নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

সব নে বুবু- বাঁচার দরে

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪



এক.

মানচিত্রের শিকড় ধরে
টানছে শকুন- চিল,
শোকের ছলে সুখের ঢেকুর
তালকে বানায় তীল।

তাল গাছটা আমার হলে
তবেই বিচার মানি,
নইলে ডাকো মনিপুরী
জলকে বলে- পানি।

তালের নেশায় মাতাল হয়ে
ডগায় পাতো বিছানা,
প্রজায় কি আর নাগাল ছুঁবে
সত্যি বলছি- মিছা না !

কাঁঠাল গাছটা জন্ম নিল
বাবার মোঁচের তেলে,
মাকাল গাছটা দেশের জন্য
আগ্রহ নেই বেলে।

মান্দা গাছে বান্ধা আছে
ভিন্ন মতের যতি,
শ্যাওড়া গাছের ভূতের ছায়া
প্রধান বিচারপতি।

আম গাছটা মায়ের নামে
জাম গাছটা মামার,
দাদার আসন বটগাছটায়
তাল গাছটা আমার।

বট গাছটার মাথাায় দাদু
চেচিয়ে উঠে বলে,
মাইন্ক্যা চিপায় আটকা স্বদেশ-
ইঁদুর মারার কলে।

দুই.
গংগা জলে ডুবলো স্বদেশ
ভাসলো শুধু সিংহাসন,
প্রজার কপাল পুড়লো শুধু
বাড়লো আরো দুঃশাসন।

কাঁদলো আাকাশ হাওড় বিলও
ভাসলো মানুষ ডুবলো পথ,
নেতায় তবু মোহের ঘোরে
থামছে না তার মিথ্যে রথ।

কোথায় বিবেক- কোথায় তারা
জ্ঞানের তাবিজ বেঁচতো যারা,
বানের জলে ডুবলো সবই
গর্তে পানি ডুকলো না.....

এরই মধ্যে এক খেপাটে
হাতের কলম ছাড়ছে না,
দিনের শেষে রাত্রি আসে
আধাঁররা- সব দেয় হানা!

তিন.

তোমার বাঁশি তোমার বাতাস
তোমার ঠোঁটের ফুঁক,
তাকেই বলো শব্দ-দুষন
ভয়ের কাঁপন বুক।

আমরা না হয়, চুনপুড়া মুখ
ঘোল মেলে না, ঘি- বিস্বাদ,
পান্তা বিহীন কাঁনা-বগী
পুঁটির চাওয়া- দূরের চাঁদ।

এই নে বুবু, সবকটা তাল
এই নে, তালের গাছ,
অনেক হলো আর দিস না
উঁফশী শাষন- বাঁশ।

তোকে দিলাম- জজের কলম
ষাট টাকা সের- চালের ভাত,
ইচ্ছে জোড়ায় মই বানিয়ে
আকাশ ছোঁয়ার তৃপ্তি- স্বাদ।

তোর জন্য নোবেল প্রাইজ
বলুক সবে, দ্যুয়ো- ধিক্,
একশো একাই ঠোলার বদন,
আঁচল তলে- ছাত্রলীগ!

এই নে বুবু, মানচিত্র
এই নে বুবু- পতাকা,
এই নে বুবু, দৈত্য চেরাগ
সংবিধানের পাতাটা।

দোহাই একুশ- স্বাধীনতা
সূর্য সেন আর- প্রীতিলতা,
জীবনান্দ, রবি, নজরুল
দোহাই মা, তোর বনলতা।

কাক পুষেছো তাড়িয়ে কোকিল
জজ খেদানো ভয় ঘুষি- কিল,
দোহাই লাগে, জাতির পিতার
থামাও বুবু- ভাঁড়ের উকিল।

অতীত আগাম- উজাড় করে
বতর্মানের রাত্রী- ভোরে,
স্বপ্ন দিলাম, সাধ্য দিলাম
সব নে বুবু - বাঁচার দরে!!!

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

শামচুল হক বলেছেন: ছন্দ ছড়া সুন্দর তবে- - -

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

কিরমানী লিটন বলেছেন: অনক ধন্যবাদ আর কৃতজ্ঞতা, পাশেই চাই- এভাবেই।
ভালোবাসা নিরন্তর

২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯

করুণাধারা বলেছেন: যা ছড়া লিখেছেন, আবার সচিত্র! মনে হচ্ছে আপনার মাথা গরম হয়ে গেছে- এর ফল কি হয় কে জানে!

++++++++++++

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

কিরমানী লিটন বলেছেন: সত্য প্রসবের বেদনা সহ্য করেই তাকে অবগাহন করতে হয়। দেশের রথি মহারথিরা যখন হালুয়া রুটির রসাতলে তখন আমি না হয় সেক্রফাইজ প্রজন্মের সঙ্গী হলাম। এর আগেও একশো আটত্রিশ দিনের অভিজ্ঞতা আছে- লাল দালানের দাবানল।
ভালো থাকবেন, সত্যকে এড়িয়ে নয়। ভালোবাসা রইলো। অনেক শুভকামনায়

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

তারেক ফাহিম বলেছেন: সুন্দর ছড়া পােঠ মুগ্ধতা ++++++++++++++

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভলোবাসা। নান্দনিক মুগ্ধতায়।।।।।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

আহত স্বপ্ন বলেছেন: খুব ভালো লাগলো.

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আর অশেষ ধন্যবাদ ভাইয়া। পাশেই চাই- এভাবেই।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

সাইন বোর্ড বলেছেন: কী সুন্দর চাচার লেজ
নৌকায় বাঁধা
অথৈ সাগরে কোন ভয় নাই...

অাঙুল দিয়ে তালগাছ দেখিয়েছি
ওটা অামার
অালোচনা করে কোন লাভ নাই

দশটা গরু জোড়া দিয়ে
একটা মানুষ
মাথায় করে রাখে পাকা-কলা জয়...

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন ভাই, চাচায় চা খায়, চাচি চেচায়। খেলাটা আমরা- আমরাই। তাই চলিতেছে সার্কাস। আর আমরা শুধু দেখছিই আর দেখছি। কোথাও কেউ নেই।

শুভকামনা সব সময়- নিরন্তর ভালোবাসা।।।।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

আমপাবলিক বলেছেন: বাহ! আমপাবলিকের কতা ল৽াকছেন। আমনেরা কবিরা আসলেই জিনিস।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

কিরমানী লিটন বলেছেন: কি বললেন ভাই, এদেশে কি কবি আছে? সবতো কমই। খায় আর জাবর কাঁটে। কোথাও কেই নেই।

ভালোবাসা নিবেন। সাথেই আছি- সব সুন্দরের। পাশে চাই- এভাবেই।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: কবিতা বা ছড়া যাই হোক- সত্য। এবং সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

কিরমানী লিটন বলেছেন: সত্য যে কঠিন, সে কঠিনেরে ভালোবাসিলাম।

অনেক উজ্জিবিত হলাম আপনার আন্তরিক মতামতে। ভালোবাসা নিরন্তর।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

ফ্রিটক বলেছেন: ছড়াটি অনেক ভাল লেখেছেন।++++++++++++++++

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতগজ্ঞতা সত্য বলার অনুপ্রেরণা হয়ে পাশে থাকার জন্য।
নিরন্তর ভালোবাসা জামবেন

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,




মোদ্দাকথা হলো --- তালগাছটা আমার ...............

ভালো মিলিয়েছেন ছড়া ।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৪০

কিরমানী লিটন বলেছেন: এখানেই কি শেষ? তাল গাছটা আমার সেই সাথে অন্যান্য গাছের মিলাকানাও আমারই মনোনীত। মোদ্দাকথা হলো গাছের আগারটাতো খাবোই, গোড়ারটাসহ চারপাশটাও খাবো। যা বাবা মেনে নিলাম। কিন্তু বেপরোয়া খেয়ে দেয়ে আমার শরীরেই বমি করে আমাকেই এসবের জন্য দায়ী করে শাস্তি দিয়ে বুনো নৃত্য করবে- এটা খুউব বেশী মাত্রার বাড়াবাড়ি হয়ে গেলো না???

অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধায়- ভালোবাসায়। আগাছা কুগাছা, অখাদ্য কুখাদ্য যায়ই লিখার চেষ্টা করি- তার সবগুলোকেই হাত ধরে রাস্তা পার করে, আমার অকবিতাকে কবিতা হয়ে উঠার অদম্য উচ্ছাটাকে বাঁচিয়ে রাখার জন্য। ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। শুভেচ্ছা নিরন্তর।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:





বাস্তব অসঙ্গতির ছড়া । বেশ ভাল লাগলো ।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৪

কিরমানী লিটন বলেছেন: স্বপ্ন ভাঙ্গার জ্বলোচ্ছাসে- ভাসুক না ঢেউ
ভুলের জলে ফুলের ছাঁয়া- খুঁজে কি কেউ,
তবু যাদের ঠাঁই পেয়েছি ক্ষমায় হাজার ভুলে
পরের জন্মে সুযোগ পেলে- ফিরবো তাদের ঘরে।

আপনাদের মতো যোঘ্য পথিকদের অনুপ্রেরণায় আমার মতো দিকভ্রান্ত ইচ্ছার মানুষের, মননের ইচ্ছার ছুঁটে চলা- পথ হারায় না। ভালোবাসা জানবেন প্রিয় সুহৃদ- অনেক সুন্দরের মতোই।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৮

কিরমানী লিটন বলেছেন: সুন্দরের চোখে বেমানানও- আমান হয়ে উঠে।

ভালোবাসা প্রিয় কবি, অনেক কৃতজ্ঞতায়।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার ছড়া । বেশ ভালো লাগলো ।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৪

কিরমানী লিটন বলেছেন: আপনাদের পছন্দের নাগাল ছুঁয়ার আনন্দ, আমার ছড়া কবিতার আড়ালে অপ্রশমিত দীর্ঘশ্বাসের বেদনা কিছুটা হলেও প্রশমিত হলো। নির্মোহ সত্য বলার তৃপ্তিরা গতি পেলো। পেলো- আগামীকে সুন্দরের কাছে ডাকার শক্তিও!!!

পাশে চাই নিরন্তর সুন্দরের- এভাবেই। কৃতজ্ঞ শুভাশীষ রইলো।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন:

কবিতাটা লাগলো ভাল বেশ
দেখি এবার কি হয় এর রেশ


ভালোলাগা++

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

কিরমানী লিটন বলেছেন: জানি, রতের প্রান্তরেখায় আলোকিত ভোরের আশ্রয়। সে আলোয় দূর হোক সমস্ত আঁধার।

ভালোবাসা জানবেন নিরন্তর শুভকামনায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.