নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

তোর শহর।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০



তোর শহরে আর থাকবো না বলে দিয়েছি আগেই
তবুও সময়ের আগেই চলে আসা।
উদাসি মন উদাও হতে আগে থেকেই ছটপট করছিলো,
তোর শহর থেকে কিংবা তোর মন থেকেও।
একাকিত্বের আবরনে বেলা আমার ফুরিয়েছে অবেলায়,
অনাহারি বিকেলে জেল গেটের ব্রেঞ্চিতে বসে জেদে ছিঁড়ে ফেলেছি কবিতার খাতা,
যেটায় তোকে নিয়ে লেখা সাতান্নটা কবিতা ছিলো।
তোর চলে যাওয়াটা পর্যন্ত তাকিয়ে দেখিনি সেদিন,
তবুও চিৎকারে চিৎকারে ভালোবাসা জানান দিয়েছিলো হৃদয়ের সব কটা উপশিরা।
অথচ কথা ছিলো দুজনে এক সাথে উদাও হবো, হারাবো গহিনে।
এখন অচেনা শহরের একলা ঘরে ভাবনা জুরে তুই, কবিতার লাইনে প্রকাস ঘটে।
এখন একলা শহরে কারে নিয়ে হেটে বেড়াস?
জানি বন্ধ জানালার আরালে তাকিয়ে রবি পথের দিকে,
তবুও বলবি না মনের কথা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১

নিশাচড় বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.