নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

অনাবাদি দুঃখ ঃ

২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৩

স্মৃতির ছায়া,আঁধার আঁকুক
মনকে করি শক্ত,
আকাশ জুড়ে বৃষ্টি নামুক
দু'চোখ বেয়ে রক্ত।

ভোরের সকাল,সন্ধ্যা ডাকুক
বিষাদ ছড়াক ছন্দ,
দিনযাপনের মিথ্যে প্লাবন
কপাট করুক বন্ধ।।

মনের বনে জোয়ার আসুক
জলের লোনা ঢেউ,
নীলের স্রোতে হারাক জীবন
নাইবা খুঁজুক কেউ।

স্বপ্ন পুড়ুক প্রেমের শ্মশান
ইচ্ছে মরুক কষ্টে,
হৃদয় উড়ুক শকুন পাখায়
আশার ফানুস নষ্টে।।

রঙের ঘুড়ি নাটাই ছিঁড়ুক
কাঁটায় মোড়া পথে,
সাধ্যরা সব কোরাস করুক
বিষাদ জোনাক সাথে।।

জোছনা মাখুক মেঘের কালি
প্রেমের ফাগুন রুক্ষ,
মনের জমি আবাদ করুক
আনাবাদি দুঃখ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৮

মামুন তালুকদার বলেছেন: দুঃখ সে তো থাকবে না চিরদিন,,,,,ভালবাসা ভালবাসা রয়ে যাবে অমলিন।।।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

কিরমানী লিটন বলেছেন: নিরন্তর ভালোবাসা-ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয়সুহৃদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.