নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

আজ কবি কাজী ফাতেমা ছবির জন্মদিন

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০



শায়মারে উয়িশ করে
ভুলে গেলে চলবে?
পরে বাপু হা হুতাশে
অনুতাপে জ্বলবে।

কথা বাপু শেষ নয়
আরো আছে ঘটনা;
আলবাৎ জেনে রেখো
ব্যপারটা ছোট না।

জেনো সবে আছে যা যা
হেথা ধাম দ্বারকা;
সে তাদেরই সখীকুল
সে-ও মহা তারকা।

নামেই সে ভারে কাটে
বাই বর্ন কবি সে;
আরো এক প্রিয় মুখ
কাজী ফাতেমা ছবি সে।

খুব নয় এই ধরো
দু'বছর ও ক'টামাস;
কি করে ছবিটা যেনো
হলো মোর অতি খাস।

খাস মানে শুধু খাস
রীতিমত প্রিয়ারে;
ফিসফিস,চলছেগো
খুব পরকিয়ারে।

মাইয়াটা অতি সোজা
নেই ছিটে মেকিগো;
আহা মায়া,লাগে মায়া
যত তারে দেখিগো।

ভাবেই সে করে বাস
লিখা তার হবিরে;
আজকাল যা করে সে
ভালো লাগে সবিরে।

কবিতা যা লিখছে সে
পড়ে যাই চিমসে;
আদতে সে জাত কবি
ভারি লাগে হিংসে।

অটুকুনি দৌড় মোর
লিখায়তো পারি না;
তাইতো সুযোগ পেলে
খোঁচা মারা ছাড়ি না।

ছন্দের মালা গেঁথে
বাঁধে যা সে কবিতা;
হিংসিত,তা-ও কই
মানে সেরা সবি তা।

লেখিকা সে পুরোপুরি
নেই অতে ভ্রান্তি;
অবিরাম লিখে চলে
সতত অক্লান্তি।

যা-ই দেখে তা-ই লিখে
ছবি আঁকে ছন্দে;
সারাদিনি ভাবে থাকে
কি সকাল সন্ধে!!

কথা ফুরোবার নয়
মিটবেনা কয়ে আঁশ;
বোকাটারে ভালোবেসে
হয়েছে সর্বনাশ।

বকবক মেলা হলো
বাজে কথা বাদ দে;
জানো কি সকলে আজ
ছবিটারো বাড্ডে।

কিভাবে জানাই উয়িশ
কি করি কি করি?
কি করে সুধাই হায়
লাজে মরি,সরি।

কি যে লিখি,কি যে বকি
আর কত ভাববো?
অগা ঘটে লিখি শেষে
আগডুম কাব্য।

তেজস্বি থাক সদা
তোমার ঐ মসি;
লিখার গগনে থেকো
হয়ে রবি শশি।

সুখে থাকো,ভালো থাকো
এই মোর প্রার্থনা;
লিখে যাও অবিলীন
খুঁজে কভু স্বার্থ না।

কি করে প্রকাশি কও
তুমি কত প্রিয়;
আজ এই শুভ দিনে
ভালোবাসা নিও।

আনন্দে সুখে সুখে
লিখে যাও অবিরাম;
লেখনির সুরভিতে
ছড়াবে তোমারি নাম।

প্রাণভরে দেব তারে
মন থেকে দোয়ারে;
এভাবেই থেকো সদা
ভালবাসা জোয়ারে।

দুখ-জরা হোক লীন
বুকে সুখ ধিনাধিন;
ভালোবাসা ভালোবাসা
ছবি,শুভ জন্মদিন।

মন্তব্য ৭৫ টি রেটিং +২১/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বাপরে বাপ!! চার দমে পড়লাম, ছেড়ে দে মা কেঁদে বাচি। এত বড় ছড়া!!! খুউউউব ভালো লাগল

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঠিকাছে ছেড়ে দিলেম,
ভালো লাগায় ভালো লাগা................ :)

২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

স্রাঞ্জি সে বলেছেন:

কবির জন্মদিনে শুভেচ্ছা রইল।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পৌঁছে দিলেম,
অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

শায়মা বলেছেন: ছবি আপুর জন্মদিনে শুভেচ্ছা অফুরান!

আর ভাইয়ামনি তোমাকেও ভালোবাসা, ভালোবাসা!!!!!


থাক আর ঝগড়া মারামরিতে গেলাম না !!!

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক আর ঝগড়া মারামরিতে গেলাম না !!!

অবাকই হলেম!!
এও বুঝি সম্ভব !!! ;) :P =p~

ইয়ে,,,
মেনি মেনি শুভেচ্ছা তোমাকেও............

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: শুভকামনা রইলো কবির জন্য।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুভ কামনা জানিয়ে দিলেম
আপনাকেও ধন্যবাদ :)

৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

সনেট কবি বলেছেন: দু’জনের জন্য অনেক শুভেচ্ছা।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবী কেমন আছেন? :P

৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

সনেট কবি বলেছেন: দু’জনের জন্য অনেক শুভেচ্ছা।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হোক না সনেট এক...............

৭| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২২

রাকু হাসান বলেছেন:



কবির জন্মদিনের শুভেচ্ছা , আমার পক্ষ থেকে কদম উপহার

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এবারো খাসা উপহার মাইরি,
নিশ্চিত ছবি বাগবাগ.............

৮| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬

জাহিদ অনিক বলেছেন:


ছবি আপি অনেক দিন থেকে ব্লগে নেই-------
আপুকে জন্মদিনের শুভেচ্ছা

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিরে এসো ছবিপু

৯| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুভ জন্মদিন।

পুনশ্চঃ
পিকচার আপুকে তো ব্লগেই পাই না। :(

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তিনি ইদানিং ব্লগিং ছেড়ে পিকচার তোলায় হাত পাকাচ্ছেন
(লাখ টাকার ক্যামেরা মাইরি..............!!!)

১০| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:১২

মলাসইলমুইনা বলেছেন: হ্যাপি বার্থডে, কাজী ফাতিমা ছবি
আজো চাই কিছু মোবাইলোগ্রাফি
ক্যাপশনে কিছু ছন্দ
হবেনা মোটেই মন্দ !

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সহমত সহমত
আইডিয়া খাসা হে;
মেলা দিন পরে এলে
জেনো ভালোবাসা হে।

১১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৮

চাঙ্কু বলেছেন: কুবিরে হেভি বাডডে!

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কুবিরে জানাইয়া দিলাম............

১২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৪

কুঁড়ের_বাদশা বলেছেন: শুভ জন্মদিন ছবি আপা। ;)

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কুঁড়ের বাদশা নামদার এই রাতদুপুরে ঘুমোয়নি?

১৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:



কবির জন্য জন্মদিবসের শুভেচ্ছা!

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওকিলো !!
কাকু দ্যাখি আজ পুরো ঠান্ডা শশা !!!
শরীর ভালোতো? B:-)

১৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন:

ঘুম আসিয়াও আসিতেছে না ....

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একটা তরিকা জানি কিন্তু কয়ার জায়গা সহি না ;)

১৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৪

সোহানী বলেছেন: শুভ জন্মদিন ফাতেমা আপু....... ভাগ্যিস কি করি ছিল তা না হলে তো জানতেই পারতাম না।

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হ্যাঁ লো, টেন্ডার পেয়েছি
বাকী কথা জানুয়ারীর ৯তারিখে ;)

১৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫৫

অন্তরন্তর বলেছেন: প্রথমে আপনাকে ধন্যবাদ জন্মদিনের পোস্টের জন্য। শুভ জন্মদিন কবি কাজী ফাতেমাকে।

১৭ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ,
পাঠে কৃতজ্ঞতা............. :)

১৭| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: কাজী ফাতেমা ছবি'র জন্য জন্মদিনের শুভেচ্ছা!
আর আপনাকে ধন্যবাদ, ছন্দে ছন্দে এসব দিনের কথা ব্লগারদের স্মরণ করিয়ে দেয়ার জন্য।

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সমাদৃতির জন্য আপনাকেও ধন্যবাদ।
জানি আগডুম তা-ও উৎসাহ এবং লজ্জা দুটোই পাচ্ছি................ :`>

১৮| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৩

স্বপ্ন কুহক বলেছেন: দু’জনের জন্য অনেক শুভেচ্ছা রইল ।

লেখক বলেছেন: ওকিলো !!
কাকু দ্যাখি আজ পুরো ঠান্ডা শশা !!!
শরীর ভালোতো? B:-)


ভাল থাকলে ভাল লাগেনা ? =p~

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনি কে বলুন তো!

আপনার ব্লগে যেয়ে দেখলাম আপনার এই নিক একবছরের একটু বেশি, কোন পোস্ট নেই, তাই কোন মন্তব্য পাননি, মন্তব্য করেছেন অল্প কিছু, কে আপনি! যে অামাকে এত আচ্ছন্ন করে গেলেন, এত বিমোহিত করলেন, কবিতার কাব্যঘ্রান যে এত স্পর্শীয়, তার স্বাদ বিলিয়ে গেলেন!!

বলেবেন আপনি কে? যে এমনভাবে কথা বলতে পারে তাকে দেখতে না পাই তার সম্পর্কে জানতে তো পারি!

সকাল থেকে কেবল আপনার বলা এই কথাগুলো পড়ছি আর পড়ছি।

আসক্তিকে অন্ধকারচ্ছন্ন বললেন কেন? আসক্তি বদলে যায় বলে?
প্রণয় যদি অতলস্পর্শী হয় তো ধূসর কুয়াশায় ঢাকা পড়ে কি করে?
কবির কল্পনায় বনলতা অপ্রকাশ্য, কিন্তু মানুষের কল্পনায়?

আসলে মৃত সৌন্দর্যের জন্য বনলতা সেন নয়।

ক্ষণিকের জীবনে সবটাই ক্ষণিকের । "আমরণ" ভেবে আনন্দ পাই আর কিছু নয় । ......... এত সঠিক কথা অনেকদিন শুনিনি।

অন্তত মরণ পর্যন্ত সেটা তো ভাবা যেতে পারে, আর এভাবে ভাবলে জীবনের মানে কঠিন হয়ে দাঁড়ায়। কিন্ত জীবনটাই আসলে আমাদের কাছে নিরুত্তর। যেমন নিরুত্তর বনলতা সেন।


তবুও আমরা উত্তর খোঁজার চেষ্টা করি।

আপনি যেভাবে কথা বলেছেন কার প্রতিউত্তর সঠিকভাবে করতে পারলাম না ব্যস্ততার জন্য।
যদি সুযোগ দেন তো পরবর্তীতে আপনার সাথে অনেক কথা হতে পারে। আপনি নিশ্চয়ই অনেক মেধার অধিকারী কেউ, অনেক উদার আর প্রস্ফুটিত কেউ, যে অনায়াসে অন্যের অনুভবে দোলা দিয়ে যেতে পারে।

আমার এই কবিতাকে এবং আমাকে যে উঁচু আসনে আপনি বসিয়ে দিলেন, আমি বাকরুদ্ধ, আমি নরম আর কোমল হয়েছি অনেকখানি। আমার এই কবিতার মাধ্যমে আপনি আমাকে, আমার বিশুদ্ধতাকে খুঁজে পেয়েছেন, আসলে আপনি আমার বুকের সেই আশ্চর্য শূন্যস্থানে স্পর্শ করেছেন।

অনেক ভাল থাকুন আর এমন কবিতার জন্য অপেক্ষা করুন।
কে?
কে?
কে?
কে?
কে?
কে আপনি?

১৯| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৪

মামুন ইসলাম বলেছেন: দুজনকেই শুভেচ্ছা আর ভালোবাসা।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনাকেও ভালোবাসা :)

২০| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: ছড়াটা বরাবরের মতোই ভালো লাগলো ।

ওনাকে অনেক শুভেচ্ছা

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টাও বরাবরের মতনই বিন্দাস :)

২১| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শায়মারে উয়িশ করে/ভুলে গেলে চলবে?
পরে বাপু হা হুতাশে/অনুতাপে জ্বলবে।

দুজনকেই শুভেচ্ছা আর ভালোবাসা।
হয়েছে বাপু হয়েছে, অনেক অনেক ধণ্যবাদ
....................................................................................................................................................................

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে যে হয়েছে তা বাপু শুভেচ্ছাতেই জলবৎ তরলং :)

২২| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: কাজী ফাতেমা ছবিআপুর জন্মদিনে শুভেচ্ছা। আর ছন্দের জাদুকর আপনাকে জানাই অভিনন্দন।


দুজনকেই অফুরান শুভকামনা রইল।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন:

জাদুকর না জাদুকরনি? =p~ :P =p~

২৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




ছবির রানীকে সাজিয়েছেন বেশ
জন্মদিনে দেখছি তারই রেশ ।

ভালো থাকুক কাজী ফাতেমা ছবি । আগামী দিনগুলো তার ছবির মতোই সেজে উঠুক ।


১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো থাকুক কাজী ফাতেমা ছবি । আগামী দিনগুলো তার ছবির মতোই সেজে উঠুক ।

তেমনিই হোক..............

আপনার তরেও একি কামনা

২৪| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

অচেনা হৃদি বলেছেন: ছবি আপুকে জন্মদিনের শুভক্ষণে অনেক অনেক শুভেচ্ছা জানাই! :)

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও ছবিপু,
বুঝিয়া লও হে..............

২৫| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন ছবি কবি। ছড়াকারকেও শুভেচ্ছা। আসলে ব্লগে অনেব প্রতিভাবান নারী ব্লগার আছেন। তাদের নিয়ে লিখতে থাকলে অন্য কিছু নিয়ে লেখার সময় কোথায়???

অভিনন্দন কবিতায় জন্মদিনে ।

মনে রাখতে হবে দেশে ক্রান্তিকাল চলছে।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আসলে ব্লগে অনেব প্রতিভাবান নারী ব্লগার আছেন। তাদের নিয়ে লিখতে থাকলে অন্য কিছু নিয়ে লেখার সময় কোথায়???

মনে রাখতে হবে দেশে ক্রান্তিকাল চলছে।


মোক্ষম বলেছেন হে প্রিয় কবি,
ইদানিং প্রায়ই ভাবছি যে বিদ্রোহী ভৃগু পার্ট টু হয়ে যাবো
ঐ সাতান্নতেই যত পেঁরাগো, নইলে....................

২৬| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

অচেনা হৃদি বলেছেন: যার পোস্টে এসে অন্যদের শুভেচ্ছা জানাচ্ছি তাকে তো কিছু বললাম না। :P

কি করি ভাইয়া, আপনার ছড়া লিখতে পারার দক্ষতা দেখে সত্যিই অভিভূত।
অনেক ভালোবাসা জানাই আপনাকে! ধন্যবাদ! :)

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থাক থাক লাগবোনা
খালি যত মিছে পাম;
জানি জানি এই ব্লগে
নেই মোর ছিটে দাম। |-) :-<

২৭| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
শুভজন্মদিনে
প্রার্থনা প্রভু সনে
তারে রেখো সূখি মনে
চিরদিন সারাক্ষণ অনুক্ষনে :)

জন্মদিনে অনেকঅনেক শুভকামনা! :)

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শরীরের এখন কি দশা হে গুরুভ্রাতা?

২৮| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০

করুণাধারা বলেছেন: শুভেচ্ছার ডালি নিয়ে কত মানুষ উপস্থিত, দেখা নেই শুধু ফাতেমা ছবির!!

কবি কোথায়? জন্মদিনে অনেক শুভকামনা জানাই।

ধন্যবাদ কি করি....., এমন চমৎকার আয়োজন করার জন্য।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিসফিস,
কবি এখন শহিদুল হুজুরের ডেরায় হাবিব আনাম বাবুর্চির বিরিয়ানী গলার্ধঃকরন করিতেছেন.............. ;)

২৯| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: অনেক শুভ কামনা।
ভালো থাকুন।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক ধন্যবাদ,
ইয়ে ভালো কথা..............

৩০| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০

কাছের-মানুষ বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা রইল। আপনাকেও ধন্যবাদ।
সহব্লগারের প্রতি আন্তরিকতা ফুটে উঠেছে লেখায়।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহহ,
আপনার কমেন্টের ভাঁজেই নামকরনের সার্থকতা খুঁজে পাই :)

৩১| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবির ছবি দেখে মুগ্ধ!!
জন্মদিনে শুভেচ্ছা নিন ছবি।
শুভেচ্ছা নিন কি করি।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খোঁজ পাচ্ছিনে?
একসাথে বুঝি? :P

৩২| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

কিশোর ভাইয়ের কাছ থেকে
পুরস্কার নিচ্ছেন যখন,
জন্মদিনের শুভেচ্ছা
কবিকে দিচ্ছি এখন।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবছি 'শিশু' নামে নিজের নয়া আক্বিকা করবো...............

৩৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে সাহসি হতে হবে। আপনার লেখনি দিন বদলে ভূমিকা রাখুক। :) আপনার কলম স্মরণিয় হয়ে থাকুক সুপ্রিয় নব্য ছন্দের জাদুকর।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেয়ালেরো আছে কান
সব কথা কয়া মানা;
অকালে চাইনে যেতে
রাজ মোহাফেজখানা।

৩৪| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: এতো বড় করলেন ক্যান !!! :((

যাক হোক, আপু'কে ফেবুতে শুভেচ্ছা জানিয়েছি। আবার আপনার ছড়ার মাধ্যমে জানাই অনেক অনেক শুভেচ্ছা......

+।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'পামরাজ' কইবার
দিলেনাগো স্কোপ;
এ'বেলায় কিবা কবো
মন দুখে তাই চুপ। ;)

৩৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ফিসফিস,
কবি এখন শহিদুল হুজুরের ডেরায় হাবিব আনাম বাবুর্চির বিরিয়ানী গলার্ধঃকরন করিতেছেন.............. ;)

সাথে কে? আমরা কিন্তু জানতে চাইনি :P ;)
হা হা হা
----
একলাই খেলে ডুবিয়া নুলো
পেটে তোমার পিরে হবে
কুড়ো কুষ্ঠি মুখে
হেই ভগবান
একটা পোকা যাস পেতে ওর ঢুকে =p~ =p~ =p~ =p~

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেদিন আর নাইগো গোঁসাই
ছবির আজ চোখ ফুটেছে;
লাইলীর ভাব আকাশে
নানা রঙ চাঁদ উঠেছে। X(( X(

৩৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদমুবারক ভ্রাতা।

২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুলে বুঝি?
সে-ও ভালো
ঈদ মোবারক :)

৩৭| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

ঠ্যঠা মফিজ বলেছেন: কেমন আছেন ঈদ কেমন কাঁটলো । হাতে সময় খুবয় কম তাই ব্লগেও কম সময়। বোন কাজী ফাতেমার জন্মদিনের শুভেচ্ছা থাকল
যদিও অনেক দেরি হয়ে গেছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি নিয়ে বিজি ভ্রাতা?

৩৮| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর কবিতা।
শুভকামনা জানবেন। অনেকদিন আপনাকে পাই না কোথায় আপনি? কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.