নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

সদ্য স্মৃতি।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:০২

সদ্য স্মৃতি

একাকিত্বের কোনো রঙ নেই,
নিরবতা কাটে গানে গানে
রাতের বাতাসে খসে পড়ে
স্মৃতির পালক।
সময়ের চাকা ঘোমরে কাঁদে
বিষন্ন মনে,
আজ তবে কোথায়
সেই রঙিন সময়।
নিস্তব্ধ রাতের আঁধারেও
দু-চোখ জুড়ে ভেসে উঠে
সদ্য স্মৃতি হওয়া রঙিন শহর।
যে শহরের রাজ পথে হেটে হেটে
শহরের ঝলমলে আলোক সজ্জায়
গাঢ় হতো জীবনের আল্পনা।


২৫/০৯/১৭ ইং।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৭

সনেট কবি বলেছেন: ভাল লেগেছে।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩২

নিশাচড় বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৬

মিথী_মারজান বলেছেন: কবিতাটি খুব সুন্দর।
কয়েকটি বানান ভুল হয়েছে, একটু খেয়াল করে ঠিক করে দিন।

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

নিশাচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

৩| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:২৬

মোঃ আল-আমিন৯৮ বলেছেন: সে রকমের কিছু

০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৬

নিশাচড় বলেছেন: কিন্তু আপনি লিখেছেন “আপনিও হতে পারেন কবি বা লেখক” আমি তো ভাবছি সেখানে সাহিত্য বিষয়ক কোনো আলোচনা থাকবে কিন্তু সেখানো তো সাহিত্য পাতাই নাই।

৪| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আপনার আগের কবিতা এই কবিতা অনেক তফাত।
গ্রেট।

৫| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:১১

নিশাচড় বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই। চেষ্টা করছি ভালো করার

৬| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২১

রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে ।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৫

নিশাচড় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.