নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

আমার পোংটাবেলা ১

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০২



ফুলিয়ে খেলবো বলে
কিনেছিনু দু'খানি;
বাবা দেখে রেগে ক'ন
দিলো কোন দোকানি?

আলগালো একটানে
ধরে জোরে ছু কানে;
হিড়হিড়ে টেনে নিলো
মুদির ঐ দোকানে।

দোকানিরে দেখে বাবা
চেপে ধরে কলারে;
ঝাঁকিয়ে মুচড়ে তারে
আহা সেকি ডলারে!

গালির তুবড়ি ছুটে
'পাজী' 'বদ' 'গন্ধম';
কোন আকলে দিলি তুই
পিচ্চিরে ........ !!!

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


"দোকানিরে দেখে বাবা
ধরে জোরে কলারে;
ঝাঁকিয়ে মুচড়ে তারে
আহা সেকি ডলারে! "

-এলাকার মাস্তান?

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মস্তান নহে ভায়া
সচেতন বাবা;
তুমি কও তুমি হলে
বুঝি ছাড় দিবা?

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: দারুণ

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানমলা,ঝাড়ি খেয়ে
দশা কি করুণ;
তাও গুরু কি করেগো
কইলে দারুণ!!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: দারুণ!

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ কেমন রসিকতা
তুমিও কইলে সে-ই;
তোমারে কি কবো কও
দুখেই হারানু খেই। :(

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: দারু মানে কাষ্ঠ গো অভিধানে লেখা যে
দারুণ তো কাষ্ঠল—বুঝে নিও এ কাজে।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেলাম হে ভ্রাতা তোমা
বেঁধেছ যা ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০

জাহিদ অনিক বলেছেন:


ওসব নিয়ে সবাই খেলেছে; যারা খেলে নাই তারা অতিশয় ভদ্র !

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমিও খেলেছ বুঝি
কওনাগো ঘটনা;
শুঁকে শুঁকে ঠিকি বুঝি
ঘটনাটা ছোট না।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: বাহ, বেশ।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝি পাম,তবু বাপু
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো। ;)

৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




ছিলেন তো আসলেই পোংটা
এখন কেন দিলেন ঘোমটা ?

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এখন যে সাদাসিধে
ব্যপারটা তা না;
হয়েছিগো আরো ঘাগু
সব কয়া মানা। :-B ;)

৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন:
ইঁচড়েপাকা!!!

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজীবনি দিলে মোরে
হুদাহুদি ঘাঁইটি;
ভুলে গেলে চলবেনা
তোমারই যে ভাইটি। :P

৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: ভালো লিখছস !!

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই কওনা পামে
খুব ভালো লিখি;
মনে মনে ভাবছো কি
বুঝি সবি ঠিকি। /:)

১০| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

ডঃ এম এ আলী বলেছেন:
দারুন হয়ছে এ ছড়া
এক টানে হল পড়া ।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দ'চার লাইনে ভায়া
এঁকেছিনু শৈশব;
ভেবনা সদাই ছিনু
সাথে নিয়ে ঐসব। ;) :-B

১১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৮

এম আর তালুকদার বলেছেন: .
.
.
.
তখন ইহা উড়িতো হাওয়া খেয়ে অাকাশে
এখন তো ঢুকে পরে যার তার বাঁশে।
এখন আর উড়েনা, থাকে সে যনিতে
হাওয়া আর খায়না, পেট ভরে মনিতে।

দুঃখিত, বেশি বলে ফেললে নিজ গুনে শুধরে নিবেন।

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও বাবারে তুমি দেখি
দশ কাঠি বাড়া!
বেলুনে তোমারতো হে
পিএইচডি সারা!!! #:-S

১২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: "ওটা" কি আর এমন ক্ষতি করে :(

১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো সে একি কথা
বাবারাই বুঝেনা;
ফুলিয়ে ফাটাতে ওটা
কি মজা তা খুঁজেনা। :P

১৩| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার।

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এ বেলায় অফ যাও
বুঝি সবি ঠিকি;
সকলেরি পোষ্টেতে
কও তুমি একি!! :(

১৪| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইয়াক! সেকি গন্ধ
বিবমিশা উল্টি
কেমনে পেরেছো ভায়া
নীচু উচু পাল্টি :P

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমন যে করা যায়
মাত্র তা জানলুম;
এ ব্যপারে তোমারেই
গুরু আজ মানলুম। ;)

১৫| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

সোহানী বলেছেন: হাহাহাহাহা.........

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এমন কি হলো বাপু
হেসে হলে কুটি;
টাকা মোর জলে গেলো
খেলনাও দুটি। |-)

১৬| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসম :)

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসাম না সেটি ছিলো
স্বদেশীই পণ্য;
'রাজা' ছাড়া কুটিকালে
কিনি নাই অন্য। :-B

১৭| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘর ঝাড়ু দেয় বুয়া
হররোজ র‍্যান্ডম,
খাটের নিচেতে দেখে
ভেজা এক কন্ডম।

এ জিনিষ আগে কভু
দেখেনি হারুর মা
কত্রিরে ডেকে কয়
এটা কিগো আম্মা?

কত্রি কয় কোন কালে
হয়েছে তোর বিয়ে
তোর জামাই করেনারে
তোর সাথে 'ইয়ে'?

''খুব করে'' বুয়া কয়
চেয়ারেতে বইসসা
কিন্তু তার চামড়া কভু
পড়েনিকো খইসসা!!
:P :-P :-P

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আক্কেল কিগো তোমা
ফেলো কেন খাট তলে?
নাকি ভায়া পড়েছে তা
তাড়াহুড়ো ফাঁক গলে?

যেভাবেই পড়ুক তা
হও আরো সাবধান;
চোখে তা পড়লে লোকে
কও কার লাভখান?

ভাবী নয় স্মার্ট বলে
কাটালো ব্যপারটা;
এরপরে ফেলো প্লিজ
মুড়িয়ে পেপারটা।

হারুর মা ভেবে সারা
তোমারই সে চামড়ায়;
লজ্জায় আমারই যে
জীভে দাঁত কামড়ায়।

তয় ভায়া যাই কও
কমু আমি সাফ সাফ;
ইউনিক স্টাইলেতে
খিলাড়ি হারুর বাপ। :P

১৮| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬

শায়মা বলেছেন:


এতদিন পরে ভায়া লিখছেন পোস্টু!
চোখ ডলে আসি ছুটে দেখছি কি ঘোস্টু!
শুরু করি তাড়াতাড়ি পড়ি পড়ি হড়বড়
মাই গড মাথাতেই, বাজ পড়ে কড় কড়!

লিখেছে কি ভাইয়াটা ডট ডট তারপর
ধাঁধা বুঝে নাও খুঁজে খেটে মাথা উত্তর!
ওহ নো কি যে লিখি উত্তর জানিনা
এই কি গো হতে পারে আমি তাহা মানিনা।

তার চেয়ে ঘুমাই রে উঠি বেলা সকালে
আলোচিত পাতাতেই পোস্ট গেছে অকালে
কমেন্টে খুঁজে দেখি কে কিবা লিখেছে
কয়জন কতবার লেখাখানি দেখেছে।

কমেন্টু পড়ে পড়ে চোখ ছানা বড়া
তার চেয়ে জবাব যে অতিশয় কড়া
১১তে লিখলে যা হেসে মরি তাহাতে
উত্তরে তুমি পাঁকা ডান কিবা বাম হাতে।


গিসুভায়া বাপরে কি লিখছেন ছন্দ
হাসিতে হাসিতে আমি হয়েছি যে অন্ধ।
তুমি যদি ১০ পাও সে যে পাবে বিশ
তারপর দুয়ে মিলে খেয়ে মরো বিষ!!!!!!!!!!!!!


বেঁচে থেকে উত্তর লেখো যদি হাসিতে ( উল্টা/পাল্টা আর কি X(( )
ফাঁসি দেবো দুজনেরে এক খানি রশিতে!!!!!!!! :)

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্যপারটা তাই আসলে
হেসে আমি খুনটা;
কি ছেড়ে কি রচিবোগো
লিটনের গুণটা।

জিনিয়াস মাল সে যে
যা ধরে তা সোনা;
শয়তানি কারবারে
মাথা অতি ঝুনা।

কি দারুন রচে গেলো
ছন্দেরি রম্য;
জলের মতই সুজা
সুখ বোধগম্য।

নয়া করে কবো কিবা
মন আগেই কেঁড়েছে;
এ বেলায় লিটনদা
মোরে ভাতে মেরেছে।

বিশ নয় আমি কবো
দ্যাও তারে একশো;
এমন নিখুঁত ছড়া
আগে কভু দেখছো?

মরি যদি তার সনে
ঝুলে এক রশিতে;
সাচ কই তারো আগে
যাবো মরে খুশিতে।

পোংটার সাথে সাথে
খাটাশ এক ছেলে;
নাইলে কেউ ও জিনিষ
খাট তলে ফেলে?? (ওয়াগগগগগ)

১৯| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

জুন বলেছেন: @ শায়মা আমি একটি ম্যানিলা দড়ি নিয়ে এখনি রওনা দিচ্ছি । তুমি শুধু ঠিকানাটা বলো ;)

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারে ঝুলাতে তার
আগ্রহ সেকি ইশশশ;
ওকে ওকে চলে এসো
ভূতের গলি চারশো বিশ।

২০| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:






হা হা হা ।

আপনি কী নিয়ে পারেন না ছড়া কাটতে
লজ্জা নাই সরম নাই গেলো সবাই ভেস্তে
বাঙ্গালীরে দিলেন আপনি উসকে
কমেন্ট পড়ে গেলাম আমি ভসকে !
কেউ কেউ যাচ্ছে দড়িতে ঝুলতে
এ কী আপনার ছিলো মনেতে ইচ্ছে !

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথায় পারবোনাগো
সে আগেই বুঝাটি;
এও বুঝি খুব চামে
দিলে ভারি খোঁচাটি।

আমি বাপু কয়েছিনু
দুখ ভরা গল্প;
লোকে তাতে খুঁজে ফান
কথা বুঝে অল্প।

বুঝেনা কেউ লিখেছি কি
এই হলো ছিরি;
মন চায় রাগে দুখে
করি হারিকিরি। :-<

২১| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

টারজান০০০০৭ বলেছেন: :P :P :P

২২| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

২৩| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

আখেনাটেন বলেছেন: নেংটা পোলা, অাগুনের গোলা
মারল ছুড়ে, বেলুন ফোলা
রেগে বাবা, খুন্তি ছোড়ে
লোকেরা বলে, পোলা বড়ে

মজা পেলুম পড়ে। :P :P

২৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১০

থার্মোমিটার বলেছেন: মহাকাব্যের পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম =p~

২৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

শায়মা বলেছেন: হায় হায় আমি তো আরও একখানা মহাকাব্য রচনা করেছিলাম ! কই গেলো!!!!!!! B:-)

২৬| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুই খান রাজা কিনে
যাচ্ছিল ফার্মগেট
বস্তির পাগলীকে
করেছিল তার্গেট।

আচমকা বাপ সনে
দেখা হয় গলিতে
পুত্র'তে রাজা দেখে
ভুলে যান চলিতে।

ক্যাঁক করে ধরে কান
'এই ব্যাটা নচ্ছার
কই জাচ্ছিলি ক,
হাতে কিরে খাচ্ছর।'

সত্যটা, যাচ্ছিল
পাগলীর মিশনে
(তা) বেমালুম চেপে যায়
মিথ্যুক জেসনে। :-P :-P


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.