নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের সাম্পান ওয়ালা- [email protected]

নিশাচড়

গ্রামের এক দুরন্ত ছেলে আমি। মেটো পথ দিগন্তহীন সবুজ মাঠ আর গাছে গাছে দাপিয়ে কাটিয়েছি কৈশোর। স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসি...স্বপ্ন দেখি সুুন্দর পৃথীবির ....ভালোবাসি দেশ মাটি ও মানুষদের। আমি স্বপ্ন দেখি.... আমি স্বপ্নের সাম্পানে ভর করে উরে বেড়াই সুন্দরের পথে।।

নিশাচড় › বিস্তারিত পোস্টঃ

প্রত্নতাত্ত্বিক চিহ্নের মতো থেকে যাবো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

সব আয়োজন শেষে ডাকবো তোমাকে
একটা গান শুনিয়ে যেয়ো,
হৃদয়ের কোলাহল থেমে গিয়ে যখন পড়ে রইবো,
বিধ্বস্ত নগরির ধ্বংসাবশেষে, তখন তুমি তুলে নিও।
প্রত্নতাত্ত্বিক চিহ্নের মতো সাজিয়ে রেখো
তোমার হৃদয়ের যাদু ঘরে,
সেখানে হয়তো হাজার বছর ঠিকে থাকবো
ঐতিহাসিক নিদর্শন হয়ে।
তোমাকে লেখা চিঠিগুলো প্রাচীন পাণ্ডুলিপির স্বীকৃতি পাবে;
গবেষণার বিষয় হবো, অথচ!
ধরিত্রীর কোথাও আমার খুঁজ পাবে না প্রবিন প্রত্নতত্ত্ববিদ,
শুধু পুরাকির্তীর নিদর্শন হয়ে থেকে যাবো তোমার মাঝে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৫

বিবেকহীন জ্ঞানি বলেছেন: ভালো লাগলো।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.