নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

ব্রহ্মপুত্রের পাড়ে আকাশ খেলা করে

১০ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

প্রচন্ড গরম, অফিসের কাজে মন বসছে না, গরমে শরীল জ্বালা করছে। অফিসের পিছনেই ব্রহ্মপুত্রের পাড়ে শিল্পাচার্য
জয়নুল আবেদীন উদ্যান, গায়ে বাতাস লাগাতে গিয়ে এত সুন্দর আকাশ দেখে ছবি না তুলার লোভ সামলাতে পারলাম না।
তাই সাথে থাকা মোটোফোনেই বন্দি করলাম।

নদীর পাড়ে বসে সবুজের সাথে আকাশ দেখ

নদীর ঐ পাড়ের গাঁয়ে আকাশ সেজেছে

সাদা মেঘের খেলা

সাদা মেঘ পালাচ্ছে পশ্চিমে

নীলের মাঝে সাদার লুকোচুরি

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: ছবি গুলোতে আকাশ অনেক নীল।

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪০

নিশাচড় বলেছেন: ক্যামেরা কিছুটা নীল বানিয়ে দিছে।

২| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

লাবণ্য ২ বলেছেন: চমৎকার ছবি!

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪০

নিশাচড় বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৫

নিশাচড় বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

রাকু হাসান বলেছেন: বাহ! চমৎকার । নদীর তীরে আড্ডা দেওয়ার র্স্মতিগুলো মনে পড়ে গেল আপনার ছবি দেখে ।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৫

নিশাচড় বলেছেন: ধন্যবাদ

৫| ১০ ই জুন, ২০১৮ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: নিশাচড় ,



সুন্দর নীলাকাশ ।
শরৎকালের মতো লাগছে ।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৫

নিশাচড় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.