নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

প্রিয় শহর

৩০ শে মে, ২০১৮ রাত ৮:১৪

প্রিয় শহর

আজ বৃষ্টি বিকেলে সদ্য স্মৃতির শহর
ডাকছে খুব করে।
ঐ যে মেহেগনি রোডের বট গাছটার নিছে-
সারা বিকেল আড্ডা
তার পর হাটা-হাটি সারা শহর জুড়ে।
কাছারি ঘাট, খান বাহাদুর ঈসমাইল রোড, শহরের
অলিগলি ঘুরে
সন্ধায় ইস্টিশনের আলু-পুরিতে তৃপ্তি,
মধ্য রাতে বাসায়।
মাঝে ইস্টিশনের ওভারব্রীজে রাতের রঙ দেখা,
কিংবা ফুটপাতে হাটতে হাটতে
জীবন সংগ্রামে ব্যস্ত মানুষগুলির সাথে
নিজের অক্ষমতা সক্ষমতার পরিমাপ করা।
কখনো সারা শহর একাকি হেটেও
নিজেকে একা মনে হয়নি-
বরং ঐ সব একাকিত্বও রঙিন।
এই শহরে হাজার জনতার ভীরেও খুব একা
রঙহীন একাকিত্বের বেলা অবেলাও সাদামাটা।

১৭/০৮/১৭
গাজিপুর।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ রাত ৮:১৭

কাইকর বলেছেন: বাহ.....

২| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:০৯

স্বচ্ছ দর্পন বলেছেন: ভালো ছিল,,,,

আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

নিশাচড় বলেছেন: ধন্যবাদ। অবশ্যই যাবো।

৩| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার বাড়িও গাজীপুর।

৩১ শে মে, ২০১৮ রাত ১২:৫৮

নিশাচড় বলেছেন: তাই আমার বাড়ি ময়মনসিংহে। তবে গাজিপুরে যখন থাকতাম তখন লেখা।

৪| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:২০

বৃষ্টি বিন্দু বলেছেন: ভাই

আপনার কবিতা খুব ভাল হয়েছে।

৩১ শে মে, ২০১৮ রাত ১:০১

নিশাচড় বলেছেন: ধন্যবাদ। মন্তব্যের প্রকাশের জন্য।

৫| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:২২

বিজন রয় বলেছেন: শহরের ইতিকথা।
শহরের ছোঁয়া।

কিছু বানান ঠিক করে দিন।

৩১ শে মে, ২০১৮ রাত ১:০৪

নিশাচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ। বানান ঠিক করে দিয়েছি

৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: কবিতায় সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে হয়।
সহজ সরল সুন্দর শব্দ।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:১১

নিশাচড় বলেছেন: ধন্যবাদ ভাই। সামনে থেকে চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.