নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

আজব দুনিয়াঃ পুনর্জন্ম নাকি অন্য কিছু!!! ছবি ব্লগ

১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:২৫

পৃথিবী অদ্ভুত নাকি এর ঘটনাগুলো বেশি অদ্ভুত- প্রশ্নটাই অদ্ভুত। অদ্ভুতম ঘটনার নজির, গল্প আমরা ছোট থেকেই পরিবার ও আশে পাশের মানুষের কাছে শুনে আসছি। চোখে না দেখলে কেও বিশ্বাস করছি, কেও করছি না। আবার চোখে দেখলে বিশ্বাস না করলেও ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। বর্তমানের চেহারার মিল থাকা সমসাময়িক কিছু মানুষদের ছবি নিয়ে ডুপ্লিকেটস পোস্ট টাতে কন্টেন্ট অদ্ভুত হলেও রহস্য ছাপিয়ে মজা ছিল, বা কোন রহস্যই ছিল না। তবে আগের পোস্ট থেকে আসা অনুসন্ধান ও চিন্তার সুত্র ধরে, ভাবলাম চলুন, চেহারার মিল নিয়ে এক রহস্যের অধ্যায়ে যাওয়া যাক।



তার আগে একটা প্রশ্ন করি, যদি আপনি জানতে পারেন, আপনার জন্মের অনেক আগে হুবহ আপনার চেহারার একজন মানুষ পৃথিবীতে ছিলেন, কেমন লাগবে? ;)B-)

কনসেপ্ট টা মাথায় রেখে চলুন ঘুরে আসি সেই অবাক রাজ্যে, দেখে আসি ঘটনা কি? :):)







এডি মরফি আমেরিকান কমেডিয়ান, অভিনেতা, গায়ক, লেখক ও পরিচালক। অসংখ্য জনপ্রিয় মুভিতে তিনি অভিনয় করেছেন। জন্মঃ ১৯৬১



অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।









নিকোলাস কেজ "ঘোস্ট রাইডার" খ্যাত আমেরিকান মুখ্য অভিনেতা ও পরিচালক। জন্মঃ ১৯৬৪



অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।









ক্রিশ্চিয়ান ব্যালে: ব্যাটম্যান খ্যাত ইংরেজ অভিনেতা। জন্মঃ ১৯৭৪



অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।









ডেনিয়েল ক্রেইগঃ জেমস বন্ড খ্যাত জনপ্রিয় ইংরেজ অভিনেতা। জন্মঃ ১৯৬৮



অক্টাভিয়ান অগাস্টাস:

রোমান সম্রাজ্জ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট। যিনি ২৭ খ্রিষ্টপূর্ব সময় থেকে ১৪ খ্রিস্টপূর্ব সময়ে মৃত্যুর আগে পর্যন্ত রোমান শাসন করেছিলেন।

ইতিহাস অনুযায়ী বলা হয়, উনার নাম অনুযায়ী ইংরেজি আগস্ট মাসের নামকরণ করা হয়েছিল।









মাইকেল ফেলপ অলিম্পিকে মোট ২২ টি মেডেল জয়ী আমেরিকান সাঁতারু। জন্মঃ ১৯৮৫



অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।









সিল্ভেস্টার স্টেলন: হলিউডি অ্যাকশন ধর্মী অভিনেতা। '' র‍্যাম্বো " সিরিজের জন্য সুপরিচিত। জন্মঃ ১৯৪৬



ভ্যাটিকান পেইন্টিংঃ

২০১২ সালের ১০ মে, ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল প্রকাশিত , একজন দর্শনার্থী ভ্যাটিকান সিটিতে ঘুরতে গিয়ে প্রথম এই ভ্যাটিকান পেইন্টিং টি দেখেন , যা ১৫১১

সালে আঁকা।









বোরাতঃ ইংরেজ কমেডি অভিনেতা, সাচা ব্যারন চয়েন যিনি ২০০৬ সালে প্রচারিত কমেডি ফিল্ম "বোরাত " এর মুখ্য চরিত্র "বোরাত সাগদিয়েভ" হিসেবে অভিনয় করেন। জন্মঃ ১৯৭১



জোসেফ স্টালিন: ১৯২০ সাল থেকে মৃত্যুর আগে ১৯৫৩ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন নেতা ছিলেন।









সিয়া লাবেউফ:

আমেরিকান অভিনেতা ও পরিচালক যিনি মুলত "ডিজনি চ্যানেল" এ প্রচারিত " ইভেন স্টিভেন" সিরিজের " লুইস স্টিভেন" নামে আমেরিকান তরুন দর্শকদের মাঝে জনপ্রিয়। জন্মঃ ১৯৮৬



আইনেস্টাইন গুরু, তাকে কে না চেনে। এটা উনার ১৯০৫ সালের ছবি।









লিয়াম নেসন:

আইরিস অভিনেতা, ১৯৯৩ সালে অস্কারে মনোনীত মুভি " Schindler" এ "স্টিভেন স্পেইল্ববার্গ" এর ভুমিকায় অভিনয় করে

জনপ্রিয়তা অর্জন করেন। জন্মঃ ১৯৫২



এজরা কর্নেল:

ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং "Cornell University " এর সহ প্রতিষ্ঠাতা। জন্ম- মৃত্যুঃ ১৮০৭-১৮৭৪।









মাইকেল জাক্সনঃ উনাকে কে না চেনে।



ইজিপসিয়ান স্ট্যাচু টি কত দিন আগের জানা ঠিক যায় নি। আমি অন্তত খুঁজে পাই নি।









রুপার্ট গ্রিন্টঃ

হ্যারি পটার" সিরিজের অন্যতম চরিত্র " রণ" খ্যাত আমেরিকান তরুন অভিনেতা। জন্মঃ ১৯৮৮



স্যার ডেভিড উইকি: স্কটিশ পেইন্টার। ১৭৮৫-১৮৪১। ছবিটি তাঁর ২০ বছর বয়সের।









ম্যাগি গিলেনহালঃ আমেরিকান অভিনেত্রি। যিনি ব্যাটম্যান সিরিজের "The Dark Knight " মুভিতে অভিনয় করেন। জন্মঃ ১৯৭৭



রোজ ওয়াইল্ডার লেনঃ আমেরিকান সাংবাদিক, পর্যটক, উপন্যাসিক এবং আমেরিকান স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্ত পূর্ণ প্রতিষ্ঠাতা। জন্মঃ ১৮৮৬ মৃত্যুঃ ১৯৬৮









রবার্ট প্যাটিনসনঃ Twilight মুভি খ্যাত আমেরিকান অভিনেতা এবং মডেল ও সঙ্গীতজ্ঞ।



অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।



আজকের মত এই থাক। :) আমার স্টকে আর ও কিছু আছে, অন্য একদিন দেয়ার ইচ্ছা আছে, তাই সোর্স দিচ্ছি না আজ। ;) :) তবে কেও পেয়ে গেলে আর কি করা। :) সিক্রেট রিভিলড । :)

ছবি গুলোর মাঝে হুবহ মিল আছে বলে মনে হয়েছে আমার, আপনাদের কি মনে হল জানিনা। কেও কেও একে পুনর্জন্ম বলে মনে করেন, কেও প্রকৃতির খেয়াল বলে মেনে নেন। তবে উড়িয়ে দেন না সাধারণত। :)



অনেক ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। শুভ কামনা জানবেন। :)





মন্তব্য ৫৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

কাফের বলেছেন: মজার পোষ্ট
তবে খুব বেশী মিল নাই আর ছবিতে যতটা মনে হচ্ছে
বাস্তবে এতটা মিল ছিল বলে মনে হয় না

১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০

খাটাস বলেছেন: হাহাহা হুম ধন্যবাদ। হ্যাঁ এটা ঠিক বলেছেন, ছবির সাথে বাস্তবতার মিল টা বেশি হবে না। পোষ্টের খাতিরে চেপে গেলাম না হয় ;) মানে মজার জন্য আর কি :) তবে ছবি গুলো তে কোন আকিবুকি নেই ;) :)
ভাল থাকবেন কাফের ভাই।

২| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমার কিন্তু সন্দেহ হয় যে, মানুষ কোনো না কোনো ভাবে ব্যর্থ জীবন কাটাইয়া গেলে তার আবার জন্ম হয়, যাতে আগের জন্মের আক্ষেপ পোষাইয়া নিতে পারে। :D

১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

খাটাস বলেছেন: হাহাহা :) আপনার থট টা তে মজা পেলাম জুলিয়ান ভাই :)
তাহলে এখন মনে হইতেছে, সুত্র মতে আমার আবার জন্মান উচিত :)
ভাল থাকবেন। ধন্যবাদ :)

৩| ১৩ ই জুন, ২০১৪ রাত ৮:১৭

মামুন রশিদ বলেছেন: অবাক ব্যাপার! দুজন ভিন্ন সময়ের ভিন্ন মানুষ, এত মিল হয় কি করে!


চমৎকার পোস্টে ভালোলাগা++

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:২৪

খাটাস বলেছেন: হুম মামুন ভাই, সত্যি ই অদ্ভুত আর বিচিত্র। ব্যক্ষাতিত ব্যাপার গুলো বেশ মজার। :)
অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই। ভাল থাকবেন।

৪| ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:০৫

প্রবাসী পাঠক বলেছেন: সমসাময়িক সময়ের দুজনের চেহারায়ও যথেষ্ট মিল পাওয়া যায়। গতকালের পত্রিকায় দেখলাম মেসিদের ট্রেনিং এ একদম রোনালদিনহোর মত দেখতে একজন ঢুকে পরেছিল।


পোস্টে প্লাস ।

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৪৪

খাটাস বলেছেন: হুম প্রবাসী পাঠক ভাই। সমসাময়িক চেহারার মিল নিয়ে এর আগে একটা পোস্ট দিয়েছিলাম মজা করার জন্য। :)
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই। :)
ভাল থাকুন সদা। :)

৫| ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:২১

সাজিদ উল হক আবির বলেছেন: পোস্ট তো ম্যালা পরিশ্রমের , এডিট করতে তো অনেক কষ্ট হইসে ভাই! :)
পোষ্টে প্লাস ++++++

আপনার পলিটিক্যাল স্যাটায়ার গুলি মিস করি ।

আরও আরও লিখেন ভাই , নিয়মিত লিখেন।

সব সময় শুভকামনা। :)

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯

খাটাস বলেছেন: হাহাহাহা আজ কে একটু ফ্রি ছিলাম, তাই করে ফেললাম। কষ্ট আর কি :) কিছু জানলে শেয়ার করতে ভালই লাগে :)

আর পলিটিকাল স্যাটায়ার গুলো কি লিখতাম ছাতা মাথা আল্লাহ মালুম। তবে আপনার ভাল লাগায় ই সিক্ত ভাই। সময় হচ্ছে না ব্লগের জন্য। উৎসাহ প্রদানের জন্য অজস্র কৃতজ্ঞতা ভাই। আপনার মত আর ও কিছু প্রিয় মানুষের অনুপ্রেরনাই আমার চালিকা শক্তি। :) একটু সময় হলেই চেষ্টা করব ভাই। :)
আপনার জন্য আমার দিল খোলা শুভ কামনা সর্বদা আবীর ভাই। :)

৬| ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: অবিশ্বাস্য মিলগুলি দেখলাম। তবে স্টালনের সাথে পেইন্টিংটির মিল একটা ভিন্নমাত্রা এনে দিয়েছে। ধন্যবাদ।

১৪ ই জুন, ২০১৪ রাত ১২:০৫

খাটাস বলেছেন: হ্যাঁ আপু, অগাস্টাস সাহেবের সাথে জেমস বন্ডের মিল টা বেশ মজা লেগেছে আমার।
অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৭| ১৪ ই জুন, ২০১৪ রাত ১২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: @খাটাস আমি ভাই। ধন্যবাদ। হ্যা সেটাও ঠিক। এভাবে বলতে বলতে দেখা যাবে সবকটির ব্যাপারেই বলা হয়ে গেছে-তাই না?? সেটাই কিন্তু বাস্তব।।

১৪ ই জুন, ২০১৪ রাত ১২:৩৫

খাটাস বলেছেন: হুম তা অবশ্য ঠিক বলেছেন। দুঃখিত হ্যাপি ভাই। বুঝতে পারি নি।
ভাল থাকবেন।

৮| ১৪ ই জুন, ২০১৪ রাত ৩:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমার মত কে ছিলো খুঁজে বের করার দায়িত্ব তোমার উপর দিলাম !!! ;)


নাইস পোস্ট!!

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৭

খাটাস বলেছেন: হাহাহা শোভন ভাই। খুঁজে বের করছি তো। ফেবুতে যেয়ে ইংরাজিতে স্নিগ্ধ শোভন লিখে দেখেন , প্রত্থম হ্যান্ডসাম পোলাটার সাথে আপনার মেলা মিল, মানে হুবহ আর কি ;) :)
থাঙ্কু জানবেন, সাথে বাংলায় ধন্যবাদ। :)

৯| ১৪ ই জুন, ২০১৪ ভোর ৬:১০

নীল জোসনা বলেছেন: অবাক করার মতো কারবার !!!!!!!!!

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৯

খাটাস বলেছেন: হুম :) স্বাভাবিক ব্যাখ্যার বাহিরে বলেই অবাক লাগে :)
ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন :)

১০| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:০৮

মুদ্‌দাকির বলেছেন: আসলেই অবাক হবার মতই

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩০

খাটাস বলেছেন: হ্যাঁ মুদদাকির ভাই। অদ্ভুত ব্যাপার হলেও সত্যি।
ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন। :)

১১| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুন:জন্ম নাই কে কইছে? ;)

কোরআনে কি বলে নাই- তোমরা কি মনে কর আমি তোমাদের পুনরায় জন্ম দিতে সক্ষম নই?... আমিতো জানি গোড়ালির হাড়ের কোন অংশ মাটি খেয়ে ফেলে কোনটা নয়!!!

...

পুন:জন্মের সিনেমা দেখতে ভালা পাই :) B-) :)

সমস্যা হইল আগে জন্মের স্মৃতি মনে থাকেনা ;) পুরানা স্মৃতি রিট্রিভ করার সফটওয়্যার বানানি দরকার =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৪

খাটাস বলেছেন: হাহাহা ভাল বলছেন ভৃগু ভাই :) আগের স্মৃতির সফটওয়ার থাকলে একটা সমস্যা ছিল অবশ্য, সফটওয়্যার ক্র্যাক খাইলে অনেক রে এক সাথে আইনেস্টাইন বা নিউটন হয়ত দেখাইত। মেলা ঝামেলার বিষয় ;) :)
আর কোরআনে পুনঃ জন্ম আছে, সেটা সবার এক সাথে হবে তো :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মজার মন্তব্যের জন্য। শুভেচ্ছা জানবেন। :)

১২| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ২:০৩

আরজু পনি বলেছেন:

অনেকের সাথেই অনেকের প্রায় হুবহু মিল থাকে ।

:)

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৬

খাটাস বলেছেন: হুম আপু এটাই অবাক ব্যাপার। :) দুর্ভাগ্য আমরা স্টার পাবলিক না বলে কেও আমাদের ফটোকপি খুঁজে বের করে না। |-) :D
ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন আপু। :)

১৩| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার মত আরেকজন খুঁজে আনা হোক !

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৩

খাটাস বলেছেন: যথাযথ খরচা পানি দিয়ে অনুসন্ধান প্রয়াস কে সচল ও নিয়মিত রাখা হোক। ;) :)
অর্ডার প্রদানে সুক্রিয়া ;)

১৪| ১৪ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১২

দি সুফি বলেছেন: এতো দূরে যাওয়ার দরকার আছে?? আমার সাথে এক ছাওয়াল থাকতো, দেখতে একদম মোস্তফা সরোয়ার ফারুকী! B-)) B-))

১৫ ই জুন, ২০১৪ রাত ১২:২০

খাটাস বলেছেন: হাহাহা সুফি ভাই, এরা আলাদা সময়ের মানুষ। B-)) তাই দুরে গেছি :) তবে ফারুকি ভাইয়ের ছবি টা পাইলে আমার আগের পোস্টে দিয়ে দিতাম। ;) :D
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মজার মন্তব্যের জন্য। শুভেচ্ছা জানবেন। :)

১৫| ১৫ ই জুন, ২০১৪ রাত ১:৫৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: পুরাই টাস্কি খাইলাম ! B:-) হলুদ তারা !

১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:১৮

খাটাস বলেছেন: হুম :) কিছুই করার নাই আপু, আজব কাজ কারবার পৃথিবীর। :)
তারা টার রঙ চেনা গেছে তাতেই সৌভাগ্য :#> :D
মন্তব্যে অনেক ধন্যবাদ , কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল আপু। :)

১৬| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

হাসান মাহবুব বলেছেন: স্তালিন আর মাইকেল জ্যাকসনেরটা দেখে মজা পাইছি।

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৭

খাটাস বলেছেন: হুম। তবে মিসরীয় রা নাক কাটা মাইকেলের মূর্তি বানাইলো কি মনে করে এটাই আজিব ব্যাপার, যদি ও মূর্তির নাক মনে হয় একটু ভাঙছে :)
মন্তব্যে ভাল লাগা জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন। :)

১৭| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: এসব আসলে প্রকৃতির খেয়াল , কারও সাথে কারও মিল হয়না আসলে মিলে যায় আর কি ।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৯

খাটাস বলেছেন: সঠিক প্রিয় পরিবেশ বন্ধু। এ মিলে যাওয়া সাধারণ, তবু ও অবাক লাগা, এটুকুই :)
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মন্তব্যে। :)

১৮| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৩

শরৎ চৌধুরী বলেছেন: আরে জোওশ তো।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৫

খাটাস বলেছেন: হাহাহা আমার নিজের কাছে ও ছবি গুলো বেশ মজার লেগেছে।
অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন। :)

১৯| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৩১

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট এটা।

আমার মনে হয় আগের জন্মে আমি বাবুর্চি ছিলাম। :P


++++++++++

২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪৬

খাটাস বলেছেন: হাহাহা ভাই আগের জন্মের ব্যাপারে যেহেতু জাতি নিশ্চিত নয়, আপনি তো নিজেরে হিটলার ;) :D বা বীর আলেকজান্ডার দাবি করতে পারতেন। :) বাবুর্চি হউয়ার সম্ভাবনার আশঙ্কা প্রকাশ করলেন কেন, বিরাট রহস্য হয়ে রইল । :#> :D

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাবির ভাই। ভাল থাকবেন অলওয়েজ :)

২০| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪৩

সুমন কর বলেছেন: কিছু ছবি মিল ছিল, কিছু তেমন নয়। তারপরেও অবাক হবার মতো !!

শেয়ার করার জন্য ধন্যবাদ।

ছাত্র-ছাত্রীরা বলে, আমার মতো নাকি প্রায়ই খুঁজে পাওয়া যায় !! B:-) B:-) :(( :((

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:৫১

খাটাস বলেছেন: ঠিক বলেছেন সুমন দা, যেটুকু মিল আছে, সেটা ও অবাক করার মত । :)
আর আপনার ছাত্র ছাত্রীরা ভুল বলে নি। আপনার মত দেখতে আমার পরিচিত বেশ কয়েকজন আছেন, তাদের একজনের নাম ও আবার সুমন :)
অনেক শুভেচ্ছা জানবেন দাদা। ভাল থাকবেন।

২১| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪৮

খেয়া ঘাট বলেছেন: অবাক করা ব্যাপার স্যাপার।

২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৫৩

খাটাস বলেছেন: :) আমার কাছে ও তাই মনে হয়েছে বলেই আপনাদের সাথে শেয়ার করেছি ।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আরিফ ভাই। আমার ব্লগে অনেক দিন পর দেখা আপনার সঙ্গে :) ভাল থাকবেন ভাই।

২২| ২৪ শে জুন, ২০১৪ রাত ১:০০

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ পোস্ট

++++

বেশ অবাক হলাম পোস্ট পড়ে

২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৫৫

খাটাস বলেছেন: :) আমি ও অবাক হয়েছিলাম মাহবু ভাই। :)
ভাল কথা, আপনার নাম কি মাহবু নাকি মাহবুব? মাহবু নাম টা আগে শুনি নি।
মন্তব্যে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন ভাই। :)

২৩| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:০৫

এহসান সাবির বলেছেন: রহস্য তেমন কিছু না...... আমার রান্নার অনুষ্ঠান ভালো লাগে, এমন কি আমি ইউ টিউবে রান্নার অনুষ্ঠান দেখি, রান্না করতেও ইচ্ছা করে.....। একটা সময় টাইম পেলেই রান্না করতাম।
একটা খাবারের হোটেল দেব ভাবছি :P

২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৫৮

খাটাস বলেছেন: হেহেহেহে ভাবী তাহলে পৃথিবীর অন্যতম সুখি মানুষ ;)
খাবার হোটেল দেয়ার আগেই আপনার হাতের রান্নায় উদর পূর্তির জন্য অগ্রিম দাওয়াত নিয়ে রাখলাম। ;) ব্যাচেলর মানুষ, সুস্বাদু খাবার তেমন একটা জোটে না ;) :)
হোটেলের জন্য শুভ কামনা সাবির ভাই !:#P :D

২৪| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:২৯

ভুং ভাং বলেছেন: অবাক হলাম। এতোও মিল .। আসলেই জগতটাই রহস্যময়

২৮ শে জুন, ২০১৪ রাত ৯:০০

খাটাস বলেছেন: হুম ছবি গুলো সত্যি ই অবাক করার মত। সাধারণ মিল হিসেবে ও নেয়া যায়, আবার ব্যক্ষাতীত ও ভাবা যায়। :)
মন্তব্যে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ভুং ভাং ভাই। আপনার নামটা মজার। :) ভাল থাকবেন।

২৫| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৭

মাহবু১৫৪ বলেছেন: আমার নাম মাহবুব। রেজিঃ করতে যেয়ে শেষের "ব" টা বাদ পরেছিল। :P

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৩

খাটাস বলেছেন: হেহেহে দুঃখজনক ব্যাপার মাহবু ওরফে মাহবুব ভাই :) তবে শুনেছি, সম্মানিত মডারেশন প্যানেল বরাবর আবেদন করে, নিকের বানান ভুল হলে ঠিক করে নেয়া যায়। চেষ্টা করে দেখতে পারেন মাহবু কে আবার মাহবুবে রুপান্তরিত করা যায় কিনা। :)
ভাল থাকবেন ভাই। :)

২৬| ৩০ শে জুন, ২০১৪ রাত ১১:৫১

মাহবু১৫৪ বলেছেন: না ভাই, তা আর দরকার নেই।

এই নিকটার উপর অনেক মায়া জড়িয়ে আছে। তাই এটাই থাকুক। :)

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৩০

খাটাস বলেছেন: :) বাহ তাহলে তো কথাই নেই। মাহবু ভাই বলেই ডাকব তাহলে ;) :) মাহবু নিকেই চলুক হ্যাপি ব্লগিং । !:#P

২৭| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দারুণ পোস্ট! থ্যাঙ্কস, মজা পেলাম।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৩২

খাটাস বলেছেন: অনেক দিন পরে আপনাকে দেখে খুব ভাল লাগছে লিসানি ভাই। :) আপনাকে ও অনেক ধন্যবাদ। মন্তব্যে কৃতজ্ঞতা।
একদম ভাল থাকবেন :)

২৮| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমতকার পোস্ট।

এই নিন আমিও কয়েকটা দিলাম। :) :)

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩১

খাটাস বলেছেন: চমৎকার রঙ্গ ভাই। :) এই গুলো খুঁজে পাই নি। অসংখ্য ধন্যবাদ পোস্টের কন্টেন্ট সমৃদ্ধ করার জন্য। :)

২৯| ১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৩

ক্লান্ত দুচোখ বলেছেন: Click This Link

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪

খাটাস বলেছেন: অনেক অনেক বেশি কৃতজ্ঞতা ক্লান্ত ভাই। এটা আগে পেলে পোস্টে দিয়ে দিতাম। :) পিন্টারেস্ট আগে ও দেখেছি। তেমন বুঝি না। আপনার এ ব্যাপারে ভাল ভাবে জানা থাকলে একটা পোস্ট দিলে আমরা অনেক কিছু জানতে পারতাম।
আবার ও অসংখ্য ধন্যবাদ ক্লান্ত ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.