নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

এ কোন সকাল ...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫




পূবের সূর্য পূবেই উঠে
পশ্চিমে যায় অস্ত,
সময় গুলো হারায় শুধু
মিথ্যেরা হয় প্রশস্থ।

মিথ্যে এখন রাতের তারা
মিথ্যে দিনের সূর্য,
নগদ সারি মিথ্যে দিয়ে
কিম্বা ধার কর্জ।

সূর্য্যি মামা জাগার আগে
উঠছে জেগে মিথ্যেরা,
সত্য সদা সুদূর আকাশ
মেঘের আড়াল পথহারা।

মিথ্যে দিয়েই দিনের শুরু
অস্ত বেলাও মিথ্যেরে,
মিথ্যে সময় শরীর মাখি
মিথ্যে শাসন দেশজুরে।

মিথ্যে মাঝে বসত গাড়া
দেশের বিবেক বুদ্ধিরা,
চাপিয়ে দেয়া শান্তিতে তাই
আমজনতার মন ভরা।

তৃপ্তিতে সব ঢেঁকুর তুলে
রাজা উজির মন্ত্রীরা,
স্বদেশ জুড়ে মিথ্যে নাচন
গণতন্ত্র নামকরা।

এ প্রজন্ম গা ভাসিয়ে
স্রোতের ধারা মিথ্যেতে,
ভুলের জলে ডুবছে সদা
যুক্তিতে নয় শক্তিতে।

আকাশ জুড়ে উড়ছে শকুন
কালো মেঘের রেশ,
এ কোন সকাল আঁধার মাখা
আমার বাংলাদেশ !!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৫

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা -নিরন্তর সাথে থাকার জন্য ...নান্দনিক ভালোবাসা রইলো ...

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার :) :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৬

কিরমানী লিটন বলেছেন: নিরন্তর শুভকামনা আর কৃতজ্ঞতা রইলো প্রিয়সুহৃদ...

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মিথ্যার শক্তি ক্ষণিকের, কিন্তু সত্যের শক্তি চিরদিনের! কবিতা সুন্দর হয়েছে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৮

কিরমানী লিটন বলেছেন: প্রিয়সুহৃদ অনেক উজ্জীবিত হলাম আপনার মন্তব্যে-নিরন্তর ভালোবাসা জানবেন ...

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪১

রুদ্র জাহেদ বলেছেন: মিথ্যের বিনাশ হবেই হবে। এরকম লিখনির হাত অনেককিছু হবে

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬

কিরমানী লিটন বলেছেন: আমাদের অতীত ছিল ক্ষত-বিক্ষত,
বর্তমান আরও বেশী বিপর্যস্ত ...
আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায়...

নিরন্তর শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.