নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

কি করি আজ ভেবে না পাই › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন\' প্রিয় হেনা ভাই

০১ লা মার্চ, ২০২২ রাত ৮:৫৫



হেনা ভাই মানে রম্য, হেনা ভাই মানে হাসি;
হেনা ভাই মানে দিন শেষে ফিরে ব্লগিংটা ভালোবাসি।

হেনা ভাই মানে প্রাঞ্জল, হেনা ভাই সুখপাঠ্য;
হেনা ভাই মানে অতি চেনা'খন নিয়ে লেখা মহা নাট্য।

হেনা ভাই মানে আড্ডা, হেনা ভাই মানে মস্তি,
হেনা ভাই আটপৌরে জীবনে হিমেল পশলা স্বস্তি।

হেনা ভাই মানে বন্ধু, হেনা ভাই মানে মিত্র;
হেনা ভাই মানে মধ্যবিত্ত টুনাটুনি হালচিত্র।

হেনা ভাই মানে সুক্ষ, হেনা ভাই মানে দৃষ্টি;
হেনা ভাই মানে বাঙ্গালীয়ানার ষোলআনা খাঁটি কৃষ্টি।

হেনা ভাই মানে সাধারণ, হেনা ভাই মানে প্রিয়মুখ;
আমার কাছে না হেনা ভাই মানে আগাগোড়া এক ভালো লোক।

হেনা ভাই মানে রসের ফোয়ারা ব্লগের কিং অব রম্য;
হেনা ভাই মানে শুধু 'হেনা ভাই' চির সে অনতিক্রম্য।

হেনা ভাই নেই তাতে কি আমরা ভুলিনি জন্মতিথীকে;
'নয়নতারা' ও 'তাইজি বুড়ির' প্রিয় দাদুভাই'র স্মৃতি কে।


[ছোট নাতনী তাইজি বুড়ির জন্মদিনে পারিবারিক অনুষ্ঠানে হেনা ভাই]


[হেনা ভাইয়ের দু'নয়ন আদরের দুই নাতনী নয়নতারা ও তাইজিবুড়ি]


[২০১৬-এ নিজ বাসভবনে হেনা ভাই ও ব্লগার সাদা মনের মানুষ ওরফে কামাল ভাই]




[২০২১-এর জন্মদিনে বাইপাস সার্জারীর পর তাঁকে দেখতে যাওয়া প্রিয় বন্ধু ও সহব্লগার সাদা মনের মানুষ ওরফে কামাল ভাই এবং ছড়াকার প্রামানিক ভাইয়ের সঙ্গে নিজ বাসভবনে হেনা ভাই]


[হেনা ভাইয়ের প্রকাশিত শেষ গল্পগ্রন্থ 'স্বপ্ন বাসর']

ছবিঃ হেনা ভাইয়ের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া।

মন্তব্য ২৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২২ রাত ৯:৫৬

ইসিয়াক বলেছেন: যেখানে থাকুক ভালো থাকুক প্রিয় হেনা ভাই।

০১ লা মার্চ, ২০২২ রাত ১০:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
খোদার কাছে এই ফরিয়াদ
নিষ্ঠ প্রাণে কান্নাতে;
'ইয়া গাফুরু' 'মালিক' তুমি
দাও তাকে স্থান জান্নাতে।

২| ০১ লা মার্চ, ২০২২ রাত ৯:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: উনার সম্পর্কে আরও জানতে চাই!

০১ লা মার্চ, ২০২২ রাত ১০:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
আমার চেলারা রম্য শিখেছি
যেটুকুন তাকে দেখা;
লিঙ্ক দিনু দেখো আগে তো পড়ো
কি ছিলো গুরুর লেখা?

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

৩| ০১ লা মার্চ, ২০২২ রাত ১০:১৮

মিরোরডডল বলেছেন:



দু একবার মন্তব্যে ছাড়া সেভাবে পরিচয় হয়নি কিন্তু ব্লগারদের লেখাতে ওনার কথা বার বার শুনেছি,
খুব ভালো মানুষ ছিলেন, যেটা খুব দুর্লভ এই সময়ে ।

০১ লা মার্চ, ২০২২ রাত ১০:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
এমনি এমনি গুরু তো হয় না
পাঠক হয় উৎসুক?
হেনা ভাই মানে শান্ত সৌম্য
নিপাট ভদ্রলোক।

৪| ০১ লা মার্চ, ২০২২ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: হেনা ভাইয়ের জন্য অনেক দোয়া। আল্লাহ উনার জন্য বেহেশত নসিব করুক। উনার আত্মার মাগফিরাত কামনা করি।

০২ রা মার্চ, ২০২২ ভোর ৬:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
বান্দার তরে খোদাই আপন
রহমের আশায় থাকি,
হেনা ভাই থাক সহি সালামত
আমরা দোয়ায় রাখি।

৫| ০১ লা মার্চ, ২০২২ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।

০২ রা মার্চ, ২০২২ ভোর ৬:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
হেনা ভাই আঁকি শব্দ কোথায়
নইও অত বড় বোদ্ধা;
চির শান্তিতে ঘুমাক গুরু
এই-ই আজ দোয়া-শ্রদ্ধা।

৬| ০১ লা মার্চ, ২০২২ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: ভালোবাসা আর শুভকামনা হেনা ভাইয়ের জন্য।

ওপারে অনেক ভালো থাকুক ভাইয়া

০২ রা মার্চ, ২০২২ সকাল ৮:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
কাল থেকে আজ অব্দি
একটাই উপলদ্ধি-
হেনা ভাই বেঁচে স্ম্বতিতে এখনও
জাগরূক লেখা মাঝে,
আমিও যাবো, কি করেছি ভাবি
অপচয় ক্ষণ অকাজে। |-)

৭| ০২ রা মার্চ, ২০২২ রাত ১২:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: শ্রদ্ধা জানাই।

০২ রা মার্চ, ২০২২ সকাল ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ইল্লি'য়িনের আলোয়,
হেনা ভাই থাক ভালোয়।

৮| ০২ রা মার্চ, ২০২২ রাত ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



শক্তিশালী লেখক ও বুদ্ধিমান ব্লগার ছিলেন।

০২ রা মার্চ, ২০২২ সকাল ৮:৩৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
ও কাকু তুমিও কম না,
একা রেসকোর্স-রমনা।

একা রাজু ভাস্কর্য,
সেলাম তোমার ধৈর্য্য।

৯| ০২ রা মার্চ, ২০২২ রাত ৩:৫৮

কাছের-মানুষ বলেছেন: তার জন্য দোয়া রইল। তার লেখায় দারুন হিউমার ছিল, শক্তিশালী লেখক! আমি তাকে প্রথম আলো ব্লগ থেকেই চিনতাম!

০২ রা মার্চ, ২০২২ সকাল ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
জানোই তবে সে কি ছিলো?
একাই 'শব্দ মিছিলও'।

১০| ০২ রা মার্চ, ২০২২ সকাল ৭:০৩

নজসু বলেছেন:


প্রিয় ভাইকে মিস করি।
মহান আল্লাহপাক ওনাকে ভালো রাখুন।

০২ রা মার্চ, ২০২২ সকাল ৮:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
তোমার চাওয়া সত্য হোক,
স্বর্গে অমরত্ব হোক।

১১| ০২ রা মার্চ, ২০২২ সকাল ১০:১১

হাসান মাহবুব বলেছেন: সুরসিক এবং আন্তরিক হেনা ভাইকে ভালোবাসে না এমন কেউ নেই। তার জন্মদিনে ভালোবাসা।

০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাসান মাহবুব বলেছেন: সুরসিক এবং আন্তরিক হেনা ভাইকে ভালোবাসে না এমন কেউ নেই। তার জন্মদিনে ভালোবাসা।

একদম একদম,
হেনা ভাই মানে নিথর ব্লগেও
গমগম সমাগম।
হেনা ভাই মানে অফিস ফেরৎ
আড্ডার ঝমাঝম।
আজও জানো খুব হেনা ভাই আছে
প্রায়ই হয় মনে ভ্রম। |-)

১২| ০২ রা মার্চ, ২০২২ সকাল ১০:২৩

নূর আলম হিরণ বলেছেন: ব্লগার হিসেবে উনি ভালো ব্লগার ছিলেন, ব্লগিংয়ের সময়ে সব ব্লগারের মনে জায়গা করে নিতে পেরেছেন। শ্রদ্ধা ভালোবাসা উনার জন্য।

০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
অন্তরে সাদা খাঁটি
আগাগোড়া কাঁদা মাটি।

এই-ই আমাদের হেনা ভাই,
ভালোবাসি সবে কে না তাই?

১৩| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় হেনা ভাইকে তিনার জন্মদিনে স্মরন করেছেন দেখে বাল লাগছে।
হেনা ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে।
দোয়া করি হেনা ভাইকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউন দান করুন।

১৪| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওপারে ভাল থাকুন হেনা ভাই।

++++

১৫| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:৩৭

জ্যাকেল বলেছেন: উনার জন্য দোয়া করি যেন আল্লাহ উনাকে মাফ করে দেন আর ঐপারে খুব ভালভাবে ভাল থাকেন।

১৬| ০২ রা মার্চ, ২০২২ রাত ৮:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ জন্মদিন হেনা ভাই।
লোক চক্ষুর আড়ালে পালিত
হলো এবার জন্ম দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.