নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

চাইলে তুমি আসতে পারো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

এই কাদা মাটি মাখা গ্রামটি; আমার।
এই পৃথিবীর মুগ্ধতা মিশে থাকা
বিকেলটি; আমার।
শ্রাবনের অবাক করা জোসনা খেলা করে
যে মাটির ঘরের খিরকিতে; সেটি আমার।

চাইলে তুমি আসতে পারো
মিশে যেতে পারো সবুজের ছায়া আর
রোধের লুকোচুরি খেলা দলের সাথে,
হারিয়ে যেতে পারো জোসনার চাদরে ভর করে
স্বপ্নের রাজ্যে; কেউ তোমাকে আটকাবে না।

তোমার রঙিন কংক্রিটের শহরের মত
এখানে কোনো বিষন্নতা নেই,
নেই একাকিত্বের কোনো বেদনাও।
তবুও তোমার ঐ বিষাদময় দুঃখ ঘেরা শহরটিতে
বার বার ফিরে যেতে হয়।

শুধু তোমার জন্যে
তোমার ডাকে সাড়া দিতে।

জলহরি
১৬/০৮/১৮

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কাব্যের বিচরন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

নিশাচড় বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।
কেমন আছেন?
কবিতা ভালো হয়েছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

নিশাচড় বলেছেন: ধন্যবাদ।
কিছু সামাজিক কর্মসূচি নিয়ে ব্যাস্ততা যাচ্ছে, সাথে ব্যাক্তিগত ও পারিবারিক ব্যাস্ততা। এই জন্যে সামাজিক মাধ্যমে সময় দিতে পারছি না।

ভালো আছি। আপনি কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.