নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

মিনসে জাতি

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪



কলেন যা হাসি ছলে
জানিনে সে অর্থ কি?
রাজার অভিলাষ বুঝি
বলিউডি নর্তকি?

উঁচা লোকে উঁচা সাধ
জাগেই বা মাঝেসাঝে;
মিনসে জাতিটা মিছে
হুদা মরে অতে লাজে।

আসলে হয়েছে কিবা
পেট ভরা হিংসে;
'প্রিয়াংকা'সুখ দেখে
যাই মোরা চিমসে।

তবুও ভাবি বা কভু
চেয়ারের আছে মান;
ভাঁড়ামোতে হয়না কি
মান তার খান খান?

মন্তব্য ৬০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

আবু হাসান লাবলু বলেছেন: এক উল্ট রাজা
উল্ট প্রজার উল্ট দেশে
চলে সব পথে উল্ট রথে উল্ট বেশে।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাজার হোক রাজা সে
উঁচা তার কামনা;
ভেবে মগো কামটা কি
এলা বাপু থামো না। ;)

২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


আদমকে বেহেশত ছাড়তে হয়েছে, তা'হলে বুঝুন এখনকার মিনসে কি কোনভাবে আলাদা?

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না কাকু রাজা নয়
মিনসেতো আমরাই;
রাজাসুখে চুলকিয়ে
মিছে পাছা কামড়াই। :(

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ছবিটার মতো প্রিয়াংকা দেখতে এতো সুন্দরী নন।

ছড়াতে +

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানিনে সে প্রিটি কিনা
যেটুকুন দেখছি;
কাকু আমি একমত
সি'জ সাচ আ .......।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

হাবিব বলেছেন:





হিংসে হয়, আমার মতো হতে চাও নর্তকী?

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: স্যার তুমি একি কও
আফসোস আফসোস;
তোমারেও দেয়া চাই
শেফুদার ট্রশ ট্রশ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

যবড়জং বলেছেন: কাজ নাই তাই সস্তা জোকস বলে, দিন চলে ।
আর পুরোনো হাবাস, ভেতরে করে বাস ।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাওয়াস সে নেই কার
বুকে হাত দিয়ে কও;
প্রিয়াংকাসুখে তার
হিংসিত বুঝি নও। ;)

৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

মনিরা সুলতানা বলেছেন: আমরা দিনদিন সত্যি ভাঁড় জাতিতে পরিণত হচ্ছি ;
সেরা বিদ্যাপীঠের প্রধান আমাদের নেতা।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক'জনা বুঝে সে কও
দহনে কি গাত্র?
তুমি-আমি দুজনাই
সে পীঠেরি ছাত্র। |-)

৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তোমা তরে কুইজ এক
দেখি সোনা পারো নাকি?
কেমন আছে..............
কও দিনি বাকিটা কি? ;) :P :-B

৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



রাজিব বলে মোটামুটি
আমি বললাম ভালো,
ব্লগে হলেন ছড়াকার
বিনা ব্যাটারির আলো।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মেনি মেনি থ্যাংকস্‌ ভায়া
এসো করি হ্যান্ডশেক;
তুমি ছাড়া বাকী সবে
করে হেথা মিসটেক।

ছড়া লিখা পাপ যেনো
নেই কোন মূল্য;
লোকে ভাবে ছাইপাশ
অতি বালখিল্য।

দুঃখটা বুঝাবে কারে
প্রামানিকও বুঝেনা;
মাস্তিতে আছে বেশ
মগো কভু খুঁজেনা।

বেশী কথা বলা মানা
মডু যদি করে রাগ;
ঘ্যাচ করে দেবে 'ব্যান'
চুপ শালা,যা যা ভাগ।

এই দুখ নিয়ে করি
ছন্দেরি সংসার;
ছড়াকার যাক ভেসে
কিবা এসে গেলো কার?

৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


আমাদের ছড়া দেখে
ওরা করে রাগ,
দেখলেই রেগে বলে
তাড়াতাড়ি ভাগ।

ডিফেন্ড দেয়ার কি
আছে কোন উপায়?
তাহলে ওরা পালাই
বলে গুড বাই।


০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানেকানে শুনে রেখো
ধরা ভাবি সরা না;
সব ছড়া কবিতা হে
সব কবিতা ছড়া না।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: মিনসে জাতির নামে করে
পানসে মতন ভাঁড়ামি।
তেমন কিছু হয়নি জানি,
কি করবো আজ ভাবিনি।
যেটাই হোক, খাশা হয়েছে,
বলছি মনের কথা ভাই।
মাঝে মধ্যে দেখা পেলে,
ধরা দেবো কবিতায়।


মনের খুশি বাঁধন হারা,
যা ইচ্ছা লিখি তাই।
পৌশু রাতে চাঁদ গিয়েছে
পাশের বাড়ির গলিটায়।
কতকরে সাধলাম তাকে,
ফিরে এসো আকাশে।
বললো কেঁদে আর যাবোনা,
বাস্তু ঘুঘুর দেশেতে।
বেজায় চিন্তায় পড়েছি মোরা,
করবে একটা উপায় ভাই।
ছড়াকারের দেখা পেলে,
চাঁদমামা আসবে তাই।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাহ বাঁধলে যা না
সহজ কথার ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

ধরা যে দেবেগো সাঁই
বুকে ফু্‌ঃয়ে নিই দম;
লিখা সেতো মেলা দুর
গা'টা ডরে ছমছম।

ভেবেই হারাই কূল
যে ঝলক ঝাড়লে;
পদাতিক ভায়া বুঝি
ভাতে শেষে মারলে। :-<

১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



অল্পরা সব গল্প লিখে
চড়ছে দামী গাড়ী,
ছড়াকারের মুল্য নাই
আরও ভাঙা বাড়ি।

বৌ বলছে ছড়া লিখলে
যাবে নাকি ছাড়ি,
ছেলে মেয়েরাও বলছে এখন
দেখাবে নাকি আড়ি।

যে যা বলুক লিখে যাবো
দেবোনা কভু বাদ,
ছড়াকারেরাও মুল্য পাবে
মিটবে মনের স্বাধ।

মানিকে মানিক চিনে
ছড়ার মুল্য অতি,
যারা এটা বুঝেনা
তাদের ধরেছে ভীমরতি

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না বুঝে সে না বুঝুক
শিল্প সে শিল্পই;
হরিজন তরে নয়
বুঝে তাহা স্বল্পই।

কদর পেয়েছে কবে
স্ব-কালে স্ব-যুগে তা;
হারিয়েই পুড়ো জাতি
মাথা কুটে ভোগে তা। ;)

১২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

সৈয়দ ইসলাম বলেছেন:
মেয়েটার নাভির উপরে কি আপনার আসল নাম লেখা?

অনেক জোম করলাম, তবুও দেখতে পেলাম না!

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুকে আছি,দিলে আছি
ধ্যান দিলে নাভীতে;
আর নয় নীচে বাপু
খেয়াল রেখো ভাবীতে। :-B

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

শকুন দৃিষ্ট বলেছেন: কথা ত ভুল কিছু নয় কবি; মাইনাসে যদি সমস্যা না থাকে, তবে প্লাসে (৩০-৩৫ যদিও) সমস্যা কোথায়? নারীর যদি খায়েসে দোষ না থাকে তবে, মিনসে জাতি কি দোষ করিনু, হু?

রাজনীতিবিদিক খায়েস!

সমসাময়িক বৈষয়িক কবিতায় ভাললাগা।
+++++

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আ মলো যা বলিহারি
কবে ক'নু দোষ তা?
সাধ সে জাগে না কার
মিলে গেলে জোশ তা। :P

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

আখেনাটেন বলেছেন: জয় বাবা ভোলানাথ।

ছবিটা দেখে তাই মনে হল আর কি! :P

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যতই প্যাঁচাও,জানি
ছোড়া তুমি দুষ্ট;
ঝেড়েছো দু'বাটি লোল
দেখে পেলব ওষ্ঠ। ;)

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: এমনিতে এই দেশে জন্মে
জীবনা হয়ে গেছে পানসে
তুমি আবার গালি দাও
বল জাতি মিনসে।

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজার জাগিলে হাউস
অতে দ্যাও খোটা;
মিনসে কি নও তবে
ফের হও রোঠা !!

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮

জুন বলেছেন: ঈদানীং বজরায় যেতে যেতে ডঃ কেরী ন্যাড়ার কাছ থেকে লোক মুখের ভাষার পাঠ নিচ্ছে ।
মনুষ্যের বদলে 'মিন্সে' শব্দটা তার বড়ই পছন্দসই ;)
আমারো শব্দটা বেশ ভালোলাগে কি করি :``>>

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'মাইনষে' থেকেই বুঝি
শিখেছে সে মিনসে;
ভুলে কি না বুঝে হোক
জাতিটা সে চিনছে। ;)

'ম্যালা দিন পরে এলে'
কবারও যে নেই মুখ;
আমিও পারিনে যেতে
কি করে বুঝাই দুখ। :(

তোমার ঐ লাস্ট পোষ্ট
উপভোগি তাড়িয়ে;
'অতি খাসা' কথা নয়
ছিটে রতি বাড়িয়ে।

অফিসেতে ছিনু বলে
কমেন্টটা করিনি;
তা বলে ভেবোনা বাপু
পোষ্ট পুরো পড়িনি।

অজুহাত নয় আপু
শরীরটা ভালো না;
শৃন্খলে চলা মোর
আজোবধি হলো না।

এ কদিন পরপরি
লেগে থাকে ঝামেলা;
সময়ের সনে মোর
হয়নাগো পা মেলা।

কাসুন্দি থাক আজ
ফজরের অক্ত;
জেনে রেখো কয়ে যাই
তোমার আমি ভক্ত।

কমেন্ট করি না করি
পড়ি সব পোষ্টি;
চেটেপুটে চেছে খাই
লিখনীর রসটি।

হতে পারি লোক ছোট
তাও দিনু বাণী হে;
'ভ্রমনে' সামুতে তুমি
আনক্রাউন রাণী হে।

শেষের যে ছড়াপোষ্ট
সে-ও ছিলো তুখখার;
পড়ে সে আছে যা কবি
কাঁপবেনা বুক কার??

যেখানেই দ্যাও হাত
ফলে অতে সোনা হে;
তোমার গুনের লিস্ট
যাবেনাকো গোনা হে।

চেয়ে নিলু মাফ বাপু
ক্ষমো মোর দেরীকে;
ভালো কথা কও দিনি
ডকটর কেরী কে?

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
রাম চাহে লীলা চাহে
লীলা চাহে রাম
তুমি কেন করো বাপু
এত বদনাম!

ঝলকে ঝলকে দিল
উঠেনাকি দুলি
কেন মিছে প’লে বলো
লয়ে এক বুলি ;)

মনে মনে মনকলা
খাও বসে মিনসে
প্রকাশে কয়েছে রাজা
তাতে কেন হিংসে :P

যেমন প্রজা তেমন রাজা
শাস্ত্রেরই বিধান
আয়নায় দেখলেতো আজ
তোমার চেহারা কেমন?

যাই বলো ভায়া
চীজ ভারী হ্যায় মাস্ত
ম’লে পাবে হুর আশে
খোঁজ তুমি বেহেস্ত !

দুনিয়ার হুর বলো
করলো কি দোষ
হারালো না হয় রাজা
ক্ষনিকের হুশ ;)

তুমি আমি সকলেই
হারাই তা গোপনে
ধন্য রাজা বলে
প্রকাশ্য আলাপনে :-B

আজ থেকে হোক তবে
সংসদে আইন
হয়রানী হবেনা আর
প্রেমিক পুলাপাইন :P

রাজা যদি লুচু হয়
না হয় তাতে দোষ
কঁচি কাঁচারে কেন
মিছে দন্ডাদেশ :-/

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বয়েস মানেনা প্রেম
কচি কিবা জেষ্ঠ;
তুমি কি মানবে বাপু
এ যুগের কেষ্ট?

অবলীলে গেয়ে গেলে
রসোরাজে মুগ্ধতা;
পাপে নেই অনুতাপ
স্ব-রিপুই শুদ্ধতা।

কানেকানে ফিসফিস
আমিওতো খুশি হে;
মনেমনে খাস প্রাণে
একি রস পুষি হে। ;)

না জানি কোন জনমে
করেছি কি পুণ্যি;
পেয়েছি অমন রাজা
এ জীবন ধন্যি।

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

সামিয়া বলেছেন: হাহা অসাধারণ

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিছেই দিলে হাসিটা
ময়নার 'আম্মি';
বুঝি বুঝি সবি ঠিকি
যা ক'লে তা 'পাম্মি'। :P

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

বাকপ্রবাস বলেছেন: সেরাম হয়েচে গো ছবি আর ছড়াটা
ছবি দেখেই রাত কভার
হয়নি তায় পড়াটা।

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে কি আর জানিনেগো
রসোরাজ কতো হেথা?
কবিতা পাঠক তরে
ছবিও দিইনি বৃথা। ;) :P :D

২০| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

সূর্যালোক । বলেছেন: + :)

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দিলা স্রেফ ইমু
তোমারে কি দিমু? :P

২১| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু হেব্বি মজা পাই, আপনিও মজার চোখেই দেখেন না :-B

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারওতো একি কথা
মজা লও রসে;
মিনসেরা মিছিমিছি
জটিলতা কষে। ;)

২২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নজসু বলেছেন: ভালো ভালো ভালো
ছড়ায় ভরুক আলো।

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদি হও সুজন
তেঁতুল পাতায় ন'জন;
এক পাতে বেশ ভোজন
বুঝে তা কও ক'জন? ;)

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

কানিজ রিনা বলেছেন: মিনসে জাতি হা হা হি হি শিরোনামটা
জব্বর। ও কিছুনা বুড়ো কালে এমন
একটু মুখ ফসকে যায় যোকস বলে
কথা। এরশাদ ভাম কাকুতো মানে ইয়ে
আর কি এখনো নাকি বিদিশার দিশারা
রাতের গভীরে আর বল্লাম না। মিনসে
হা হা হা হা আ আ আ আ। খুব সুন্দর
কবতে যোকস।

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: না না আপু মানছিনে
এ'বেলাতে তক্কো;
সে শিল্পে 'হুমু'কাকু
অতি পরিপক্ক।

কেউ করে মানহীন
ম্যাড়ম্যাড়ে গল্প;
কেউ তা স্বচৌকষে
করিয়াছে শিল্প।

ক্লাস বুঝে দিও মার্ক্স
তফাৎটা ভুলোনা;
এরশাদ এরশাদই
নেই তার তূলনা। ;)

২৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

বোরহান উদদীন রাব্বানী বলেছেন: সবার অযান্তে আমি আজ বড় একা, আজ একা একা বসে তোমার কথাই ভাবি এই মনটা ভেংগো না তোমায় বলি.

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষেন রাজা যে-ই অভিলাষ
হৃদপুরের ঐ ঝুলিতে;
আজিব কান্ড, কইলে সবি
দু'লাইনের ঐ বুলিতে!! B:-)

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

জুন বলেছেন:
কেরীকে চিনো না বাপু
শুনে আমি হতবাক
দিয়ে দিনু ইতিহাস
পড়ে দিল চমকাক।

আমিও বুঝেছি বাপু
লেখাপড়া করতেনা।
করলে আজ তুমি
এই কুইশ্চেন করতেনা ।
:P

William Carey (missionary)

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জুন বলেছেন: ঈদানীং বজরায় যেতে যেতে ডঃ কেরী ন্যাড়ার কাছ থেকে লোক মুখের ভাষার পাঠ নিচ্ছে ।
মনুষ্যের বদলে 'মিন্সে' শব্দটা তার বড়ই পছন্দসই ;)
আমারো শব্দটা বেশ ভালোলাগে কি করি :``<<


অটুকুনে যায় বুঝি
কেরী'টা কে বুঝা হে?
'কি করি' কে 'কেরী' মিলে
বুঝা নয় সুজা হে।

'লিওনেল' কইলেই
হবে কি সে মেসি হে?
কন্কাবতি কি সবি
মেঘা এলোকেশি হে?

একি নিক আছে এক
আমাদেরি শায়মা'র;
বয়কাট চুলে তার
লাগে পুরো নেইমার।

সে যাগগে,কথা ঠিক
নেই অত পড়াশুনো;
কথা খাস ইতিহাসে
নেই বাপু জানাশুনো।

জন্মেরও আদি কথা
কি করে হে জানবো?
শুধু শুধু দিলে দোষ
ফের ক'লে কানবো। |-)

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

জুন বলেছেন:

শুধু শুধু দিলে দোষ
ফের ক'লে কানবো।
:P

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন:

তুমি আপু গুড গার্ল
আগাগোড়া পিন্ক পার্ল

২৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪

আরজু পনি বলেছেন: কবিদের অনেক শক্তি!

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিদেরি আছেগো তা
ছড়াকার গৌণ;
ছিটেরতি নেই দাম
মডুরাও মৌন।

দেবেনা দৃষ্টি তারা
ছড়ানামি যা তা তে;
জীবনে দেখেছো ছড়া
নির্বাচিত পাতাতে?

নয় বাদ মোর কথা
মানহীন জানি তা;
তবে কই কথা সাফ
নো মোর ভনিতা।

আর যারা আছে সেরা
তাদেরওতো আসেনা;
মূল কথা ছড়াকারে
কেউ ভালোবাসেনা।

হারিয়ে বসেছে যেতে
আদি এই শিল্প;
ছন্দের খেলা আজ
সমাদৃত অল্প।

কবিদেরো উঁচা নাক
ছড়া দেখে সিটকায়;
গুনায় ধরেনা ছড়া
সম্মানে আটকায়।

ছন্দ ভাঙ্গার গানে
যেনো ভাব সবি তা;
আধ সের আঁতলামো
চিমটির কবিতা।

কয়ে যাই শোনো আপু
ধরা ভাবি সরা না;
সব ছড়া কবিতা হে
সব কবিতা ছড়া না।

কষ্ট সে আছে বটে
মনে লুকি আর্জি;
দূর হোক কবিদের
ছড়াতে এলার্জি।

২৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯

টারজান০০০০৭ বলেছেন: ওরেব্বাবা ! পুরো পোস্ট আর মন্তব্যই দেখি ছড়াময়। দোস্ত, তুমি দেখি সবাইরে ছড়াকার বানাইয়া ফেলবা !

ফুলদানিতে সাজাইয়া রাখা ফুলের কাজইতো বিনুদুন দেওয়া ! না দিলেই বরং ব্যার্থতা।

শরীল এখন কেমন?

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পারলেম আর কোথা
লিখেছো কি তুমি হে;
নিরস তোমারে শালা
দেখে এলা দমি হে। ;)

তা কয়েছো বেশ বাপু
ফুলদানি ফুলটা;
কে জানতো মনে মনে
ব্যাটা মহা লুলটা।

সত্য কি যায় চাপা
প্রোথিত যা নীতিতে;
নসিহতে জাতিরে সে
করো প্রেম চিঠিতে!!

যা খুশি চলছে সুখে
মোঘলিয়া বাদশাহি;
লুল আর ডাইনি বিষে
জাতি দশা ত্রাহি ত্রাহি।

দেয়ালেরো আছে কান
সব কথা কয়া মানা;
অকালে চাইনে যেতে
রাজ মোহাফেজখানা।

এই আছি বেশ আহা
কেটে দিন সুখতো;
কেটে কেটে যায় দিন
বেরুয়না রক্ত।

২৯| ১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৫

সোহানী বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
মনে মনে মনকলা
খাও বসে মিনসে
প্রকাশে কয়েছে রাজা
তাতে কেন হিংসে :P

হাহাহাহা........... যা বলার বিগুই বলে দিয়েছে। তুমার কেন এত্তো কষ্ট। ওইটা রাজা বাদশাহী আনন্দ, মাথা/নাক গলানোর কিচ্ছু নাই।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেইতো আমারো কথা
বুঝেনা কেউ কবিতা;
লিখি কি,বুঝে কি লোকে
বৃথা লিখা সবি তা।

দোষের কিইবা আছে
প্রিয়াংকা খায়েশে;
মাস্তি রাজারই তরে
হারেমেতে আয়েশে।

উঁচা লোক উঁচা সাধ
মগো ভেবে কাম কি?
যায় যদি যাক মান
চেয়ারের দাম কি?

৩০| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০১

চাঙ্কু বলেছেন: মিনসে জাতি কি জিনিস?

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুঝেও না বুঝার যে
ধরে মহা ভাব হে;
তাহারেই কয় চাঁদু
মিনসের বাপ হে। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.