নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

হুজুগ, গুজব ও বাঙালি জ্বালানি.।.।.।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ভুমিকা না করে সরাসরি প্রসঙ্গে আসি। যদিও মনের ভাব জানাতে গিয়ে এই লাইন সহ দুই লাইন ভুমিকা দিতেই হল অনিচ্ছাকৃত।

প্রথমেই একটা গল্প বলি, একবার কিছু লোক এক গ্রামে গিয়ে বলল, তারা স্টিলের হাড়ি পাতিল বানানোর জন্য এক টাকা আর পাঁচ টাকার কয়েন কিনতে চায়। কারন হিসেবে বলল, কয়েন গলিয়ে হাড়ি পাতিল বানাতে খরচ কম। লোক গুলো পাঁচ টাকা দরে এক টাকার কয়েন, আর দশ টাকা দরে পাঁচ টাকার কয়েন কিনতে চাইল। গ্রামের মানুষেরা মাটির ব্যাংকে কয়েন জমাতো। তারা ভাবল, এটা তো লাভ জনক অফার তাদের জন্য। তারা কয়েন গলালে দেশের ক্ষতি না কার ক্ষতি তা নিয়ে মাথা ঘামাল না। নিজের লাভের কথা ভেবে তারা দলে দলে ঐ স্টিল বেবসায়িদের কাছে সব রকম কয়েন বিক্রি করতে লাগল। এক কান দুই কান করে, আশে পাশের সব গ্রামে ছড়িয়ে পড়ল, এ কয়েন কেনার ঘটনা। স্টিল বেবসায়িরা যদিও এত বেশি কয়েন কেনার জন্য আসেন নি। কিন্তু হাজার হাজার মানুষের কয়েন বিক্রির আগ্রহ দেখে তাদের মাথায় একটা বুদ্ধি আসল, যা স্টিল ব্যবসার চেয়ে লাভ জনক। স্টিল বেবসায়িরা বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষের থেকে মোটামুটি চার পাঁচ লাখ কয়েন কিনে ফেলল। যদি ও গ্রামের মানুষের মুখে মুখে কয়েন বিক্রির ঘটনা বিকৃত ঘটনা রুপে ছড়িয়ে পড়ল, কেউ বলতে লাগল কয়েন দিয়ে বোমা বানাবে, কেও বলতে লাগল সোনা বানাতে কয়েন লাগে- আর ও নানা কথা। স্টিল বেবসায়িরা বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে নিজেদের প্লান অনুযায়ী গুজব ছড়িয়ে দিল যে, সরকার দেশ থেকে পুরাতন কয়েন উঠিয়ে দেবে , তাই যত দামেই হোক, পুরাতন কয়েন কিনে নিচ্ছে। গ্রামে শহরে এ খবর ছড়িয়ে গেল। গ্রামের ঐ মানুষ গুলো যারা ইতি মধ্যে কয়েন বিক্রি করে দিয়েছে, তারা লোকসান হয়েছে বলে হায় হায় করতে লাগল। গ্রামের শহরের অনেক মানুষ কম দামে কিনে বেশি দামে বিক্রির আশায় যে যে দামে পারে, কয়েন কিনতে শুরু করল। এক টাকার কয়েন তিন- চারশো টাকা আর পাঁচ টাকার কয়েন ছয়- সাতশ টাকায় পর্যন্ত কেনাবেচা চলতে লাগল। অনেকেই কয়েন কিনছে, কিন্তু শেষে কোথায় বিক্রি করতে হবে জানে না। শুধু জানে অনেক বেশি দামে তারা পরে কয়েন বিক্রি করতে পারবে, সব মানুষ ই বলাবলি করছে। আর এত মানুষ কখন ও ভুল বলতে পারে না। এই সময় টাতে ঐ স্টিল বেবসায়িরা বিভিন্ন ভাবে তাদের কেনা চার – পাঁচ লাখ কয়েন বিক্রি করে প্রায় দুই কোটি টাকার বেশি কামিয়ে ফেলল। যদি ও স্টিল বেবসার উদ্দেশে আসলে ও স্টিল বেবসায়িরা সাধারণ মানুষের অসচেতনতা আর বিচক্ষনতার অভাব কে পুজি করে গুজব ছড়িয়ে কম সময়ে মাত্র আট- দশ লাখ টাকা ইনভেস্ট করে দুই কোটি টাকার বেশি কামিয়ে ফেলল। আর যেসব সাধারণ মানুষ হুজুগে পরে অনেক টাকা দিয়ে কয়েন কিনেছিল, তারা যখন শেষে বুঝতে পারল যে কয়েন কেনার কেও নেই, তখন মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া কিছুই করার ছিল না। তবে যারা কয়েন কিনেই হোক বা নিজের কয়েন অন্য কাওকে বিক্রি করতে পেরেছিলেন, তাদের শুধু লাভ হল। গুজবে এক শ্রেণির মানুষ কিছুটা লাভবান হলে ও আরেক শ্রেণির মানুষ ব্যাপক ভাবে খতিগ্রস্থ হল। যদি ও যারা লাভ করেছে, তাদের লাভ টা মোটেই নৈতিক নয়।



গুজব এমন একটা বিষয়, যা কখন ও কোন কারন ছাড়াই ছড়ায়। আবার কখন ও কোন স্বার্থ নিয়ে কোন বিশেষ মহল গুজব ছড়ায়। আমাদের বাঙালি দের হুজুগে জাতি বলা হয়। কেন বলা হয়, আমি নিশ্চিত না। তবে আমরা বাঙ্গালিরা হুজুগে গুজব ছড়িয়ে মজা পাই- একারণেই হয়ত হুজুগে জাতি বলা হয়। যদি ও অনেক কালে কালে আমাদের অসচেতনতার কারনেই হোক, বা অতি উৎসাহের কারনেই হোক- আমরা নিজের অজান্তেই গুজব ছড়ানোর মাধ্যম হিসেবে বেবহিত হয়েছি। আমার পোস্ট এর উদ্দেশ্য মুলত উদ্দেশ্য মুলক গুজবের এবং আমাদের অন্ধত্তের কিছু দিক তুলে ধরা। বর্তমানে ইন্টারনেটের বহুল প্রচলনের যুগে উদ্দেশ্য মুলক গুজব ছড়িয়ে দেওয়ার প্রবনতা এবং সম্ভাবনা দুটোই বেশি- যার জ্বালানি আমারাই হচ্ছি নিজেদের সৎ নিতি আদর্শের কারনে। সৎ নিতির কারনে আমরা গুজবের জ্বালানি হচ্ছি, কথা টা একটু কেমন যেন হয়ে গেল , তাই না?

আমি আমার দৃষ্টিতে ব্যাখ্যা করার চেষ্টা করছি।

প্রথমে শহীদ জননী জাহানারা ইমামের “ একাত্তরের দিন গুলি “ বইএর ১২৪ পৃষ্ঠার প্রথম প্যারা টা তুলে ধরছি,

পশ্চিম পাকিস্তানের সাধারণ লোকেরা নাকি জানে না যে পূর্ব পাকিস্তানে মিলিটারিরা এত খুন –খারাপি করছে। সরকারি প্রচার মাধ্যমের চমৎকার বেবস্থাপনার ফলে তারা জানে যে পূর্ব পাকিস্তানের ভারতিয়রা হামলা করছে, দেশের ভেতরের কিছু ‘ গাদ্দার বাঙালি’ তাদেরকে সাহায্য করছে, সেই জন্য পাকিস্তান আর্মি ভারতিয় দমন আর হিন্দু মারা কাজে বেস্ত রয়েছে।

বুবু। জানেন তো পশ্চিম পাকিস্তানিরা কি ভয়ানক রকম অ্যান্টি –ইন্ডিয়ান। এটা আরো বেড়েছে ’৬৫ সালের ইন্ডিয়া- পাকিস্তানের যুদ্ধের পর থেকে। ইয়াহিয়া সরকার এই সেন্তিমেন্তের সুযোগ নিয়ে এমন নির্লজ্জের মতো মিথ্যে প্রোপাগান্ডা চালাচ্ছে যে কি বলব ! তাছাড়া ওদিককার জন সাধারণ ও এমন কট্টর পাকিস্তান প্রেমিক যে, সরকার যা বোঝাচ্ছে, নির্বিচারে তাই বুঝে নিশ্চিন্তে দিন- গুজরান করছে।

“ ওদিকের লোকেরা কি বি বি সি, ভয়েস অব আমেরিকা, রেডিও অস্ট্রেলিয়া এসব শোনে না? “

“ শোনে, কিন্তু বিশ্বাস করে না। ওরা সরকারের ছেলে ভুলানো ছড়া শুনেই সন্তুষ্ট ।
’’

এই প্যারা টুকু দিয়ে মুলত একাত্তরে পশ্চিম পাকিস্তানিদের অ্যান্টি ইন্ডিয়ান সেন্তিমেন্ত ব্যাবহার করে পশ্চিম পাকিস্তানি সরকারের অন্যায় গুজব ছড়ানোর কথা টা তুলে ধরা হয়েছে।



এবার আমার মুল প্রসঙ্গে আসি। বর্তমানে প্রায় পুরো দেশ আমরা যুদ্ধাপরাধ ইস্যুতে বিভক্ত। একদিকে স্বাধীনতা পক্ষের শক্তি, যারা প্রচণ্ড রাজাকার বিদ্বেষী, কিন্তু ইসলাম বিরোধী নয়, যদি ও এ দলে কিছু নাস্তিক আছেন। আর অন্য দিকে আছেন ইসলাম প্রিয় গোষ্ঠী, কিন্তু তাদের মতে তারা স্বাধীনতা বিদ্বেষী নন। আমরা সাধারণ মানুষ রা মুলত এই দুই ধারার সেন্তিমেন্তে বিভক্ত হয়ে গেছি। এক শ্রেণী দেশ প্রেমের ভিতর দিয়ে ধর্ম পালনের স্বাধীনতা কে দেখছি। আর এক শ্রেণী ইসলামের ভিতর দিয়ে দেশ প্রেম কে মূল্যায়ন করছেন। বেক্তিগত ভাবে আমি কোন শ্রেণির দৃষ্টি ভঙ্গিকে খারাপ চোখে দেখি না।

রাজনীতির একটা বড় অস্ত্র সেন্তিমেন্তের ব্যাবহার। তাই আমাদের দুই ধরনের সেন্তিমেন্ত কে রাজনৈতিক দল রা ব্যাবহার করতে চাইছেন স্বভাবতই তাদের রাজনৈতিক স্বার্থে। তাই এক শ্রেণির রাজনৈতিক দলের যেমন আমাদের রাজাকার বিরোধী সেন্তিমেন্ত কে ব্যাবহার করে, তাদের যে কোন অন্যায় কে ঢাকার চেষ্টা করা এবং তাদের বিরোধী সমর্থক দের বিরুদ্ধে ক্ষেপীয়ে দেয়ার সুযোগ রয়েছে। তেমনি আর এক শ্রেণির দলের ইসলাম প্রিয় গোষ্ঠীর সেন্তিমেন্ত কে কাজে লাগিয়ে যে কোন গুজব ছড়িয়ে সেই গোষ্ঠী কে নিজেদের দলের বিরোধীদের বিরুদ্ধে ক্ষেপীয়ে দেয়ার সুযোগ রয়েছে।

আমাদের নিজেদের সৎ সেন্তিমেন্ত কে কাজে লাগিয়ে আমাদের নিজেদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেয়া হলে ও আমারাই মরি, আমাদের পরিবারের ক্ষতি হয়। কিন্তু আমরা আমাদের সেন্তি মেন্তের মোহে এত টাই বিভ্রান্ত যে বিপরীত সেন্তিমেন্তের ক্ষতি দেখলে আমরাই আনন্দ পাই, অন্য কে শত্রু মনে করি। কিন্তু আমরা কি এত টাই নির্বোধ যে সেন্তিমেন্তের ওপরে আমাদের বিচক্ষনতা টাকে কাজে লাগাতে পারছি না। এটা আমাদের কেমন দেশ প্রেম যেখানে আমার দেশের মানুষ কে তাদের অনুভুতি ব্যাবহার করে আমাদের সামনে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দেয়া হয়েছে, তারা আঘাত পেলে আমরা খুশি হই। আবার এটা আমাদের কেমন ইসলাম প্রেম যেখানে লাখো মুসলিম সহ লাখো নিরপরাধ মানুষ কে কষ্ট দিয়ে আমরা খুশি হই, যারা ও মুলত তাদের অনুভিতি দ্বারা বেবহিত হয়ে আমাদের সামনে শত্রু হিসেবে উপস্থাপিত হয়েছে।



আমাদের অন্ধ সেন্তিমেন্তের মোহ কে সম্মান দেখানোর অভিনয় করে দুটি পক্ষ আমাদের কে সংঘর্ষে লিপ্ত করাচ্ছে, আর আমরা অন্য কে মেরে আনন্দ পাচ্ছি, আমাদের প্রভাবিত করা অভিনেতাদের ভক্ত হয়ে যাচ্ছি। কোথায় আমাদের শিক্ষা? এই আমাদের ইসলাম প্রেম? এই আমাদের দেশ প্রেম? এই আমাদের মূল্যবোধ?

দরকার নাই আমার এমন সেন্টিমেনটের । আঠার কোটি বাঙালি নিজেরা নিজেরা মারামারি করে মরবে, আর সামান্য কয় জন মানুষ তা থেকে লাভ করবে- এটা কখইনই মানতে পারি না। হেফাজতের সাধারণ কর্মী রা কোরআন এ আগুন দিয়েছে- এটা ও যেমন বিশ্বাস করি না, আবার হেফাজতের ৩০০০ কর্মী মারা গেছে – এটা ও বিশ্বাস করি। এই গুজব গুলো ও প্রচার পায়- কারন আমাদের সেন্টিমেন্ত।



বর্তমানে ফেসবুক পেজ, ব্লগ, নানা অন লাইন পত্রিকায় প্রতিদিন কত খবর বের হচ্ছে। একটা কথা মনে রাখবেন, এসব মিডিয়ার পেছনে কিন্তু কে আছে আপনি জানেন না, তাদের শিক্ষাগত যোগ্যতা, মানসিকতা, আদর্শ – কিছুই জানেন না। তারা কেউ নির্বাচিত নয়। হ্যাঁ অনেক কিছুই সত্যি কিন্তু তাই বলে কাও কে অন্ধের মত বিশ্বাস করা বোকামি। যে কোন নিউজ কাওকে বলা বা শেয়ার করার আগে দয়া করে আরেক বার ভাবুন, ভালভাবে বুঝুন । নয়ত আপনি নিজেই গুজবের জ্বালানি হয়ে যাবেন, ওপরের প্রথম গল্পের মত গুজবে লাভ হবে যে গুজব সৃষ্টি করেছে তার। নতুন কোন গুজবে প্লিজ আমাদের নিজেদের মধ্যে মন মালিন্য বাড়াবেন না। আমরা আর সংঘাত চাই না।





সবাই কে একটা অনুরধ, ফেসবুকে কোন পেজে কোন কনফার্ম ভুল নিউজ থাকলে রিপোর্ট করুন। কিন্তু কনফার্ম নিজের বিচক্ষনতায় হন, অন্নের কথায় নয়।

আর ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না, পারি কি??



আমার কাছে একজন খুনির চেয়ে একজন অপবেক্ষা কারি বেশি ভয়ংকর, কারন সে চাইলে হাজার হাজার খুনি সৃষ্টি করতে পারে।

আমার বেক্তিগত দৃষ্টি ভঙ্গি তে ভুল থাকলে দয়া করে তা ধরিয়ে দেবেন। আমি নিজে ও শিখতে চাই, জানতে চাই।



আমি আমার দেশের মাটিতে রাজাকারের বিচার চাই,

আমি আমার দেশের ইসলামের অবমাননাকারিদের বিচার চাই,

আমি আমার দেশের অন্যান্য ধর্মের ভাই দের নিরাপত্তা চাই।

আমি আমার দেশের ১৮ কোটি বাঙালি কে এক দেখতে চাই।

আমি আমার সেই স্বপ্নের বাংলা দেশ চাই।

আমি সোনার বাংলা,

আমি তোমায় ভালবাসি।

মন্তব্য ৫৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

খাটাস বলেছেন: শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার কাণ্ডারি অথর্ব ভাই এর একটি পোস্ট পড়ার জন্য অনুরধ করছি, যদি হাতে সময় থাকে।
আকাশে উড়ে যায় একপাল গরু

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: বিবেক বলে একটা বিষয় আছে, আমরা সেই বিষয়টাকে কেন যেন প্রায়ই ভুলে যাই। মানুষের মিথ্যার পেছনে দৌড়ানোর অভ্যাস পুরোণো।

ভালো লিখেছেন!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২

খাটাস বলেছেন: আমার মনে হয় মাঝে মাঝে আমাদের বিবেক আমাদের কৌতূহল আর অতি উৎসাহের কাছে পরাজিত হয়, তখন ই আমরা নিজের অজান্তে গুজব এর জ্বালানি হয়ে যাই।
বিচক্ষনতার সাথে মন্তব্য প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছায়া ভাই।
ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না । ধন্যবাদ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪

গরম কফি বলেছেন: আমার কাছে একজন খুনির চেয়ে একজন অপবেক্ষা কারি বেশি ভয়ংকর, কারন সে চাইলে হাজার হাজার খুনি সৃষ্টি করতে পারে।

ঝাঝা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

খাটাস বলেছেন: আপনার মন্তব্বে আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কফি ভাই।
ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪

মামুন রশিদ বলেছেন: আপনার লেখার সাথে সহমত । চমৎকার লিখেছেন ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

খাটাস বলেছেন: আপনার ভাল লাগা জানানোর জন্য এবং মন্তব্বের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় মামুন ভাই।

ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩

তন্দ্রা বিলাস বলেছেন: আমি সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

খাটাস বলেছেন: আমি সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি। ভালবেসে যাব মৃত্যুর আগে পর্যন্ত। তোমার ক্ষতি হয় এমন কাজ করব না- এই হোক আমাদের সবার অঙ্গিকার। শুধু অঙ্গিকার এই আমরা সীমাবদ্ধ রাখব না নিজেদের, কাজে ও প্রমান করব।
মন্তব্বের জন্য অনেক কৃতজ্ঞতা বিলাস ভাই।


ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

এম ই জাভেদ বলেছেন: গল্পের কয়েন ব্যবসার সাথে শেয়ার ব্যবসার কত্ত মিল !!!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০

খাটাস বলেছেন: হ্যাঁ আসলেই অনেক মিল। তাই গুজব সম্পর্কে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে এবং আশেপাশের পরিচিত ও সম্ভবপর সবাইকে সচেতন করার চেষ্টা করতে হবে।

মন্তব্বের জন্য অনেক কৃতজ্ঞতা জাভেদ ভাই।


ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

মনে নাই বলেছেন: অনেক ভালো লিখেছেন।
আপনার বক্তব্যের সাথে একমত পোষন করছি।
ফেইসবুকে মানুষ কিসব হাবিজাবি যে শেয়ার দেয়, দেখলে হাসি পায়, পরে আবার দুঃখও লাগে ওদের বেকুবগিরি দেখে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

খাটাস বলেছেন: সত্যি ই ফেসবুকে সহ বিভিন্ন অন লাইন মাধ্যমে অদ্ভুত জিনিসের প্রচারণা দেখে আফসোস হয়। তবে এই ধরনের হাবিজাবি কোন পোস্ট দেখলে আমাদের তার প্রতিবাদ জানান উচিত। আমরা নিজেরা শেয়ার না করলে ও আমাদের নিরবতা নতুন গুজবের সৃষ্টি তে সহায়ক হতে পারে। কোন টা সত্য কোন টা মিথ্যা, তা অনুভুতি কে এক পাশে রেখে নিজেদের বিবেক, বুদ্ধি, যুক্তি দিয়ে নির্ণয় করা উচিত।

অনেক অনেক কৃতজ্ঞতা ভাই কমেন্ট করে সহমত পোষণের জন্য এবং আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য।



ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

সুমন কর বলেছেন: ভালো বলেছ এবং সহমত প্রকাশ করছি।

আর একটি বিষয়ে সহমত: তা হলো তোমার বানান !! তুমি যা বলেছ অসাধারণ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

খাটাস বলেছেন: সুমন দা অনেক ধন্যবাদ সহমত প্রকাশ করে আপনার ভাল লাগা জানানোর জন্য। অনেক ভাল লাগছে আপনার মন্তব্য পেয়ে।
আর আমি অভ্র ছাড়া লিখতে পারি না, তাই কিছু বানান ঠিক করতে পারি না। :#> ভুল জেনে ও লিখতে হয়। যদি ও বাংলা ব্লগে ভুল বানানে বাংলা লেখা আমি অপরাধ ই মনে করি। নিজে জানলে ও আপনাকে অনেক ধন্যবাদ আমার ভুল টা ধরিয়ে দেয়ার জন্য। অনেক সময় নিজে জানলেও নিজের টনক নড়ে না। আপনার কথায় আমার টনক নড়েছে। ঐ দিনের ব্যাবহারের জন্য আবার সরি দাদা। :( :#> দেখি বানানের ব্যাপারে কারও সাথে কথা বলব।
ভাল থাকবেন দাদা। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

শ্রাবণধারা বলেছেন: পুরোপুরি সহমত খাটাস ভাই।

ব্লগে যে অল্প কিছু সুস্থ মস্তিস্ক দেখা যায়, বলতে দ্বিধা নেই, আপনি তাদের একজন। ভাল কে ভাল এবং খারাপকে খারাপ বলার একেবারে প্রাথমিক শিক্ষায় এখনও আমরা জাতি হিসেবে শিক্ষিত হতে পারিনি। যতদিন দলকানা বুদ্ধিপ্রতিবন্ধীরাই ভোকাল ততদিন কোন ভাল কিছুই আশা করতে পারিনা।

তবে একদিন হয়ত আসবে যেদিন আমরা দলকানা বুদ্ধিপ্রতিবন্ধীদের আফ্রিকাগামী জাহাজে উঠিয়ে দিয়ে নিজেদের মুক্তি দিতে পারবো.....।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

খাটাস বলেছেন: সহমত প্রদানের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। তবে আমাকে সুস্থ মস্তিস্কের মানুষ বলায় লজ্জিত ও বিব্রত বোধ করছি। :#> :!> :)
আপনার অনুভুতির প্রতি শ্রদ্ধা রেখে আমার একটু দ্বিমত জানাতে চাচ্ছি।
আসলে আমাদের মধ্যে অনেকে দল কানা আছেন, প্রায় সকল মানুষের মত তারা ও নিজেদের ঠিক মনে করেন। আমাদের একে ওপরকে ট্যাগ না দিয়ে শ্রদ্ধা রেখে যুক্তি দিয়ে আলোচনা চালিয়ে গেলে ইন শা আল্লাহ আমরা ঐক্য তে আসতে পারব, সকল অন্যায়ের বিরুদ্ধে।
তবে আপনার একটা ট্যাগ এ সহমত , যারা শুধু নিজের দলের গুন গায়, দোষ দেখে না, তাদের কে আমার ও পলিটিকাল প্রতিবন্ধী মনে হয়। আবার তাদের দৃষ্টিতে হয়ত আমরা প্রতিবন্ধী, যারা সত্য চোখে দেখে না। :)
আসলে রোগী যেই হোক, তারা বা আমরা , যদি আমরা শ্রদ্ধা বোধের আলোচনা র পরিবেশ প্রতিষ্ঠা না করতে পারি, সংঘাত বাড়বেই।
আর রোগী কে সুস্থ করার চেষ্টা করা উচিত আগে আমাদের- আমার মতামত। রোগ থেকে রুগি আলাদা করতে পারলে রুগি সুস্থ হয়ে যাবে। তবে কিছু রোগী আছে যারা কখনই সুস্থ হবার নয়। তবে তারা কারা না নির্ণয়ে আরও ধৈর্য ও বিচক্ষনতা প্রয়োজন আমাদের। তাদের আফ্রিকা পাঠাতে হবে। তখন ই আমাদের মুক্তি।

আমি আমার দেশের ১৮ কোটি বাঙালি কে এক দেখতে চাই। :)

অনেক ধন্যবাদ ভাই সাবলিল ভাবে আপনার সুন্দর মতামত জানানোর জন্য, যার ফলেই একটা বিষয় নিয়ে আলোচনার সুযোগ হল। তবে আপনার এই মতামত আপনার সুন্দর মানসিকতার ই পরিচায়ক।

অনেক অনেক ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: একমত । সবাই আছে আমাদের নিয়ে ব্যবসা করার তালে ।
কোন কিছুই চট করে বিশ্বাস করা ঠিক না ।
কান্ডারি ভাইয়ের পোস্ট পরেছি , উনি দায়িত্ববান ব্লগার , আপ্নিও ।

ব্লগে যে অল্প কিছু সুস্থ মস্তিস্ক দেখা যায়, বলতে দ্বিধা নেই, আপনি তাদের একজন। ভাল কে ভাল এবং খারাপকে খারাপ বলার একেবারে প্রাথমিক শিক্ষায় এখনও আমরা জাতি হিসেবে শিক্ষিত হতে পারিনি
- উপরের ভাইয়ার সাথে আমি একমত ।
সঠিক ও পরিপূর্ণ শিক্ষায় একদিন আমরা এসব কাটীয়ে উঠবো এই আশা রাখি ।
সেন্টিমেন্ট বানান ঠিক করে দেন । ভাল থাকুন প্রিয় ভাই :)
শুভকামনা রইল ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই, আপনার সহমত জানানোর জন্য এবং আপনার দায়িত্ব পূর্ণ মতামতের জন্য।
তবে শ্রাবণ ভাই এর কথার মত আপনার কথায় ই কিছুটা লজ্জিত ও বিব্রত বোধ করছি। :#> :!>
আর বানানের ভুল টা ইচ্ছা করে করি নি, তবে জেনেই করেছি। অভ্র দিয়ে লিখি, তাই বানান ঠিক হয় না কিছু কিছু। তবে আপনার সেন্টিমেন্ট বানান টা কপি করে এডিট এ দিয়ে ঠিক করে দিচ্ছি।
আপনার মত আমরা ও আশাবাদী, সঠিক ও পরিপূর্ণ শিক্ষায় একদিন আমরা এসব কাটীয়ে উঠবো এই আশা রাখি । :)

ভাল থাকবেন প্রিয় মাহমুদ ভাই। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০

যাফর বলেছেন: সহমত, সবাই যদি এটা বুজত, আহ!

শ্রাবণধারা "ব্লগে যে অল্প কিছু সুস্থ মস্তিস্ক দেখা যায়, বলতে দ্বিধা নেই, আপনি তাদের একজন।"
আপনার সাথে একমত পোষণ করতে পারলাম না। ব্লগে সবাই অসুস্থ না অল্প কিছু লোক অসুস্থ। ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যাফর ভাই আপনার সহমত জানানোর জন্য। তবে আসলে সবাই যদি বুঝত, এমন আফসোস করে খুব একটা লাভ হবে না। আমরা ও ছোট তে যখন বাংলা, ইংলিশ, অংক দেখতাম বুঝতাম না। বাবা মা বড়রা শিক্ষক রা সেগুলো নিয়ে আলোচনা করার ফলেই আমরা শিখেছি। এখন ও হয়ত আমরা ভুলের মাঝে আছি। তবে সৎ নিয়ত রেখে আমরা একে ওপরের প্রতি শ্রদ্ধা রেখে আলোচনা করলে ইন শা আল্লাহ আমরা আমাদের মাঝের সকল ভুল বোঝা বুঝির ও অজ্ঞতার অবসান ঘটিয়ে ঐক্য তে আসতে পারব।

আর শ্রাবণ ভাই এর মন্তব্বের জবাবে আমি ও কিছু টা দ্বিমত পোষণ করেছি, ওপরে দেখতে পারেন। ধন্যবাদ বলিষ্ঠ ভাবে নিজের মতামত জানানোর জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা যাফর ভাই।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭

নিকষ বলেছেন: +++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

খাটাস বলেছেন: কষ্ট করে পড়ে প্লাস দেয়ার জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা নিকষ ভাই।
ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

লাবনী আক্তার বলেছেন: আমি আমার দেশের মাটিতে রাজাকারের বিচার চাই,
আমি আমার দেশের ইসলামের অবমাননাকারিদের বিচার চাই,
আমি আমার দেশের অন্যান্য ধর্মের ভাই দের নিরাপত্তা চাই।
আমি আমার দেশের ১৮ কোটি বাঙালি কে এক দেখতে চাই।
আমি আমার সেই স্বপ্নের বাংলা দেশ চাই।
আমি সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি




অসাধারন লেখা! সহমত আপনার সাথে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

খাটাস বলেছেন: প্রিয় লাবনী আপু, আপনার সহমত জেনে এবং আপনার কাছে আমার লেখার ( অপ চেষ্টা মাত্র, তবে আমার নিজের ই লেখা টা পছন্দ হই নি ) মূল্যায়ন জেনে ভাল লাগা অনেক বেড়ে গেল।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপু।
ভাল থাকবেন। শুভ কামনা আপনার জন্য।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

চলতি নিয়ম বলেছেন: সহমত।
পোস্টে +

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা চলতি ভাই কষ্ট করে পড়ে সহমত জানানোর জন্য। আর প্লাস তো বোনাসের মত ব্যাপার। :)
ভাল থাকবেন ভাই। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


মানুষ হিসেবে আমাদের সবচাইতে বড় পাওয়া হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত এবং বাংলাদেশি হিসেবে বড় পাওয়া হচ্ছে আমাদের জনশক্তি। এই বিশাল জনশক্তিকে আমরা আসলে কতটা কাজে লাগাতে পেরেছি সেটাই বিবেচনার বিষয়। আমাদের এই একমাত্র শক্তিকে বিভক্ত করতে পারলে লাভ ক্ষতির অংক কোন দিকে সমাধান হয় সেটা খুব সহজেই অনুমেয়। তাই আমাদের নিজেদের স্বার্থে আমরা যদি বিভক্ত না হয়ে ঐকমত্যে পৌছাতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস জাতি হিসেবে আমরা কখনই পিছিয়ে থাকবনা।

ধন্যবাদ প্রিয় খাটাস আপনার সুন্দর একটি পোস্টের জন্য। আর কৃতজ্ঞতা আমার পোস্টের লিঙ্কটি শেয়ার করার জন্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

খাটাস বলেছেন: অসাধারণ কমেন্ট। ব্লগে আমার প্রিয় ব্লগার দের অন্যতম আপনি, কারন আপনার সুন্দর মানসিকতা ও দায়িত্বশীলতা। তাই আপনার কাছে সব সময় ই চাওয়া টা একটু অন্যরকম, স্বীকার করতে আপত্তি নেই। আপনার অসাধারণ কমেন্ট আমার ব্লগের শোভা বাড়িয়ে দিল।

আর আপনার পোস্ট টা অনেক বেশি সময় উপযোগী ও ভাল লেগেছিল। তাই লিঙ্ক টা মুল পোস্টের সাথে এড করার ইচ্ছা থাকলে ও সময় মত অনুমতি না পাওয়ায় কমেন্ট এ শেয়ার করেছি।
আপনার ভাল লাগা প্রকাশ করার জন্য আবার ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কাণ্ডারি ভাই।

ভাল থাকবেন ভাই। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন। আজকাল অবাক হতে হয় ভিত্তিহীন জিনিসের ফেসবুক শেয়ার দেখে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

খাটাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা কষ্ট করে পড়ে আপনার ভাল লাগা জানানোর জন্য প্রিয় গল্পকার হাসান ভাই।
আমি সব কিছুতে আগে নিজের দোষ দেখতে পছন্দ করি। ফেসবুকে ভিত্তিহিন জিনিস গুলো শেয়ার কারি দের মধ্যে অনেকেই আমাদের পরিচিত। আমরা অনেক সময় জেনে বুঝে ও হয়ত পারসোনালিটি ধরে রাখতে বা অন্য কোন অজানা কারনে বাধা দেই না। আর কিছু না করি আমাদের ঐ সব পোস্ট বা পেজ এর বিরুদ্ধে রিপোর্ট করা উচিত। ক্ষমা করবেন ভাই, আপনি যেহেতু ব্লগ মডারেটর তাই- এসকল বিষয়ে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। তবু ও নিজের মতামত টা জানালাম।

ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

আম্মানসুরা বলেছেন: আপনার সাথে সম্পূর্ণ ভাবে সহমত। চমৎকার ভাবে সমস্যা চিহ্নিত করেছেন। প্লাস

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু কষ্ট করে পড়ে সহমত জানানোর জন্য, এবং বোনাস সরুপ প্লাস দেয়ার জন্য। আসলে সমস্যা আমাদের অনেক। এক এক করে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে আমাদের নিজেদের ই স্বার্থে।
ভাল থাকবেন। শুভ কামনা

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

ভোরের সূর্য বলেছেন: খুব সুন্দর পোস্ট।একদম আমার মনের কথা বলেছেন।আমরা এত হুযুগে মেতে উঠি যে তথ্যের সত্যতা যাচাই এর প্রয়োজন মনে করি না।একজন লেখকের যেমন দায়িত্ব আছে তেমনি একজন পাঠকেরও দায়িত্ব আছে খবরগুলো সত্য না মিথ্যা সেটা ভেবে দেখা বা কমনসেন্স খাটানো।অনেকেই বলেছেন ব্লগে সুস্থ মানুষের সংখ্যা কম।শুনতে খুব খারাপ লাগলেও এটাই সত্যি। একটা ছোট্ট উদাহরণ দিই।কোন একদিন ব্লগে একজন সমকামি নিয়ে পোস্ট দিয়েছে এবং একই সময়ে ছোট বাচ্চাদের সাহায্য করা নিয়ে একটা পোস্ট দিয়েছে আরেক ব্লগার।সমকামি নিয়ে পোস্ট এ ১ম ১ঘন্টায় প্রায় ২০০টি হিট আর সাহায্যের বিষয়ক পোস্টে মাত্র ২০টা হিট।

আসলে কোন একটা বিষয়ে কেন আমরা এক হতে পারিনা।
রাজাকারের বিচার যেমন চাই তেমনি চাই তাজরিন গার্মেন্টস এ যাদের জন্য ১২০জন পুড়ে মারা গেল তাদের বিচার বা রানা প্লাজায় ১২০০জনের মৃত্যু বিচার।

পাদটীকাঃ বেশ কিছু বানান ভুল আছে।যদি দয়া করে ঠিক করে নেন তাহলে খুব ভাল হয়।ধন্যবাদ আপনার এই সচেতনতামূলক পোস্টের জন্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

খাটাস বলেছেন: বরাবরের মতই অনেক গোছানো ও সুন্দর যুক্তি পূর্ণ কমেন্ট করেছেন মুনির ভাই।
সুস্থ অসুস্থ মানসিকতার ব্যাপার টা আসলে আপেক্ষিক। আমার দৃষ্টি তে এক রকম, আবার অন্নের দৃষ্টিতে এক রকম। তবে মোটা মুটি একটা কম স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা বাড়ান উচিত, কথায় যুক্তি পূর্ণ হউয়া উচিত, এবং আমাদের আবেগ কে যত টা সম্ভব নিয়ন্ত্রনে রাখা উচিত- যাতে আমাদের আবেগ আমাদের বেক্তিত্ত কে নোংরা ভাবে অন্নের সামনে না উপস্থাপন করে।
আর সমকামি আর সাহায্যের পোস্টের তুলনার ব্যাপারে আমার মতামত হচ্ছে- নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ টা একটু বেশি স্বভাব জাত। আর সাহায্যের পোস্ট স্তিকি না হলে বা জনপ্রিয় বা পরিচিত ব্লগার প্রদত্ত না হলে আমাদের মানবতার ভিত টা কাঁপে ও না, জাগে ও না- শুনতে খারাপ লাগলে ও এটাই বাস্তব। যদি ও বেতিক্রম আছে। তবে এমন কেন হয়? তা আমাদের মানবতার অভাব নাকি প্রতারনার ভয় আমার জানা নেই। এটা সবাই নিজের টা নিজে মূল্যায়ন করতে পারবেন। আমি নিজে ই হয়ত অনেক নিউজ বা পোস্ট দেখি সাহায্যের, সব গুলোতে কেন যেন যাওয়ার ইচ্ছা করে না। এটা আমার সামরথের সীমাবদ্ধতা নাকি অন্য কোন কারন নিশ্চিত হতে পারি না। শুধু মনে হয় মানুষ হতে আমার এখন ও অনেক দেরি।

আমরা দল মতের উরধে সকল অন্যায়ের বিচার চাই।

আপনার বরাবরের মতই সুন্দর ও যুক্তি পূর্ণ মন্তব্বের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা মুনির ভাই।

আর বানানের ব্যাপার নিয়ে ওপরে কিছু কমেন্ট এ বলেছি। অভ্র দিয়ে লেখায় কিছু বানান সঠিক ভাবে লিখতে পারি না। আর অন্য ভাবে আমি লিখতে জানি না। তবু ও চেষ্টা করব এই পোস্টের বানান গুলো ঠিক করার চেষ্টা করতে আরেক বার, আর পরবর্তীতে এ ব্যাপারে খেয়াল রাখতে।

ভাল থাকবেন ভাই। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

বাংলার হোসেন বলেছেন: গুজুবে কান দেয়া যাবে না। আসল ঘটনা কি তা খতিয়ে দেখি না। কোরআন শরিফেও আল্লাহ্‌ শোনা কথায় বিশ্বাস করতে মানা করেছেন। আবার অনুমান করাও ঠিক না। জেনে বুঝে শুনে কাজ করতে হবে। এজন্য বেশি বেশি পড়তে হবে। আপনি যদি মুক্তিযুদ্ধের অরজিনাল ইতিহাস জাতে চান তবে বেশি বেশি মুক্তিযুদ্ধের বই পড়েন। দি জামায়াত-শিবির সপর্কে জানতে চান তবে তবে তাদের বই পড়েন। যদি গণতন্ত্র জানতে চান তবে এ সম্পর্কে লেখা বই পড়েন । যদি সঠিক ইসলাম কি জানতে চান তবে কোরআন শরীফ ও সহীহ হাদীস পড়েন। যপক্ষের বিপক্ষের দুই বই ই পড়েন। তারপর বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন কোনটা সঠিক/ কিন্তু আমাদের পড়ার সময় কোথায়। আমরা শুধু যা শুনি, যা দেখি তাই নিয়েই পড়ে থাকি। আমরা তো খুব ব্যস্ত মানূষ!! অত্যর সপর্কে পড়ে কি লাভ!! আফসোস আমাদের মাঝে এ উপলব্ধি থাকলে আমাদের সমাজে হানাহানি আর থাকতো না। আফসোস!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২

খাটাস বলেছেন: অনেক সুন্দর মনের মত একটা মন্তব্য করেছেন হোসেন ভাই। কোন কিছু সম্পর্কে জানতে হলে আমাদের পক্ষের বিপক্ষের দুই বই ই পড়া উচিত, তারপর মিলিয়ে দেখা উচিত নিজের বিচক্ষনতা দিয়ে।
অনেক কৃতজ্ঞতা আপনার সুন্দর মন্তব্বের জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

অন্য কথা বলেছেন: শিক্ষিত তরুণরা এখনও হুজুগে মেতে উঠে, মেতে উঠে খারাপের নেশায় ভাবলেই কষ্টে মনটা ভরে যায়। কবে যে সত্যিকার শিক্ষিত হয়ে উঠবো, মানুষ হবো।

কবির ভাষায় বলতে হয় "সাত কোটি (এখন ষোল কোটি) সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি"

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

খাটাস বলেছেন: হ্যাঁ ভাই ঠিক ই বলেছেন। শুনতে খারাপ লাগলে ও এটাই বাস্তবতা। তবে এখানে কিছু টা দায় আমাদের ও আছে পরোক্ষ ভাবে। আমরা নিজেরা সচেতন হউয়ার পাশাপাশি পরিচিত জন দের বা সম্ভবপর মানুষ দের সচেতন করতে পারলে অনেক গুজব কে মুলেই নষ্ট করা সম্ভব হবে।

বাঙালি মানুষ হবেই একদিন ইন শা আল্লাহ।
অনেক কৃতজ্ঞতা ভাই মন্তব্বের জন্য ও সুন্দর একটি কবিতার লাইন বলার জন্য।
ভাল থাকবেন। শুভ কামনা।


ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৩

হাসান মাহবুব বলেছেন: ক্ষমা করবেন ভাই, আপনি যেহেতু ব্লগ মডারেটর তাই- এসকল বিষয়ে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন

এইডা কি কৈলেন? B:-) আমারে মডু বানায় দিলেন? :-B এইসব কথা কে কৈসে আপনারে? :-/

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

খাটাস বলেছেন: এই খাইছে। #:-S বে ইজ্জতির মধ্যে পড়ে গেলাম। :#> নিজের পুষ্টের জালে মনে হয় নিজেই আগে ধরা খাইলাম। :|| :#>
আসলে বেশ কিছু প্রিয় ব্লগারের ব্লগে হাসান মাহবুব মডু বলে সম্বোধন করতে দেখেছি, ঐ সব পোস্টে পড়ে আপনি মন্তব্য করলে ও কিছু বলেন নি। হয়ত তারা আপনাকে ভালবেসে মডু ডেকেছিল। :!> আমি বুঝতে পারি নি। :#>
ধুর শালা। নিজেই গুজবের জ্বালানি হয়ে গেলাম। |-) :!>
তবে এই গুজব ক্ষতিকর নয় হাসান ভাই। :#> তবু ই ক্ষম অপরাধ। না হলে ছোট ভাই মনে করে কানের নিচে দুইটা চটকানা দিয়া যান। :((

:#> :#> :#> :) :) সরি ভাই। :!> :!>

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কালকেই পড়ে গেছিলাম ! কমেন্ট লিখা শেষ হতেই কারেন্ট নাই হয়ে গেছিলো ! আজকে শুধু জোড়ালো সহমত জানিয়ে গেলাম !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

খাটাস বলেছেন: কাল কে পড়ে আবার ফিরে এসে মন্তব্য করার জন্য এবং জোড়াল সহমত জানানোর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা অভি ভাই।
প্রিয় মানুষ দের মন্তব্য ও সহমত দুটোই পেতে ভাল লাগে অনেক বেশি।
অনেক ভাল থাকবেন ভাই। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

প্রত্যাবর্তন@ বলেছেন: বাংলাদেশীরা গুজব বেশ খায় ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

খাটাস বলেছেন: কথা সত্য ভাই। কিন্তু এটা আমাদের অজ্ঞতা ও অতি উতসাহের কারনে বেশি হয় বলে আমার ধারনা। আমাদের সবাই কে আরও সচেতন হতে হবে।
মন্তব্বের জন্য কৃতজ্ঞতা জানবেন প্রত্যাবর্তন ভাই। আপনার নিক টা সুন্দর। :)
ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

সায়েদা সোহেলী বলেছেন: ।নতুন করে মন্তব্যের খাতিরে বলার মত কিছু নেই , লেখাতেই বলে দিয়েছেন বাকিটা মন্তব্য এ চলে এসেছে ।

একটা সময় সকালে ঘুম থেকে উঠে ফেবু অপেন না করলে যেন দিন শুরু হত না আমার , কফি হাতে চোখ বুলাতাম বিভিন্ন আপডেট এ তবে যেকোন খবর শেয়ার দেওয়ার আগে অবশ্যই নিজে গুগল সার্চ করে জেনে নিতাম এর উতপত্তি স্থল কোথায় । আজকাল সবার হাতেই নেট আমি এমন মানুষের গল্প জানি যারা কোনদিন খবরের কা /:) গজের বিনোদন পাতার গসিপ ছাড়া অন্য কোন খবরে চোখ পর্যন্ত রাখেনি তারাও আজ ফেসবুক ব্লগের কল্যানে এক !!এক জন বড় বড় বুদ্ধিজীবী !! ।নিজের এক্টিভিটি বারাতে দুইলাইন না পড়েই শেয়ার দেয় সাথে কিছু বুদ্ধিদীপ্ত বানী! !! X( X(

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আর কিছু বলার ধৈর্য নেই , যে যার ইচ্ছায় কাকের মতো সাবান চুরি করে ভাগছে আর ভাবছে কেউ কিছুই দেখেনা বুঝেনা , যে কাউকে দোষ চাপানো যায়! ! :(

। ধন্যবাদ ব্রো তবে কথা হচ্ছে খাটাশ নামের সাথে কাজের ত একদম মিল নেই! ! /:) এইটা ঠিক না

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

খাটাস বলেছেন: আপনার মন্তব্য টা আমার পোস্টে এড করে যদি দিতাম তাহলে ভাল হত। আমার এত কথার শর্ট রিফ্লেক্সন আপনার মন্তব্বেই ফুটে উঠেছে।
অনেক কৃতজ্ঞতা সোহেলী আপু সুন্দর মন্তব্বের জন্য।

খাটাশ নামের সাথে কাজের ত একদম মিল নেই! ! /:) এইটা ঠিক না
মিল আছে তো। আমি ই আসল খাটাস, বাকি রা নকল খাটাস। :D
ভাল থাকবেন। শুভ কামনা।

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:



আমার কাছে একজন খুনির চেয়ে একজন অপবেক্ষা কারি বেশি ভয়ংকর, কারন সে চাইলে হাজার হাজার খুনি সৃষ্টি করতে পারে।

দারুণ বলেছেন!!!

পোষ্টের সাথে একাত্মতা জানালাম।

+++++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

খাটাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা শোভন ভাই এই অপক্ক পোস্টের সাথে একাত্মতা জানানোর জন্য । আপনার কাছে বোনাস হিসেবে প্লাস পেয়ে ভাল লাগছে। :)
ভাল থাকবেন অনেক ভাই। শুভ কামনা। !:#P
আপনার প্রোগ্রাম টা ও কিন্তু অসাধারণ। !:#P !:#P
দা ব্লগ হোস্ট শোভন কে আবার ও তাঁর সুন্দর উপস্থাপনার জন্য খাটাসিয় শুভ কামনা ও অভিনন্দন। !:#P !:#P

ফেসবুকে এখন এত নোংরা পেজে ছেয়ে গেছে যে মেয়েদের নানা অশালীন ছবি প্রচার করে। এমন পেজ সামনে পেলেই প্লিজ রিপোর্ট করুন পেজের বিরুদ্ধে। বেশি হলে ১৫-২০ সেকেন্ড লাগবে। এই সামান্য সময় বেয় না করে তো আমরা আমাদের মা বোন এর সম্মান নষ্ট করার সুযোগ রাখতে পারি না। ধন্যবাদ।

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার জন্যেও রইলো স্নিগ্ধ ধন্যবাদ। !:#P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২

খাটাস বলেছেন: :) :) :) ঠেনকু । !:#P :D

২৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

আমিনুর রহমান বলেছেন:



অসাধারণ লিখেছো। ঢাকার বাইরে ছিলাম বলে তোমার পোষ্টে ঢুকা হয়নি।
সহমত তোমার সাথে।





শুভ জন্মদিন। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৫

খাটাস বলেছেন: অনেক কৃতজ্ঞতা আমিনুর ভাই, আপনার মূল্যায়নে ভাল লাগা টা অন্য রকম দিগুন। :)
আর জন্মদিনের শুভেচ্ছার জন্য দ্বিতীয় বার ধন্যবাদ। :!> :D

২৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

খেয়া ঘাট বলেছেন: আপনার গল্পটি অনেকটা শেয়ার মার্কেট নিয় বহুল প্রচলিত বানরের গল্পটির মতো। সুন্দর উদাহরণ ভালো লেগেছে।
চমৎকার বিশ্লেষন।

আমি আমার দেশের মাটিতে রাজাকারের বিচার চাই,-- সম্ভব -কারণ রাজাকারদের চিহ্নিত করা সম্ভব- আর নতুন কোনো রাজাকার তৈরী হবেনা।

আমি আমার দেশের ইসলামের অবমাননাকারিদের বিচার চাই-সম্ভব না । এটা একটা চলমান প্রক্রিয়া। মানুষের চিন্তাধারাকে রুদ্ধ করা সম্ভব না। যুগে যুগে ইসলামকে হৃদয়ে লালন করা মানুষ ছিলো। যুগে যুগে ধর্ম অবমাননাকারি মানুস আছে, থাকবে।
আমি আমার দেশের অন্যান্য ধর্মের ভাই দের নিরাপত্তা চাই।-সরকার চাইলে সম্ভব।
আমি আমার দেশের ১৮ কোটি বাঙালি কে এক দেখতে চাই।-জীবেনও না। পৃথিবীর কোথাও এটা সম্ভব হয়নি।
আমি আমার সেই স্বপ্নের বাংলা দেশ চাই।

আমি সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।


সুন্দর পোস্ট। বিনীত ধন্যবাদ। জন্মদিনের অশেষ শুভকামনা।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৮

খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আরিফ ভাই। বানরের গল্প টা ঠিক জানি না, তবে অনেক আগে কোথায় যেন শুনেছিলাম, গল্পে তাঁর ছায়া হয়ত আছে। আমি মুলত কয়েক বছর আগে লাল এক টাকার কয়েনের একটা হুজুগ থেকে নিজের মত করে লিখেছি।
আর আমি আমার দেশের ১৮ কোটি বাঙালি কে এক দেখতে চাই।-জীবেনও না। পৃথিবীর কোথাও এটা সম্ভব হয়নি।
কিছু কিছু স্বপ্ন মিথ্যা জেনে ও দেখে মানুষ, অন্তত যত টুকু পারা যায় স্বপ্ন পুরনের আশায়। আমার এই স্বপ্ন টা ও অনেকের মত তেমনি।

আমার শেষ কথা গুলো অনেক সুন্দর করে ছোট্ট ব্যাখ্যা দিয়ে পোস্ট টা কে সুন্দর করে তুলেছেন ভাই।
অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনার মার্জিত ও সুন্দর মন্তব্বের জন্য।
জন্মদিনের শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ ভাই।
আপনার জন্য ও অনেক শুভ কামনা।
ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.