নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

তিনটি রাজদরবারি রূপকথা

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩



গল্প ১ঃ
স্লামালেকুম স্যার
আরে আসমা যে এসো এসো (আসমার সংগীনির উপরেই স্যারের অপলক দৃষ্টিমোবারক আটকে......)
স্যার কেমন আছেন?
এজ ইউজু্য়াল ফিট এন্ড ফ্রেশ, তা তোমার পাশেরজনকে তো চিনলাম না
স্যার ও আমাদের ভার্সিটিতেই পড়ে, নতূন এসেছে ফার্স্ট ইয়ার, পাবলিক এ্যাড
বাহ চমৎকার, হোয়াটস ইউর নেম ইয়ং লেডি?
অধরা
নাইস নেম, কোথায় থাকো?
স্যার ও এখনো হলে সিট পায়নি, দেশের বাড়ীর এক পরিচিত আপুর রুমে ডাবলিং করছে। বেচারী পড়েছে মহা বিপদে। একেতো ঢাকায় কোনো রিলেটিভস্‌ নেই তার উপর এখনো কোনো টিউশনি পায়নি। আমার সাথে হলের ডাইনিংএ পরিচয়। বললাম আপনার কথা, স্যার নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। এক্কেবারে সাথে করেই নিয়ে আসলাম।
খুব ভালো করেছ,
( দৃষ্টিমোবারক এবেলায় অপলক ..... বরাবর নিবদ্ধ)
''নিগাহে সিনেসে উঠকার যায়ে কাহা
হোঁয়াতো কুদরত কি দৌলত কি গাড্ডি হ্যায়''
(বক্ষ বিনে যাবে কোথা দৃষ্টি
প্রাচুর্যময় কুদরতি কি সৃষ্টি!!)

ডোন্টরি, অধরা তোমাকে একটা ফ্ল্যাট এর ব্যবস্থা করে দেব দু'একদিনের মধ্যেই। তোমার সেলফোন আছে?
স্যারের শ্যেন দৃষ্টিতে বিব্রত লাজুক কন্ঠে, ননননা স্যার
নো প্রবলেম, আসমা, দেখতো আমার পিসি ডেস্ক এ কয়েকটা নতূন সেট আছে। সিমেন্স সি৮ টা ওকে দিয়ে দাও। আমার কথা বলে হাওলাদারের(বিশ্বস্ত ডান হাত,সম্ভাব্য ভবিষ্যত এম পি এবং আরো অনেক কিছু) কাছ থেকে একটা নতূন সিম নিয়ে যেও(দেশে সদ্য গ্রামীঁণের আগমন, সুলভ সিম যুগের সূচনা, জয়তূ গ্রামীণ)
কাল বিকালে আমার বারিধারার ফ্লাটে পার্টি মিটিং আছে, দেরী করোনা, ওকেও নিয়ে এসো
নতূন সেট হাতে বিস্ময়ে হতবাক অধরার কেনো যেনো মনে হয়েছিলো সেদিন শেষ কথাটা বলার সময় স্যার আসমার দিকে চেয়ে চোখ টিপেছিলেন.........আর আসমাও মাথা নেড়ে কিছু একটা ইশারা করেছিল।

মধূতে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে স্মৃতিচারণ শেষে অধরার কনক্লডিং রিমার্ক্স,
'তয় যাই কস দোস্ত, চাচায় কইলাম সুপার হ্যান্ডসাম, ভেরি মেন্‌লি'
বুকে সূক্ষ জ্বালা অনুভব করলাম, কোথাও হাহাকারও করে উঠেছিলো বৈকি।



গল্প ২্‌ঃ
স্লামালেকুম নেত্রী
কি রে, তগো খবর কি আকাইম্যা কুইরার দল?
মাথা চুলকে কাচুমাচু হয়ে, ভালোনা নেত্রী, হেরা আমগো ক্যাম্পাসে ঢুকবার দেয়না, ডিবি হারাক্ষন সিভিলে হলের সামনে পাহারা দেয়,পুলাপান সব হল ছাইরা গেছেগা, লগেরটিও বেশীদিন থাকবো বইল্লা মনে হয়না
ক্যান?
নেতারা সব চামে চিকনে আছে, ফোন দিলে ধরেনা, বাড়িত গেলে ক্য় নাই, যাগরেও পাই টেকা চাইলে দেয়না, এমনে কি আর হল চালান যায়? আর কতো উপাশ থাকুম? হুনতাছি দু'একদিনের ভিতরে রেই্‌ড্‌ দিব, উত্তর পাড়ার হলডি যহন তহন এ্যাটাক করবার পারে, হল মনে অয় ধইরা রাখবার পারুমনা বেশিদিন
ছাগলের মতন কতা কইবিনা, মেনা মেনা কতা আমার সামনে কইছনা, কিছু কইরা আইয়া কইবি নেত্রী করছি, ক্যা ডেইলি রাইতে ফুটাইবার পারসনা? আগুন দে, আগুন জ্বালাইয়া দে, ভার্সিটিরবাসে বোম মার, বহিরাগত টোকাইডি কৈ? সবডিরে খবর দে, আমার কথা ক, ক্যাম্পাস বন্ধ কইরা দে, টেকা লাগলে টেকা ল, কিছু কইরা আইয়া হের পরে চেহারা দেহাবি, তার আগেনা, যা অহন
(মাথায় হাত বুলিয়ে অশ্রু সজল কন্ঠে, সাবধানে থাকিস, তরা ছাড়া আমার আর কেডা আছে ক, বাকিডি সব বেইমানের দল.......ম্যাজিক টাচ্‌ ইনডিড........নেত্রীর পা ছুঁয়ে সালাম করে শহীদ হবার বাসনায় প্রস্থান)

বলতে বলতে দু'চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো বন্ধুর, জেলগেটে দেখা করতে এসে তাকে শান্তনা দেবার ভাষা খুজে পেলামনা।



গল্প ৩ঃ
গুড ইভিনিং নেত্রী
হুম,এতদিন কোথায় ছিলে (রাগত কন্ঠে)?
ঘাড় চুলকে,বাড়িতে ছিলাম, মায়ের অসুখ
হুংকার দিয়ে, মিথ্যে বলোনা, আমি তোমাদের সব খবরই রাখি, তোমরা পুরো বল্টু গ্রুপই বিট্রে করেছো, তোমরা সরকারি দলের ছেলেদের সাথে লিঁয়াজো করে চলো, ভিতরের সব খবর ফাঁস করে দাও, তোমাদের সবকটাকে আমার চেনা আছে, আমি যখন জেলে ছিলাম তখনো তোমরা বিট্রে করেছিলে, শুধুমাত্র তোমাদের ভাইয়ার অনুরোধে তোমাদের কমিটিতে রেখেছি,অথচ পল্টুর ছেলেদের কমিটিতে রাখলে আজকে পার্টির এ অবস্থা হতোনা।(একনাগারে এতক্ষন কথা বলে তিনি কিছুটা হাঁপিয়ে গেলেন)
আসলে কি করবো নেত্রী, কেউ কোনো ডিশিসান দিতে পারছেনা, নেতারা সব ভিতরে, যারা বাইরে তারাও ধরি মাছ না ছুঁই পানি, আপনার সাথে দেখা করতে চাইলেও অমুকদের(নেত্রীর ছায়াবলয়)জন্যে পারিনা, এদিকে সমাবেশে অমুকদের(ভিন্ন আরেকটি মৌলবাদি সংগঠন)মাতব্বরি কেউ পছন্দ করছেনা। আপনিই বলুন এখন আমরা কি করবো?
ভাইয়ার সাথে এই নাম্বারে যোগাযোগ করো। সে যা নির্দেশ দেয় ঠিক সেভাবে কাজ করো। যা যা দরকার সময় মতন পেয়ে যাবে। আমি আর কোনো অজুহাত শূনতে চাইনা।যাও,অল দ্য বেস্ট।মনে রেখো আমাদের নেতা সারাটা জীবন দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। আজ দেশের এই ক্রান্তিলগ্নে আমরা কেউই বসে থাকতে পারিনা, স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভালো থেকো, সাবধানে থেকো।
(আবারো সেই ম্যাজিক টাচ্‌ এবং শহীদি বাসনায় প্রস্থান)

তারপর দীর্ঘ সময় দেশে অন্ধকার অস্থিরতা অনিশ্চয়তা
আবারো জেলগেটে একি দৃশ্যের পুনঃমঞ্চায়ন, অশ্রু আর নির্বাক শান্তনা

এ কোনো নানী-দাদীর মুখে শুনা ঘুমপাড়ানিয়া রূপকথা নয়,
তিন বন্ধুর(ছাত্রনেতা/নেত্রী) মুখে শুনা গপ্পোও হতে পারে আবার চাপাও হতে পারে(সে সম্ভাবনাই বেশী, নেতানেত্রীর কথার উপর পুরো ভরসা নেই বাপু)।
তবে যদি সত্যি হয়!!! কি সাংঘাতিক!!! শিউরে উঠার মতন নয় কি?
যাই হোক মতামত কিংবা গালগপ্পের জন্য আমার ঐ তিন বন্ধুই দায়ী। আর উল্লেখিত নাম সব অবশ্যই কাল্পনিক।

নটে গাছটি মুড়লো
আমার কথা ফুরলো।


(রিপোষ্ট)

মন্তব্য ৭৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: একটা মন্তব্য করেছিলা! আপনার কারণে ওটা হারিয়ে গেছে! কিচ্ছু কমু না!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অসাবধাণতায় এডিটের বদলে 'মুছে ফেলুন' বাটনে ক্লিক করে ফেলেছি। ক্ষমা চাইছি প্রিয় সুহৃদ। মন্তব্যটি পুণঃ প্রত্যাশা করছি........

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: :D :D :D

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জান্তাম..... :D :D :D

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: জান্তাম
কি একটু শুনিই না ;)

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নয়া কিবা,লিস্টিতে
যে ছলে না শুঁকলা;
জানা কথা এ'বেলায়
দেবে হাসি ফোঁকলা। ;)

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: এক পোস্টে আড্ডার কথা বলেছিলেন ...আমার উত্তর টা দেখে নিয়েন

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখেছি,
অতটা আন্তরিক মনে হয়নি
অভিমান করেছি.......... B:-/

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




যাহা রটে, তাহার কিছু হইলেও ঘটে ;) ;)

এর বেশি আর কি হবে !!!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কে জানে?
৫৭ধারার চাপে অত চিন্তের সময় কোথা?

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

মাহের ইসলাম বলেছেন: ভেবেছিলাম , সিরাম একখান রুপকথা শুনবো !!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি কি আর ঠাম্মা'র ঝুলি? সে শায়মা'পু বাপু..........

৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কী ছড়াকার? খবর ভালো?


কী সব নেত্রী, ফেত্রীর পোস্ট!!
ভাবছি শায়মাপারে নির্বাচনে দাঁড় করায়া দিমু। মিছিল, মিটিং, মারপিটের দায়িত্ব আমার। কি কন?
এখন একটা বিড়ি দ্যান..:P


@আর্কিওপটেরিক্স
এই ব্যাটারে দেখলেই মেজাজটা বিগড়ে যায়।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নেত্রীফেত্রী কৈ সোনা,
খাস অন্দরের ফুটু দিছি (বুকে হাত দিয়া কন ভাল্লাগে নাই?) ;)

শায়মাপু'র কি মাসলম্যান লাগে? দশ মৈষের শক্তি তার। হিরো আলমের সিটে আমিও তারে ভাবছিলাম। শুনছি চোরমোনাই'র মার্কায় দাঁড়াইতে পারে...........

আর্কিওপটেরিক্স পুলা ভালা খালি ইঁচড়ে :P

দিলাম বান্ডেল, হিসাব কৈরা কিন্তু.......

৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার মন্তব্য কই?
নাকি করি নাই!
না করলেও ক্ষতি নাই।
কারন তেমন মজা পাই নাই।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রূপকথা হলেও তা
চুপকথা আড়ালে;
লাগেনি ভালা সে কয়ে
দুখকথা বাড়ালে। |-)

৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তবের সাথে মিলে গেলে আপনি দায়ী থাকবেন না...

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক বাবা......... :|

১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: @আর্কিওপটেরিক্স
এই ব্যাটারে দেখলেই মেজাজটা বিগড়ে যায়।
=p~ =p~ =p~

@পাঠকের প্রতিক্রিয়া !
কেন :-B

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ম্যানশন করে তোমা
কয়েছে সে আমারে;
কারই বা লাগে কও
ভালা কভু চামারে? /:)

১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাকীটার জন্যে সনেট......

১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আর্কিওপটেরিক্স পুলা ভালা খালি ইঁচড়ে
একমত B-))

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আই সুগার ইউ

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি তোমাকে চিনি
=p~ =p~ =p~

রতনে রতন চেনে ;)

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারে টানে সে দলে
সখ কত ইশরে;
ইঁচরে কয়েছি বলে
ঝাড়ে মোরে বিষরে।

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

নীল আকাশ বলেছেন: ২ নাম্বার টা সত্যের কাছাকাছি। এই রকম একটা কাহিনী আমিও শুনেছিলাম আমার অন্য এক ভার্সিটির ফ্রেন্ডের কাছ থেকে তবে ভাষাটা আরো ভয়াবহ ছিল।
দারুন লিখেছেন, সাহস আছে আপনার।
শুভ কামনা রইল!

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফিসফিস... কাছাকাছি নয়, খাঁটি গাওয়া ঘি
আপনারও সাহস মাইরি......... #:-S

১৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

নীল আকাশ বলেছেন: আমি তো সাহসের জাহাজ, আমার কোন লেখা মনে হয় এখন পড়েন নি ;) পড়লে এইটা আর বলতেন না।
চমতকার মন্তব্যের জন্য আবারও শুভ কামনা রেখে গেলাম।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'মাদার অব হিপোক্রেসি' কি আপনার লিখা?

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১২

নীল আকাশ বলেছেন: এতক্ষন পরে লাইনে এসেছেন ;) আমার লেখা না তবে যার সে সাহস পাচ্ছিল না প্রকাশ করতে। আমার সাহসের কোন অভাব নেই। গল্প - শইল্যের জ্বালা বড় জ্বালা রে! পড়েছেন? হে হে। এটা পড়লেই বুঝবেন।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারই দুর্ভাগ্য, সময়ের অভাবে আপনার সব লিখার রস্বাসাদনের সুযোগ হয়নি। :(

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৫

নীল আকাশ বলেছেন: পড়ে আসুন আমার ব্লগ থেকে - প্রতিটি মুহূর্ত ছিল আমার কাছে জাহান্নাম!

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার ব্লগবাড়ীতে ঢুঁ মেরে একেকটা শিরোনামে শিহরিত হয়েছি মাইরি,
দুটোরই লিন্ক পেলে সুবিধে হতো প্লিজ.........

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬

নীল আকাশ বলেছেন: Click This Link

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ :)

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

নীল আকাশ বলেছেন: Click This Link

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ :)

২০| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: হুম বুঝলাম বাট বেশী বুঝা ভালা না.............। কারে কারে যেন দেখতাছি কমেন্টে, একটুসখানি চোখ কচলাই ;) ;)

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বেশি বুঝলে কি হয় 'জোয়ান অব আর্ক' ? ;) ;)

২১| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

হাবিব বলেছেন: আসলেই কি তাই?

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঐ যে বল্লাম পলিটিশিয়ান বন্ধুদের মুখেই শুনা। এদের কথা বিশ্বাস না করাই ভালো........

২২| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে আমার দাদাজানের কথা মনে পড়লো। তার কাছে এরকম শুনেছি।
কোলকাতাতে আমদের একটা দোতালা বাড়ি আছে। যদিও বাড়িটা এখন আর আমাদের দখলে নেই।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পদাতিক চৌধূরীকে বলে দখলটখল নেয়া যায় কিনা দেখুন না। শুনেছি তিনি নাকি 'দিদির' লোক...... :P

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

আখেনাটেন বলেছেন: :( :|

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সী শেলের সেদিনের টারজান-কবা'র সেই ম্যাসাকার বুঝি আজো ভুলেন্নি? :(

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!!

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তিনজনায় বাহ বটে... :(

২৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রূপকথা আমিও ভালা পাই।
এখানেও ভালা পাইলাম।
শায়মার মার্কা কি 'বিছুইন' ?

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধরছেন ঠিক,
এইটা আবারা রূপকথা নহে।
তিনি স্বসূচীত নকশাদার পাখা নাড়াইতে নাড়াইতে মহা সমারোহে প্রচারনায় ব্যস্ত...........

২৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

তারেক ফাহিম বলেছেন: মন্তব্য করি নাই :D


ও মনে পড়ছে, মন্তব্য করতে গিয়ে আবার ব্যস্ত হয়ে উঠছি।

বন্ধু দু'টারে কি এখনও খোয়াবে দেখেন ?

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাঝে মাঝে সেই চেহারাতো ভেসে উঠেই,
একজনের হাল আগেরতরোই তবে বাকি দু'জনার চেকনাই দেখার মতন মাইরি। বান্ধবীরতো অর্ধেকের বেশি দেশ ঘুরা শ্যাষ। অধরার কাজ এখন বান্ধবীই সামলান। শুনেছি নমিনেশন পেপারও নাকি কিনেছেন! দেখতেও মা শা আল্লাহ। আজকাল আর ওড়না হিজাবের বালাই নেই। অর্ধ বসনে লাগেও তারে ঝা কা স..............
আর বন্ধু?
আমার মতন দু'চার ডজন তার পদলেহনে ব্যস্ত সারা'খন। ডিপ্লোম্যাট হবার স্বপ্ন নিয়ে ঢাবিতে ভর্তি হয়েছিলো আর এখন ঠিকেদারি/তদবির করে কূল পাচ্ছেনা। সুন্দরি স্ত্রী, দু'জোড়া গাড়ি, হালিখানেক ফ্ল্যাটের পাশাপাশি কয়েক ডজন গার্লফ্রেন্ডের গর্বিত অধিকারিতো বটেই। মাঝেমাঝে পাঁচতারকায় ম্যারেজ ডে, বার্থডে কিংবা নয়া কন্টাক্টের সেলিব্রেশনে পেট পুরে খাওয়ায় পুরনো বন্ধুদের............ব্যস, আর কি চাই। বন্ধুর গর্বে আম্রাও বাগবাগ।

২৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

গুলশান কিবরীয়া বলেছেন: স্লাম্লেকুম। খুব সুন্দর রূপকথা। ছবি কালেকশনও চমৎকার। ভাল্লাগছে :D

এখন আর ৫৭ ধারা নেই। এখন আছে ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯ আর ২০ ধারা যাহা ৫৭ ধারার ছুডু ভাই। একই রকম চেহারা তাদের। শুধু শাস্তির মেয়াদ কমানো হয়েছে, ১৪ বছরের জায়গায় ম্যাক্সিমাম ২ বছর( আমার জানা মতে)। তবে আরও একটি ধারা আসিতেছে বা আসিয়া গিয়েছে , তাহার নাম ৩২ ধারা উহা নাকি আরও ধারালো, এক্কেবারে ঘেচাং করে দেবে।

রূপকথার ঝুলি থেকে আরও রূপকথা শুনতে চাই।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওয়ালাইকুম আসসালাম
আরি আরি, বাকিংহ্যাম প্যালেস থেকে নেমে এলেন রাজকন্যে সাক্ষাত!!
এ যে মেঘ না চাইতে সুনামি!!!

এমন একটি কমেন্টের জন্যি ৩২ তো ৩২, ৬৪তে মিছে জবানবন্দি দিতেও প্রস্তুত মাইরি। উৎসাহে টগবগ করছি। আজ থেকে রূপকথাই সই,
রূপকথাতেই হুটোপুটি
ছড়া তোমায় দিলেম ছুটি।

২৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

ফেনা বলেছেন: সাংঘাতিক মজা পাইলাম।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর আমিও বাকবাকুম :) :)

২৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: মুঘুল আমলের ভুগুল মার্কা ছবি! কই পাইলাইন বাই? কী মচৎকার না দেহা গেলো!! সুন্দর!

১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ছবি যে আপ্নের পছন্দ হৈবো ঝান্তাম ;)

৩০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশের রাজনীতির বাস্তবতা বেশ সাবলীলভাবে উপস্থাপন করেছেন।

১৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রূপকথা কয়েছিরে বাপু, রাজনীতি কোথা পেলেন?
নিজেও ডুববেন আর আমাকেও...... /:) :( B:-)

৩১| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

জুনায়েদ বি রাহমান বলেছেন: না ডুবেও ত নাকেমুখে পানি খাচ্ছি। তারচেয়ে আপনাকে নিয়ে ডুবে খাই। কি বলে?

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সহমরন বরং ৩য় ছবিটার অমন কাউকে নিয়ে হলে মধুর হতোনা? :P ;) =p~

৩২| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই ,




নষ্ট সময়কালের এক দরবারী চিত্র এঁকেছেন তিন মাত্রায়, দৈর্ঘ্যে-প্রস্থে-উচ্চতায়।
হোক উপকথা কিম্বা রূপকথা , তা এখন নিত্যদিনের কথা - নিত্যকথা

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিত্যকার নিত্যকথার এদেরকেই আমরা নিত্য বানিয়ে নিয়েছি গুরু নিত্যানন্দ!!
ঠিক যেনো খাপে খাপ,
“যদ্যপি মোর গুরু শুঁড়ি বাড়ি যায়. তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়”

৩৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

নজসু বলেছেন:


রূপকথার সাথে চুপ কথাও আছে।
জটিলস্য।।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্য যে কঠিন, (আর আমরা) জটিলেরে ভালোবাসিলাম.......... /:)

৩৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

টারজান০০০০৭ বলেছেন: এই সাইকেল কি চলিতেই থাকিবে ? অংকের বুঝি শেষ নাই ? :(

অধরা কোথায় ধরা খাইয়াছে ঝাতি ঝানিতে চায় !! ;)

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চালক চালাইলে সাইকেলতো চলিবেই। সমস্যাটা তাগো না,আমাগো সাইকি'র।
ঐ যে, “যদ্যপি মোর গুরু শুঁড়ি বাড়ি যায়. তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়” /:) B:-/
একখান রুশ প্রবাদ আছে, তুমি যদি নেজেকে ভেড়া বানাও তবে পাশ ফিরে দেখবে নেকড়ে এসে হাজির!
বানাই ক্যাঁ? হেগো কি শরাবের লগে বার বি কিউ খাইতে মুঞ্চায় না? হেরা মানুষ না?

এইবারো একি কথা, ধরা খায় নাই লো, ধরা দিছে অধরায়। :P ক্যাঁ, কনক্লডিং রিমার্ক্স হুনো নাই? যেমনে ভাবনায় ধরা দিলো আমাগো অনিরে :P :-B

ভালো কথা, নাজিয়া'র খবর কি? ;)

৩৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

সামিয়া বলেছেন: বাস্তবতার চিত্র গল্পের মাধ্যমে তুলে ধরেছেন, অসাধারণ।।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাস্তবতা কোথায় লো প্রিন্সেস!! রুপকথা কয়েছি স্রেফ মাইরি :(
জীবিত মৃত বা অর্ধমৃত কারো সহিত মিলিয়া গেলে উহা স্রেফ ফাটাকেষ্ট কাউয়াতালীয় বলিয়া গণ্য হৈবেক B:-/

৩৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

জুন বলেছেন: পুষ্ট নিয়া কিচ্ছুটি বলবো না বাপু তবে একটা কথা আছে কি করি । সেইটা হৈলো পুথ্থুম ছবিটার সামনে খাড়ায় রৈছি এমুন একটা পিক আছে আমার । হায়দ্রাবাদের রামোজী ফিল্ম সিটি ঘুরতে গিয়ে মহাভালতের এই সেটেও যাওয়া হৈছে । ল্যপটপ খুল্লে আইসা পিকটা দিয়ে যাবোনে :-<

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: 'অপেক্ষায় আছি-নজির'
সে-ই নজিরতরো অপেক্ষায় রহিলেম :P

(তা নজিরের ব্যাপারখানা জানা আছেতো জুনাপু?)

৩৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

জুন বলেছেন: মহাভারত :`>

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হতে পারি খোকা
অত নই বোকা :D

৩৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

জুন বলেছেন: না ভাই :(

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমাদের সময়ে হঠাতি ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে দুটো লিখা খুব চোখে পড়তে লাগলোঃ
১. কষ্টে আছি আইজুদ্দিন
২. অপেক্ষায় নাজির
ধীরে ধীরে লিখা দুটো ছড়িয়ে পড়লো পুরো ঢাকা শহর জুড়ে। একসময় টনক নড়লো মিডিয়ার। কে এই আইজুদ্দিন আর নজির?
শুরু হলে ব্যপক গবেষনা। আবিস্কৃত হলেন দু'জনাই। খেটে খাওয়া সামান্য মানুষ। শুরু হলো তাদের নিয়ে গবেষনা, আর্টিক্যাল, ফিচার, সাক্ষাৎকার না না কিছু। বাদ যায়নি ব্লগও। সামুতেও তাদের নিয়ে বেশ কয়েকটা পোষ্ট আছে। উল্লেখিত নজিরের বিস্তারিত খুঁজে না পেলেও আইজুদ্দিন নিয়ে লিখা বেশ ক'টা পেয়েছি। দু'জনার গল্পই মোটামুটি এক। দিলেম লিন্ক একখানা বেছে;
কষ্টে আছে আইজুদ্দিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.