নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চক্ষু ডাক্তার

খোমেনী

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ......।

খোমেনী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার তথাকথিত সর্বদলীয় সরকারে যোগ দেয়া কিছু মন্ত্রির গোপন চেহারা

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১

লোকে কয় শেখ হাসিনার অবৈধ সরকারে যোগ দেয়া হক্কল মুন্ত্রী অবৈধ, তাগো গোপন চেহারা চিনে রাখুন -





১) তোফায়েল আহমেদঃ ৪২ বছর ধরে কোন পেশাতেই জড়িত না। লোকে বলে কোটি কোটি টাকার মালিক। রক্ষিবাহিনীর প্রধান ছিল, কিন্তু গোলাহীন একটি ট্যাংকের সামনে পড়তেই চাচা আপন বাচা বলে পালিয়ে গিয়েছিল ১৫ আগস্ট ১৯৭৫ সালে মুজিব হত্যার দিন। পরবর্তীতে অবশ্য শেখ হাসিনাকে সাথে নিয়ে দেশে ফিরে তার দায় পরিশোধ করতে চেয়েছেন।



২) আমির হোসেন আমুঃ দেশ তখন সদ্য স্বাধীন। এই সময় বিদেশ থেকে কোটি কোটি ডলারের সাহায্য লোপাটে আওয়ামি লিগের বড় থেকে পাতি নেতা পর্যন্ত জড়িত। শেখ সাহেবের কম্বলটা তিনিই নিয়েছেন বলে লোকে বলাবলি করে। এই লুটপাটের কারণেই দেশে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল। আর লবণের সের ৭১ এর পর ৪টাকা থেকে বেড়ে ৪০ টাকা করার পেছনে এই

লোকের হাত ছিল। তার নামই ছিল নুন / লবণ আমু। তোফায়েলের মত ইনিও কোন কাজ কর্ম করেন না।



৩) রাশেদ খান মেননঃ কুত্তায় পোছে না হাইকোর্টের উকিল বলে যে কথা আছে তার সাথে এর দিব্যি মিলে যায়। নইলে ইলেকশনে নামলে যে লোক কয়েক শো ভোটের বেশি পায় না, সাথে জামানত হারায়, সে রাজনৈতিক অঙ্গনে বেইল পায় কি করে? স্বার্থে আঘাত লাগলে এর কলম দিয়ে আগুন ছোটে। ১৯৯৬ সালে আওয়ামি লিগের নমিনেশন না পেয়ে, সে আওয়ামি লিগের ১৪ গুস্টিকে ধুয়ে দিয়েছিলো। আর সর্বহারাদের সাথে ফাউল খেলতে গিয়ে খালেদা জিয়ার প্রথম শাসনামলে গুলি খেয়েছিল। তবে কিনা খারাপ লোক এত তাড়াতাড়ি নাকি মরে না। তবে বার বার ঘাড় খাওয়া থেকে বেচে যায় কারণ তার ভাই বোন দুইজনই দুই বড় দলের নেতা। ( বেগম সেলিমা রহমান তার বোন)



৪) বেগম রওশন এরশাদঃ এরশাদ নিজেই সুপার ফ্লপ, তার আটকুইড়া বৌ এর আবার বেইল আছে নাকি শুনা যায়, নিজের লুচ্চামি ঢাকতে এরশাদ প্রেসিডেন্ট থাকার সময়, রওশনকে যত খুশি তত খাওয়ার লাইসেন্স দিয়েছিল। আর রওশনের কারণেই মহা চোরের অপবাদ শুনতে হয়েছিল গোটা ময়মনসিং এর মানুষকে।



৫) রুহুল আমিন হাওলাদারঃ সাচ্চা নিমক হালাল বলতে হয়। চুরি স্বর্ণ যুগ থেকে শুরু করে ইদানিং ভারতের টাকার ভাগ বাটয়ারা পর্যন্ত সে এরশাদের একান্ত ভৃত্যের মত আছে। টিপাইমুখ "পরিদর্শন" করতে গিয়ে হেলিকপ্টারেই নাকি প্যান্ট নস্ট করে ফেলেছিল এই বীর পুংগব। আর ফিরে এসে দিব্যি শেখানো বুলি ঝেড়ে বলেছিল, না বাধ হলে অসুবিধা নেই। সুস্পস্ট বিবেকহীন দেশদ্রোহি।



৬) জিয়াউদ্দিন বাবলুঃ ঢাবির প্রচন্ড মেধাবি ছাত্র ছিলেন। কিন্ত এরশাদের টাকার লোভে এরশাদ আমলে জাপার ছাত্র উইং খুলতে গিয়ে ছাত্র দলের হাতের প্যাদানি খেয়ে সেই যে ঢাবি ছেড়েছিলেন, আজ পর্যন্ত ঢুকতে পারেন্নি।



৭) আনিসুল ইসলাম মাহমুদঃ নিপাট ভদ্রলোক। তবে ব্যাবসায়ি তো ! তার উপর এরশাদের একান্ত বাধ্যগত। এই সরকারের যোগ দিয়ে আরো ডুবেছেন।



৮) সালমা বেগমঃ ভুমি দস্যুর বৌ আর কত ভালো হবে?



(সংগৃহিত)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৯

বাসন্তি০০৭ বলেছেন: ভাই লেখাগুলো পড়লাম, ভাল লাগলো। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সাকা চৌধুরী, গোলাম আজম, নিজামী এদের সম্পর্কে এ রকম তথ্য থাকলে শেয়ার করেন।

২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১

জেরিসেল বলেছেন: :D :D :D :D

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
রক্ষীবাহিনী এত খারাপ ছিলনা -
Click This Link

৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৪

মতিউর রহমান মিঠু বলেছেন: সব জায়গায় দালালী চলে না মি.বালবৈশাখী। রক্ষীবাহিনীর আমলে তোমার বয়স কতো ছিলো?? কতটুকু জানিস গাধা। পেইড দালাল ব্লগার..

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:২৫

আকরাম বলেছেন: অজানাকে জানো।
কাজের পোস্ট।+++++

৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২

পথহারা সৈকত বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
রক্ষীবাহিনী এত খারাপ ছিলনা -
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

পেইড দালাল ব্লগার.. :P :P :P

৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

বশর সিদ্দিকী বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
রক্ষীবাহিনী এত খারাপ ছিলনা -

তোরে রক্ষিবাহিনির হাতে যারা নির্যাতনের স্বিকার হয়েছে তাদের হাতে তুলে দেয়া দরকার শালা রক্ষি বাহিনির দালাল

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

খোমেনী বলেছেন: কাল বৈশাখী পুরা ওয়াশড। তার সাথে মন্তব্য চালাচালি করেছি। বুঝতে পেরেছি তার জ্ঞানগর্ভ কত গভীর :)

৮| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

নিজাম বলেছেন: ভাল বিশ্লেষণ। অতি উত্তম। কিন্তু দলবাজরা এমন কথা মানে না।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

খোমেনী বলেছেন: কিন্তু দলবাজরা এমন কথা মানে না। সত্য সে তো দিবালোকের ন্যায় সত্য। কারো মানা না মানায় কি আসে যায়। দেখলেই বলুন তুই চোর !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.