নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

দিপালী

০১ লা জুন, ২০১৮ রাত ১২:৩৯

দিপালী!
প্রায়ই ঘুমের মধ্যে দেখি
আমার চার পাশে দীপাবলি জ্বলছে
বিস্মিত হয়ে খুজি, কে জ্বালালো
হঠাৎ দেখি-
তুমি এক পাশে বসে আছো
তাই তোমার চোখ থেকে আলো টিকরে পড়ছে।

আর তোমার চুলের খোঁপা থেকে ছড়াচ্ছে
মেশকে আম্বরের ঘ্রাণ
তোমার ঠোঁট বেয়ে হাসির ঝিলিক ঝরছে
আমার হৃদয় ছুঁয়ে।

আমার সমস্থ জোরে তুমি আছো
শয়নে স্বপনে মননে।

কিন্ত কি আশ্চর্য
তুমি-আমি কত দুরে,
দেখা নেই কথা নেই
অথচ তুমি কতটা কাছের
আমি তোমাতে বিভোর হয়ে
ধীরে ধীরে ডুবে যাচ্ছি তোমার গভীরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ রাত ৩:৫৪

অর্থনীতিবিদ বলেছেন: শেষের লাইনে দিরে দিরে কি ঠিক আছে? নাকি ধীরে ধীরে হবে?

০১ লা জুন, ২০১৮ সকাল ১০:৪০

নিশাচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

২| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ নাই, আবেগ কম।

পৃথিবী পরিবর্তন করতে গিয়ে জেনেছি মানুষ নিজেকে ছাড়া আর কিছু পরিবর্তন করতে পারে না।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৫১

নিশাচড় বলেছেন: পৃথিবী পরিবর্তন করতে গিয়ে জেনেছি মানুষ নিজেকে ছাড়া আর কিছু পরিবর্তন করতে পারে না। এই কথাটার মর্মার্থ উদ্ধার করতে পারছি না ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.