নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

অভিমানের পর

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

কোনো এক বিকেলে
অভিমান ভেঙ্গে এসো আমার ডেরায়,
কাঁচা-পাকা ধানের মাঠটা দেখো ক্লান্ত চোখের দৃষ্টিতে।
ঘোর লাগা বিকেলে ছুঁয়ে দেখবো তোমায়, অন্যরকম ভালো লাগায়,
অভিমানটা বাড়বে তোমার অনুরোধের প্রশ্রয়ে,
সবুজ গেরা গায়ের কুঁড়ে ঘরে রবে কি আমার পাশে?
শুধু তুমি তোমার হাতটা দিয়ো ধরতে
তোমায় নিয়ে ঘুরবো কাঁচা-পাকা ধানের মাঠে।
তোমার আগমনে ভুলে যাব সব ক্লান্তি,
নতুন করে সাজাব আবার হাসনাহেনা বাগান,
ভালোবাসার নিঃশ্বাসে ভারি হবে নরবরে কুঁড়ে ঘরটা
আবেগের উত্তাপে হারাবো তোমার আঁচলে।
অতঃপর আমি...........!
দীর্ঘ অপেক্ষার ক্লান্তিতে ঘুমাবে গভীর ঘুমে,
রাত্রি শেষে পাশ ফিরে দেখবে
আমি আছি আগের মতোই।
আবেগ আর তন্দ্রায় জড়িয়ে ধরবে তুমি,
শেষ প্রহরে মাতাল হবো তোমার তন্দ্রা আবেগের নিঃশ্বাসে।

০১/০৬/১৭
ময়মনসিংহ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অসাধারণ লেগেছে কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬

নিশাচড় বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণা

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

নিশাচড় বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনবদ্য।।শুভকামনা।।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮

নিশাচড় বলেছেন: অসংখ্য ধন্যবাদ। অনুপ্রানিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.