নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন থাকুক সময়ের অপেক্ষায়।

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

শত অনিশ্চয়তা নিয়ে আলোকিত হয় প্রতিটি ভোর
উদাস দুপুর ফুরায় জীবনের হিসেব কসে,
হাজার দীর্ঘ স্বাসে শেষ হয় একেকটি বিকেল।
স্বপ্নের উপর স্বপ্ন দিয়ে সাজাই জীবনের একেকটা মহুর্ত
সন্ধার আবছা আলোই দেখি স্বপ্নের পিরামিড।
এলোমেলো জীবনের প্রতিচ্ছবিতে দেখি তোমার ছায়া,
প্রতিনিয়ত তোমায় নিয়ে কল্পনায় সাজাই একটি অর্থবহ জীবনের গল্প,
গল্পটি বার বার অবাস্তব থেকে যায় একটু স্থিরতার জন্য, একটা অবস্থানের জন্যে।
তুমি হয়তো জানোনা এই সমাজে ব্যক্তি আমার কোনো মূল্য নেই,
নেই আমার ব্যাক্তিত্বের।
এই সমাজ তোমাকে আমার হাতে তুলে দেবেনা, দিবেনা ভালোবাসার কাছেও
তুমাকে তুলে দিবে প্রাচুর্যের কাছে ঐশর্যের কাছে।

০৭/০৯/১৮
ময়মনসিংহ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বাস্তবতা এমনই..............।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

নিশাচড় বলেছেন: জী ঠিক বলেছেন। ধন্যবাদ

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

নিশাচড় বলেছেন: ধন্যবাদ প্রিয়।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কঠিন বাস্তবতা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.