বলেছেন: আসলেই হ্যাটস অফ! যেটা চেষ্টা করে ও লোক দেখানো করা যায় না।
আজ রাতে যাচ্ছি বাড়ি ভাই। দীর্ঘ ছয় মাস পর। দোয়া রাখবেন। আর আপনার জন্য তো অগ্রিম ঈদ মোবারক।

১১| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৪

বাংলাদেশী দালাল বলেছেন:
ঈদ মোবারক। ভালো থাকুন সবসময়।

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮

খাটাস বলেছেন: বাসি ঈদ মোবারক। শুভ কামনা।

১২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি গুলো দেখে অনেক আনন্দ লাগল। অনেক ভালো কাজ হয়েছে!!! সত্যি দারুন।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২০

খাটাস বলেছেন: হুম কিছু কাজ শুনতে বা দেখতে সব সময় ই ভাল লাগে।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ আসলে কি
বেশ ছবি আর লেখা

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮

খাটাস বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

প্রত্যাবর্তন@ বলেছেন: স্যালুট

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

খাটাস বলেছেন: স্যালুট । ধন্যবাদ। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.