নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.সমাজ নিজস্বতাকে প্রশ্রয় দেয় না।। তবু ও নিজ প্রশ্রয়ে নিজস্বতা যৌগিক হয়। যৌগিক নিজস্বতাই মৌল নিজস্বতা- ক্রমশ পরিবর্তনশীল।

খাটাস

অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।

খাটাস › বিস্তারিত পোস্টঃ

০ সরেজমিনঃ এক টুকরো বন্যার কবলে ০

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৭

আপডেটেড ২৮-০৯-২০১৪

বিশেষভাবে দৃষ্টিআকর্ষণঃ

সম্মানিত ব্লগারদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করতে চাইছি। বন্যা সম্পর্কিত এই পোস্ট টি স্টিকি হউয়ার পূর্বে আমরা ব্লগার আমিনুর রহমান ভাই এবং ব্লগার মোস্তফা কামাল পলাশ ভাই এর পোস্ট দুটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা বগুড়ায় ত্রাণ বিতরণ সম্পন্ন করেছি। এই ক্ষেত্রে একটু বিশেষ ভাবে বলতে চাই, তখন হয়ত বন্যার্তদের জন্য আর্থিক ত্রাণ সংগ্রহের পোস্ট গুলো সবার দৃষ্টিগোচর হয় নি। বিধায় হাতে গোনা সম্মানিত ব্লগারদের অর্থ সাহায্য নিয়েই আমরা বগুড়ায় ত্রাণ বিতরণ সম্পন্ন করে এসেছি, যা হয়ত আরও বিস্তৃত ভাবে সম্ভব হত; যদি পোস্ট গুলো আমাদের সকল ব্লগারদের দৃষ্টিগোচর হত। এখনও বন্যা পরবর্তী আমাদের কিছু পরিকল্পনা আছে, যা আমরা বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করব।

সেক্ষেত্রে যারা প্রথমবার সুযোগ পান নি, তাদের কে সাধ্যমত অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।




আপডেট ৮

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সম্মানিত ব্লগার বিকাশে আমাদের ১০০০ টাকা পাঠিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সম্মানিত ব্লগার বিকাশে আমাদের ১০২০ টাকা পাঠিয়েছেন। ২৮-০৯-২০১৪



আপডেট ৭

আমাদের কার্যক্রম ও সামনে বন্যা পরবর্তী পদক্ষেপ নিয়ে সম্মানিত ব্লগার আমিনুর রহমান ভাই এর কমেন্ট টি প্রায় হুবহ তুলে ধরছি -

গতকাল আমরা ব্লগাররা সারিয়াকান্দি'র কুতুবপুর ইউনিয়নের ঘুঘুমারী দাসপাড়া গ্রামের ৫০টি পরিবারের মাঝে ৪৭ পরিবারের কাছে ত্রান অত্যন্ত সুষ্ঠুভাবে বিতরন করতে পেরেছি। ত্রান বিতরন হচ্ছে শুনে দূর দূর গ্রাম থেকে অনেকে ত্রান বিতরণ স্থানে এসে বিশৃঙ্খলা তৈরি করায় এবং ফলে যথা দ্রুত ঐ স্থান ত্যাগ করার প্রয়োজনীয়তা দেখা দেয়ার কারনে গ্রামের বাকি তিন পরিবারের হাতে ত্রান পৌঁছে দিতে পারিনি। অবশিষ্ট থাকা অন্য ৩ পরিবারকে বিতরন করে দিয়েছি। আমরা সবাই ভালো আছি ও সুস্থ আছি।

( ২০-০৯-২০১৪)



বিতরণকৃত ত্রানঃ (প্রতি পরিবার হিসেবে)



১। ১০ কেজি চাল

২। ১ কেজি ডাল

৩। ১ কেজি সয়াবিন তেল

৪। ২ কেজি চিড়া

৫। ১ কেজি গুড়

৬। ১ কেজি লবন

৭। ১২ প্যাকেট ওরস্যালাইন

৮। ৫ পাতা হ্যালোটাব

৯। ২ টি মোম

১০। ২৫০ গ্রাম সরিষার তৈল

১১। ৪ টি সাবান

১২। ১২টি ম্যাচ





টাকার পরিমান ছিলো সর্বমোটঃ ৪৭,৭২২.১৯ (সাত চল্লিশ হাজার সাতশ বাইশ টাকা উনিশ পয়সা) যাহার মধ্যে বিকাশে ১১,৭০০ টাকা, প্রবাসী ব্লগার ও ব্লগার মোস্তফা কামাল পলাশ এর নিজস্ব সংগ্রহ সহ পেপাল থেকে পাওয়া টাকার পরিমাণ ছিলো ৩৫.০২২.১৯ টাকা। এবং আমার কাছে পাঠানো এক ব্লগারের ১০০০ টাকা। উল্লেখ্য আমাদের প্রবাসী এক ব্লগার পেপালে ২০৭ কানাডিয়ান ডলার পাঠিয়েছিলেন।



আপডেট ৬

আমাদের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আমাদের অর্থ সাহায্য করতে পারেন।



বিকাশে টাকা পাঠাতেঃ

০১৯১২৮০২৫৮৬ (পার্সোনাল)



ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলেঃ



Ovaidul Haque

A/C: 1711050019505

Dutch Bangla Bank Ltd.



পে-পালের মাধ্যমে টাকা পাঠানোর জন্য নিম্নলিখিত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেন:



Bangladesh Disaster Aid and Rehabilitation

E-mail : [email protected]



আপডেট ৫

আজ রাতে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে সামু ব্লগের ব্লগারদের একটি টিম রওয়ানা হচ্ছে। ( ১৮-০৯-২০১৪)



আপডেট ৪

ন্যাড়া আবারও বেল তলায় যেতে আগ্রহী: বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসুন - ব্লগার মোস্তফা কামাল পলাশ

ইসলামপুরের বন্যা দুর্গত মানুষদের পাশে দারানোর আবেদন - ব্লগার আত্তয়াজ

বন্যা কবলীত পরবর্তী বাংলাদেশ ও আমাদের ভাবনা - ব্লগার আফরিন জাহান



আপডেট ৩

বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে - রাইচ বাকেট চ্যালেঞ্জ - ব্লগার আমিনুর রহমান



আপডেট ২

রাইচ বাকেট চ্যালেঞ্জঃ হতে পারে বিন্দু থেকে সিন্ধু (আপডেটঃ ০৩) - ব্লগার মৃদুল শ্রাবন



আপডেট ১

ব্লগার বোকা মানুষ বলতে চায় ভাইএর স্মৃতি

চারণ মুলক পোস্ট বন্যা, ত্রান, মানবতা এবং করনীয় বাস্তবতা’র স্মৃতিচারণ। তে নিজস্ব অভিজ্ঞতা থেকে বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরণের জন্য চমৎকার কিছু দিক নির্দেশনা এসেছে।







বন্যার কড়াল গ্রাসে ডুবে গেছে বিস্তীর্ণ জনপদ......

না; এ ধরণের বর্ণনায় শুরু করব না আজকের পোস্ট টা। আজকে যত টুকু না বলার আছে, তার চেয়ে বেশি আছে কিছু দেখাবার। হয়ত আমরা

মাঝে মাঝেই টিভি বা পত্রিকায় এমন দেখে থাকি, তবু ও।





গত ২ তারিখে শ্রদ্ধেয় ব্লগার আমিনুর রহমান ভাইয়ের ফোন পেলাম। তিনি জানালেন, বন্যাদুর্গত মানুষের জন্য কিছু করতে হবে। বরাবরের মতই

বিভিন্ন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণে এগিয়ে এসেছেন আমিনুর ভাই।





সৌভাগ্যবশত আমি বগুড়ায় থাকার কারনে, এর পর দিন চলে গেলাম বগুড়ার সারিয়াকান্দি থানার বন্যা পরিস্থিতি দেখতে। সহযাত্রী হিসেবে ছিল বন্ধু রিয়াল।





সারিয়াকান্দি থানার কুতুবপর বাজারের উদ্দেশ্যে সিএনজি তে চড়লাম। সিএনজি নামিয়ে দিল কুতুবপুর বাজারের প্রায় আধা কিমি আগে। নেমেই ভ্যাবাচ্যাকা

খেয়ে গেলাম।







পানিতে আমার বেশ ভয়। সামনে এক হাঁটু পানি। আশে পাশের বাড়িগুলো তে মানুষ নেই। রাস্তা কোনটা, আর রাস্তার পাশের জমি কোনটা বুঝতে পারছিলাম না।









ধীরে ধীরে একটু সামনে যাচ্ছিলাম, বেশ ভালই স্রোত ছিল। রাস্তার একটা জায়গায় ভাঙ্গা অংশের ওপর বাঁশের ব্রিজ বানিয়ে জনপ্রতি দুই টাকা করে পারাপারের ভাড়া নিতে দেখলাম এক বৃদ্ধকে।









কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারপাশে দুই তিন ফুট পানি। পরিষদের সামনে থেকে নৌকা নোঙর করছে।









আমরা এখান থেকে নৌকায় উঠলাম।



























আশে পাশের বাড়ি ঘর গুলোর কোমর সমান পানির নিচে।









বাঁধটির নাম চন্দনবাইশা বাঁধ। রহদহ নামক এই জায়গায় বাঁধটি ভেঙ্গে গেছে।









ভাঙ্গা অংশের সামনে একটি বালুর বস্তা বোঝাই নৌকার বস্তা।













বাধের ওপর আশ্রিত দের ঘরবাড়ি।









বাঁধের ওপর আশ্রিত দের একজন রান্না করছেন।









চন্দনবাইশা হাইস্কুল।









এই গাছের সারির মাঝখান দিয়ে ছিল রাস্তা, রাস্তার এক প্রান্তে দাসপাড়া।









ঘুঘুমারি ইউনিয়নের দাশ পাড়া গ্রামের একটি পরিবার কে দেখা যাচ্ছে আশ্রয় নিয়েছেন বাঁশের তৈরি মাচার ওপর।







আমরা বাঁধে আশ্রিত দের সাথে কথা বলে জেনেছি, ব্যক্তিগত অল্প কিছু সাহায্য তারা পেয়েছেন। কিন্তু সেই ত্রাণ বিতরণ করা হয়েছে অনিয়ন্ত্রিতভাবে। বাঁধের কাছে এসে ত্রাণ ছুঁড়ে দেয়া হয়েছে দুর্গত দের মাঝে।



তবে তারা এও জানিয়েছেন, বগুড়া শহর ও গাজীপুর থেকে কিছু ছাত্র এসে ত্রাণ বিতরণ করে গেছেন। তারা খুব সুন্দরভাবে ত্রাণ বিতরণ করে গেছেন বিধায় সবাই সুস্টভাবে পেয়েছেন। তাদের প্রতি এই ব্লগ থেকে জানাই অশেষ শ্রদ্ধা।



বেসরকারি এক ব্যাংকের অল্প কিছু লোক দেখান ত্রাণ বিতরণের কথা ও আমরা জেনেছি। নাম উল্লেখ করতে চাইছি না।

আমরা আমাদের প্রতিবেদনে সরকারি ত্রাণের ব্যাপারে খুব বেশি সন্তোষজনক কিছু পাই নি, এমনকি বেশ কিছু অভিযোগ পেয়েছি বলে আমরা বিষয় টাকে সযতনে এড়িয়ে যাচ্ছি। এখানে অভিযোগকারিরা বাড়িয়ে মিথ্যা বলছেন, নাকি অভিযুক্তরা কোন অনিয়মে জড়িত তা নিয়ে বিতর্কের কোন সুযোগ বা উদ্দেশ্য আমাদের নেই।



আমাদের উদ্দেশ্য কাওকে ছোট বা বড় করা নয়। দেশের নানা প্রান্তে বন্যার্ত মানুষদের মাঝে একটা ক্ষুদ্র জায়গার মানুষদের দুর্ভোগ সম্পর্কে সবাইকে বিস্তারিত অবহিত করার চেষ্টা করছি মাত্র। চাইলে পোস্টে নানা ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা সম্ভব ছিল, সেই বিষয় টাকে আপাতত মিডিয়ার হাতেই ছেড়ে দিচ্ছি।



বন্যাদুর্গত মানুষ গুলো ভেবেছিলেন, আমরা তাদের জন্য ত্রাণ দিতে এসেছি। তারা অনেক বা পুরোটা সময় আমাদের পাশে জটলা করে ছিলেন। তাদের চোখে খাদ্য, নিরাপদ পানি, শান্তির অনিশ্চয়তা। আমরা তাদের বলেছি, আমরা শুধু আপনাদের অবস্থা কিছু হৃদয়বান

মানুষদের কাছে জানানোর জন্য এসেছি। যদি আল্লাহ সহায় হন, তো দেখা হতে ও পারে।







এই ভিডিও প্রতিবেদনে আমরা তাদের অবস্থা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি ।



বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ব্লগে এসেছে ব্লগার মৃদুল শ্রাবণ ভাই এর পোস্ট, রাইচ বাকেট চ্যালেঞ্জঃ হতে পারে বিন্দু থেকে সিন্ধু (আপডেটঃ ০৩)



ব্লগার দের প্রতি সাহায্যের আবেদনে জানিয়ে অনলাইন জগতের একটা চমৎকার আইডিয়া নিয়ে সাহায্য সংগ্রহ পোস্ট দিয়েছেন, ব্লগার আমিনুর ভাই- বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে - রাইচ বাকেট চ্যালেঞ্জ



সেখানে আমাদের অনেক প্রিয় ব্লগাররা ও যথেষ্ট সমর্থন দিয়ে সাধ্যমত সহায়তা করছেন।







সামু সব সময় দুর্যোগ ও নানা দুর্ভোগ কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। সেই ধারা এবারও বজায় থাকবে।



ভিডিও প্রতিবেদনে আমার বন্ধু রিয়াল সরকার এবং বিশেষ ভাবে বন্ধু ইস্তি আজিজুল হকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।



সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষভাবে দৃষ্টিআকর্ষণঃ

সম্মানিত ব্লগারদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করতে চাইছি। বন্যা সম্পর্কিত এই পোস্ট টি স্টিকি হউয়ার পূর্বে আমরা ব্লগার আমিনুর রহমান ভাই এবং ব্লগার মোস্তফা কামাল পলাশ ভাই এর পোস্ট দুটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা বগুড়ায় ত্রাণ বিতরণ সম্পন্ন করেছি। এই ক্ষেত্রে একটু বিশেষ ভাবে বলতে চাই, তখন হয়ত বন্যার্তদের জন্য আর্থিক ত্রাণ সংগ্রহের পোস্ট গুলো সবার দৃষ্টিগোচর হয় নি। বিধায় হাতে গোনা সম্মানিত ব্লগারদের অর্থ সাহায্য নিয়েই আমরা বগুড়ায় ত্রাণ বিতরণ সম্পন্ন করে এসেছি, যা হয়ত আরও বিস্তৃত ভাবে সম্ভব হত; যদি পোস্ট গুলো আমাদের সকল ব্লগারদের দৃষ্টিগোচর হত। এখনও বন্যা পরবর্তী আমাদের কিছু পরিকল্পনা আছে, যা আমরা বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করব।

সেক্ষেত্রে যারা প্রথমবার সুযোগ পান নি, তাদের কে সাধ্যমত অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।




আপডেট ৮

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সম্মানিত ব্লগার বিকাশে আমাদের ১০০০ টাকা পাঠিয়েছেন।



আপডেট ৭

আমাদের কার্যক্রম ও সামনে বন্যা পরবর্তী পদক্ষেপ নিয়ে সম্মানিত ব্লগার আমিনুর রহমান ভাই এর কমেন্ট টি প্রায় হুবহ তুলে ধরছি -

গতকাল আমরা ব্লগাররা সারিয়াকান্দি'র কুতুবপুর ইউনিয়নের ঘুঘুমারী দাসপাড়া গ্রামের ৫০টি পরিবারের মাঝে ৪৭ পরিবারের কাছে ত্রান অত্যন্ত সুষ্ঠুভাবে বিতরন করতে পেরেছি। ত্রান বিতরন হচ্ছে শুনে দূর দূর গ্রাম থেকে অনেকে ত্রান বিতরণ স্থানে এসে বিশৃঙ্খলা তৈরি করায় এবং ফলে যথা দ্রুত ঐ স্থান ত্যাগ করার প্রয়োজনীয়তা দেখা দেয়ার কারনে গ্রামের বাকি তিন পরিবারের হাতে ত্রান পৌঁছে দিতে পারিনি। অবশিষ্ট থাকা অন্য ৩ পরিবারকে বিতরন করে দিয়েছি। আমরা সবাই ভালো আছি ও সুস্থ আছি।

( ২০-০৯-২০১৪)



বিতরণকৃত ত্রানঃ (প্রতি পরিবার হিসেবে)



১। ১০ কেজি চাল

২। ১ কেজি ডাল

৩। ১ কেজি সয়াবিন তেল

৪। ২ কেজি চিড়া

৫। ১ কেজি গুড়

৬। ১ কেজি লবন

৭। ১২ প্যাকেট ওরস্যালাইন

৮। ৫ পাতা হ্যালোটাব

৯। ২ টি মোম

১০। ২৫০ গ্রাম সরিষার তৈল

১১। ৪ টি সাবান

১২। ১২টি ম্যাচ





টাকার পরিমান ছিলো সর্বমোটঃ ৪৭,৭২২.১৯ (সাত চল্লিশ হাজার সাতশ বাইশ টাকা উনিশ পয়সা) যাহার মধ্যে বিকাশে ১১,৭০০ টাকা, প্রবাসী ব্লগার ও ব্লগার মোস্তফা কামাল পলাশ এর নিজস্ব সংগ্রহ সহ পেপাল থেকে পাওয়া টাকার পরিমাণ ছিলো ৩৫.০২২.১৯ টাকা। এবং আমার কাছে পাঠানো এক ব্লগারের ১০০০ টাকা। উল্লেখ্য আমাদের প্রবাসী এক ব্লগার পেপালে ২০৭ কানাডিয়ান ডলার পাঠিয়েছিলেন।



আপডেট ৬

আমাদের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় আমাদের অর্থ সাহায্য করতে পারেন।



বিকাশে টাকা পাঠাতেঃ

০১৯১২৮০২৫৮৬ (পার্সোনাল)



ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলেঃ



Ovaidul Haque

A/C: 1711050019505

Dutch Bangla Bank Ltd.



পে-পালের মাধ্যমে টাকা পাঠানোর জন্য নিম্নলিখিত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেন:



Bangladesh Disaster Aid and Rehabilitation

E-mail : [email protected]



আপডেট ৫

আজ রাতে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে সামু ব্লগের ব্লগারদের একটি টিম রওয়ানা হচ্ছে। ( ১৮-০৯-২০১৪)



আপডেট ৪

ন্যাড়া আবারও বেল তলায় যেতে আগ্রহী: বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসুন - ব্লগার মোস্তফা কামাল পলাশ

ইসলামপুরের বন্যা দুর্গত মানুষদের পাশে দারানোর আবেদন - ব্লগার আত্তয়াজ

বন্যা কবলীত পরবর্তী বাংলাদেশ ও আমাদের ভাবনা - ব্লগার আফরিন জাহান



আপডেট ৩

বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে - রাইচ বাকেট চ্যালেঞ্জ - ব্লগার আমিনুর রহমান



আপডেট ২

রাইচ বাকেট চ্যালেঞ্জঃ হতে পারে বিন্দু থেকে সিন্ধু (আপডেটঃ ০৩) - ব্লগার মৃদুল শ্রাবন



আপডেট ১

ব্লগার বোকা মানুষ বলতে চায় ভাইএর স্মৃতি

চারণ মুলক পোস্ট বন্যা, ত্রান, মানবতা এবং করনীয় বাস্তবতা’র স্মৃতিচারণ। তে নিজস্ব অভিজ্ঞতা থেকে বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরণের জন্য চমৎকার কিছু দিক নির্দেশনা এসেছে।







বন্যার কড়াল গ্রাসে ডুবে গেছে বিস্তীর্ণ জনপদ......

না; এ ধরণের বর্ণনায় শুরু করব না আজকের পোস্ট টা। আজকে যত টুকু না বলার আছে, তার চেয়ে বেশি আছে কিছু দেখাবার। হয়ত আমরা

মাঝে মাঝেই টিভি বা পত্রিকায় এমন দেখে থাকি, তবু ও।





গত ২ তারিখে শ্রদ্ধেয় ব্লগার আমিনুর রহমান ভাইয়ের ফোন পেলাম। তিনি জানালেন, বন্যাদুর্গত মানুষের জন্য কিছু করতে হবে। বরাবরের মতই

বিভিন্ন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণে এগিয়ে এসেছেন আমিনুর ভাই।





সৌভাগ্যবশত আমি বগুড়ায় থাকার কারনে, এর পর দিন চলে গেলাম বগুড়ার সারিয়াকান্দি থানার বন্যা পরিস্থিতি দেখতে। সহযাত্রী হিসেবে ছিল বন্ধু রিয়াল।





সারিয়াকান্দি থানার কুতুবপর বাজারের উদ্দেশ্যে সিএনজি তে চড়লাম। সিএনজি নামিয়ে দিল কুতুবপুর বাজারের প্রায় আধা কিমি আগে। নেমেই ভ্যাবাচ্যাকা

খেয়ে গেলাম।







পানিতে আমার বেশ ভয়। সামনে এক হাঁটু পানি। আশে পাশের বাড়িগুলো তে মানুষ নেই। রাস্তা কোনটা, আর রাস্তার পাশের জমি কোনটা বুঝতে পারছিলাম না।









ধীরে ধীরে একটু সামনে যাচ্ছিলাম, বেশ ভালই স্রোত ছিল। রাস্তার একটা জায়গায় ভাঙ্গা অংশের ওপর বাঁশের ব্রিজ বানিয়ে জনপ্রতি দুই টাকা করে পারাপারের ভাড়া নিতে দেখলাম এক বৃদ্ধকে।









কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারপাশে দুই তিন ফুট পানি। পরিষদের সামনে থেকে নৌকা নোঙর করছে।









আমরা এখান থেকে নৌকায় উঠলাম।



























আশে পাশের বাড়ি ঘর গুলোর কোমর সমান পানির নিচে।









বাঁধটির নাম চন্দনবাইশা বাঁধ। রহদহ নামক এই জায়গায় বাঁধটি ভেঙ্গে গেছে।









ভাঙ্গা অংশের সামনে একটি বালুর বস্তা বোঝাই নৌকার বস্তা।













বাধের ওপর আশ্রিত দের ঘরবাড়ি।









বাঁধের ওপর আশ্রিত দের একজন রান্না করছেন।









চন্দনবাইশা হাইস্কুল।









এই গাছের সারির মাঝখান দিয়ে ছিল রাস্তা, রাস্তার এক প্রান্তে দাসপাড়া।









ঘুঘুমারি ইউনিয়নের দাশ পাড়া গ্রামের একটি পরিবার কে দেখা যাচ্ছে আশ্রয় নিয়েছেন বাঁশের তৈরি মাচার ওপর।







আমরা বাঁধে আশ্রিত দের সাথে কথা বলে জেনেছি, ব্যক্তিগত অল্প কিছু সাহায্য তারা পেয়েছেন। কিন্তু সেই ত্রাণ বিতরণ করা হয়েছে অনিয়ন্ত্রিতভাবে। বাঁধের কাছে এসে ত্রাণ ছুঁড়ে দেয়া হয়েছে দুর্গত দের মাঝে।



তবে তারা এও জানিয়েছেন, বগুড়া শহর ও গাজীপুর থেকে কিছু ছাত্র এসে ত্রাণ বিতরণ করে গেছেন। তারা খুব সুন্দরভাবে ত্রাণ বিতরণ করে গেছেন বিধায় সবাই সুস্টভাবে পেয়েছেন। তাদের প্রতি এই ব্লগ থেকে জানাই অশেষ শ্রদ্ধা।



বেসরকারি এক ব্যাংকের অল্প কিছু লোক দেখান ত্রাণ বিতরণের কথা ও আমরা জেনেছি। নাম উল্লেখ করতে চাইছি না।

আমরা আমাদের প্রতিবেদনে সরকারি ত্রাণের ব্যাপারে খুব বেশি সন্তোষজনক কিছু পাই নি, এমনকি বেশ কিছু অভিযোগ পেয়েছি বলে আমরা বিষয় টাকে সযতনে এড়িয়ে যাচ্ছি। এখানে অভিযোগকারিরা বাড়িয়ে মিথ্যা বলছেন, নাকি অভিযুক্তরা কোন অনিয়মে জড়িত তা নিয়ে বিতর্কের কোন সুযোগ বা উদ্দেশ্য আমাদের নেই।



আমাদের উদ্দেশ্য কাওকে ছোট বা বড় করা নয়। দেশের নানা প্রান্তে বন্যার্ত মানুষদের মাঝে একটা ক্ষুদ্র জায়গার মানুষদের দুর্ভোগ সম্পর্কে সবাইকে বিস্তারিত অবহিত করার চেষ্টা করছি মাত্র। চাইলে পোস্টে নানা ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা সম্ভব ছিল, সেই বিষয় টাকে আপাতত মিডিয়ার হাতেই ছেড়ে দিচ্ছি।



বন্যাদুর্গত মানুষ গুলো ভেবেছিলেন, আমরা তাদের জন্য ত্রাণ দিতে এসেছি। তারা অনেক বা পুরোটা সময় আমাদের পাশে জটলা করে ছিলেন। তাদের চোখে খাদ্য, নিরাপদ পানি, শান্তির অনিশ্চয়তা। আমরা তাদের বলেছি, আমরা শুধু আপনাদের অবস্থা কিছু হৃদয়বান

মানুষদের কাছে জানানোর জন্য এসেছি। যদি আল্লাহ সহায় হন, তো দেখা হতে ও পারে।







এই ভিডিও প্রতিবেদনে আমরা তাদের অবস্থা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি ।



বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ব্লগে এসেছে ব্লগার মৃদুল শ্রাবণ ভাই এর পোস্ট, রাইচ বাকেট চ্যালেঞ্জঃ হতে পারে বিন্দু থেকে সিন্ধু (আপডেটঃ ০৩)



ব্লগার দের প্রতি সাহায্যের আবেদনে জানিয়ে অনলাইন জগতের একটা চমৎকার আইডিয়া নিয়ে সাহায্য সংগ্রহ পোস্ট দিয়েছেন, ব্লগার আমিনুর ভাই- বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে - রাইচ বাকেট চ্যালেঞ্জ



সেখানে আমাদের অনেক প্রিয় ব্লগাররা ও যথেষ্ট সমর্থন দিয়ে সাধ্যমত সহায়তা করছেন।







সামু সব সময় দুর্যোগ ও নানা দুর্ভোগ কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। সেই ধারা এবারও বজায় থাকবে।



ভিডিও প্রতিবেদনে আমার বন্ধু রিয়াল সরকার এবং বিশেষ ভাবে বন্ধু ইস্তি আজিজুল হকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।



সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ১৪০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা , বাঁধ ভেঙ্গে দোহার এদিকে হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে ! বাঁধ বানানোর টাকা ও মারতে হয় , আমাদের লজ্জা শরম , নীতিবোধের তেরটা বেজে গেছে !
যাই হোক সম্ভবত কিছুটা অপ্রাসঙ্গিক মন্তব্য হয়ে গেছে , এই মানুষ গুলোর জীবন টা এখন এমন নাও হতে পারতো ! এখন ওদের জন্য যা দরকার তা আমরা বাকীরা সবাই চাইলেই কিছুটা হলেও দিতে পারি , একইভাবে কিছুদিন পরেও ওদের বাকী সবার সাহায্য লাগবে !
আপাতত বেঁচে থাকার লড়াইয়ে সঙ্গী হতে খুব একটা সমস্যা নেই বোধহয় কারো !
এই পোষ্ট টা অন্তত স্টিকি করা উচিৎ মনে করি , মূল সংবাদ মাধ্যম গুলোতে খুব একটা হাইলাইট হচ্ছেনা ব্যাপার টা !
অনেক কষ্ট করে দেখে আসার জন্য অশেষ ধন্যবাদ অনিক !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

খাটাস বলেছেন: মোটেই অপ্রাসঙ্গিক কোন কথা দিয়ে শুরু করেন নি অভি ভাই। সমস্যার মূলে হাত দিয়েছেন, কিন্তু তা আবার কারো কারো চোখে আমাদের মত সাধারণ মানুষদের পাপসম। বাঁধের কিছু কাজ করেছিলেন, এমন এক পাতি নেতার কাছে শুনেছিলাম, সবাই টাকা মারে আমি মারলে ক্ষতি কি? সম্ভবত মূল্যবোধ বিবর্জিত বড় হউয়ার শিক্ষার উচ্ছিষ্ট আজ আমাদের জাতি।
আর হ্যাঁ আপাতত ঐ বন্যা দুর্গত মানুষগুলোর বেঁচে থাকার লড়াইয়ে সঙ্গী হতে খুব একটা সমস্যা নেই বোধহয় কারো !

বন্যা বিষয়ে এটা না হলে ও আমিন ভাই এর পোষ্ট টা স্টিকি করা হলে সম্ভবত ভাল হয়, সাথে এই পোষ্ট টা রাখা যায়।
আর কষ্ট কি ভাই, আমার সামান্য ভ্রমণে যদি কিছু মানুষের ভাল হয়, তবে তাই হোক। চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ অভি ভাই।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০২

প্রবাসী পাঠক বলেছেন: মাননীয় ও বিজ্ঞ মডারেটর প্যানেলের প্রতি দুটি কথা ও অনুরোধ জানাতে চাই।
বিজ্ঞ মডারেটর, আমরা জানি, ভুমি থেকে যত ওপরের দিকে ওঠা হয়, বাতাসের চাপ তত বেশি থাকে।
তবু ও সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি, ত্রাণ যেখানেই যাক, বন্যাদুর্গত মানুষ গুলোর পাশে দাঁড়াতে ব্লগার আমিনুর রহমান ভাই এর পোস্ট টি স্টিকি করা যায় কিনা গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য। এতে হয়ত মানবতার আহবান আরও ব্যাপক ভাবে অনেক মানুষের কাছে যাওয়ার সুযোগ পাবে। কিছু অসহায় মানুষের মুখে ফুটে উঠবে হাসির রেখা।

সামু সব সময় দুর্যোগ ও নানা দুর্ভোগ কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। সেই ধারা এবারও বজায় থাকবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

খাটাস বলেছেন: হ্যাঁ সামু বরাবরের মত অসহায় মানুষের পাশে দাঁড়াবে, আমরা বিগত দিনের নানা সময় দেখে এমন আশা করতেই পারি।
বরাবরের মতই ভাল উদ্যোগের সাথে থাকার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না প্রবাসী পাঠক ভাই। ভাল থাকবেন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৮

আমিনুর রহমান বলেছেন:





নাগরিক সাংবাদিকতার উৎকৃষ্ট উদাহরন এই পোষ্ট।


বন্যা পরিস্থিতির এতো ভয়াবহ অবস্থা আমাকে এক ব্লগার না বললে হয়ত জানতেও পারতাম। আমাদের মুল মিডিয়াগুলো কোন রকমে বন্যা নিয়ে রিপোর্ট করছে যেনো কিছুই হয়নি। প্রতিটি বর্ষার মতো পানি বেড়ে যাওয়ার মত করেই তারা তাদের রিপোর্টগুলো করে যাচ্ছে।


গ্রেট জব অনিক।



পোষ্টটি স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

খাটাস বলেছেন: ভাই এই রিপোর্ট টা রেডি করার আগে আমি প্রায় অনেক গুলো টিভি রিপোর্ট দেখেছি। আশ্চর্যের বিষয় প্রায় সবাই বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব মেলাচ্ছে, বন্যার্ত মানুষগুলোর বিষয়ে বেশি কিছু বলছে না। এই প্রতিবেদন করতে গিয়ে বুঝেছি, কেন মিডিয়া বেশি কিছু বলছে না। সম্ভবত কোন এক অদৃশ্য শক্তি তাদের আটকে দিচ্ছে। দুঃখের বিষয়, অনেক মানুষ সেখানে ঘুরতে যাচ্ছেন । বন্যার্ত মানুষ গুলো বিরক্ত হয়ে কোথাও কোথাও রাস্তা বন্ধ করে দিয়েছেন। জায়গা গুলো অনেকটা দর্শনিয় স্থান হয়ে গেছে, মানুষ নৌকায় করে ঘুরে ঘুরে দেখছেন। অদ্ভুত নিষ্ঠুরতা হয়ত।

বন্যা নিয়ে অবশ্যই সামুর একটা হলেও পোষ্ট স্টিকি করা উচিত।
ভাল কাজে আমার মত অধম কে দিক নির্দেশনা দেয়ার জন্য কৃতজ্ঞতা অনেক কম হয়ে যায় আমিন ভাই।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: নাগরিক সাংবাদিকতার অনন্য উদাহরণ পোষ্টটি। গুড জব সুপ্রিয় খাটাস।


চারিদিক থেকে বছর বছর বাঁধ ভাঙ্গার যে আওয়াজ আসে তার কারণটা বোধগম্য নয়। নদীর স্রোতের বৈচিত্রতা নাকি রাস্তাঘাটের মতো বছর বছর যাতে করা যায় সেজন্য একটু হালকা ভাবে বানানো হয়! রাস্তা ভাংলে তবু মানুষের বাস্তুহারা হতে হয়না কিন্তু বাঁধ ভাংলে তো হাজার হাজার মানুষের বাস্তুহারা হতে হয়। আশাকরি অন্য সব সেক্টরে লুটপাট হলেও হাজার হাজার মানুষের বাস্তুহারা হওয়ার কথা বিবেচনা করে সরকার ঠিকাদার সবাই কিছুটা মানবিক হবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

খাটাস বলেছেন: বন্যা দুর্গত এলাকায় মানুষগুলো কিছু ত্রান পেইয়েছেন সত্যি, কিন্তু পরিমান শুনলে মনে হয়, আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী হাসিনা যেহেতু মানবতা প্রেমিক নারী, এত নিষ্ঠুর হউয়ার ক্ষমতাই রাখেন না, সেহেতু হয়ত তিনি অনেক বরাদ্দ দিয়েছেন। দুর্গত মানুষ গুলোর সাথে হয়ত অন্য কেও প্রতারনা করছেন, হয়ত বন্যার্তরাই নাকি কান্না কানছেন। :#>
আর সেক্টরের কথা কি বলব ভাই, চোরে না শোনে ধর্মের কাহিনি।

আমাদের কিছু কাজ আমাদের ই করতে হচ্ছে, জানি না কতদিন করতে হবে।
বরাবরের মতই এবার ও পাশে থেকে বড় ভাই এর মত ভুল ত্রুটি ধরিয়ে অনুপ্রেরনা দিয়ে গেলেন প্রিয় কুনো ভাই।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০

ডি মুন বলেছেন: এই পোস্ট স্টিকি করা হোক।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

খাটাস বলেছেন: পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ডি মুন ভাই। আমি জানতাম, আপনি থাকবেন। তবে যত টুকু বুঝলাম,
এই পোস্ট দেয়ার পরে, স্টিকি করার মত পোস্ট বিজ্ঞ মডারেটর দের চোখে আসে নি সম্ভবত এখন ও। তবু ও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই সবাই এক সাথে।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

লিরিকস বলেছেন: এই পোস্ট স্টিকি করা হোক।


আপনি ভালো থাকুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪২

খাটাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপু পাশে থাকার জন্য। অনেক ভাল মনের মানুষের দেখা পাই ব্লগে, এ এক অনন্য পাওয়া।
আপনি ও অনেক ভাল থাকবেন।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সময়ের যুগান্তকারী পদক্ষেপ । অসহায় ভানবাসি মানুষের পাশে ব্লগার সকলের
সাধ্যমত দাঁড়ানো মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ।
পোস্ট টি স্তিকি করা হোক ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

খাটাস বলেছেন: হ্যাঁ বন্ধু আমাদের সহব্লগার রা নানা সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করেছে। এবার ও সেই ধারাবাহিকতা বজায় থাকবে ইন শা আল্লাহ।
অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভকামনা রইল আপনার জন্য বন্ধু।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

আবু শাকিল বলেছেন: পোষ্টটি স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

খাটাস বলেছেন: পাশে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা শাকিল ভাই। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্নমুখি আচরণ করেন; এ ও জানি তার অবশ্যই হয়ত কোন কারণ আছে।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

যাযাবর বেদুঈন বলেছেন: নগর সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত। শুধু তাই নয় এটাই প্রকৃত ব্লগিং। এভাবে যদি সবাই প্রকৃত ব্লগিং করত তাহলে বাংলা ব্লগ পেত তার শ্রেষ্ঠত্বের মর্যাদা।

আপনার এই নগর সাংবাদিকতা এগিয়ে চলুক। থেমে যাবেন না কখনও শুধু এতটুকুই চাইব।

অনেক ভাল থাকুন আপনি।

পাশে পাবেন সবসময়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

খাটাস বলেছেন: যাযাবর ভাই, আপনার অল্প কিছু পোস্ট পড়েই আপনার সুচিন্তিত মানসিকতা ও বুদ্ধিমত্তার প্রমান পাওয়া যায়। আমি জানি না, আপনি আগে থেকে ব্লগিং করেন কিনা, তবে এটুকু বুঝেছি, সামুতে আরেকজন চমৎকার ব্লগারের দেখা পেয়েছে। আপনার পোস্ট পড়ে মুগ্ধ হয়েছি। মুগ্ধ হই মন্তব্যে ও। আপনার কথায় সম্মানিত বোধ করছি। তবে পুরো ব্যাপার টাতে আমার একক অবদান নেই, পোস্টের শেষে তাদের কৃতজ্ঞতা জানিয়েছি।
এভাবেই আপনাকে পাশে পাব, এই মূল্যবান কথা টুকু অনেক বড় অনুপ্রেরণা।
আপনি ও অনেক ভাল থাকবেন যাযাবর ভাই।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটি পোষ্ট! পোষ্টটি স্টিকি করা হউক।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

খাটাস বলেছেন: আপনাকে পাশে পেলে বরাবরই ব্লগের আর সবার মতই অনুপ্রাণিত হই কা ভা ভাই। বন্যা নিয়ে ও আমার ও আশা এটা না হলে ও একটা পোস্ট স্টিকি করা হোক। দেখা যাক, বিজ্ঞ মডারেটর গন কি বিবেচনা করেন। যদি কোন পোস্ট স্টিকি না হয়, তবু ও আপনাদের সাথেই চলুক বরাবরের মত যাত্রা।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

আমি ইহতিব বলেছেন: সামুতো বরাবরই ভালো কাজের সাথে থাকে। এবার এত নিরব কেন বুঝতে পারছিনা। এমন পোস্টগুলো স্টিকি হচ্ছেনা কেন?

বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসুক সবাই।

কষ্টসাধ্য পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

খাটাস বলেছেন: সামুকে আমার নিষ্ঠুর ভাবতে খারাপ লাগে, তাই ভাবছি, হয়ত মানব ঈশ্বরের ভিড়ে খুব একটা সুবিধা করতে পারছে না।
আপনার সাথে কথা বলে ভাল লেগেছিল। :)
অনেক ধন্যবাদ আপনাকে ও আপু।
ভাল থাকবেন অনেক।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বানভাসী মানুষগুলোর জন্য শ্রদ্ধেয় ব্লগারদের উদ্যোগকে স্বাগতম।শেয়ার করে দেবার জন্যে আপনাকেও অশেষ ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

খাটাস বলেছেন: ব্লগের যেকোন ভাল উদ্যোগে কিছু শ্রদ্ধেয় ব্লগার কে অঘোষিত ভাবে আমরা উদ্যোক্তা হিসেবে পাই বলেই আমরা সাধারণ ব্লগাররা ভাল কাজে কিছুটা সাথে থাকার সুযোগ পাই। তাদের জন্য তাই মন থেকেই শ্রদ্ধা চলে আসে।
আপনাকে অনেক দিন পর দেখে অনেক ভাল লাগছে তনিমা।
ভাল থাকবেন অনেক।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

Professor সাহেব বলেছেন: আপনার মন মানুষিকতা ভালো বিধায় আপনি এতো কস্ট করে কাজ গুলো করে সবার সামনে ফুটিয়ে তুলেছেন। আমরা টেলিভিশনেও এত বিস্তারিত পাইনি।
ব্যক্তিগত ভাবে আপনি অনেক মেধাবি তা জানতাম। তবে আজ নতুন ভাবে চিনলাম।
পোষ্টটি স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
ভালো থাকবেন ভাই সাহেব। আপনার সকল ভালো কাজের পাশে থাকার চেস্টা করব।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

খাটাস বলেছেন: প্রিয় Professor শেষ মেষ ব্লগে দেখা পেলাম, তাহলে দেখা পাওয়া গেল তাহলে। খুব ভাল লাগছে তোমাকে দেখে। নতুন রুপে স্বাগতম।
আমাকে শরমিন্দা করছ ভাই।
ব্লগে বেশ ক্ষরা ছলছে, তোমার কাছে থেকে ভাল ভাল অনেক পোষ্ট পাব সেই আশা করি। আর তোমাকেই তো লাগবে সবচেয়ে বেশি ভাইয়া।
তুমি ও ভাল থাক। ব্লগে কিছুটা সময় দিও।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৫

জাফরুল মবীন বলেছেন: আমি কিছুদিন বাইরে ছিলাম বিধায় ব্লগে আসতে পারিনি।আপনি কী তথ্য দিলেন!বন্যার এত ভয়াবহ অবস্থা অথচ মিডিয়া নীরব!কী আশ্চর্য!!!আপনি,আমিনুর ভাই,বোমা ভাই,মৃদুল শ্রাবণ...এরাইতো দেখি সরকারের কাজ করছে।অভিনন্দন গ্রহণ করুন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

খাটাস বলেছেন: মবীন ভাই অনেক দিন পরে আপনাকে দেখে ভাল লাগছে। আর বন্যার বিষয় নিয়ে যা বলেছেন শতভাগ ঠিক বলা যায়। মিডিয়া নীরব। আসলে ইতিবাচক ভাবে বলতে গেলে বলতে হয় তারা নিরুপায়। আমি সরেজমিনে গিয়ে নিজে ও কিছুটা বুঝতে পেরেছি।
আর হ্যাঁ আমিনুর ভাই,বোমা ভাই,মৃদুল শ্রাবণরা ই আসল কাজ করছেন, আমি শুধু তাদের সাথে সামান্য থাকতে চেষ্টা করছি।
অনেক কৃতজ্ঞতা ভাই। অভিনন্দন মাথা পেতে নিলাম। অনেক ভাল থাকবেন ভাই।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২১

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট! নাগরিক সাংবাদিকতার একটি সুন্দর উদাহরণ ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

খাটাস বলেছেন: কৃতজ্ঞতা মামুন ভাই। বরাবরের মত আপনাকে পাশে পেয়ে উজ্জিবিত হই। অনেক অনেক শুভ কামনা ভাই।

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

এহসান সাবির বলেছেন: খুবই চমৎকার প্রতিবেদন।

আমিনুর রহমান বলেছেন:
নাগরিক সাংবাদিকতার উৎকৃষ্ট উদাহরন এই পোষ্ট।


পোষ্টটি স্টিকি করা হলে ভালো হত।




অ ট : অনেক দিন দেখা হয় না যে ভাই.........!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

খাটাস বলেছেন: সাবির ভাই অনেক কৃতজ্ঞতা। বন্যা দুর্গত এলাকা দর্শন আসলেই আমার জন্য এক বিচিত্র অভিজ্ঞতা।
আর বন্যা নিয়ে সামু কোন পোষ্ট স্টিকি করে নি, হয়ত কোন সীমাবদ্ধতা ছিল .।.।.।.।.।.।
আসলেই অনেক দিন দেখা হয় না ভাই। একদিন দিন ঠিক করে ফেলুন, চলে যাব সময় মত। আমি ছাত্র মানুষ, বরাবরই ফ্রি আছি। :)

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: এই পোস্ট কি স্টিকি হবার যোগ্য নয় ? জানিনা কেন এমন হয় ।


১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

খাটাস বলেছেন: হাহাহা মাহমুদ ভাই। সব কিছু ই তো কারণে হয়। চলুক যেভাবে যাচ্ছে, সময়ে ঠিক হয়ে যাবে।

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: ব্যক্তিগত ঝামেলার কারণে ব্লগে কিছুটা অনিয়মিত তাই পোস্টটি এড়িয়ে গেছে। নাগরিক দায়িত্ব থেকে এটি একটি চমৎকার পোস্ট।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

খাটাস বলেছেন: সুমন দা সরি রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেল ব্যস্ততার কারনে।
হ্যাঁ সত্যি আপনাকে আজকাল একটু কম দেখছি ব্লগে। ঝামেলা শেষে আবার নিয়মিত হবেন আশা করি।
সব সময়ের মত পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা দাদা।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২২

সুলতানা সাদিয়া বলেছেন: চমৎকার মানবিক পোস্ট। ভাল থাকুন। এভাবেই মানুষের পাশে থাকুন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

খাটাস বলেছেন: সাদিয়া আপু সরি রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেল ব্যস্ততার কারনে।
অনেক বিজ্ঞ ও প্রিয় ব্লগাররা মানবতা থেকে যেসব উদ্যোগ নেন, আমরা সব সময় তাদের জন্য মন থেকে দোয়া করি। এটা শুধু সামান্য সাহায্য করার চেষ্টা মাত্র। আপনার জন্য ও অনেক শুভ কামনা ও মন্তব্যে কৃতজ্ঞতা আপু।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: খাটাস ভাই,

আপনাকে বিশাল বড় একটা ধন্যবাদ কষ্ট করে সরেজমিন বন্যা দূর্গতদের অবস্হার ছবি তুলে এনে আমাদের সকলকে তাদের অবস্হা অনুধাবন করার ব্যবস্হা করে দিয়েছেন।

আশাকরছি কিছুটা হলেও দূর্গত এই মানুষদের সাহায্য করতে পারব।

ভাল থাকবেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

খাটাস বলেছেন: প্রিয় পলাশ ভাই, ব্লগে খুব বেশি আপনার সাথে কথা না হলে ও বেশ কয়েকবার নানা মানবিক উদ্যোগে আপনার দৃঢ় অবস্থান দেখেছি, আজ সুযোগ পেয়ে আপনাকে একজন মানুষ হিসেবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আর পোস্টের ব্যাপারে বললে বলব, এ শুধু সামান্য পাশে থাকার চেষ্টা, যাতে মানুষ কিছুটা সত্য জানতে পারে নিজের চোখে।
দোয়া করি, আপনি আবার ও সফল হবেন।
অনেক ভাল থাকবেন ভাই।

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: নারে ভাই, কিছু বইলা লজ্জা দিয়েন না। অনেক কিছুই করতে ইচ্ছে করে কিন্তু সামর্থের বাহিরে ও সময় সল্পতার জন্য কিছু করা হয় না। এক শিয়ালে হুক্কা হুয়া করলে যেমন অন্য শিয়ালরা হুয়া হুয়া করে তেমনি আমিও সামু ব্লগারদের উদ্দোগের সাথে তাল মিলাই।


প্রার্থনা কি আল্লাহ আপনাদের কচ্ছপের মতো ৪০০ বছরে জীবন দিক যাতে করে বশিদিন মানুষের সেবার করতে পারেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

খাটাস বলেছেন: হাহাহা থাক ভাই, আমরা আমরাই তো। :) নিজেরা নিজেদের সাথে এত বিনয়ী না হলে ও আমাদের আন্তরিকতা অক্ষুণ্ণ থাকবে ইন শা আল্লাহ।
আপনার জন্য ও প্রার্থনা করি, আমার চেয়ে অনেক অনেক বেশি আয়ু দান করুক, আল্লাহ পাক আপনাকে।

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

খাটাস বলেছেন: আমার এই সামান্য পোস্টটি স্টিকি করায় somewhereinblog এর মাননীয় মডারেশন প্যানেলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

মৃদুল শ্রাবন বলেছেন: যাক অনেক দেরিতে হলেও বন্যা নিয়ে একটি পোষ্ট স্টিকি হল। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোর জন্য সামু আমাদের সংগী হবে। এই পোষ্টটি বা আমিনুর ভাইয়ের পোষ্টি আরো আগে স্টিকি করা হলে আমাদের ফান্ড হয়তো আরো বেশী হতো। যে দলটি আজ বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে তারা রো বেশী মানুষের পাশে দাড়াতে পারতো।

তবু ধন্যবাদ সামু কর্তৃপক্ষকে। কারন। বন্যার থেকে বন্যা পরবর্তী অবস্থা আরো বেশী খারাপ হয়। এই পোষ্টটি দেখে যদি একজনও তাদের সাহাযার্থে এগিয়ে আসে তবে সেটাই স্বার্থকতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

খাটাস বলেছেন: প্রিয় মৃদুল ভাই, সামু সব সময়ই বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে অসহায়গ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের আশা ছিল, এবার ও সেই ধারা বজায় থাকবে। হয়ত নানা জটিলতার কারনে কিছুটা দেরি হয়েছে।। জটিলতা থাকতেই পারে।
তাই সবকিছুর উরধে সামনে তাকাতে আমরা আরেকবার সামুকে আমাদের পাশে পেয়েছি। প্রিয় সামুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
ইন শা আল্লাহ আমরা আবার কিছু অসহায় মানুষের পাশে একটু হলে ও দাঁড়ানোর সুযোগ পাব।
এবারের উদ্যোগে অন্যতম ভূমিকা পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানবেন মৃদুল ভাই।

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: আমিনুর ভাইয়ের পোষ্টে যে বিকাশ নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর এবং পে-পাল একাউন্ট নম্বর দেয়া আছে আলোচনা সাপেক্ষে সেগুলোকে সরাসরি এই পোষ্টে যুক্ত করা যায় কিনা ভেবে দেখবেন প্রিয় খাটাস্‌।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

খাটাস বলেছেন: খুব ভাল একটা বিষয়ের কথা মনে করিয়ে দিয়েছেন মৃদুল ভাই। সত্যি ই বিষয় টা আমার মনে ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যেখানে যাচ্ছি, সেখানে এমন একটা পাড়া আছে, যার আশেপাশে তেমন বাড়ি ঘর নেই।
ওখানে মোট ৫২ ঘর পরিবার আছে। আমরা আমাদের সম্মানিত ব্লগার দের কাছে পাওয়া সাহায্য দিয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় সব কিছু কিনে রেডি করে ফেলেছি। নতুন করে আর কিছু যুক্ত করা খুব বেশি সমস্যার সৃষ্টি করতে পারে। এ কারনে আপাতত এই উদ্যোগের জন্য আর অর্থ সাহায্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তবু ও যেহেতু এখন ও অনেক মানুষ বন্যার কবলে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, আমরা আশা করব, নতুন নতুন উদ্যোগ গ্রহণে আরো উৎসাহী হবেন। এটুকু হলেই বর্তমান সময়ের ভিত্তিতে পোস্ট টির সার্থকতা।
সব সময় পাশে থেকে সু পরামর্শ দেয়ার জন্য আবার ও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন মৃদুল ভাই।

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

মামুন রশিদ বলেছেন: পোস্ট স্টিকি হওয়ায় কর্তৃপক্ষকে জানাই ধন্যবাদ ।

বরাবরই সামুর ব্লগাররা আর্ত পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে । এর ধারাবাহিকতায় আজ রাতে ব্লগারদের একটা টিম বগুড়ার বন্যাপীড়িত এলাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ।

শুভকামনা ব্লগারস! শুভকামনা সামহোয়্যারইন!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

খাটাস বলেছেন: হ্যাঁ সুপ্রিয় মামুন ভাই, বরাবরের মত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবার ও সামুকে পাশে পেয়ে আমরা সামুর প্রতি কৃতজ্ঞ, সশ্রদ্ধ ধন্যবাদ জ্ঞাপন করছি।

সবার অনুপ্রেরণা ও সমর্থনে মানবতার আহবান গুলো চলেছে সামনের দিকে।
শুভকামনা ভাই ! শুভকামনা সামহোয়্যারইন!

২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

জানা বলেছেন:

@খাটাস,

সংশ্লিষ্ট পোস্টগুলোর লিঙ্ক এই পোস্ট যুক্ত করে দেবার অনুরোধ করছি

আপনাদের ভালবাসা, দায়িত্বশীলতা এবং শ্রম সার্থক হোক, সফল হোক।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬

খাটাস বলেছেন: সম্মানিত জানা আপু, আমি মোটামুটি এ বছরের বন্যা সম্পর্কিত প্রয়োজনীয় পোস্ট গুলো আপডেটে সংযুক্ত করে দিয়েছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট আসলে লিঙ্ক সংযুক্ত করে দেব।

আপনার অনুপ্রেরণা এ ধরনের কাজ গুলোর দায়িত্ব নিতে অনেক বেশি উৎসাহিত করে। মানবতার ডাকে আপনার বলিষ্ঠ অবদানের জন্য আন্তরিক, সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সামু ভবিষ্যতেও মানবতার পাশে থাকবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি।

২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: শুভকামনা ব্লগারস! শুভকামনা সামহোয়্যারইন!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০

খাটাস বলেছেন: অনেক কৃতজ্ঞতা সুমনদা বরাবরের মত পাশে থেকে উৎসাহিত করার জন্য। শুভকামনা সামহোয়্যারইন!


অটঃ আপনার বাসার সামনে দিয়েই আমরা সকালে যাব। আপনি চলনে, যাই এক সাথে?

২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//আমিনুর রহমান বলেছেন: নাগরিক সাংবাদিকতার উৎকৃষ্ট উদাহরন এই পোষ্ট। বন্যা পরিস্থিতির এতো ভয়াবহ অবস্থা আমাকে এক ব্লগার না বললে হয়ত জানতেও পারতাম। আমাদের মুল মিডিয়াগুলো কোন রকমে বন্যা নিয়ে রিপোর্ট করছে যেনো কিছুই হয়নি। প্রতিটি বর্ষার মতো পানি বেড়ে যাওয়ার মত করেই তারা তাদের রিপোর্টগুলো করে যাচ্ছে। //

-পুরোপুরি একমত।

পোস্টটি অবশেষে স্টিকি করায় সঞ্চালককে ধন্যবাদ।

ব্যস্ততায় সময় দিতে পারছি না। তবে সাথে থাকার চেষ্টা করবো.... :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৪

খাটাস বলেছেন: সুপ্রিয় মইনুল ভাই, পাশে থেকে উৎসাহিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। আশা করছি ব্যস্ততার মাঝে ও আপনাকে পাশে পাব।
শুভেচ্ছা জানবেন।

২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

ডি মুন বলেছেন: ৭ তারিখের পোস্ট ১৭ তারিখে স্টিকি করার কী মানে থাকতে পারে আমি ঠিক বুঝলাম না!!!!!


এই মুহূর্তে লালনের একটা গান মনে পড়ছে, --

" সময় গেলে সাধন হবে না "


আপাতত আর কিছু বলার নাই।


প্রিয় খাটাস, আপনাকে আবারো ধন্যবাদ এমন একটি পোস্ট দেয়ার জন্য।
ভালো থাকা হোক সর্বদা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৯

খাটাস বলেছেন: প্রিয় ডি মুন ভাই, কোন জটিলতার কারনে কোন কাজে হয়ত কিছু টা দেরি হয়ে যেতে পারে। তবু ও পরিশেষে বন্যা নিয়ে একটি পোস্ট স্টিকি করায় সামুকে আন্তরিক ধন্যবাদ।

সব সময় উৎসাহিত করার জন্য ও পাশে থাকার জন্য সব সময়ের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ডি মুন ভাই।
আপনি ও সব সময় ভাল থাকবেন।

৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

খেয়া ঘাট বলেছেন: মানুষ মানুষের জন্য............................
+++++++++++++++++++++++++++++++++++++++++++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

খাটাস বলেছেন: পাশে থাকার জন্য ও অনুপ্রাণিত করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় খেয়া ঘাট ভাই।
মানুষ মানুষের জন্য। সত্যি তাই।

৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্ট স্টিকি করায় সামু্ কতৃপক্ষ এবং মডারেশন প্যানেলকে ধন্যবাদ। আমার পোষ্টেও বলেছি, এখানেও বলছি, সুযোগ পেলে কিছু একটা করতাম আবার :(

ধন্যবাদ প্রিয় ব্লগারকে এমন একটি সময়োপযোগী পোস্ট দেয়ার জন্য।

সুমন কর এর মত করেই বলছি,

শুভকামনা ব্লগারস! শুভকামনা সামহোয়্যারইন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

খাটাস বলেছেন: পোস্ট স্টিকি করায় সামু্ কতৃপক্ষ এবং মডারেশন প্যানেলকে ধন্যবাদ।

মন খারাপ করবেন না বোকা ভাই। আমাদের স্বতন্ত্র ইচ্ছার সমন্বিত প্রকাশের সাথে আন্ত অনুপ্রেরণা তেই আমরা লক্ষ্যে এগিয়ে যাব ইন শা আল্লাহ। আর আমরা তো সবাই এক সাথেই আছি।

পাশে থাকার জন্য ও উৎসাহিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা বোকা ভাই।

৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০

গ. ম. ছাকলাইন বলেছেন: ধন্যবাদ খাটাস ও সামুকে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

খাটাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন ছাকলাইন ভাই।

৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমিনুর রহমান বলেছেন:





নাগরিক সাংবাদিকতার উৎকৃষ্ট উদাহরন এই পোষ্ট।


বন্যা পরিস্থিতির এতো ভয়াবহ অবস্থা আমাকে এক ব্লগার না বললে হয়ত জানতেও পারতাম। আমাদের মুল মিডিয়াগুলো কোন রকমে বন্যা নিয়ে রিপোর্ট করছে যেনো কিছুই হয়নি। প্রতিটি বর্ষার মতো পানি বেড়ে যাওয়ার মত করেই তারা তাদের রিপোর্টগুলো করে যাচ্ছে।


গ্রেট জব অনিক


কর্তৃপক্ষকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

খাটাস বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রঙ্গ ভাই। আপনার উৎসাহ আমাদের যাত্রা পথের অনুপ্রেরণা জোগাবে। সবার অংশগ্রহণে লক্ষ্য অর্জিত হবে ইন শা আল্লাহ।

৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

প্রবাসী পাঠক বলেছেন: দেরীতে হলেও ব্লগ কর্তৃপক্ষ যে এই পোস্টটি স্টিকি করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ। যদিও ধন্যবাদ দেরীতে দেয়া উচিত ছিল।

আপডেট ৫
আজ রাতে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে সামু ব্লগের ব্লগারদের একটি টিম রওয়ানা হচ্ছে।


এই টিমের সকল সদস্যদের জন্য রইল শ্রদ্ধা এবং শুভ কামনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫১

খাটাস বলেছেন: নানা জটিলতায় মাঝে মাঝে অনেক কিছুর পরিবর্তন ঘটে, সময়ের কাজ বিলম্বিত হয়, তবু সামনে এগিয়ে যেতে হয়, সময় তবেই ধরা দেয়।
আমরা ও সেই সামনেই তাকাব প্রিয় প্রবাসী পাঠক ভাই।
অনুপ্রেরণায় আন্তরিক কৃতজ্ঞতা ।

৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সময় গেলে সাধন হয়না , দুঃখজনক হলেও সত্য এই মুহুর্তে এই পোষ্ট টি স্টিকি করায় মূল কার্যক্রমে কোন সফলতা আসবেনা । যে ইভেন্ট কে উদ্দেশ্য করে এই পোষ্ট , সেই ইভেন্টের টিম আজকেই রওয়ানা হয়েছে বগুড়ার উদ্দেশ্যে ! অনেক অনেক আগে বারবার দৃষ্টি আকর্ষণ করা স্বত্বেও কেন করা হয়নি আমার বোধগম্য নয় !

সৎ উদ্দেশ্যের অনেক শাখা প্রশাখা থাকে , অবস্থার উন্নতি হয়েছে বলে শুনিনি , আশা করি ছবি আর ক্লিপ দেখার পরে আরো অনেকেই বিভিন্ন উদ্যোগে পানি বন্দী মানুষদের সাহায্যার্তে এগিয়ে আসবে !

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

খাটাস বলেছেন: সামুর প্রতি আমাদের ভালবাসার দাবিতে অবশ্যই আমাদের ক্ষোভ প্রকাশের অধিকার আছে। সময়ের সাথে আমাদের বগুড়া প্রজেক্টের সঠিক সাক্ষাত না পাওয়ায় যদি ও এই পোস্ট আমাদের বগুড়ার জন্য কোন কাজে আসছেনা। তবু ও আশা করি, অনেক হৃদয়বান মানুষ বন্যার্ত দের সাহায্যে নতুন নতুন উদ্যোগ নিতে এগিয়ে আসবেন।

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫

আবু শাকিল বলেছেন: স্বপ্নবাজ অভি ভাইয়ের সাথে সহমত ।

পোষ্ট আপডেট ঃ- আজ রাতে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে সামু ব্লগের ব্লগারদের একটি টিম রওয়ানা হচ্ছে।

টিমের সকল এবং যারা বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সবার প্রতি শ্রদ্ধা ও সুস্থতা কামনা করছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

খাটাস বলেছেন: সময়ের কাজ মাঝে মাঝে সময়ে হয় না, তবু ও আমাদের একটা ইতিবাচক দিক আছে যে, আরো অনেকেই বিভিন্ন উদ্যোগে পানি বন্দী মানুষদের সাহায্যার্তে এগিয়ে আসবেন !
আপনাদের ভালবাসাই আমাদের অনুপ্রেরণা। অনেক কৃতজ্ঞতা জানবেন শাকিল ভাই।

৩৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

বাংলাদেশী দালাল বলেছেন: প্রশংসনীয় উদ্যোগের জন্য সংশ্লিষ্ট ব্লগার ভাইদের জানাই অভিন্দন এবং পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ খাটাস ভাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

খাটাস বলেছেন: বাংলাদেশী দালাল ভাই অনেক দিন পর আপনাকে দেখলাম।
আমাদের সবার আন্তঅনুপ্রেরণা ও ভালবাসায় আমরা একটু হলে ও মানবতামূলক কাজে অংশ গ্রহন করার সুযোগ ভাই।
সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ একটা পোস্ট। অনেক পরিশ্রম করেছেন। অভিনন্দন।


জানা আপুর প্রতি@

একটা মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে আমিনুর ভাইয়ের একটা পোস্ট ছিল। ব্লগারদের পক্ষ থেকে অনেক আবেদন ছিল ঐ পোস্টটি স্টিকি করার জন্য। আমার বিশ্বাস, জানা আপুসহ মডারেটরগণ তখন জনগুরুত্বপূর্ণ অধিবেশনে নিমগ্ন ছিলেন। তখন একটা ক্রিটিক্যাল টাইম ছিল, পোস্টটি স্টিকি হলেই প্রজেক্টটি সফল হয়ে উঠতে পারতো। এখন এই পোস্টের সাথে অন্যান্য পোস্টের লিংক সংযোজন করে শুধু এই পোস্টের মাহাত্ম্য ক্ষুণ্ণ করা হচ্ছে, কিন্তু রাইস বাকেট চ্যালেঞ্জ মুখ থুবড়ে পড়ে গেছে। সামহোয়্যারইন ব্লগের শক্তিমত্তার কথা বিবেচনা করেই সম্ভবত আমিনুর রহমান ও মৃদুল শ্রাবণ প্রজেক্ট হাতে নিয়েছিলেন। প্রজেক্ট ব্যর্থ হওয়ায় আমার এ্যাসেসমেন্ট অনুযায়ী তার দায়ভার জানা আপুর উপরই বর্তায়। এ কাজটাতে তিনি বিচক্ষণতার পরিচয় দিতে পারতেন।

স্বপ্নবাজ অভি’র সাথে একমত।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

খাটাস বলেছেন: সম্মানিত সোনাবীজ ভাই, আন্তরিক কৃতজ্ঞতা জানবেন পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্য। আপনার ছোট্ট অভিনন্দন শব্দটিতে অনেক বেশি উজ্জীবিত হই।

শ্রদ্ধেয় জানা আপু যদি ও আপনার মন্তব্যের উত্তর দিয়ে দিয়েছেন, তবু ও এ বিষয়ে দুটি কথা বলতে চাই, যা অনুগ্রহ পূর্বক আমার দুঃসাহস জ্ঞান না করে, আমার ছেলেমানুষী হিসেবে বিবেচনা করার বিনীত অনুরোধ করছি।

আমি মুলত ব্লগার আমিনুর রহমান ভাই এর পোস্টের প্রেক্ষিতে তার ই অনুমতিক্রমে এই পোস্ট টি সাজানোর চেষ্টা করেছি। আমার উদ্দেশ্য ছিল, বন্যা দুর্গত মানুষের একাংশের বাস্তব দুর্দশার চিত্র কিছু টা হলে ও সবার সামনে ফুটিয়ে তোলা। যাতে বাস্তব চিত্রের পেক্ষিতে অনেক হৃদয়বান মানুষ তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন। এই পোস্টের প্রেক্ষিতে আমি আমিন ভাই এর পোস্ট টি স্টিকি করার অনুরোধ জানিয়ে ছিলাম মাননীয় মডারেশন প্যানেলের প্রতি।
কোন কারণে হয়ত আমার বা আমিন ভাই এর পোস্ট টা সঠিক সময়ে সু দৃষ্টি না পাওয়ায় যদি ও আমাদের বগুড়ার ত্রাণ কারজে অংশগ্রহনের সুযোগ নেই। জানা আপু নিজেই সঠিক সময়ে দৃষ্টি দিতে না পারার ব্যক্ষা নিজেই দিয়ে গেছেন।
সে বিষয়ে কিছু বলার আর অবকাশ নেই অন্তত আমার।

তবু ও আমার পোস্টের মুল উদ্দেশ্য, সচিত্র দর্শন পূর্বক বন্যা কবলিত দের সাহায্যার্থে অনেক হৃদয়বান মানুষ নানা উদ্যোগ গ্রহন করবেন - সেই প্রেক্ষিত অনুযায়ী পোস্ট টি সকলের সামনে নিয়ে আসার সুযোগ করে দেয়ায় শ্রদ্ধেয় জানা আপু এবং শ্রদ্ধেয় মডারেটর শরৎ দা সহ সামুর সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: এত দিন পরে পোষ্ট স্টিকি করায় চিড়িয়া খানার গন্ডারের গায়ে চিমটি কাটা ও ৭ দিন পরে গন্ডারের দন্তপাটি বিকশিত করে হাঁসার গল্পটা মনে পড়ে গেল।


এই পোষ্ট টা কয়েকদিন পূর্বে স্টিকি করলে আজকে ৫২ টা পরিবারের পরিবর্তে হয়ত ১৫২ টা পরিবারকে সাহায্য করা যেত।

Better late than never but never late is better


আপনাদের ত্রান বিতরন সুষ্ঠ ভাবে সম্পন্ন হউক সেই কামনা করছি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

খাটাস বলেছেন: সম্মানিত পলাশ ভাই, হ্যাঁ পোষ্ট টা কয়েকদিন পূর্বে স্টিকি করলে আজকে ৫২ টা পরিবারের পরিবর্তে হয়ত ১৫২ টা পরিবারকে সাহায্য করা যেত- সহমত জানাই।
দেরি সংক্রান্ত বিষয়ে জানা আপু ব্যক্ষা দিয়েছেন বিধায় আমরা সম্ননিত ভাবেই সামনে এগিয়ে যাব।
আপনাদের সকলের অনুপ্রেরণায় ও সহযোগিতায় আমরা আল্লাহ এর রহমতে ৯৯ ভাগ সফল ভাবে আমাদের ত্রান বিতরন সুষ্ঠ ভাবে সম্পন্ন করেছি বলে- বিশ্বাস করছি।
এ ধরণের মানবতা মুলক কাজে বরাবরই আপনার বলিষ্ঠ ভুমিকা দেখে আসছি। তাই ব্যক্তিগত ভাবে অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

৪০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১২

এমএম মিন্টু বলেছেন: মনে হচ্ছে রোগী মারা যাওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়া
ধন্যবাদ কৃতপক্ষ আপনাদের ।

সামুর ব্লগে যে ব্লগারের সংখা তাতে এ ধরনের কাজে বেশি না হোক
২০০ টাকা করে দিয়ে সাহায্যের হাত এগিয়ে দিলে কিনতু অনেক
হোত।
আসা করছি প্রিয় জানা আপু এধরনে ভুল আর কখন করবেন না।
ধন্যবাদ জানা আপু সহ কৃতপক্ষের ম্যডারেশন সহ সকলকে ।
একই সাথে খাটাস ভাইকে ও আর সহ ব্লগার ভাইদের আন্তরীক ধন্যবাদ এ রকম একটি গুরুত্ব পূর্ণ পোষ্টের জন্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

খাটাস বলেছেন: সম্মানিত মিন্টু ভাই, সামুর প্রতি ভালবাসার প্রেক্ষিতে আমাদের অবশ্যই ক্ষোভের অধিকার রয়েছে। আমাদের ক্ষোভের ভিত্তিতে আলোচনার প্রেক্ষিতে এখন ও সামনে তাকানোর সুযোগ রয়েছে।
আমরা ইন শা আল্লাহ আবার সম্ননিত ভাবে নতুন কোন মানবতার ডাকে এক সাথে অগ্রগামি হব।
আপ্নারক অনুপ্রেরণায় সামনে তাকানোর সাহস সঞ্চার করি, অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই।

৪১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

জানা বলেছেন:


পোস্টটি দেরীতে স্টিকি হওয়ায় দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে কোন অজুহাতও নেই।

আরও আগে পোস্টটি সবার নজরে আসলে যে উপকারটি হতো তা এখনও হবে বলেই মনে করি কারণ বন্যাকবলিত মানুষগুলোর এই মুহূর্তে যেমন সাহায্য দরকার বন্যাপরবর্তি সময়েও দীর্ঘ সময়ের জন্যে নানাভাবে তার চেয়ে বেশী সাহায্য সহযোগিতা দরকার। তাই এখনও আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে নিতে পারি অনায়াসে এবং তা উপকারে আসবেই।

আশা করি বিপদগ্রস্থদের যাঁরা সাহায্য-সহযোগিতা করার জন্য সবসময়ই এগিয়ে আসেন তাঁরা এখনও পিছপা হবেন না।

বিপর্যস্ত ও বিপর্যয় যোদ্ধাদের জন্য মঙ্গল প্রার্থনা।




২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

খাটাস বলেছেন: সম্মানিত জানা আপু, আপনার সাহসী মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ। সামুর প্রতি আমাদের ভালবাসা চিরকাল থাকবে, আপনি ও সুদক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে সেই ভালবাসা ধরে রাখতে বলিষ্ঠ ভুমিকা পালন করবেন- আমরা সকল সাধারণ ব্লগার রা সেই আশাবাদ ব্যক্ত করি।

আশা করি বিপদগ্রস্থদের যাঁরা সাহায্য-সহযোগিতা করার জন্য সবসময়ই এগিয়ে আসেন তাঁরা এখনও পিছপা হবেন না- সম্পূর্ণ সহমত জানাই।

আবার ব্লগার দের সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই সম্মানিত জানা আপু।

৪২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জানা আপু,

আপনাকে ধন্যবাদ বন্যা পরবর্তী সাহায্যের প্রয়োজনিয়তা স্বীকার করার জন্য।

আমি নিজেও কিছুক্ষন পূর্বে আমিনুর ভাই ও ব্লগার খাটাসকে বলেছি এই পোষ্টে সাহায্য পাঠানোর বিকাশ ও ব্যাংক নম্বর ও পে-পাল ঠিকানা দিতে বলেছি।
তারা বর্তমানে বগুড়া গামী বাসে আছে। বগুড়া পৌছেই পোষ্টে এডিট করে দিবে। সেই সময় পর্যন্ত আমি এই মন্তবে আমিনুর ভাইয়ের পোষ্ট থেকে তথ্য গুলো সংযুক্ত করে দিলাম।

===========================================

বিকাশে টাকা পাঠাতেঃ
০১৯১২৮০২৫৮৬ (পার্সোনাল)

ব্যাংকের মাধ্যমে পাঠাতে চাইলেঃ

Ovaidul Haque
A/C: 1711050019505
Dutch Bangla Bank Ltd.

পে-পালের মাধ্যমে টাকা পাঠানোর জন্য নিম্নলিখিত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেন:

Bangladesh Disaster Aid and Rehabilitation
E-mail : [email protected]

========================================

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

খাটাস বলেছেন: সুযোগের অভাবে তথ্য গুলো সময় মত পোস্টে যুক্ত করতে না পারায়, ক্ষমা প্রার্থনা করছি পলাশ ভাই।
আমি খুব তাড়াতাড়ি পোস্ট এডিট করছি।
আপনার মুগ্ধকর দায়িত্বশীলতা বজায় থাকুক সব সময়।

৪৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

ঢাকাবাসী বলেছেন: যতটুকু পারা যায় করা আর কি। সাংবাদিকদের এ বিষয়ে লেখা বারণ মনে হয়! আপনাকে ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

খাটাস বলেছেন: প্রিয় ঢাকাবাসী ভাই, আসলে কে, কেন, কোন জটিলতায় নিজ দায়িত্ব এড়িয়ে যান বা ভুলে যান- বলা মুশকিল।
তবু ও আমরা থামব না। সামনে তাকব।
পাশে থাকার জন্য ও অনুপ্রেরণা দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ।

৪৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

ঘূণে পোকা বলেছেন: ভাই আমিও আপনাদের সাথে যাইতে চাই বন্যা দুর্গত এলাকায় :)


এবং


প্রশংসনীয় উদ্যোগের জন্য সংশ্লিষ্ট ব্লগার ভাইদের জানাই অভিন্দন এবং পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ খাটাস ভাইকে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

খাটাস বলেছেন: দুঃখিত ঘুণে পোকা ভাই, আপনার সদিচ্ছার সাথে সঠিক সময়ের সাক্ষাত না হউয়ায় এবার আমরা এক সাথে যেতে পারলাম না।
পরবর্তীতে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাইলে আমিন ভাই এর পোস্টে তার নাম্বার আছে, সেখানে যোগাযোগ করার অনুরোধ করছি। যদি ও আমিন ভাই ৪৮ নাম্বার কমেন্টে ই তা বলে দিয়েছেন।
পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ভাই।

৪৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

পার্থ তালুকদার বলেছেন: মানবিক পোষ্ট ।
পোষ্টটি স্টিকি করার জন্য সামুকে অনেক ধন্যবাদ ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

খাটাস বলেছেন: পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন পার্থ ভাই।
ভবিষ্যতে ও আপনাকে পাশে পাব এই প্রত্যাশা করি।

৪৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

টুম্পা মনি বলেছেন: অসাধারণ। দুর্গত মানুষেরা খুব জলদি কষ্ট থেকে মুক্তি পাক এই প্রত্যাশা। শুভকামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০০

খাটাস বলেছেন: অনুপ্রেরনার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা টুম্পা আপু।
দুর্গত মানুষেরা খুব জলদি কষ্ট থেকে মুক্তি পাক এই প্রত্যাশা।
সাথেই থাকবেন আশা করি।
আপনার জন্য ও অনেক শুভকামনা।

৪৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ পোস্ট ।পোস্ট স্টিকি করাতে সামু ব্লগটিমকে ধন্যবাদ ।
এ দুর্যোগ থেকে মানুষ রক্ষা পাক সেই কামনা । সবাই সাহায্যের হাত বাড়াবে এই প্রত্যাশা থাকলো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

খাটাস বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সেলিম ভাই।
সাথে থেকে অনুপ্রেরণা অনেক উজ্জীবিত করে।
হ্যাঁ সবাই সাহায্যের হাত বাড়িয়ে মানবতার ডাকে অংশগ্রহণ করবেন- সেই প্রত্যাশা করি।
এ দুর্যোগ থেকে মানুষ রক্ষা পাক সেই কামনা ।

৪৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

আমিনুর রহমান বলেছেন:






ব্লগার খাটাস এই মুহুর্তে ইন্টারনেটে সংযোজিত হতে পারছে না বলে পোষ্টের মন্তব্যের প্রতি উত্তর দিতে পারছে না বলে সকলের কাছে দুঃখ প্রকাশ করে আমাকে জানিয়েছে। যথাসম্ভব দ্রুত ফিরে আপনাদের রিপ্লাই দেয়ার চেষ্টা করবে।





গতকাল আমরা ব্লগাররা সারিয়াকান্দি'র কুতুবপুর ইউনিয়নের ঘুঘুমারী দাসপাড়া গ্রামের ৫০টি পরিবারের মাঝে ৪৭ পরিবারের কাছে ত্রান অত্যন্ত সুষ্ঠুভাবে বিতরন করতে পেরেছি। ত্রান বিতরন হচ্ছে শুনে দূর দূর গ্রাম থেকে অনেকে ত্রান বিতরণ স্থানে এসে বিশৃঙ্খলা তৈরি করায় এবং ফলে যথা দ্রুত ঐ স্থান ত্যাগ করার প্রয়োজনীয়তা দেখা দেয়ার কারনে গ্রামের বাকি তিন পরিবারের হাতে ত্রান পৌঁছে দিতে পারিনি। অবশিষ্ট থাকা অন্য ৩ পরিবারকে বিতরন করে দিয়েছি। আমরা সবাই ভালো আছি ও সুস্থ আছি।


বিতরণকৃত ত্রানঃ (প্রতি পরিবার হিসেবে)

১। ১০ কেজি চাল
২। ২ কেজি ডাল
৩। ১ কেজি সয়াবিন তেল
৪। ২ কেজি চিড়া
৫। ১ কেজি গুড়
৬। ১ কেজি লবন
৭। ১২ প্যাকেট ওরস্যালাইন
৮। ৫ পাতা হ্যালোটাব
৯। মোম
১০। ২৫০ গ্রাম সরিষার তৈল
১১। ১ সাবান।


টাকার পরিমান ছিলো সর্বমোটঃ ৪৭,৭২২.১৯ (সাত চল্লিশ হাজার সাতশ বাইশ টাকা উনিশ পয়সা) যাহার মধ্যে বিকাশে ১১,৭০০ টাকা, প্রবাসী ব্লগার ও ব্লগার মোস্তফা কামাল পলাশ এর নিজস্ব সংগ্রহ সহ পেপাল থেকে পাওয়া টাকার পরিমাণ ছিলো ৩৫.০২২.১৯ টাকা। এবং আমার কাছে পাঠানো এক ব্লগারের ১০০০ টাকা। উল্লেখ্য আমাদের প্রবাসী এক ব্লগার পেপালে ২০৭ কানাডিয়ান ডলার পাঠিয়েছিলেন।









বন্যা পরবর্তীতে মানুষদের আরো অনেক সমস্যা থাকে। এই নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে আজকালের মধ্যেই তা আমরা এই পোষ্টে কিংবা নতুন কোন পোষ্টের মাধ্যমে সকলকে জানিয়ে যাবো। এখনো যারা সাহায্য ও সহযোগিতা করতে আগ্রহী তারা উপরে ব্লগার মোস্তফা কামাল পলাশ ৪২ নং কমেন্টে নজর দিন।








@ঘুনে পোকা আমার শেষ পোষ্টে আমার মোবাইল নাম্বার দেয়া আছে। পরবর্তীতে যদি ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চান তাহলে ফোন দিয়ে জানিয়ে দিবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

খাটাস বলেছেন: ধন্যবাদ আমিন ভাই।
আপনার পোস্টের তথ্য গুলোই আপডেট হিসেবে তুলে দিচ্ছি।
আর বিতরন কৃত ত্রানে একটু সংশোধনী আছে। আমি ঠিক করে দিচ্ছি।

৪৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++
আপনাদের দেখেই এখনো সাহস পাই আমরা ভ্রাতা । অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য । এভাবেই চলুক , চলতেই থাকুক ।

ভালো থাকবেন সবসময় ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

খাটাস বলেছেন: প্রিয় অপূর্ণ ভাই, আপনাদের সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণা ক্ষুদ্র চেষ্টা গুলোকে সফলতার পথে পরিচালিত করে।
আপনি ও এভাবেই সাথে থাকবেন সব সময়। হয়ত এক সময় আপনি থাকবেন না, আমি থাকব না- নতুন রা আসবে; চলতেই থাকবে ইন শা আল্লাহ।
আপনার জন্য ও অনেক শুভ কামনা ভাই। আপনি ও ভাল থাকবেন সব সময়।

৫০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

মৃদুল শ্রাবন বলেছেন: ভালো লাগছে। আসলেই ভালো লাগছে। যদিও সোনাবীজ ভাইয়ের মতো বলতেই হয়, তখন একটা ক্রিটিক্যাল টাইম ছিল, পোস্টটি স্টিকি হলেই প্রজেক্টটি সফল হয়ে উঠতে পারতো।

হ্যা আসলেই রাইচ বাকেট চ্যালেঞ্জ নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম সেটির বাস্তবায়ন হয়নি। যদিও কাজে লাগানোর একটা মোক্ষম সময় ছিল। এক দিকে বন্যা পরিস্থিতি অন্য দিকে আন্তর্জাতিক আইচ বাকেটের বাংলাদেশী রূপ রাইচ বাকেট চ্যালেঞ্জ। দুটোকে সমন্বয় করে চেয়েছিলাম বন্যা দূর্গতদের পাশে দাঁড়াতে। কিন্তু ঠিক কাজের সময়ে পোষ্টটি সাড়া পায়নি। ৫২ টি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু অর্থের যোগান হয়েছে বলতে পারি তার পেছনে কিছু ব্লগারদের মধ্যে ব্লগীয় ইন্টারাকশনই মূল ছিল। সাধারণ ভিজিটর বা ব্লগারদের কাছে পোষ্টটি পৌছালে হয়তো রাইচ বাকেট চ্যালেঞ্জের অর্থগুলো বন্যার্তদের খাতে জমা পড়তো।

যাই হোক, এগুলি এখন পেছনের কথা। জানা আপা দেরিতে হলেও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন দেরীর জন্য এটাই আমাদের কাছে অনেক। এই জন্যই এখনো বুকে হাত রেখে সামুর জন্য স্লোগান তুলতে পারি। জানা আপার কথার প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে চাচ্ছি এখনো বন্যা পরিস্থিতি মোকাবেলা হয়ে যায়নি। আমিনুর ভাই কে বলেছিলাম আজকে বগুড়া যাচ্ছি, কিন্তু প্রয়োজনে আমরা আবার যাবো। আবার কালেকশন হোক। ৪৮ নম্বর মন্তব্যে তিনি কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন। অশেষ ধন্যবাদ তাকে।

প্রিয় খাটাসকে বলছি, বৈঠা হাতে নিতে হবে আপনাকে। সামু কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে আমরা দেরিতে ঘুম ভাঙা নিয়ে উপহাস না করে আবার কালেকশন করবো, আবার যাবো তাদের কাছে যারা তাকিয়ে আছে আমাদের পথ চেয়ে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

খাটাস বলেছেন: প্রিয় মৃদুল ভাই, আপনাকে প্রথমেই বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, এই উদ্যোগের বীজ এ বছরে প্রথমবার সামুতে বপন করে দেয়ার জন্য।
এত কিছুর পরেও সম্মানিত সকল ব্লগার দের ভালবাসা আর অনুপ্রেরণায় আমাদের ক্ষুদ্র চেষ্টা তে আমরা সবাই কিছুটা হলেও সফলতার মুখ দেখতে পেরেছি বলে বিশ্বাস করি। আমিন ভাই এর ঘোষণার প্রেক্ষিতে আমরা সামনে ও এগিয়ে যাব ইন শা আল্লাহ।
শেষ কথাটির সাথে শতভাগ সহমত জানাই মৃদুল ভাই, সামু কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে আমরা দেরিতে ঘুম ভাঙা নিয়ে উপহাস না করে আবার কালেকশন করবো, আবার যাবো তাদের কাছে যারা তাকিয়ে আছে আমাদের পথ চেয়ে।

আমরা মানবতার কাজে সব সময় সাথেই থাকব ইন শা আল্লাহ।

৫১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:


অসাধারণ !
মানবিক কাজে ব্লগাররা সবসময়ই অগ্রগামী।

কবলিত এবং উদ্যোক্তা সকলের জন্যে শুভকামনা ও দোয়া রইল।

সামু কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ, বরাবরের মতোই মানবিক কাজের গুরুত্ব বুঝে পোস্টটি সবার নজরে আনার জন্যে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

খাটাস বলেছেন: সম্মানিত আরজুপনি আপু, আপনাদের অনুপ্রেরণায় ক্ষুদ্র প্রচেষ্টা গুলোর মুল চালিকা শক্তি। এভাবেই উৎসাহ, পরামর্শ দিয়ে সাথে থাকবেন সব সময় এই কামনা করি।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

৫২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১১

আলম দীপ্র বলেছেন: অসাধারণ কাজ !
আপনাদের দেখেই তো শেখা ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ভাই। অনুপ্রেরণায় উজ্জীবিত হই। এভাবেই সব সময় পাশে পাব সেই কামনা করি।
আর সবাই সবাইকে দেখেই তো আমরা এখানে শিখছি। শিক্ষা টা কজে লাগাতে চাইলে জানাবেন ভাই দীপ্র। শুভ কামনা।

৫৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ ৥ খাটাস এবং সামুকে ----

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

খাটাস বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা লায়লা আপু । এভাবেই আমাদের সাথে থাকবেন সব সময়।

৫৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

ফা হিম বলেছেন: কতটা মানবেতর জীবন-যাপন করছে মানুষ!

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

খাটাস বলেছেন: হুম ভাই, ঠিক তাই। দোয়া করবেন যেন আমরা সকল সাধারণ ব্লগার রা ও অন লাইনের সাধারণ ইউজার রা মিলে তাদের জন্য কিছু টা হলে ও করতে পারি। পাশে থাকবেন আশা করি।
শুভেচ্ছা জানবেন।

৫৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

খাটাস বলেছেন: ব্যক্তিগত সমস্যার কারণে ঢাকার বাহিরে থাকায় সম্মানিত ব্লগার দের কমেন্টের উত্তর দিতে পারি নি, বলে আবার ক্ষমা প্রার্থনা করছি।
ব্লগার আমিনুর রহমান ভাই কে অসংখ্য ধন্যবাদ সবাইকে জানিয়ে দেয়ার জন্য।
আমি ক্রমান্বয়ে সবার কমেন্টের উত্তর দেয়ার চেষ্টা করছি।

৫৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মানবিক কাজে ব্লগাররা সবাই সবসময়ই অগ্রগামী। সম্মিলিত প্রচেষ্টা সফল হউক।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

খাটাস বলেছেন: মানবিক কাজে ব্লগাররা সবাই সবসময়ই অগ্রগামী। - ঠিক তাই ভাই। বিভিন্ন সময়ে আমরা তার প্রমাণ পেয়েছি। আমরা নতুন রা ও তাই সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করি, চেষ্টা করি সবাই।
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন শুভ কামনায়।

৫৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সফলতা কামনা করছি

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপু।
এভাবেই সাথে থাকবেন সব সময়। শুভেচ্ছা।

৫৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

খাটাস বলেছেন: বিশেষ দ্রষ্টব্যঃ বগুড়ায় আমি প্রতিবেদন করার সময় ৫২ পরিবারের তথ্য পেলেও সরাসরি ত্রাণ দেয়ার আগে সরেজমিনে গিয়ে আমরা ব্লগ টিম, ৫০ পরিবারের তালিকা করেছিলাম, যার মধ্যে ৪৭ পরিবার কে আমরা ত্রাণ দিতে পেরেছি।
আমার ব্যক্তিগত ভুলে মিস ম্যানেজমেন্টের কারণে মুল গন্তব্যে পৌঁছতে দেরি হউয়ায় সেখানে অন্যান্য জায়গা থেকে অনেক মানুষ এসে জড় হউয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়, বিধায় আমরা কথা দেয়া সত্ত্বেও বাকি ৩ পরিবার কে ত্রাণ দিতে পারি নি। যদি ও তা অন্য তিন পরিবার কে দেয়া হয়েছে। তবু ও আমরা শুধু মাত্র আমার ভুলের কারণে শতভাগ সফল হতে পারি নি। এই দায় ভার নিজের কাঁধে নিয়ে আমাদের টিমের এবং সকল ব্লগার দের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করছি। ওই তিন পরিবারের জন্য অনুতপ্ত ছাড়া আমার আর কোন উপায় নেই।

৫৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

মুহিব জিহাদ বলেছেন: খাটাস ভাইঃ আপনার ভূলের কারনে কিছু ই হয়নি, আর যে ভূলের কথা বলে আপনি দায়ভার নিজের ঘারে চাপাচ্ছেন সেটা কোন ভুল ছিলোনা,বরং বিতারনে যেটুকুন সফলতা এসেছে সেটুকুন এর বেশির ভাগ ক্রেডিট আপনার ঘারেই চাপানো উচিৎ, ইউ আর রিয়ালি গ্রেট ম্যান...... সকল ব্লগারদের পক্ষথেকে আপনাকে ধন্যবাদ!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

খাটাস বলেছেন: এ আপনার ভালবাসা মুহিব ভাই। নিজের কাছে অনুতপ্ত আমি। আর অনেক বেশি সম্মানিত করে ফেলেছেন ভাই। এর যোগ্য আমি না। দোয়া করবেন, যেন ভাল মানুষ হউয়ার আগে মানুষ হতে পারি।
যেটুকু সফলতা এসেছে, তা আমাদের সবার এবং সকল ব্লগারদের অনুপ্রেরণা ও সহযোগিতার ফলেই সম্ভব হয়েছে।
আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না ভাই। আশা করি, ভবিষ্যতেও আমাদের আবার দেখা হবে। ভাল থাকবেন ।

৬০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

জামান শেখ বলেছেন: এই এতো বড় জনহিতকর কাজের সাথে যে ভাই জড়িত তার নাম "খাটাস"। কর্মের সাথে নামটি যাচ্ছে না। ভাই এই এলাকাটিতে আমি গিয়েছিলাম একটি বিয়ের অনুস্ঠানের মাধ্যমে। খুব খারাপ লাগছে এই অবস্থা দেখে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

খাটাস বলেছেন: হাহাহা জামান ভাই, নামটা আসলে কাকতালীয় ভাবে নেয়া। আর নাম টা নেয়ার পরে বেশ ভালবাসা জন্মে গেছে। আগে শুনেছিলাম, যে সব সময় সত্য টা নিষ্ঠুর ভাবে বলে তাকে খাটাস বলে। আমার নিষ্ঠুর হউয়ার ইচ্ছা নেই, তবু ও খাটাসের বিশিষ্ট মত যেন সত্য এর চর্চা করতে পারি, সেই উদ্দেশ্য টা মনে লালন করি। :) দোয়া রাখবেন ভাই, যাতে সত্যি ই খাটাস হতে পারি।
জ্ঞান সত্য, সত্যই মুক্তি। :)
হুম ভাই, তারা অনেক খারাপ অবস্থায় আছে, যদি ও পানি এখন অনেক কমে গেছে। তাই এখন রোগ বিস্তারের সময়। বন্যা থেকে মাত্র উঠে আসা মানুষ গুলোর নতুন যুদ্ধে তাই সবাইকে একটু হলে ও পাশে দাঁড়াতে হবে।
আপনার কমেন্ট টা তে মজা এবং ভাল লাগা- দুটোই পেয়েছি। আর জনহিতকর কাজে তো আছেন, সম্মানিত প্রিয় ব্লগার গণ, আমি শুধু তাদের সাথে থাকার চেষ্টা করছি।
আন্তরিক কৃতজ্ঞতা জামান ভাই, সাথে থাকার জন্য। ভবিষ্যতেও সব সময় সাথে পাব- এই প্রত্যাশা করি।

৬১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: পোস্ট পড়ে এবং সবার অন্তরিক উৎসাহ ও কর্মকান্ড দেখে ভীষণ ভালো লাগছে । আফসোস হচ্ছে এতো আগের একটা পোস্ট সেই সময়টায় চোখে পড়েনি । পোস্টের বিষয়টাকে গুরুত্ব দিয়ে পোস্টটাকে স্টিকি করা হলে হয়তো আরো বেশি সাফল্য আসতো

পানিতে আটকে পড়া সেইসব বিপন্ন, অসহায় মানুষদের জন্য প্রার্থনা ও শুভকামনা রইলো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

খাটাস বলেছেন: পার্সিয়াস রিবর্ণ অনেক দিন পর আপনাকে দেখে খুব ভাল লাগছে। আর অনেক সময় অনেক কিছু চোখ এড়িয়ে যেতেই পারে। পোস্টের উদ্দেশ্য ছিল বন্যা দুর্গত মানুষ গুলোর দুর্দশা সরাসরি দেখান, যাতে হৃদয়বান মানুষ রা তাদের পাশে দাঁড়াতে পারেন। যদি ও বন্যার পানি এখন কমে গেছে। কিন্তু দুর্দশা তাদের, শেষ হয় নি। আমাদের এখন ও সুযোগ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর।
অনেক অনেক কৃতজ্ঞতা রইল ভাই অনুপ্রেরণায় পাশে থাকার জন্য। ভবিষ্যতেও ও পাশে পাব আশা করি।

৬২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমার মনে হয় বন্যায় সামুর উদ্যেগ সত্যিই প্রশংসনীয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

খাটাস বলেছেন: শুধু বন্যায় নয় ভাই, বরাবরই নানা সময়ে জাতীয় সমস্যায় পাশে দাঁড়াতে সামু নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
এ কারনেই সামুকে আমরা ভাল্বাসি। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই শরীফ।

৬৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ধন্যবাদ খাটাশ ভাই । আপডেটগুলো জেনে গেলাম । পরবর্তী কোন উদ্যোগে সাথে থাকবার প্রত্যয় জানিয়ে রাখলাম ।

কৃতজ্ঞতা তো আপনাদের প্রতি যারা শত প্রতিকূলতা পাড়ি দিয়েও মনুষ্যত্বের টানে সেসব অবহেলিত মানুষদের পাশে ছুটে গেছেন । আপনাদের সবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইলো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

খাটাস বলেছেন: অবশ্যই ভাই পরবর্তীতে আপনাকে সাথে পাওয়ার এবং ব্লগে ও পাওয়ার প্রত্যাশায় রইলাম।
আপনার প্রতি ও রইল অনেক কৃতজ্ঞতা।

৬৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আল্লাহ্‌তায়ালা এই মহৎ উদ্যোগের সাথে যারা জড়িত তাদের সবাইকে যথাযথ উত্তম প্রতিদান দান করুন।

সবার মঙ্গল কামনায়...

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

খাটাস বলেছেন: এমন ভালবাসা আর অনুপ্রেরণাই তো মানুষকে বাঁচিয়ে রাখে।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল বোকা ভাই।

৬৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২

জাফরুল মবীন বলেছেন: আপনাকে স্টিকি মোবারক! :)

ভাই খাটাস কাজের চাপে ব্লগে খুবই অনিয়মিত হয়ে পড়েছি।প্রায় এক সপ্তাহ পর লগ ইন করলাম।আর করেই দেখলাম ব্লগ কর্তৃপক্ষ অাপনার প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে পোস্টটি স্টিকি করেছে।অভিনন্দন আপনাকে,ধন্যবাদ সামুকে।

আমি অবশ্য লাস্ট লগ ইনের সময় এ পোস্টে মন্তব্য করে গিয়েছিলাম (১৪নং কমেন্ট) এবং আপনাদের প্রচেষ্টাকে শ্রদ্ধা জানিয়ে গেছিলাম।

দোয়া করি আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

খাটাস বলেছেন: প্রিয় মবীন ভাই আপনার মত আন্তরিক মানুষ গুলোর জন্যই কিছু সামান্য লেখার চেষ্টা করার অনুপ্রেরণা পাই। আর সামু বন্যা নিয়ে একটা পোস্ট স্টিকি করায় বন্যার্ত মানুষ গুলোর দুর্দশা সবার সামনে নিয়ে আসার সুযোগ করে দিয়েছে, যার জন্য আমরা সবাই কৃতজ্ঞ।

ব্যস্ততার ফাঁকে ফাকেই ব্লগে আমরা আপনাকে পাব সেই আশা রাখি। আপনি ও অনেক অনেক ভাল থাকবেন ভাই। আন্তরিক কৃতজ্ঞতা পাশে থাকার জন্য।

৬৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: পোষ্টটি স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০০

খাটাস বলেছেন: হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ সামুকে। আপনাকে ও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাবির ভাই।

৬৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

রাহাগীর মনসুর বলেছেন: আমার ব্লগটি খুজে পাচ্ছি না,বাদ্ধ হয়ে পোস্ট দিলাম

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

খাটাস বলেছেন: আমাকে আমাদের ই অন্য একজন ব্লগার ও একই সমস্যার কথা বললেন। এই ব্যাপারে আমি ঠিক বুঝতে পারছি না।
সামু কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ জানবেন। শুভ কামনা।

৬৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

নুর ইসলাম রফিক বলেছেন:
আচ্ছা সামু কি ভাল কাজ গুলিতে অংশ নেয়।
আর যদি না নেয় তবে নেওয়ার জন্য অনুরুদ করছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮

খাটাস বলেছেন: সামু বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় ইস্যু সম্পর্কিত পোস্ট গুলোকে স্টিকি করে সবাইকে আলোচনার সুযোগ করে দিয়েছে। সেই আলোচনা নানা ভাবে জাতীয় চিন্তা ধারায় অবদান রেখেছে। আমি আপাতত একটু ব্যস্ত, তাই স্টিকি পোস্ট গুলোর লিঙ্ক দিতে পারছি না। পরে সময় করে দিয়ে দেব। আপনি চাইলে একটু কষ্ট করে " সামুর স্টিকি পোস্ট" কথা টা লিখে সার্চ করলে বেশ কয়েকটা পেয়ে যাবেন আশা করি।
ভাল থাকবেন।

৬৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

শাকিলখান৯২৯৩ বলেছেন: সেলুট ভাই

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

খাটাস বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা ভাই। সকল ভাল কাজের সাথে থাকবেন সব সময়- এই কামনায়। অনেক ভাল থাকবেন শাকিল ভাই।

৭০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "যারা প্রথমবার সুযোগ পান নি, তাদের কে সাধ্যমত অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। "


খুব ভাল প্রস্তাব। চাকুরিজিবী ব্লগারদের প্রতি অনুরোধ আপনার ঈদের বোনাসের টাকা দিয়ে নিজের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাবার পাশাপাশি দেশের বন্যা দূর্গত একটি পরিবারের ১ বেলার খবার নিশ্চিত করে তাদের মুখেও হাঁসি ফোটাবার অনুরোধ রইল। সেটা হতে পারে এই উদ্দোগে জড়িত হয়ে অথবা নিজেদের আশ-পাশের কোন দুস্হ্য পরিবারকে সাহায্য করার মাধ্যমে।

ঈদ বা পূজার দিনে প্রতিটি মানুষের মুখে হাঁসি থাক এই কামনা করি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

খাটাস বলেছেন: চমৎকার বলেছেন পলাশ ভাই। প্রতিটি কথাই মনের কথা।

ঈদ বা পূজার দিনে প্রতিটি মানুষের মুখে হাঁসি থাক এই কামনা করি।

সবার দৃষ্টি আকর্ষণ করি। কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভাই।

৭১| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫২

রাশীদ মাহদি বলেছেন: ঠিক বলেছেন মোস্তফা কামাল পলাশ ভাই

চাকুরিজিবী ব্লগারদের প্রতি অনুরোধ আপনার ঈদের বোনাসের
টাকা দিয়ে নিজের পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাবার পাশাপাশি দেশের বন্যা দূর্গত
একটি পরিবারের ১ বেলার খবার নিশ্চিত করে তাদের মুখেও হাঁসি ফোটাবার অনুরোধ রইল।
সেটা হতে পারে এই উদ্দোগে জড়িত হয়ে অথবা নিজেদের আশ-পাশের কোন দুস্হ্য
পরিবারকে সাহায্য করার মাধ্যমে।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি মাহদি ভাই।

আর চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ আমরা সবাই এভাবে ভাবলে অনেক কিছুরই পরিবর্তন সম্ভব।
আবার ও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন ভাই।

৭২| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪০

জুন বলেছেন: শুভকামনা রইলো খাটাস ।
+

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭

খাটাস বলেছেন: বেশ কিছু দিন নেট এ বসতে না পারার কারনে মন্তব্যের উত্তর দিতে দেরি হউয়ায় প্রথমেই আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি জুন আপু।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.