নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

আম-পাপ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬



পাগল নাকি?কইবো কথা
নেইকো অত ঠ্যাকা;
ধরলো কারে,বাঁধলো কারে
আমার কিসে ছ্যাকা?

মরছে মরুক,যাক নরকে
গেলোই বা দেশ লাটে;
গা বাঁচিয়ে বেশতো আছি
সুখেই ঘুমাই খাটে।

রূপকথা গান শুনিয়ে কারো
পুরলে ধরে জেলে;
আমার কিবা,খুশি আমি
টাইমলি বেতন পেলে।

শান্তিটা চাই ছিমছামেতে
এই জীবনে লক্ষ্য;
মরলো কেবা নেই বিবাদে
''নো'' নেবো না পক্ষ।

বান এলে ছাই আমার কিহে
আমার উঠোন শুকনাই;
যেই এলো বান আমার ভিটেয়
ডেকেও দেখি লোক নাই!!

ডাকছি লোকে,সবাই দেখে
কেউ ক্যাঁ কথা কয় না!
এবার বুঝি কোন সে পাপে
কয়ার কেউ রয় না।

এভাবেই একদিন
শান্তির পূজারি;
কেঁদে মরে মাথা কুটে
খুঁয়ে সব উজাড়ি।

মন্তব্য ৩১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একটি বিষয়ই বেশ কয়েকদিন সব মিডিয়াকে গরম করে রাখবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝনি কয়েছি কি তা
সমস্যা ওখানে;
দেখে যাই,চেয়ে থাকি
তুলো গুজে দু'কানে।

গরম হবারই কথা
নয় কি তা মুখ্য;
আজ তার,কাল আমার
এ যে আম দুঃখ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুশীল নামের ভং ধরেছে
মিডিয়াও সং সেজেছে
দিচ্ছে কত দোহাই
ক'দিন আগের ভুমিকাও কেহ ভোলে নাই!!

পুরােনা সেই ধ্বনি আবার
আজকে পেলাম ফিরে
কোথায় সিরাজ? কোথায় খালেদা
বাজে একই সুরে!!!

অহংকারে পতন হয় গুনিজনে কয়
অস্ত্র, মিথ্যা গায়ের জোর চিরদিন না রয়!
রাত রয়না সারাজীবন ভোর নিত্যই হয়
অন্ধকারে ভয় নেই বীর সত্যি যারে বীর কয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব হয়েছে ফুর্তি তাগো
চাক্কা যে আজ উপড়ে;
জেল্লা ঝরে,ছন্দ ভরে
মূদ্রা কত নুপুরে!!

পড়ছে না পা ধরাতে আর
যায়না থাকা ঝাঁঝে;
শেষ বিকেলের নাচন কি আর
রইবে আগাম সাঁঝে?

নাচুক নাচুক,আর থোড়া'খন
ডুবলো বলে রবি;
আঁধার পরেই নতুন প্রভাত
নতুন আশার ছবি।

চর্বি যা যা গলবে সবি
বুক ভাসাবে কেঁদে;
সাবেরূন সাবেরূন
আর কটা'খন দে দে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




প্রথম ছত্রের বক্তব্য ঠিক আছে । কিন্তু বাকীগুলো ক্ষেত্রবিশেষে ঠিক ।
বুঝিনে, মানুষজন এতো আহাম্মক আর গর্ধভ কেন ? আমার নিজের ঘরে ভাত নেই, চাকুরী নেই, নিরাপত্তা নেই, চারিদিকে শুধু অভাব আর অভাব ; সেই আমি নিজের ভাত খেয়ে কোন আক্কেলে অন্যের , যে অন্যেরা আমার সকল অধিকার লুটেপুটে নিয়ে ছোবড়া বানিয়ে রেখেছ, সেই অন্যের কি হলো না হলো তা নিয়ে ঘুম নষ্ট করে ফেলছি ! তর্কের ঝড় বইয়ে দিচ্ছি !
আমরা এতো মগজহীন কেন ? রক্তের দোষ ? জিন্দেগী ভর অন্যের গোলামী করে আসার মানসিকতা কেন ঝেড়ে ফেলতে পারছিনে ?
নিজের প্রতি সামাজিক , রাষ্ট্রীয় সব অবিচারের কোন খোঁজ নেই , অন্যের প্রতি সুবিচার নাকি অবিচার করা হলো তা নিয়ে মাথাব্যথা নেই । এসব দিয়ে কি আমার ভাঙা ঘরের টিন থেকে জল পড়া বন্ধ হবে ? আমার বেকার ছেলেটির কি চাকুরী হবে ? আমার রোগাক্রান্ত মায়ের কি চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে ? আমার সকল নাগরিক অধিকার কি রক্ষিত হবে ?

হায়রে গর্ধভ বাংলাদেশের মানুষ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!






০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা এতো মগজহীন কেন ? রক্তের দোষ ? জিন্দেগী ভর অন্যের গোলামী করে আসার মানসিকতা কেন ঝেড়ে ফেলতে পারছিনে ?

সে-ই হলো প্রবলেমো
মনে আজো কেরাণি;
বাঁচি-মরি তাগো তরে
গোলামীয়া 'হে রাণী'। |-)

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

সোহানী বলেছেন: কাল থেকে দেশের খবর দেখে মনে হচ্ছে দেশে একমাত্র ভিলেন খালেদা জিয়া এবং তার শাস্তি হবার সাথে সাথে দেশের যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে.....। ভালোতো এভাবে যদি দেশের সব সমস্যার সমাধান হয় ভালোতো ভালো না............!!

জি ভাইয়ের মন্তব্যে কঠিন লাইক......... হায়রে গর্ধভ বাংলাদেশের মানুষ !!!!!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবতে চাইনে আর
লোড নেয়া যায় না;
বাদ দ্যাও,কও আগে
কি ক'লো সে আয়না?

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


ষোলআনা উসুল হলেই পরের খোঁজে নামে এদেশের বেশিরভাগ মানুষ, মানে আগে ঘর তারপর পর আরকি! আফসোস!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বান এলে ছাই আমার কিহে
আমার উঠোন শুকনাই;
যেই এলো বান আমার ভিটেয়
ডেকেও দেখি লোক নাই!!

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ভালো লিখছেন ভায়া
মুগ্ধ হলেম ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পামে দেখি তুমি ভায়া
ভালো পারদর্শি;
যতই দ্যাওনা পাম
উঠিবোনা হর্ষি।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১

শামচুল হক বলেছেন: শেষের ছন্দটা ভালো হয় নাই উপরের সব ভালো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নইকো ভায়া জাত লিখিয়ে
লিখি যে সে-ই কাফি;
পড়লে,অতেই প্রহ্লাদ আমার
খারাপটুকুয় মাফি।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪১

প্রামানিক বলেছেন: কিল খাওয়ার ভয়ে ভাইরে ঘরে বসে থাকি
কাঁথার তলে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ ডাকি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয় সে তোমার হাল একারি
জাতিই অবরূদ্ধ;
মরছি ডরে,খুব কি দুরে
ভাই-ভ্রাতারি যুদ্ধ?

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: ছন্দে ছন্দে দারুন লাগলো ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমার কমেন্টখানি
বড় ভালা লাগলো;
ছোট্ট কমেন্ট,তবু
হৃদে দাগ কাটলো।:)

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতা শুরু কিছু বলার নাই তবে
সয়ে যেতে হবে সব নীরবে। :|

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেইতো বাপু আম-পাপ হে
দেখেও মুখে তালা;
বোবার দুখেও অন্য সবে
রইবে কানা-কালা!!!

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৭

মলাসইলমুইনা বলেছেন: কয়েছেন কথা সত্য,
তবুও সে কথা ব্রাত্য |
সত্য সুন্দরের সব রেশ,
এই কালে,এই দেশে শেষ !!

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য সুন্দর।

শুভ সকাল।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩

আবু তালেব শেখ বলেছেন: হেহেহেহেহেহে :D :D B-) :D

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যা ইচ্ছা তা করে যাও
পাইছো যখন বাগে,
মনে রেখ শিত কখনো
যায়নাকো এক মাঘে।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

উম্মে সায়মা বলেছেন: এ করেই তো শেষ হল সব। আমাদের চিন্তা হল গেলে অন্যের যাচ্ছে, তাতে আমার কি! এরপর আমার বেলায়ও লোকের মনোভাব তাই। :|
ভাবটা ছড়ায় ভালো তুলে ধরেছেন।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বিদেশে কামলা খাটি বলেছেন: সুন্দর ।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মনিরা সুলতানা বলেছেন: আমরা উই হেইট পলিটিক্স প্রজন্ম
যা হইয়ে ওদের হইয়ে আমাদের কি !!

লেখায় ভালোলাগা !

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আহমেদ জীএস ভাইয়ার কমেন্ট খুব ভাল লেগেছে।
সাথে আপনার ছড়াও।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

সোহানী বলেছেন: যাকগা্ .... যা অবস্থা চলছে দেশে বেশী চিন্তা করতে গেলে হার্টটাইতো ফেইল করবে। তাই আপাতত: চিন্তা ডিপ ফ্রিজে রাখছি। জানোইতো আমার হার্ট কিন্তু একটা.................

হ্যাপি ভ্যালেইন্টাইনস ডে.......



আয়নায় মুখ দেখার সময় কোনভাবেই ম্যানেজ করতে পারছি না। বিজি বিজি বিজি....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.