নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

ফিরবো কূলে

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫



রাতেও সেদিন বৃষ্টি রবে ঘুমিয়ে পড়ার তাড়া,
শ্রান্ত মনে ক্লান্তি হঠাৎ- নাড়বে এসে কড়া !

ভোরের আলো খিলখিলিয়ে পড়বে মাটির বুকে,
এ পৃথিবী আগের মতো উঠবে সেদিন জেগে।

ভাঙ্গবে না ঘুম একজনা এক- আসুক সকাল,
এক পলকেই অতীত হবে- অচীন অকাল !

আড়াল থেকেই মিলিয়ে যাবে- এ নত মূখ,
থাকবে না আর বণ্চনাদের- ব্যাথার চাবুক।

তাকে ভেবে, আদ্র না হোক- কারোর মনে,
ক্ষমার দূয়ার নাই বা খুলুক- সুহৃদ জনে।

আর হবে না বোঝার উপর- শাকের আঁটি,,
দীর্ঘশ্বাসে দমকা হাওয়ায়- দুঃখ রটি।

স্বপ্ন ভাঙ্গার জ্বলোচ্ছাসে- ভাসবে না কেউ,
ভুলের জলে ফুলের ছাঁয়া- আসুক না ঢেউ।

কাছের হৃদয় দূরের তারা, বিদায়- শুরুর সাথি,
চাইনা কেহ দাড়িয়ে থেকে- জ্বালিয়ে রাখুক বাতি।

তবু যাদের ঠাঁই পেয়েছি ক্ষমায়-:হাজার ভুলে,
সুযোগ পেলে পরের জন্মে, ফিরবো তাদের কূলে।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

আটলান্টিক বলেছেন: পড়ে ফেললাম

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা।
ভালোবাসা নিরন্তর, ধন্যবাদ জানবেন- পাশে থেকে উৎসাহ জোগানোর জন্য।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

করুণাধারা বলেছেন: ভাল বলেছেন।

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ শুভকামনায় অনেক ভালোবাসা রইলো।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

সুদীপ কুমার বলেছেন: পড়ে ফেললাম।ছন্দের শৃঙ্খল-ভাঙ্গা যায়না?

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

কিরমানী লিটন বলেছেন: আমি শৃঙ্খল মানি না। তবে যে অল্প সময়ে আজকাল কবিতা ভূমিষ্ট হয় তাতে ছন্দের জামা কাপড় না পড়ালে সেটা লেংটা লাগে। তাই ছন্দ দিয়ে দায় লুকাই। হা হা হা

ভালোবাসা নিরন্তর। পাশেই চাই- এভাবেই।।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: ছন্দময় এবং সুন্দর।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগা
শুভকামনা জানবেন, অনেক ভালোবাসা প্রিয় দাদার জন্য

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! বেশ ছন্দময় এবং ইচ্ছে-- পরের জন্মের ইচ্ছে। যে জনমে যা হলো তা সব জমিয়ে রাখা পরের জন্মের জন্য

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন।, মৃত্যুর পরেও আশায় থাকার অপেক্ষা।
ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

জনৈক অচম ভুত বলেছেন: আপনার মতো এ আকাঙ্খা আমাদের সকলের।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

কিরমানী লিটন বলেছেন: আমাদের সম্মিলিত ইচ্ছের জয় হোক। বেঁচে থাক মুগ্ধ আশাজাগানিয়ার স্বপ্ন।
ভালোবাসা আর নিরন্তর শুভাশীষ।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:

চমৎকার লিখেছেন কিরমানী ভাই!

২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জিবিত হলো আমার লিখার কলম- আপনার আন্তরিক মতামতে। শুভকামনা নিরন্তী ভালোবাসায়।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

শুভ্র_সরকার বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.