নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি টু বিদ্রোহী ভৃগু ১

১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮



ও ভৃগুদা কোথা তুমি
কিছু ভালো লাগেনা;
চারিপাশে হাল দেখে
মনে আশা জাগেনা।

ছবি দেখে খুঁজে তারা
মুসা-ঈসা দোস্তি;
নিজেরা যে ''র'' গিলে
পার্টিতে করে মাস্তি।

হচ্ছে কি চারিপাশে
কানাকানি ধরাধরি;
অনায়াসে দেই গালি
খোদারেও না ছাড়ি।

মোর ট্রান্ক হলো লুট
মুখেই যত আক্ষেপ;
কেবা নিলো,কারা নিলো
নেই কোন ভ্রুক্ষেপ।

রাজপুতকেই ভালবেসে
দিয়েছিনু সে চাবি;
সে সাহস নেই বাপু
হবো তব প্রতিবাদী।

মজুর কামলা মোরা
ডরে কাঁপি শুনে ফাঁসি;
প্রিন্স গায়ে দেবে হাত?
বুড়ো ভাম বিরাশি !!!

মোর ঘর লুটে খায়
প্রতিবেশী হায়েনা;
থাক,খাক,সুখে থাক
ঝামেলা রাণী চায়না।

দেয়ালেরও কান আছে
সব কথা কয়া মানা;
চাইনে বেড়াতে বাপু
রাজ মোহাফেজখানা।

কথায় আছে গভীরতা
যদি বুঝে নাও;
আমিও যে বিদ্রোহী
গন্ধ কি পাও?

ভালো থেকো ভৃগুদা
আজ স্রেফ এটুকু;
ভুল হলে ক্ষমো মোরে
এডভান্স থুক্‌কু।

মন্তব্য ৬৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

দইজ্জার তুআন বলেছেন: হুমমমম,,,
নাজুক

১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাল আছে ঘটে বাপু
বুঝলে তা নাজুক;
বুকে ফুঁয়ে দেই লিখে
যতই হই লাজুক।;)

২| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

দইজ্জার তুআন বলেছেন: তোমার শনি ঘনাইছে

১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অমন করে কইওনাগো
বুকে লাগে কাঁপুনি;
আসি বলে এলোনা
জানটুশ আপুনি। B:-/

৩| ১৯ শে মে, ২০১৬ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আরে ভায়া করেছোকি
ধুন্ধুমার কান্ড
আমি দেখি মহাঘুমে
যেন কুম্ভকর্ণ!

না লাগলে ভাল
দাও মিশিয়ে নুন
তুমি কি দেখনা
চলছে কি গুম খুন!!!

এইতো হবার ছিল
অবাক আর হবে কি
স্বাভাবিকতা হারালে
ভাল কিছু হয় কি?

সব যাক লুটে
থাকো ধৈর্য এটে
বর্গীরা আজ কই
ইতিহাসে ঘৃনা ঘাটে!!

বুঝি ভায়া সবই
তবু কবি নিরবই
মহাকালের কাছে
আছে সব হিসেবই।

একপল সরানোর
নেই কারো ক্ষমতা
মহাজন ভাল বোঝে
নেই তাতে কোন দ্বীধা!

ভুলেছকি সেই কথা
বলে কোরআনে
যে জাতি করে পাপ
শাসক এমনই তার সনে।

বিদ্রোহ ভুলে যাও
রবে চাও ক্ষমা
তিনিই দিতে পারেন
আমাদের পানাহ!

১৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নুন আর মেশাবো কি
প্রতি শ্বাসে বিষ;
মানবেরা ছটফটে
দানবে দেয় শীষ।

ইতিহাস কথা কয়
এভাবে কেউ টেকেনা;
নির্বোধ শাসকেরা
দেখে কভু শেখেনা।

মাটিতেই মিশেছিল
আদ আর সামুদে;
ফেরাউন ডুবে জলেতে
মশাতে মরে নমরুদে।

এই দিন দিন নয়
আরো দিন আছে;
শুনতে কি পাও তা
ভোর খুব কাছে।

৪| ১৯ শে মে, ২০১৬ রাত ৮:৪১

শায়মা বলেছেন: কি লিখেছো সংকেতে ?
বুঝি নাকো কিছু তা...
ভেবে ভেবে হারালাম ছাতা
আর এ মাথা!!!!!!!:(

১৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরে বাপু চটো ক্যান
বড় সুজা ধাঁ ধাঁ;
ভাবলেই ফকফকা
নও তুমি গাধা।

তাও যদি নাই বুঝ
দোষ সব মোর;
ছাতামাতা কি যে কই
লিখবোনা ধুর। /:)

৫| ১৯ শে মে, ২০১৬ রাত ৯:০৭

সিলা বলেছেন: কিসুন্দর করে ছরা লিখেন আপনি আমার খুব ভালোলাগে :)
কিন্তু.....
অনায়াসে দেই গালি
খোদারেও না ছাড়ি।
এটা ভাললাগেনাই :(

১৯ শে মে, ২০১৬ রাত ৯:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কার যে কি কান্ড
আজো নয় প্রমানিত;
ভালো কি আমারো লাগে
যা ঘটে দেখে হই ভীত। B:-)

কি যে ছাই লিখি ছড়া
বুঝেনা কিছু আপু;
ভালো ভালো বলে আর
দিয়োনা লাজ বাপু। :-<

৬| ১৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: আরে সুন্দর হয়েছে তো !!

১৯ শে মে, ২০১৬ রাত ১০:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কও কও যত খুশী
তোমারেতো চিনি;
পাম মেরে মোর সনে
খেলো ছিনিমিনি। |-)

৭| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

সুমন কর বলেছেন: !:#P

১৯ শে মে, ২০১৬ রাত ১০:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইমোতে বুঝিয়ে দিলে
যা বলেছি সত্য;
মোর সনে এ খেলার
হয় কোন অর্থ? B:-)

তোমার ঐ পামে ভুলে
দম্ভে গেছিনু ফুলে;
ফাঁস করে যেই দিলে
হারানু লাজে অতলে। :-< |-)

৮| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:১৬

দইজ্জার তুআন বলেছেন: আপু না বুইঝা পলাইছে :-B

২০ শে মে, ২০১৬ ভোর ৫:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথার কি ছিরি বাপু
তুমি মহা প্যাঁচতো;
পালাবে ক্যান আপুনি
কামে মহা ব্যস্ত।

৯| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:১৬

দইজ্জার তুআন বলেছেন: ভৃগুদাও হাওয়া

২০ শে মে, ২০১৬ ভোর ৫:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এত দেখি চাণক্য
তুমি বড় কূটনা;
এইভাবে প্যাঁচ মারা
মোটে ভায়া গুড না। :-B

১০| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: আমি ভালোকে ভালো, আর খারাপকে খারাপ বলি। এটা মনে হয় সামুর সবাই জেনে গেছে ! ;)

২০ শে মে, ২০১৬ ভোর ৫:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালোরে ভালা কওয়া ভালো
খারাপেরে ক্যান কইলা? B:-/
পাম মেরে জান মোর
বানিয়ে দিলে কয়লা। :-<

১১| ২০ শে মে, ২০১৬ ভোর ৫:৫৩

দইজ্জার তুআন বলেছেন: লেব্বাবা..............
কুনু কতা দেহি মাডিত পরেনা

২০ শে মে, ২০১৬ ভোর ৬:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা বল তা শুনে যাব
নই অত ভোদাই;
ইটের জবাবে হেথা
খাবে পাটকেলটাই।;)

১২| ২০ শে মে, ২০১৬ ভোর ৫:৫৫

দইজ্জার তুআন বলেছেন: ভালো কৈলে সুমনদা খারাপ
সত্য কৈলে আমি খারাপ
ভালোডা কেডা? :-/

২০ শে মে, ২০১৬ ভোর ৬:১২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সাধু সনে সাধু ভালো
চোর সনে চোর;
ভালো কথা কোনকালে
ভাল্লাগবেনা তোর। X(

১৩| ২০ শে মে, ২০১৬ ভোর ৫:৫৬

দইজ্জার তুআন বলেছেন: ফেবুয় আস..............বুঝামু

২০ শে মে, ২০১৬ ভোর ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাভ নেই হুমকিতে
এ শর্মা ডরেনা;
বাঘ হাতি সনে যে লড়ে
চিমটিতে মরেনা।:)

১৪| ২০ শে মে, ২০১৬ ভোর ৫:৫৯

দইজ্জার তুআন বলেছেন: খেক খেক খেক :-B :D =p~

২০ শে মে, ২০১৬ ভোর ৬:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জন্মেও শুনিনি
হাসি এত বিশ্রী;
রোজ ভোরে খাস বাপু
মধু সনে মিশ্রী।

১৫| ২০ শে মে, ২০১৬ সকাল ৯:২১

সোজোন বাদিয়া বলেছেন:
লড়ে যান লড়ে যান
না হয়ে হয়রান।
পাশে আছি জানবেন
প্রয়োজনে ডাকবেন।

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লড়ে নয়,সয়ে যাই
দেখে যাই নিত্য;
অনুভূতি ভোতা আজ
ক্ষয়ে গেছে চিত্ত। :(

১৬| ২০ শে মে, ২০১৬ সকাল ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বলব কি ভাই
বলতেতো কত চাই
পুরা জাতি নির্বাক
আমি কোথা পথ পাই!

কান্নাতেও দমন
শোননি ঐ গান
হায়দার ভাই গায়
বুক ফেটে যায়!!

"আমি চিৎকার করে
কাদিতে চাহিয়া কিরতে পারিনি চিৎকার
বুকের ব্যাথি বুকে চাপা দিয়ে
নিজেরে দিয়েছি ধিক্কার!"

বোবা কান্নায় গুমরায় জাতি
ধর্ষিতা ঐ নারীর জ্ঞাতি-

যারে দেয় ধর্ষক জ্ঞান
ইজ্জতের কি দাম?
নাও লাগে যত টাকা,
জীবনের কর উন্নয়ন।!!!

যার কাছে আছে দায়
ফিরে দাড়াবার
রুখবে কি বেঈমানে
তারাই ছারখার!

কোথা যাবে মানুষ
ভরসার স্থান কই?
তাইতো নিরব সবে
সব! নিরবেই সই!!!!

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''মা যে জাতির বাচ্চাকে তার
মিয়াও ডরে ঘুম পাড়াবে;
সে জাতির নারীর গর্ভে বলো
কি করে আর বীর জন্মাবে?''

ভেবনাকো মোর বাণী
নই অত মেজাজি;
বলেছেন প্রিয় লেখক
আফগান নসীম হিজাজি।

ধরমে বলা যে জাতি যেমন
নেতা তাগো তেমনি;
দুঃখ করে লাভ কি বা
তাক্বদীর মগো এমনি। :-<

১৭| ২১ শে মে, ২০১৬ রাত ২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: হায়দারের আর সায়ানের গানের কথা গুলি কানে ভাসে।। আমি চিৎকার করে আর কি করেছে...।। আসলে পাটা-পুতায় ঘষাঘষি মরিচের দফা শেষ।। কি বলেন??

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গানে গানে দে সাহস
সায়ান আর হায়দার;
জাগে কি চেতনা তব
সবি গায়র আর গাদ্দার। X(

১৮| ২১ শে মে, ২০১৬ দুপুর ২:৫০

অদৃশ্য বলেছেন:



খুবই মজার...

শুভকামনা...

২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লিখেছিনু সিরিয়াস
পেলে তুমি মজা;
এর থেকে দরো বুঝি
লেখকের নেই সাজা। ;) :P

১৯| ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভায়া তুমি আছো কেমন?
ভেবে হচ্ছে খুব টেনশন
রুয়ানুতো ছোঁয়নি তোমাকে?
জলদি জানাও সবাইকে!

নিত্য রাখছি খবর
নেটে-অনলাইনে
মুছে গেছে ভুলে ফোন
ক্ষমা করো নিজ গুনে।

তাই বড় টেনশনে
কি জানি হয় ক্ষনে ক্ষনে
পড়ে মনে ভায়াটি আছে কেমন
রাখুক প্রভু হেফাজতে দোয়া সারাক্ষন।


২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধ্রুম ধ্রিম ডম্বরে
কানে লাগে তালা;
পানা চাই খোদা তরে
আসমানী বালা।

শোকরিয়া লাখো তাঁর
আছি বেশ নিরাপদ;
প্রকৃতির প্রলয় দেখে
জাগে ''খোদা আছে'' বোধ।

দেশের বাড়ী কি যে হাল
কেমন আছে স্বজনেরা;
পাইনি খবর আজো
ট্নেশানে দিশেহারা।

২০| ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
দুইজ্জার তুআন
কেমন আছে ভায়া
তাও সবে জানান
আফনেইতো গন্ডগোল- জলদি থামেন ;)

কত সময় কত নাম
কি বা তার বাহার
সামুতে লয়ে তুআন
আপনার কি খবর?

নিরাপদে আছেনতো
লয়ে আন্নের জ্ঞাতী ভাই
রুয়ানু এবার নাম
সামনে কি হবে ছাই!!!

আছি বেশ টেনশনে
লয়ে আপনাদের সবক'জনে
আরো যারা আচৈ ব্লগার
চাটগার বা ঐ বেল্টের।

সকলেই ভাল থাকুন
নিরাপদে শান্তিতে
এই দোয়া খোদায়
রাখুন সবে হেফাজতে।।

২১ শে মে, ২০১৬ রাত ৮:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দইজ্জার তোয়ানের সনে
হয়নি আজো কথা;
নামখানা পারফেক্ট
হামেশাই দরো যেথা যথা।

তুফানের সনে তার
আজীবন সখ্যতা;
অকূল ঢেউয়ে ধরে হাল
কি নিপুন দক্ষতা।

দরিয়ায় বাস তার
ঝড়ে কে বা ডরে;
কে জানে সে আছে কোথা
মাঝ দরিয়ায় কিবা চরে।

২১| ২১ শে মে, ২০১৬ বিকাল ৫:৩২

মার্কোপলো বলেছেন:




একটু আজগুবি ধরণের ব্লগিং

২১ শে মে, ২০১৬ রাত ৮:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘটে নেই মশলা
সবি লিখি আগডুম;
আসলেই আজগুবি
সাচ্চি বোলা হ্যায় তুম। ;) B-)

২২| ২৩ শে মে, ২০১৬ ভোর ৬:০৬

বলেছেন: ভাল থাকুন দুজনেই সবসময় খুব ভাল। :)

২৩ শে মে, ২০১৬ ভোর ৬:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি কি দারুন
নিক প্রপি বেশতো !
কমেন্টিও ফাসক্লাশ
রয়ে যায় রেশ তো।:)

২৩| ২৩ শে মে, ২০১৬ সকাল ৭:১৫

নীলপরি বলেছেন: ছড়া দারুন লাগলো । সাথে বিদ্রোহী ভৃগুর উত্তরের ছড়াগুলোও ভালো লাগলো । :)
++

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভৃগুদার ছন্দ ভীড়ে
আমি অতি তুচ্ছ;
ঠিক যেনো বাঘ সনে
সারমেয় পুচ্ছ। :(

২৪| ২৪ শে মে, ২০১৬ সকাল ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
দেখো ভায়া
বিনয় ভাল - অতি বিনয় নয়
যা কিছু ছন্দ লিখি তোমা সনে
অমন কথা বলো যদি তবে আর নয়!

ছন্দে গুরু তুমি
তাতো মিথ্যা নয়--
সকলেই জানে
সামু কার ছড়ায় ছন্দময়।

তুমিও যদি হও সরকার :P
আমি আমজনতা
পাইনা পথ পালাবার ;)
দোহাই -অমন করোনা আর :)

শহীদের আত্মারা করে ছটফট
এইজন্যেই কি জীবন দান!
স্বাধীনতার চেতনা কই? হায়
রাজনীতির এত অধ:পতন!

২৫ শে মে, ২০১৬ ভোর ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই দ্যাওনা বাপু
অভিমানী শত চাপ;
গলছিনা সহজেতে
কথা মোর অতি সাফ।

তোমার ছন্দ কাছে
আমি অতি নস্যি;
মনে সাধ সাগরেদি
নেও মোরে পোষ্যি।

গুরুসেবা করে যদি
বর কিছু মেলে;
সে-ই মোর অর্জন
কাটাবো হেসে খেলে।

শহীদেরা অভিশাপে
এ জাতিরে নিত্য;
মননেতে মৃত মোরা
পঁচে গেছে চিত্ত।

স্বাধীনতা আজকাল
ব্যবসার পুঁজি;
তা-ই বেচে বেশ চলে
মেলে রুটি রুজি।

মোরতাদ মোনাফেক
আজ মহা যোদ্ধা;
মিডিয়ার মনি তারা
জুটে শত শ্রদ্ধা।

যদি থাকে টুপী দাঁড়ি
ভুলক্রমে ঈমান;
জঙ্গী তুমি রাজাকার
দাগাবে গালি কামান।

বাস করি কোন দেশে
কি আজব ভূমি !!
শিরকের সয়লাবে
গা উঠে ছমছমি।

ষোল কোটি মুসলিম
মুমিন নেই ষোল;
আর কত ঝিমুবে হে
ঈমানের দ্বার খোল।

২৫| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:০২

জে.এস. সাব্বির বলেছেন: সকালবেলা ব্লগেতে দেখলাম যেই ছন্দ
বাকি দিনটা যেমনই হোক-
কাটবে না মন্দ ।

কথায় কথায় এত ছন্দ কিকরে বানান
খুজে খুজে আমি আজি হয়েছি হয়রান ।
তবু শেষে পাইনি খুজে ।
তাইতো কোন মন্তব্য নয়
থাকছি মুখ বুজে ।

২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''পাওনি খুঁজে'' বলেও ভায়া
মিলালে যা ছন্দ;
তোমা মাঝে ঠিকি পাই
কবি কবি গন্ধ।

আমি লিখি অগাবগা
টুকিটাকি হবি;
ভৃগুদার চেলা আমি
তিনি রাজ কবি।

২৬| ২৫ শে মে, ২০১৬ রাত ৮:৪৭

জে.এস. সাব্বির বলেছেন: কবি নইতো ছোট্ট খোকা
আবাল-তাবোল বকি ।
বড় ভাইদের কমুন্টতে
লিখছি আমি একি!

ভৃগুদা এক রাজারই নাম
কোথায় গেলেন তিনি
রাজসভারঐ কোন ফোকরে
জায়গা ভিক্ষা মানি ।
জানি আমি ঐসে সভায়
'ভাবুক' ভাইয়ার বিচরণ
তাইতো হেতায় জায়গা পেতে
শুনবো না কো কোনো বারণ ।

দেখি এইবার 'ভাবুক' ভাইয়া
আমায় কি কয়
মন্তব্যে তার উত্তর পেতে
দেরি নাহি সয় ।

২৬ শে মে, ২০১৬ ভোর ৬:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছন্দ তোমার উচ্চ অতি
বলছি খেয়ে কসম;
ভয়েই হলুম আধামরা
দাঁড়ায় গায়ের পশম।

ছড়াতেও দিনদিন
বাড়ছে যে দক্ষতা;
কি যে হবে এই মোর
পেইন করে বক্ষটা।

তোমাদেরি মত ভায়া
না পারি গদ্য কিবা পদ্য;
টিকেছিনু এতদিন লিখে
ছড়া যত অখাদ্য।

ছড়া লিখা ধরলে বড়
বুঝি মোর দিন শেষ;
পাঠক হয়ে কাটাবো
বাকী ক'টা দিন বেশ। :-< |-)

২৭| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:০১

জে.এস. সাব্বির বলেছেন: আহা মরি, মোর 'ভাবুক' ভাইয়া
বলছে- এবার একি!
প্রশংসা তো নয় যেন
করছে আমায় মেকি ।

সামু রাজ্যে গদ্যে পদ্যে
অংকুরেছে যেবা
তাকে এতো প্রশংসিয়ে
কষ্ট কেন দিবা(ন)

রাজার আসনে রাজাই থাকুক
জায়গা নাহি চাই
তবু আবদার থাকি যেন
হয়ে ছোট ভাই ।

২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অসহ্য রঙঢঙে
রাগে জ্বলে পিত্তি;
যা কয়েছি নাও মেনে
কথা সবি সত্যি। X((

২৮| ২৬ শে মে, ২০১৬ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: একি একি হচ্ছে শুনি
এক ভায়া তুমি
আবার সাব্বির
ভায়ারও কন্ঠ শুনি!!!

যা কিছু লিখি- ভায়া সাব্বির
কি করি ভাই প্রেরণা; সত্যি। নয় তদ্বির
যদি কিছু চাও ভায়া আগে চিন গুরু
তারপর ছড়া লেখা দাও করে শুরু।

আমারেও আজো তিনি
দেননি শিষ্য পদ
বুঝি নই তারও যোগ্য
তাতেও গদগদ।

উনার পোষ্টে এসে ছাড়ি
যত ছড়া অখাদ্য
তাতেই উনি পাম মেরে
বানিয়ে দেন যেন বাবু দত্ত ;)

@ ভায়া
যা বলেছো সত্যি সবই
নিরুপায় আজ পুরা জাতি
হায়! শহীদেরা লানত দেয়
দেখে এমন পরিণতি।

স্বাধীনতার মান রাখিতে
কালুর ঘাটের উচ্চ কন্ঠ
তার দলের এই পরিণতি
আমজনতা গলায় ঘন্ট!

শেষ ভরসার জায়গাটুকু
যায় যদি হারিয়ে
আশার দিনও শেষ হয়ে যায়
থাকে মাটি কামড়ে!

পেলে খুঁজে ষোল
দেখি সবই এলোমেলো
লাগে মাত্র একজনা
জ্বালবে যে আলো।

কোথা তিতুমির ইশা খা
৭১র বীর শহীদান
কাঁদে বাংলা স্বৈরশাসনে
ডাক দেবে কই সে জোয়ান?

নিজেরে লাগে হীন
হায় হেন পরাধীন
জীবনের চেয়ে বুঝি মরণ ভাল
আঁধার ঘিরে নেই মুক্তি আলো!

প্রভু তুমি দয়াময়
ক্ষমা করো সকলেই
দাও মুক্তি দাও শান্তি
তোমারই অশেষ করুনায়।।


২৭ শে মে, ২০১৬ রাত ৮:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারেও আজো তিনি
দেননি শিষ্য পদ
বুঝি নই তারও যোগ্য
তাতেও গদগদ।

উনার পোষ্টে এসে ছাড়ি
যত ছড়া অখাদ্য
তাতেই উনি পাম মেরে
বানিয়ে দেন যেন বাবু দত্ত ;)


ছিঃ ছিঃ ভায়া শেষকালে
এইভাবে পঁচালে?
বুকেতে বিধলো শেল
সম্পর্কই যেনো ঘুচালে !! :(

গুরু তুমি চিরকাল
দ্যাও বর খুলে ঝুলি;
ক্ষমো মোর ধৃষ্টতা
অধমে দ্যাও পদধূলি।

*************************
তিতুমীর ঈশা খাঁ
ফরাজীর বাংলায়;
রংবাজী করে আজ
গুটিকয় হ্যাংলায়।

বহু আগে জাতি শুনেছিলো
বীর কমলের কন্ঠ;
সেই থেকে বেজে উঠে
স্বাধীনতা ঘন্ট।

আজ তার গড়া দলে
বেড়ালের ম্যাও;
ডরে ধায় লেজ উঁচি
শুনে কুকুরেরে ঘেউ।

জাতির ঘাড়ে আছে চেপে
সিন্দাবাদের ভুত;
কারো কোন রা'টি নেই
জাতি মোরা অদ্ভুত !!

যে জাতি যেমন তার
তেমনি হবে শাষক;
ধরমেরি বাণী সে যে
জাতির ঈমাননাশক।

ঠিকি কয়েছ ভায়া
মোমিন একি কাফি;
হে খোদা পাঠাও তারে
সকলেরে দাও মাফি।

বুকে দাও সেই বল
যেনো কারো ধার ধারিনে;
ঈমানের কিছু আছে আজো
রহমতের আশা ছাড়িনে।

২৯| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:৩২

জে.এস. সাব্বির বলেছেন: রাগ দেখিয়ে ভয় দেখিয়ে
যাহাই বলেন ভাই
শিষ্য হয়ে ছোট ভাইয়ের
পদটা আমি চাই ।

ভৃগু ভাইয়ের ছন্দে আমি
হলাম মাতোয়ারা
বুঝি না ভাই ,মগজে আপনার
আছে কিযে ভরা ।
আগুণ জ্বলে কণ্ঠে যাদের
আপনি তাদেরই অন্তর্ভুক্ত
দ্বৈনদশার এইদেশটাযে
এই আপনাদের কণ্ঠেই হবে মুক্ত ।

নিজেকে আজ হচ্ছে মনে
মহা সৌভাগ্যবান ।
ছড়া-কবিতা লিখবো অনেক
পেলে আপনাদের শিক্ষাদান ।

২৮ শে মে, ২০১৬ ভোর ৫:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্যান বাপু মিছি মিছি
অধমেরে দ্যাও পাম;
জানি বুঝি সবি ঠিকি
নেই মোর সিকি দাম।

যতই চেঁচাও বাপু
মূল হলো প্রতিরোধ;
চেতনায় জেগে উঠো
মননে ঈমান বোধ।

অসিতে মরচে ধরে
মসিতে মূল ক্ষমতা;
তোমাতে স্বপ্ন দেখি
মনেপ্রাণে ধর তা।

৩০| ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

তপোবণ বলেছেন: আজ সামুতে এসে আপ্লুত হলাম। কবিতার ভাষায় সব সওয়াল-জওয়াব! বাহ! দারুণ!

৩১ শে মে, ২০১৬ ভোর ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খেলছি মোরা ছন্দ ছড়ায়
আমরা ছড়ার লাভার;
মূল টপিকে মুখ ঘুড়িয়ে
টানছি হেথা রাবার।:)

৩১| ৩১ শে মে, ২০১৬ ভোর ৪:৫২

ঝালমুড়ি আলা বলেছেন: দেয়ালেরও কান আছে
সব কথা কয়া মানা;
চাইনে বেড়াতে বাপু
রাজ মোহাফেজখানা।

৩১ শে মে, ২০১৬ ভোর ৬:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরো বুঝি সেথা যাব?
বলি মাথা নষ্ট??
জয় মাতা,জয় প্রিন্স
বলি কথা পষ্ট।;)

৩২| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

কালনী নদী বলেছেন: অনেক সুন্দর! পড়ে যথেস্ট ভালো লেগেছে সুপ্রিয় ছড়াকার।

০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানি জানি যা কয়েছ
ষোল আনা মিছে;
পাজী বদ ফাউল বলে
দ্যাও গালি পিছে। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.