নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একলা পথের পথিক
কেন আমায় তুমি ডাকো,
আমার একলা পথই সঠিক
তুমি আলোর ভিড়েই থাকো।।
আমার সন্ধ্যা নামে যখন
ভীষণ একলা লাগে তখন,
তোমার নিয়ন আলোয় ভরা
সুখের অবাধ ফল্গুধারা।
আমার ধুলো জমা পথ
চোখের জলে কাঁদা,
তোমার বিজয় ছুটা রথ
সোনা রুপায় বাধা।
আমার অসম্ভবের রং
ধূসর কিম্বা কালো,
তোমার খেয়ালি চলার ঢং
ছড়ায় সম্ভাবনার আলো।
আমার নাটাই ছেড়া ঘুড়ি
শূন্যে মেলা ডানা,
তোমার আশার সোনার তরী
চলার সে পথ জানা।
আমি একলা প্রিয় পথিক
কেন আমার পাশে হাঁটো,
আমার মেঘলা দিনই সঠিক
কেন রোদের ছায়া কাটো।
আমি আমায় রেখে দূরে
মাতি অন্য কোন সুরে,
তবু ধুসর অনুভবে
কেন রঙ্গিন ভোরে ডাকো ।
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞতা আর ভালবাসা অমিনেশ...
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩
রুদ্র জাহেদ বলেছেন: আমি আমায় রেখে দূরে
মাতি অন্য কোন সুরে,
তবু ধুসর অনুভবে
কেন রঙ্গিন ভোরে ডাকো ।
নির্মল সুন্দর