নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনং কুকুরং কিকাং

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৬

আমি প্রভুভক্ত কুকুর,

হাড্ডিতে আমার নেই লালসা।।

শত বছর ধরে পরাধীন,

মুগুরের বাড়ি, ভৎর্সানা তীর,

এর চেয়ে একটু স্বস্তি,

মাথা তুলে দাঁড়ানোর মান,

এটুকুই আশা।



নিজ যোগ্যতায় কত রথী মহারথী,

এসেছে যুগে যুগে।।

দিয়েছে স্বপ্নের ঝোলা,

নিয়েছে বন্ধুত্ব, শ্রদ্ধা ভালবাসা।।



স্বপ্নের ঝোলায়, চোখে জল,

বন্ধু অহংকারে বিমুঢ়।।

প্রভুত্তের দাবিতে কুকুর,

আমি স্বপ্ন লোলুপ কুকুরতর।।



বন্ধু বিয়োগ স্বপ্ন ভাঙার ভয়,

ঘেউ ঘেউ বন্ধু না থাক,

হোক তবু প্রভুর ই জয়।।



আমি কুকুর তমং,

মানি না, মানব না।।

প্রয়োজনং কুকুরং কিকাং।।





আমার প্রথম ব্লগিয় কাব্যে স্বাগতম।

তবে অর্থহীন কবিতায় অর্থ খোঁজার চেষ্টা,

নিজ গুণের বিকাশ ঘটানোর অভিপ্রায় বলিয়া গণ্য হইবে-

সাথে আমার প্রাণান্তর শুভ কামনা ও সাধুবাদ।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৯

সায়েদা সোহেলী বলেছেন: :)


লাইক দিয়েছি কিন্তু , তাহা অনর্থক ভাবিলে চলিবে না :-0

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৩

খাটাস বলেছেন: হাহাহা সোহেলী আপু। আমার কাব্য চর্চায় আপনার লাইক পেয়ে যারপনাই অভিভুত :) এইটা তো আমাকে আমার কাব্যের রথী মহারথীর চেয়ে ও বেশি স্বপ্ন দেখাচ্ছে। :)
অনেক অনেক ধন্যবাদ আপু। :) অল অয়েজ ভাল থাকবেন। :)

২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯

সুমন কর বলেছেন: ভাল লাগল।

মানি না, মানব না।।
প্রয়োজনং কুকুরং কিকাং।।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৫

খাটাস বলেছেন: কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ সুমন দা। :)

৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪০

মামুন রশিদ বলেছেন: ব্লগিয় কাব্যে ভালোলাগা । তীক্ষ্ণ পরিহাসের ঝাঁজ কবিতার হৃদয় জুড়ে ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫০

খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক ভাল লাগল এই কাব্যহীন কাব্যে আপনার ভাল লাগায়।
আসলে সিরিয়াস হলে ও বিরক্তি, উদাসীন হলে ও বিরক্তি।
তাই পরিহাসেই আত্ম বিনোদন চলছে।

৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: :|| :|| :|| :|| :|| :||

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৫

খাটাস বলেছেন: #:-S #:-S #:-S |-) |-) |-)

৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৯

হরিণা-১৯৭১ বলেছেন: ব্লগ হলো নিজকে প্রকাশের মেলা; আপনি যে কোন কিছুই বলটে পারেন!

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৭

খাটাস বলেছেন: ঠিক তাই, একদম মনের কথা বলেছেন। পাঠক ও লেখকের উপস্থাপনাকে নিজ দৃষ্টিভঙ্গি আর উপলব্ধির মাধ্যমে মূল্যায়ন করতে পারেন। স্বতন্ত্র ব্যাপার।
শুভ কামনা থাকল অনেক আপনার প্রতি।

৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


সেইরাম কোবতে +++

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৯

খাটাস বলেছেন: এটা তো পুরাই উপরি পাওনা কাণ্ডারি ভাই। :) খাটাস অত্যন্ত আনন্দিত ও বিমোহিত। কৃতজ্ঞ চিত্তে ধইন্নবাদ। :)
সত্যি ই অনেক ভাল লাগল ভাই। :)

৭| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মামুন রশিদ বলেছেন: ব্লগিয় কাব্যে ভালোলাগা । তীক্ষ্ণ পরিহাসের ঝাঁজ কবিতার হৃদয় জুড়ে

কবিতা সেইরাম লাগল।++

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:১১

খাটাস বলেছেন: আমাদের মত সাধারণ মানুষরা নিজেদের পরিহাস করে নিজেই বিনোদিত হই ভাই। :)
অসংখ্য ধন্যবাদ। প্রথম ব্লগিয় কাব্যহীন কাব্যে আপনার প্লাস সাদরে, আদরে আর সম্মানে রেখে দিলাম। :)
আর আপনি ও সব সময় ভাল থাকবেন।

৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়ে ভাললেগেছে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৮

খাটাস বলেছেন: কবি সেলিম আনোয়ারের এই কাব্যহীন কাব্য ভাল লাগায় সত্যি ই অনেক বেশি ভাল লাগায় সিক্ত।
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেলিম ভাই। সর্ব সময় ভাল থাকার কামনা।

৯| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: আমার প্রথম ব্লগিয় কাব্যে স্বাগতম।
তবে অর্থহীন কবিতায় অর্থ খোঁজার চেষ্টা,
নিজ গুণের বিকাশ ঘটানোর অভিপ্রায় বলিয়া গণ্য হইবে-
সাথে আমার প্রাণান্তর শুভ কামনা ও সাধুবাদ।

কবিতার সাথে এই ৪ লাইনও ভালো হইছে।

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৮

খাটাস বলেছেন: দিন দুনিয়া খারাপ হয়ে যাচ্ছে, সবাই ভুল ভাল অর্থ বের করে- সে জন্যই এত স্বচ্ছতা প্রকাশের চেষ্টা ভাই। ;) :D
কৃতজ্ঞতার সাথে আমার আনন্দ মিশ্রিত ধন্যবাদ সদা ভাল থাকার
মন্ত্রণা জানবেন সাবির ভাই। :)

১০| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৩:০২

জাফরুল মবীন বলেছেন: নবজাতক কবিকে অভিনন্দন :) :) :)

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫০

খাটাস বলেছেন: আরে মবীন ভাই- আপনি তো শরমিন্দা করে দিলেন। :#) আমি তো পুলকে পুলকিত। :!> :D
অজস্র ধন্যবাদের ধারা । :)

১১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালা হৈসে।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৫

খাটাস বলেছেন: পুলকিত হৃদয়ে এক ঝাঁক কৃতজ্ঞ ধন্যবাদ হাসান ভাই।

১২| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৯

ইমিনা বলেছেন: হা হা হা ...
অন্য রকম হইছে। ভালোও লাগছে আবার হাসিও পাচ্ছে ...

:) :) :)

১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

খাটাস বলেছেন: হাহাহা আপনার ভাল লাগায় আমারও ভাল লাগল ইমিনা। :)
আমি হাসতে ভয় পাইছিলাম। :)
অনেক ধন্যবাদ আপনার অনুকুল মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.