নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

\'শুভ জন্মদিন\' কবি শিখা রহমান

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০০



এই যে তামাম কাব্যপ্রেমিক
আর কবিদের দল;
কবিতায় পাড়া গিজগিজ তবু
কতজন উজ্জ্বল?

কতজন ধরে বোলপুরী ভাব
দাঁড়িগোফে উদভ্রান্ত;
কাব্যের ভারে কবিতা লুকোয়
রবিবাবু যদি জানতো?

কিছু ঢঙ আবার বাউলিয়ানায়
বৈষ্ণবী চালচিত্রে;
বোষ্টমী গীতে প্রভুর ভজন
মুরাদ হাসান ভিত্রে!

কিছু কিছু ফের সুশীলীয় গাঁথা
কাঁধে চেতনার ঝোলা;
কবিতা ওদের কড়ির বেসাতি
কড়িতে কবিরা ঘোলা!

এভাবে কবিতা পণ্য হয়েছে
কবিরা করেনি কি কি?
কবিতা না তবু কবিতাই আছে
আঁধারেও ধ্বিকি ধ্বিকি!

কবিতা না আজও বুকের কাঁপন
কবিতাই বুকে বহমান;
কবিতা আছেই থাকবে কবিতা
আছে কবি শিখা রহমান।

কবিতা না আজও অমরচিত্র
শব্দের আঁকা তুলিতে;
কবিতারা আছে 'সহি সালামত'
'শিখা রহমান' ঝুলিতে।

কবিতা না আজও সপন সোপান
কবিতা প্রথম ভোর;
কবিতা না আজও প্রথম প্রেমের
প্রেমিকার বাহুডোর;
কবিতা না আজও বুকে ঝড় তোলা
ধ্রূপদিয়া বাঁশী সুর;
ঐ যে বলেছি কবি শিখা আছে
ওটাই শিখার ঘোর।

মজেছি কবির ইন্দ্রজালেই
ভুলি কি জয়ন্তিকা?
কবিতায় বেসো কবিতায় রেখো
আমাদের কবি শিখা।


মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।

তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
সকল দিলেম পৌছে,
প্রায়ের হিমেল পৌষে।

শুনেই কবি খোশ,
ফাগুন হলো পৌষ। !:#P

২| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৪০

রাজীব নুর বলেছেন: আজ আমাদের ব্লগার 'প্রামানিক'' এরও জন্মদিন। তাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাই।

১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
দিন তো সবে শুরু,
একই পাবেন গুরু।

তার কথা কি ভুলি?
তাকেও ছড়াঞ্জলী।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগার শিখা রহমান ও ব্লগার প্রামানিককে জন্মদিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
লিখবো ছড়া লেখার আগেই
ছলকে উঠে ছড়াই;
কি না আবার বলবে বেঁকে
তোমায় কাকু ডরাই!

ওমা, এ যে বিনয় দেবই
মোমের মাখন গলা!
কাকু তুমি আম্বালা সুইটস
নলেন গুড়ের দলা।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩৮

ইসিয়াক বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা রইলো।

১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
টেনশানে মরি-
আর ভেবেই অবাক!
কবির সেরা সে ফ্যান কই 'ইসিয়াক'!
এলে শেষে, যাক!
সব ঠিকঠাক। !:#P

৫| ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৮

শিখা রহমান বলেছেন: তোর কবিতাতেই বেঁচে থাকবো আমি। জন্মদিনে এমন দুর্দান্ত কবিতার চাইতে সুন্দর উপহার আর কিছুই হতে পারে না। অভিভূত ও আপ্লুত। এত্তো ভালোবাসা আর শুভকামনা প্রিয়তম বন্ধু, প্রিয়তম কবি!!

কেই বা এমন বাসে?
ব্যস্ততাকে জড়িয়ে রাখে
নিত্য অবকাশে।

কেই বা এমন আসে?
আঁধার রাতে দুঃসময়ে
এসেই বসে পাশে।

কেই বা এমন হাঁটে?
জ্বালায় আলো সুয্যি যখন
নামে অস্তপাটে।

কেই বা এমন সাধে?
নেয় অভিমান সবটা বুঝে
আদরে আহ্লাদে।

কেই বা আমায় খোঁজে?
কাব্য কথায় আর উপমায়
ছন্দ যাদুর ঝাঁঝে।

তুই ছাড়া
আর কেই বা এমন বাসে?
দুঃখে আমার কাঁদে আর
সুখের সময় হাসে।
এমন কেবল বাসতে পারিস তুই,
তোকেই অহর্নিশি আমি মন বাড়িয়ে ছুঁই।

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
তুমি মানে 'ঘোর ঘোর'
সারাখন রয় রেশ;
তুমি মানে কবিতারা
পাঠ তবু 'নয় শেষ'।

তুমি মানে 'নেশা নেশা'
কবিতায় মাতলামো;
তুমি মানে 'না পড়ুয়া'
পাঠকেরও আঁতলামো।

তুমি মানে 'চারপাশ'
হয়ে যায় কবিতা;
তুমি মানে 'যা যা দেখি'
প্রেমময় খুবই তা।

তুমি মানে 'কি ভীষন'
আঁধারেও জ্বালো আশা;
তুমি মানে 'আলো আলো'
সব কিছু ভালোবাসা।

তুমি মানে 'পাঠকের'
প্রজা হয়ে দমারই;
তুমি মানে 'কবিতায়'
রাজত্ব তোমারই।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: শিখা রহমানকে আন্তরিক শুভেচ্ছা! প্রামানিক কেও শুভেচ্ছায় স্মরণ করছি। আর ছড়াকারকে এমন গুণী একজন কবি ও গল্পকারকে নিয়ে তার শুভ জন্মদিনে এ ছড়াটি পরিবেশন করার জন্য আন্তরিক ধন্যবাদ। + +

৫ নং মন্তব্যে শিখা রহমানের ছড়াটা অত্যন্ত চমৎকার হয়েছে। +

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
সত্যি সে দিলো যা না
সাচ মুচ মরমে-
কি যে লিখি আগডুম
ভেবে মরি শরমে। |-)

৭| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ব্লগার শিখা রহমান এবং প্রামাণিক ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।

আর, চমৎকার ছড়ার জন্যে আপনাকে ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
শুভেচ্ছা কবি শিখা
শুভেচ্ছা প্রমিদা'কে;
তোমাকেও থ্যাংকিউ
দিলে উয়িশ তুমি তাকে।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কিছু টাইপ করতে চাইলে উহা ছড়া হয়ে যায়?

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
সবই তোমার দোয়া কাকু
সবই তোমার দোয়া;
বউকে বলি ভাত দাও ওগো
অতেও ছড়ার ধোঁয়া!! B:-)

৯| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৬

অব্যক্ত কাব্য বলেছেন: শুভ জন্মদিন প্রিয় কবি শিখা রহমান।

কবিকে নিয়ে আমার ছোট্ট আয়োজন।

আলোকিত শিখা

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
বাহ তুমিও বেশ লিখেছো বেশ,
অটুট থাকুক জন্মদিনের রেশ।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন প্রিয় কবি। দারুন সব কবিতার সৃষ্টি হোক আপনার ক্যারিশমায়।

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
মন্তব্যেই তার, বেশ
কবি কবি ধার!
হবেই না ক্যান,এ যে
কবি সেলিম আনোয়ার!!

১১| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০০

ইসিয়াক বলেছেন: হা হা হা কবি ভাইয়ু তোমার প্রতি মন্তব্যে ভালো লাগা জেনো। প্রিয় কবি শিখা আপুর মন্তব্যটিও দারুণ লাগলো। তোমরা সবাই ভালো থেকো। এভাবেই সামু ব্লগকে মাতিয়ে রেখো ছন্দে আর কবিতায়। শুভকামনা রইলো।

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
এই যে দিলা বাণী
তোমার সকল কথা মানি;
কই হারালে, দেখিনা ক্যান
চন্দ্র বদনখানি?

১২| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতায় বেসো কবিতায় রেখো আমাদের কবি শিখা।
..............................................................................
বাহ্হ ! তােষামোদে খাসা
বেঁচে থাকো বাছা !!!

১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
এই যে যারা আকাশ উঁচু
তারার আলোক শিখা;
তোষামোদেই পালন নিয়ম
তাদের জয়ন্তিকা।

তোষামোদে কতই বলো
ওদের যাবে আঁকা;
আমরা স্নাত আলোক শিখায়
আলোয় চেয়ে থাকা।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

জ্যাকেল বলেছেন: ব্লগার শিখা রহমান ও ব্লগার প্রামানিক ভাই সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

ইসিয়াক বলেছেন: হারাইনি তো প্রিয় কবি , এই তো আছি।পোস্ট পড়ছি মন্তব্য করছি।গল্প / কবিতা লিখছি তবে পোস্ট দিচ্ছি না। ফেসবুকেও না ব্লগেও না। কেন জানি পোস্ট দিতে ইচ্ছে করছে না।
আবারও শুভকামনা।
ভালো থেকো সবসময়।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একজন প্রানবন্ত মানুষ, কবি শিখা রহমানের জন্মদিনে অনেক শুভকামনা।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবির জন্মদিনে কবিকে শুভেচ্ছা।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৪

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.